DIY Event- এসো নিজে করি:❤️"তিন চাকার কলমদানি" তৈরি||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার



আমি@monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি "তিন চাকার কলমদানি" শেয়ার করেছি। কাগজ দিয়ে বিভিন্ন ধরনের কলমদানি তৈরি করতে আমার অনেক ভালো লাগে। তাই আজ আমি রঙিন কাগজ ও সাদা কাগজ দিয়ে "তিন চাকার কলমদানি" তৈরি করেছি। আশা করি এই কলমদানিটি আপনাদের ভালো লাগবে।



❤️কাগজ দিয়ে তৈরি "তিন চাকার কলমদানি":❤️

IMG20211013154615.jpg
Device-OPPO-A15
IMG20211013154529.jpg
Device-OPPO-A15



"তিন চাকার কলমদানি" আমি খুব সুন্দর ভাবে কাগজ দিয়ে তৈরি করেছি। এই "তিন চাকার কলমদানি" তৈরি করতে আমার খুবই ভালো লেগেছে। আমি খুব ধীরে ধীরে এবং সময় নিয়ে এই সুন্দর কলমদানিটি তৈরি করার চেষ্টা করেছি। ভিন্ন ভিন্ন কলমদানি তৈরির মধ্যে রয়েছে অনেক বেশি আনন্দ। তাই আজ আমি একটু ভিন্ন ধরনের কলমদানি তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করেছি।



❤️"তিন চাকার কলমদানি" তৈরি করতে যে সকল উপকরনের প্রয়োজন সেগুলো হলো:❤️

১. রঙিন কাগজ
২. সাদা কাগজ
৩. মোটা ও শক্ত কাগজ
৪. কাঁচি
৫.আঠা
৬.কলম
৭.গোল কৌটা

IMG20211013143548.jpg
Device-OPPO-A15



❤️"তিন চাকার কলমদানি" তৈরির ধাপসমূহ:❤️



❤️ধাপ-১❤️

IMG20211013143825.jpg
Device-OPPO-A15
IMG20211013143943.jpg
Device-OPPO-A15



"তিন চাকার কলমদানি" তৈরি করার জন্য প্রথমে আমি একটি সাদা কাগজ নিয়েছি। এরপর কাগজটি দিয়ে পাইপ তৈরি করার জন্য প্রথমে আমি কাগজটি প্রথম থেকে ভাঁজ করেছি। এরপর শেষের অংশে আঠা লাগিয়ে।



❤️ধাপ-২❤️

IMG20211013144028.jpg
Device-OPPO-A15
IMG20211013144408.jpg
Device-OPPO-A15



এভাবে আমি সবগুলো পাইপ তৈরি করেছি। আমার সুন্দর "তিন চাকার কলমদানি" তৈরি করার জন্য কাগজের তৈরি পাইপগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়।



❤️ধাপ-৩❤️

IMG20211013144518.jpg
Device-OPPO-A15
IMG20211013144547.jpg
Device-OPPO-A15
IMG20211013144604.jpg
Device-OPPO-A15



এবার আমি গোল চাকা তৈরি করার জন্য একটি প্লাস্টিকের কৌটা নিয়েছি। এরপর আমি ধীরে ধীরে সাদা পাইপ কৌটার চারপাশে প্যাচানোর চেষ্টা করেছি। শেষের অংশে আঠা লাগিয়ে দিয়েছি।



❤️ধাপ-৪❤️

IMG20211013144634.jpg
Device-OPPO-A15
IMG20211013144657.jpg
Device-OPPO-A15
IMG20211013144704.jpg
Device-OPPO-A15



এবার চাকার মাঝের অংশের গোল অংশটি তৈরি করার জন্য আমি কলমে সাদা কাগজ প্যাচিয়ে গোল অংশটি তৈরি করে নিয়েছি।



❤️ধাপ-৫❤️

IMG20211013144948.jpg
Device-OPPO-A15
IMG20211013145044.jpg
Device-OPPO-A15
IMG20211013145325.jpg
Device-OPPO-A15



এবার আমি চাকা তৈরি করার জন্য প্রথমে গোল অংশ দুটি নিয়েছি। এরপর চাকার রিং তৈরি করার জন্য কাগজ কেটে কেটে সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। এখানে আমি আঠা ব্যবহার করেছি।



