DIY event "এসো নিজে করি" "পেনসিল দিয়ে আর্ট প্রাকৃতিক দৃশ্য ও ইটের দেয়ালের উপর পান্ডা"

in আমার বাংলা ব্লগ3 years ago

Hello
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন। নিশ্চই খুব ভাল আছেন। সবাইকে সপ্তমীর শুভেচ্ছা। চারিদিকে পূজার আমেজ কিন্তু তার ভিতর মনে একটা ভয় কাজ করে। এসব কিছুর ভিতর থেকে আমাদের সকলকে সাবধানে থাকতে হবে। আজ আমি প্রথমবার পেনসিল দিয়ে কিছু এঁকেছি।আমি আগে কখনও কিছু আঁকার চেষ্টা করিনি। প্রায় অনেকে ছেলেবেলায় ছবি আঁকে এবং অনেকে আঁকা শিখেছে। আমাকে ছেলেবেলায় শিক্ষকরা কিছু আঁকতে দিলে শুধু একটা কাঁঠাল এঁকে দিতাম। কারণ আমি কিছুই আঁকতে পারতাম না। এমনকি কোনোদিন চেষ্টা ও করিনি। আজ টিনটিন বাবুর ছবি আঁকা দেখে আমার খুব ইচ্ছা করলো। তখনই আঁকতে চেষ্টা করলাম।আজ আমার সেই ক্ষুদ্র চেষ্টা টুকু আপনাদের সাথে শেয়ার করছি। জানি একটুও ভালো হয়নি। আপনারা দেখে হাসবেন আমার ছবি আঁকা দেখে। জীবনে এই প্রথম কিছু আঁকলাম। তবুও যে আপনাদের একটু হাসাতে পারবো এটাই অনেক। সবার DIY প্রজেক্টে আঁকা দেখে আমার ও একটু ইচ্ছা করলো। কিন্তু কি করব বুঝতে তো পারছেন আমি পারি না। তাহলে চলুন মূল কাজে চলে যাই।

IMG_20211012_172503.jpg

IMG_20211012_172448.jpg
উপকরণ:
১. কাগজ
২. পেনসিল
৩. রবার
৪. স্কেল

IMG_20211012_171020.jpg
প্রস্তুত প্রণালী:
১.প্রথমে একটা সাদা কাগজ নিয়ে পেনসিল দিয়ে একটা বৃত্ত একে নিতে হবে।

IMG_20211012_164821.jpg
২. বৃত্তের মাঝ বরাবর স্কেল দিয়ে লম্বা একটা দাগ কেটে নিতে হবে।

IMG_20211012_164953.jpg
৩. ঠিক একই আর একটি দাগ কেটে নিতে হবে। মোট দুটি পরপর কেটে নিতে হবে।

IMG_20211012_165029.jpg
৪. এবার মাঝ বরাবর দাগের মাঝে একটি অর্ধেক সূর্য আঁকতে হবে। এবং সূর্যের চারপাশে আপছা দাগ কেটে নিতে হবে। দুই দাগের মাঝে ও আপছা দাগ কেটে হবে। সূর্যের উপরে কয়েকটি পাখি এঁকে দিলাম।
তারপর আমাদের প্রাকৃতিক দৃশ্য তৈরি।

IMG_20211012_165338.jpg

IMG_20211012_165502.jpg
আশা করি আপনাদের আমার এই আঁকা ছবিটি ভালো লাগবে। জীবনের প্রথম আঁকা।

IMG_20211012_162535.jpg
৫. ঠিক একই ভাবে আমি পরের ছবি টি আঁকার জন্য বৃত্ত এঁকে নিয়েছি। আর মাঝ বরাবর ৪ টি দাগ কেটে নিয়েছি। এবং সেই দাগ গুলোকে ইটের মতো এঁকে দিলাম।

IMG_20211012_164818.jpg

IMG_20211012_165721.jpg

IMG_20211012_170001.jpg
৫. পেনসিল দিয়ে আবছা আবছা করে এঁকে নিলাম। সেই ইটের উপর একটা পান্ডা একে দিয়ে একটা গাছের ডাল এঁকে দিলাম।

