😍😍"ব্যাস্ততম একটি দিনলিপি "(12-10-2021)-(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য।)🦊🦊😍😍

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

IMG_20211012_205549.jpg

বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি।বন্ধুরা আজ আমি আপনাদের সাথে আমার আজকের দিনলিপি ভাগ করবো।আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন শুরু করা যাক।



সকাল তখন ৭টা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম।সকালের নাস্তা করলাম।এরপরে রাস্তায় উঠে হেটে হেটে আমার বন্ধু সাগরের বাসায় যাচ্ছি।আজকে আমাদের কলেজে যাবার কথা রয়েছে সে যাবে কিনা তাই জানতে যাচ্ছি। সাগর যাবে আমাকে দ্রুত রেডি হতে বললো।আমি বাসায় এসে গোসল টা সেরে ফেললাম।এরপরে সাগরের বাসায় গেলাম সাগরও রেডি।ওর গাড়িটা বের করে আমরা কলেজের উদেশ্য রওনা হলাম।



কলেজ যেতে আবার আমাদের আরেকজন বন্ধু আমাদের সাথে যোগ হলো।তিনজন একই কলেজের ছাত্র আমরা।নদী পার হলাম প্রচুর গড়ম রোদ্রের কারনে মাথা খুব গড়ম হয়ে যাচ্ছিলো ব্যাগে একটা ছাতা ছিলো সেটা বের করে মাথাই নিলাম আমরা তিনজন।

নদী পার হবার সময়

IMG_20211012_205616.jpg

IMG_20211012_205454.jpg

IMG_20211012_205442.jpg

কলেজের পথে আমরা তিনজন

IMG_20211012_205421.jpg

IMG_20211012_205410.jpg



মেইন রোডে পোছালাম এরপরে এক টানে আমাদের কলেজে এলাম।সাগর আমার এক ইয়ার নিছে পরে ওদের একটা ফর্ম দিছে সেটা পুরন করে অফিসে জমা দিতে হবে।সাগর সহ ওর বন্ধুরা লিখছে আমি কলেজের পুকুর পারে বসে আছি।

কলেজের পুকুর পার থেকে।

IMG_20211012_205603.jpg

IMG_20211012_205515.jpg

ওদের লেখা শেষ হয়ে গেছে এখন জমা দিতে হবে তখন বেলা বাজে প্রায় ২ টা জমা দিতে গেলে স্যার বলে আবার পরে কারন অফিস কক্ষ বন্ধ করে স্যারেরা সবাই বিদায় হয়ে গেছে।কি আর করার আবার পুজোর পরে যেতে হবে।কারণ পুজা উপলক্ষে স্কুল কলেজ সব বন্ধ।



আমরা কলেজ থেকে চলে এলাম আমাদের বাজারে।আমার এক ভাইয়ের জন্মদিন তার জন্য আমাদের কে গিফট কিনতে হবে তাই বাজারে চলে এলাম।একটা গেঞ্জি,পারফিউম,বই ইত্যাদি কিনলাম।কয়েকটা গোলাপ কিনতে হবে।আমি আর সাগর গোলাপ কেনার জন্য বাজারের বাইরের একটি ফুলের দোকানে গেলাম।এবং ৩ টা গোলাপ কিনলাম ৩০ টাকা দিয়ে।



গোলাপের ছবি

IMG_20211012_205549.jpg

সব কেনা কাটা শেষে আমরা বাসার উদেশ্য রওনা হলাম।আজকে ভাইয়ের জন্মদিন রাতে পার্টি রয়েছে সেটা পরবর্তি পোস্টে শেয়ার করবো। ধন্যবাদ সবাইকে।



বন্ধুরা আশা করছি আমার পোস্ট আপনাদের ভালো লেগেছে। সবাই ভাল থাকবেন আপনাদের সাথে আবারো দেখা হবে নতুন কোনো পোস্টে।ধন্যবাদ সবাইকে।



সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ
ক্যামেরাঅপু এ৫এস
ক্যামেরাম্যান@ashik333
w3wordshttps://w3w.co/oversleep.circus.processor
Sort:  
 3 years ago 

ব্যাস্ততম দিন কাটিয়েছেন বোঝাই যাচ্ছে। খুব সুন্দর করে লিখেছেন দিনলিপি। আপনার কলেজের ছবিটি খুব সুন্দর লেগেছে।
শুভ কামনা রইল 🥀

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভ কামনা।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 60956.08
ETH 3383.12
USDT 1.00
SBD 2.50