❤️ধাপ-৬❤️

IMG20211013145633.jpg
Device-OPPO-A15



একইভাবে আমি অন্যান্য সবগুলো চাকা তৈরি করেছি।



❤️ধাপ-৭❤️

IMG20211013145801.jpg
Device-OPPO-A15
IMG20211013145912.jpg
Device-OPPO-A15



এবার দুটি চাকা একত্রে করার জন্য আমি একটি লম্বা কাগজের পাইপ নিয়েছি। আমি প্রথমে চাকার মাঝের অংশের ফাঁকা জায়গায় কাগজের তৈরি পাইপ প্রবেশ করিয়েছি।



❤️ধাপ-৮❤️

IMG20211013145955.jpg
Device-OPPO-A15
IMG20211013150119.jpg
Device-OPPO-A15



এবার আমি পাইপের সাহায্যে দুটি চাকা দুই প্রান্তে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি।



❤️ধাপ-৯❤️

IMG20211013150134.jpg
Device-OPPO-A15
IMG20211013150152.jpg
Device-OPPO-A15
IMG20211013150701.jpg
Device-OPPO-A15



আমি ধীরে ধীরে এবং খুব সাবধানতার সাথে সামনের চাকা পিছনে দুই চাকার সাথে মিলানোর চেষ্টা করেছি। এজন্য আমি একটি লম্বা কাগজের পাইপ পিছনের দুই চাকার পাইপের সাথে লাগানোর চেষ্টা করেছি।



❤️ধাপ-১০❤️

IMG20211013150715.jpg
Device-OPPO-A15
IMG20211013150844.jpg
Device-OPPO-A15



এভাবে আমি সফলভাবে তিনটি চাকা পাইপের সাহায্যে জোড়া লাগিয়েছে। এরপর কলমদানি তৈরি করার জন্য একটি সাদা কাগজ ও পূর্বে তৈরি করা কাগজের পাইপ প্রস্তুত করে নিয়েছি।



❤️ধাপ-১১❤️

IMG20211013151412.jpg
Device-OPPO-A15
IMG20211013151625.jpg
Device-OPPO-A15
IMG20211013152326.jpg
Device-OPPO-A15



এবার আমি একটি সাদা কাগজের উপর আঠা লাগিয়েছি। এবার আমি ধীরে ধীরে কলমদানি তৈরীর জন্য প্রস্তুত করে রাখা পাইপগুলো আঠার ওপর বসিয়ে দিয়েছি।



❤️ধাপ-১২❤️

IMG20211013152434.jpg
Device-OPPO-A15
IMG20211013152512.jpg
Device-OPPO-A15



এবার আমি কাগজের দুই প্রান্ত কলমদানির আকৃতি করে ভাঁজ করে নিয়ে আঠা লাগিয়ে দিয়েছি।



❤️ধাপ-১৩❤️

IMG20211013152640.jpg
Device-OPPO-A15
IMG20211013152746.jpg
Device-OPPO-A15
IMG20211013152912.jpg
Device-OPPO-A15



এবার কলমদানিটি সুন্দর করে তোলার জন্য দুটি কাগজ লম্বাভাবে কেটে নিয়েছি। এরপর আঠার সাহায্যে ওপরের অংশে ও নিচের অংশে লম্বা কাগজ লাগিয়ে নিয়েছি।



❤️ধাপ-১৪❤️

IMG20211013153031.jpg
Device-OPPO-A15
IMG20211013153106.jpg
Device-OPPO-A15
IMG20211013153211.jpg
Device-OPPO-A15



সবকিছু প্রস্তুত হওয়ার পর এবার আমি কলমদানি তিন চাকার উপরে বসানোর জন্য একটি শক্ত কাগজ কেটে নিয়েছি। এবার কাগজটি সুন্দর করে তোলার জন্য রঙিন কাগজ আঠার সাহায্যে লাগিয়ে দিয়েছি। এবার এই শক্ত কাগজটি তিন চাকার মাঝের অংশে বসিয়ে দিয়েছি।