IMG_20211012_170109.jpg

IMG_20211012_170337.jpg

IMG_20211012_170824.jpg

IMG_20211012_170823.jpg
আমার আঁকা ছবি যদি আপনার ভালো লাগে তাহলে আমার প্রথম আঁকা সার্থক হবে।

Sort:  
 3 years ago 

বৌদি আপনি যে এত ভালো অঙ্কন করতে পারেন তা আমার জানা ছিল না। আমাদের বৌদি সবদিক থেকে সেরা। এমন কোনো গুণ বাকি নেই যা আপনার মধ্যে নেই। আপনার অঙ্কন চিত্র টি অনেক সুন্দর হয়েছে। আপনাকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা।

 3 years ago 

বৌদি আপনার দুইটি আর্ট খুবি সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি ধাপে ধাপে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন সবাই খুব সহজেই বুঝতে পারবে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনার আর্ট দুইটা খুব সুন্দর হয়েছে। আপনি ধাপে ধাপে সুন্দর করে আমদের বুঝিয়েছেন। খুব ভালো লাগলো। শুভ কামনা রইল আপু আপনার জন্য।

 3 years ago 

দিদি,, আপনি যে এত সুন্দর ড্রইং করতে পারেন তা আগে জানতাম না। খুবই সুন্দর ভাবে আপনি প্রাকৃতিক দৃশ্য এবং পান্ডার ছবিটি অংকন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।।

 3 years ago 

অসাধারণ বৌদি।চমৎকার হয়েছে আর্টটি।আপনি এত সুন্দর আঁকতে পারেন আমার জানা ছিল না।আপনি অনেক গুণের অধিকারী।পান্ডাটি সত্যিই অসাধারণ হয়েছে ইটের ফাঁকে উঁকি দেওয়ার দৃশ্যটি।ধন্যবাদ বৌদি।

 3 years ago 

আমি এই প্রথম কিছু এঁকেছি। আমি কোনোদিন কিছু আঁকিনি। স্কুলে কিছু আঁকতে বললে একটা ডিম এঁকে রাখতাম। তোমাকে পূজার শুভেচ্ছা।

দিদি, আপনার আর্ট দুইটা খুব সুন্দর হয়েছে। আপনি ধাপে ধাপে সুন্দর করে আমদের বুঝিয়েছেন। খুবই সুন্দর ভাবে আপনি প্রাকৃতিক দৃশ্য এবং পান্ডার ছবিটি অংকন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপু এককথায় অনবদ্য। আপনার প্রশংসা না করে পারলাম না। ধন্যবাদ আপু।

বউদি টিনটিন বাবুর আর্ট টি তো খুব পছন্দ হওয়ার কথা। হিহিহিহি। পান্ডা টা মনে হচ্ছে একটু দুষ্টু বুদ্ধি করে উকি মারছে। খুব পছন্দ হয়েছে কিন্তু।

 3 years ago 

টিনটিন বাবু কে আর্ট দেওয়ার পর সে তার ওপর আবার ডিজাইন করেছে।যা একেবারে পান্ডার দুটো দানা আর লেজ এঁকে দিয়েছে।ভাইয়া অষ্টমী পূজার শুভেচ্ছা আপনাকে ও দিদিকে।

হিহিহিহি। মহা নবমীর শুভ সকাল বৌদি। মা সবার মঙ্গল করুন ❤️☁️

 3 years ago 

পেনসিল দিয়ে আর্ট প্রাকৃতিক দৃশ্য ও ইটের দেয়ালের উপর পান্ডা অনেক সুন্দরভাবে এঁকেছেন। খুব ভালো লাগলো আপনার পোস্টটি। অনেক ধন্যবাদ ও অভিনন্দন রইল আপনার জন্য।

 3 years ago 

ইটের দেয়ালের উপর পান্ডা। খুব উঁচু মানের চিন্তা ভাবনা না থাকলে এই রকম চিএ আর্ট করা যায় না। খুব সুন্দর একেছেন। পান্ডা নাকী খুবই শান্ত স্বভাবের প্রাণী।।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63271.81
ETH 2568.70
USDT 1.00
SBD 2.80