Diy-এসো নিজে করি: রঙিন কাগজ দিয়ে @rme ভাইয়ার জন্য-পূজা উপলক্ষে "শার্ট ও টাই" উপহার ll ১০% পে- আউট @shy-fox

আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা,

আমি @hayat221 বাংলাদেশ🇧🇩🇧🇩 থেকে

সবাইকে শুভেচ্ছা জানিয়ে-



সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগ সকল সদস্যদের কে ধন্যবাদ জানিয়ে, পোস্ট শুরু করতে চলেছি।আমার আজকের পোস্ট রঙিন কাগজ দিয়ে শার্ট ও টাই তৈরি। আশা করি সবাই মন থেকে উপভোগ করতে পারবেন।


প্রসঙ্গঃ Diy-এসো নিজে করি: রঙিন কাগজ দিয়ে @rme ভাইয়ার জন্য, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমার তৈরি করা "শার্ট ও টাই" আমার থেকে উপহার প্রদান। আশা করি ভাইয়া এটা গ্রহণ করবে।

IMG_20211011_185208.jpg


শার্ট ও টাই তৈরীর উপকরণঃ

১. দুইটি রঙ্গিন কাগজ।
২. একটি কাঁচি ও
৩. একটি আটা।

IMG_20211011_151547.jpg


প্রথমে দেখাবো শার্ট তৈরির ধাপ

ধাপ ০১

IMG20211011125822.jpg

প্রথমে আমি দুইটি কাগজ নিলাম। একটি হাতের বাহিরে রাখলাম।


ধাপ ০২

IMG_20211011_150746.jpg

এখন আমি কাগজ টাকে দুই ভাঁজে- ভাঁজ করে নিলাম।


ধাপ ০৩

IMG_20211011_150725.jpg

এখন মাঝে যে দুই ভাঁজ করলাম, তার এক পাশে একটি ভাঁজ ও অন্যপাশে আরেকটি ভাঁজ।


ধাপ ০৪

IMG20211011130556.jpg

তথা-মোট চারটি ভাঁজ হবে।


ধাপ ০৫

IMG20211011130756.jpg

এখন আমি উপরের একটা কোণ ভাঁজ করলাম।


ধাপ ০৬

IMG20211011130906.jpg

এখন আমি বরাবর, উপরের মাথা দুইটির কোণেই ভাঁজ করলাম।


ধাপ ০৭

IMG20211011131048.jpg

তারপর আমি কাগজটাকে উল্টা করে নিলাম। তারপরে নিচের দিকে ছোট্ট একটা ভাঁজ করে নিলাম।


ধাপ ০৮

IMG20211011131221.jpg

আবার আমি কাগজ টাকে সোজা করে নিলাম।প্রথম মাথার যে কোণ দুটি ভাঁজ করেছি, তার দ্বিতীয় মাথার কোণ দুটি আবার ছোট করে ভাঁজ করে নিলাম।

IMG20211011131320.jpg


ধাপ ০৯

IMG20211011131620.jpg

এবার আমি কাগজটার মাঝখানে দুই হাত দিয়ে ভাঁজ করে দ্বিতীয় মাথার কোণ এর সাথে লাগিয়ে দিলাম। আমার শার্ট তৈরি হয়ে গেছে।