❤️শেষ ধাপ❤️

IMG20211013154312.jpg
Device-OPPO-A15
IMG20211013154346.jpg
Device-OPPO-A15



এরপর আমি আমার তৈরি করা কলমদানির উপরের অংশ তিন চাকার উপর বসানোর জন্য আঠা লাগিয়ে নিয়েছি। এরপর কলমদানিটি আঠার উপর বসিয়েছি। এভাবে আমি "তিন চাকার কলমদানি" সুন্দরভাবে তৈরি করেছি।



❤️উপস্থাপনা:❤️

IMG20211013154620.jpg
Device-OPPO-A15
IMG20211013160730.jpg
Device-OPPO-A15



"তিন চাকার কলমদানি" তৈরি করা হয়ে গেলে আমি উপস্থাপনের জন্য প্রস্তুত করেছি। তবে আমার বানানো তিন চাকার কলমদানিটি দেখতে কেমন হয়েছে আমি জানিনা। কিন্তু এটি বানাতে আমার খুবই ভালো লেগেছে। আমার কাছে এই কলমদানিটি খুবই পছন্দ হয়েছে। আপনারা যদি এই সুন্দর কলমদানি তৈরি করতে চান তাহলে উপরের ধাপগুলো অনুসরণ করতে পারেন।



❣️ধন্যবাদ সকলকে❣️

Sort:  
 3 years ago 

আপু আপনার হাতের কাজ দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম।
অনেক বেশি সুন্দর হয়েছে আপনার তিন চাকার কলমদানিটি। বিশেষ করে মনে হচ্ছে নিচে ঠেলাগাড়ি উপরে কলমদানী। ভালোই বুদ্ধি খাটিয়েছেন আপু।

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আপনার প্রত্যেকটি কাজ আমার অনেক ভালো লাগে। একটি কথা আমি শিওর দিয়ে বলতে পারি আপনার অনেক ধৈর্য। আপনি অনেক সুন্দর ভাবে সবকিছু করতে পারেন ধৈর্য সহকারে এতে একজন মানুষের সফলতার জন্য সবচেয়ে বড় চাবিকাঠি বলে আমি বিশ্বাস করি। অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

আপু এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।❤️❤️❤️

 3 years ago 

আপনার ড্রাই দেখে আপনার প্রশংসা করার ভাষা হারিয়ে ফেলেছি আমি। খুবই সুন্দর হয়েছে আপনার ড্রাই দেখতে অসাধারণ লাগছে সম্পূর্ণ ইউনিক এবং নতুন আপনার বুদ্ধির প্রশংসা না করে আর পারছিনা।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

আপু অনেক সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করেছেন। তিন চাকার কলমদানি। এবং ধাপে ধাপে বর্ণনাগুলো অনেক সুন্দর দিয়েছে।
ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপু আপনি অনেক দক্ষতার সাথে কাগজ দিয়ে তিন চাকার কলমদানি তৈরি করেছেন, যা দেখে আমি সত্যিই আনন্দিত হয়েছি। আপনার সুন্দর ধাপে ধাপে বানানো দেখে আমি শিখে গিয়েছি

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

অসাধারণ হয়েছে আপু। দেখেই বুঝা যাচ্ছে আপনি কতটুকু সময় নিয়ে কাজটি করেছেন। কাগজ দিয়ে খুব সুন্দর করে কলমদানি তৈরি করেছেন। আমার কাছে ভালো লেগেছে। শুভেচ্ছা নিবেন আপু।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

দিদি আপনার কাজ গুলোতে বেশ নতুনত্ব আছে কিন্তু। যতো কাজ দেখছি আপনার, তত ভালো লাগছে। অসাধারণ হয়েছে কলম দানি। ভালবাসা রইলো দিদি।

 3 years ago 

সুন্দর একটি মতামত প্রকাশ করার জন্য আমার মিষ্টি দিদিকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।❤️❤️❤️

খুবই সুন্দর হয়েছে আপনার ড্রাই দেখতে অসাধারণ লাগছে সম্পূর্ণ ইউনিক এবং নতুন আপনার বুদ্ধির প্রশংসা না করে আর পারছিনা।

 3 years ago 

অনেক সুন্দর বানিয়েছেন ।অনেক শুভেচ্ছা নেবেন ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 66565.59
ETH 3503.87
USDT 1.00
SBD 2.72