এখন আমি দেখাবো টাই তৈরি ধাপ

ধাপ ১০

IMG20211011132142.jpg

আবার নতুন একটি কাগজ হাতে নিলাম।


ধাপ ১১

IMG20211011132345.jpg

তারপর মাঝখানে ছোট করে কেটে নিলাম।


ধাপ ১২

IMG20211011133908.jpg

তারপর একটা ভাঁজ করে নিলাম মাঝখান দিয়ে।


ধাপ ১৩

IMG20211011133935.jpg

এখন ‌আবার ভাঁজ সোজা করে নিলাম।


ধাপ ১৪

IMG20211011134043.jpg

মাঝখানের চিহ্ন বরাবর একটি কোণ ভাঁজ করে নিলাম।


ধাপ ১৫

IMG_20211011_151038.jpg

একইভাবে দুটি কোণ ভাঁজ করে নিলাম।


ধাপ ১৬

IMG_20211011_151059.jpg

এখন আমি উপরে একটা ভাঁজ করে নিলাম।


ধাপ ১৭

IMG20211011134435.jpg

ওই ভাঁজ এর মধ্য দিয়ে পাখির ঠোঁটের মতো আরেকটি ভাঁজ করে নিলাম।


ধাপ ১৮

IMG_20211011_151201.jpg

আবার ওই ঠোঁটটিও ভাঁজ করে নিলাম।


ধাপ ১৯

IMG_20211011_151244.jpg

এখন আমি লম্বা বরাবর ভাঁজ করে নিলাম।


ধাপ ২০

IMG20211011134903.jpg

এখন আমি পুনরায় দুই সাইড' ভাঁজ করে নিয়ে নেছি।


ধাপ ২১

IMG20211011134926.jpg

আমার টাই তৈরি সম্পূর্ণরূপে হয়ে গেছে। এখন এটা শুধু শার্টে লাগানো বাকি।


IMG_20211011_151505.jpg

IMG_20211011_151442.jpg

IMG20211011161409.jpg

আমি সম্পূর্ণরূপে শার্ট আর টাই তৈরি করে ফেলেছি। আশা করি আপনারা অনেক উপভোগ করবেন ও পছন্দ করবেন। ধন্যবাদ সবাইকে। বিশেষ করে বলতে চাই দাদা আমার উপহারটি নিবেন।



ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে আমার পোস্টটি পড়ার ও দেখার জন্য। আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। আবারো আমার বাংলা ব্লগ সকল সদস্য কে ধন্যবাদ জানিয়ে, আজকে এখানেই শেষ করলাম।

ধন্যবাদান্তে-
@hayat221



Sort:  
 3 years ago 

অনেক সুন্দর হয়েছে ভাইয়া কাগজ দিয়ে স্কুলের ইউনিফর্ম টা। এই ইউনিফর্ম দেখে আমার স্কুল জীবনের কথা মনে পড়ে গেল আগে এমনই একটি ইনিফ্রম পড়ে স্কুলে যেতাম খুব ভালো লাগছে তো তখন।

ধন্যবাদ আপু সুন্দর টি মন্তব্য করে পাশে থাকার জন্য। আর এটি মূলত আমি দাদার জন্য তৈরি করেছি। স্কুল জীবনের কথা মনে পড়লে চোখের সামনে অনেক কিছু ভেসে আসে। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 3 years ago 

দাদার জন্য অনেক সুন্দর শার্ট বানিয়েছেন ভাই আমার কাছে খুবই ভালো লেগেছে।আপনার জন্য শুভ কামনা রইলো।

ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

সুন্দর হয়েছে ভাইয়া কাগজ দিয়ে স্কুলের ইউনিফর্ম টা।আমার স্কুল জীবনের কথা মনে পড়লে চোখের সামনে অনেক পুরোনো জিনিস কিছু ভেসে আসে। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

ধন্যবাদ ভাইয়া, সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য। পুরনো কিছু মনে পড়লে চোখের সামনে আসবে এটাই আবশ্যক। আমার পক্ষ থেকে আমরা জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 3 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর শার্ট ও টাই তৈরি করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে ।দেখতে একদম কাপড়ের শার্ট মনে হচ্ছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন ।আপনার জন্য শুভকামনা।

অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেখতে একদম কাপড়ের শার্ট এর মত লাগতেছে এটা শুনে অনেক ভালো লাগলো। আমার পক্ষ থেকে আপনার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন।

 3 years ago 

খুবই সুন্দর হয়েছে ভাইয়া স্কুলের ইউনিফর্ম। অনেক শুভ কামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57344.91
ETH 3100.39
USDT 1.00
SBD 2.42