'আমার বাংলা ব্লগ' প্রতিযোগিতা-৩৪ "ইউনিক শরবতের রেসিপি" -র ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালোই আছেন। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে আমার বাংলা ব্লগের ৩৪ তম প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নিয়ে হাজির হয়ে গেলাম।

lklhn.png


আমার বাংলা ব্লগের প্রতিযোগিতা মানেই এক অনন্য ব্যাপার। ইউনিক শরবতের রেসিপি গুলো যেন তারই প্রতিফলক মাত্র। আমার বাংলা ব্লগের সদস্যদের শরবত বানানো এবং প্রেসেন্টেশনের ক্রিয়েটিভিটি দেখে মুগ্ধ না হয়ে পারা যায়নি। কার শরবতের রেসিপি ছেড়ে কার শরবতের রেসিপি নেবো তাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে। প্রতিটি রেসিপিই ছিলো তাক লাগানো, সেই কারণে আমরা ৫ জন বিজয়ীর জায়গায় ১৬ জনকে বাছাই করতে বাধ্য হয়েছি। সবচাইতে বড়ো বিষয় আমাদের পুরস্কারের সাথে ছিলো RME দাদার পক্ষ থেকে বিশাল এম্যাউন্ট এর পুরস্কার। যেখানে আমাদের পক্ষ থেকে প্রতিযোগিতায় প্রথমে ১০০ স্টিম পুরস্কার ধার্য ছিলো তা পরবর্তীতে আমরা আরো ১০ স্টিম বৃদ্ধি করেছি।


৩৪ তম প্রতিযোগিতায় মোট ৪৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। আর আমাদের সর্বমোট পুরস্কার ৮২৫ স্টিম। যার মধ্যে RME দাদার তরফ থেকে বিশেষ পুরস্কার হিসেবে আছে ৭১৫ স্টিম এবং মডারেটরদের তরফ থেকে ১১০ স্টিম। আজ আমার পোস্টে শুধুমাত্র আমাদের পক্ষ থেকে স্টিম গুলো প্রদান করা হবে। দাদার পক্ষ থেকে পুরস্কার বিতরণ দাদা নিজেই করবেন এবং দাদা সেটা পোস্টের মাধ্যমে জানিয়ে দেবেন।


মোট প্রতিযোগী : ৪৩
মোট পুরস্কার : ৮২৫ স্টিম
দাদার পুরস্কার : ৭১৫ স্টিম
আমাদের পুরস্কার : ১১০ স্টিম


প্রতিযোগিতার বিচারক মন্ডলী :


IDDesignation
@rmeFounder
@blacksCo-Founder
@rupokCommunity Moderator 🇧🇩
@kingporosCommunity Moderator 🇮🇳
@alsarzilsiamCommunity Moderator 🇧🇩
@tangeraCommunity Moderator 🇧🇩
@ayrinbdCommunity Moderator 🇧🇩

বিজয়ীরা

PositionUser namePost linkPrize (Founder+Mod)
প্রথম@tasonyaLink112.5 STEEM
প্রথম@tania69Link112.5 STEEM
দ্বিতীয়@rahimakhatunLink90 STEEM
দ্বিতীয়@isratmimLink90 STEEM
তৃতীয়@bristy1Link54.5 STEEM
তৃতীয়@nevlu123Link54.5 STEEM
তৃতীয়@pujaghoshLink54.5 STEEM
তৃতীয়@wahidasumaLink54.5 STEEM
চতুর্থ@mohinahmedLink37.5 STEEM
চতুর্থ@narocky71Link37.5 STEEM
পঞ্চম@jamal7Link26 STEEM
পঞ্চম@bristychakiLink26 STEEM
ষষ্ঠ@mahbubul.lemonLink13.33 STEEM
ষষ্ঠ@monira999Link13.33 STEEM
ষষ্ঠ@sshifaLink13.33 STEEM


বিশেষ পুরস্কার

User namePost linkPrize
@tanujaLink25 STEEM


বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

Winner_1.png

Winner_2.png


প্রতিযোগিতায় যারা স্পন্সর করেছেন

NoNameAmount
1@rme দাদা715 STEEM
2@rupok22 STEEM
3@alsarzilsiam22 STEEM
4@ayrinbd22 STEEM
5@tangera22STEEM
6@kingporos22 STEEM

যারা বিজয়ী হয়েছেন তাদের জন্য রইলো অনেক অভিনন্দন এবং যে সমস্ত সদস্যরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। সবার রেসিপি গুলোই ছিলো ইউনিক ও দেখবার মতো।




IMG_20220926_174120.png

Vote bangla.witness


Support @heroism by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

|| Join HEROISM ||

Sort:  
 last year 

অভিনন্দন সকল বিজয়ীকে ৷ অনেক সুন্দর একটি প্রতিয়োগিতা ছিলো ৷ অসংখ্য ধন্যবাদ আমার বাংলা ব্লগ কমিউনিটিকে এতো সুন্দর একটি প্রতিয়োগিতার আয়োজন করার জন্য ৷

 last year 

অভিনন্দন জানাই সকল বিজয়ীকে। সত্যি বলতে কি, সবাই বেশ ভালো করেছিল।

 last year 

দারুন দারুন শরবতের রেসিপি। যদিও অনেকগুলো শরবত কম ডেজার্ট বললেই বেশি চলে। হাঃ হাঃ

 last year 

প্রথমেই অভিনন্দন জানাচ্ছি যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদেরকে। আসলে সবাই খুব ইউনিক শরবত রেসিপি শেয়ার করেছে। চতুর্থ স্থান অধিকার করতে পেরে আমার কাছে ভীষণ ভালো লেগেছে এবং এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। দাদাসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যাইহোক প্রতিযোগিতার ফলাফল আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 last year 

যারা স্থান পেয়েছেন কিংবা যারা পাননি সবাই দারুন করেছেন। বিজয়ী বাছাই করতে জীবন শেষ।

 last year 

সকল বিজয়ীদের জন্য অভিনন্দন। আর এত সুন্দর একটি ইউনিক শরবতের প্রতিযোগিতা আয়োজন করার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা।

 last year 

সকল বিজয়ীদের কে অভিনন্দন। সব চমৎকার চমৎকার ইউনিক পোস্ট ছিলো।
কম বেশি সবার পোস্ট গুলো দেখেছি।
সবার জন্য শুভ কামনা রইল।

 last year 

আমি তো একেবারেই ভাবতে পারিনি যে তৃতীয় পুরষ্কার পাবো। ভীষণ খুশি হয়েছি, এতটা যে বলে বোঝাতে পারবো না।

 last year 

শরবত বানাতে অনেক সময় লেগেছে সেট বোঝা যাচ্ছিলো।

 last year 

পুরস্কার পাওয়া গেলে সারাদিন সময় লাগলেও ঠিক আছে। হি হি হি।

 last year 

এই প্রতিযোগিতার মাধ্যমে ধারুন ধারুন শরবত রেসিপি দেখতে পেরেছি। যারা বিজয় হয়েছে, তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা।।

 last year 

অনেক জমজমাট একটি প্রতিযোগিতা ছিল।এবং এই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করতে পারে অনেক বেশি ভালো লেগেছে।অসংখ্য ধন্যবাদ ফলাফল প্রকাশ করে আমাদের মাঝে তুলে ধরার জন্য ।

 last year 

আমার বাংলা ব্লগের চৌত্রিশতম প্রতিযোগিতার ফলাফল দেখতে পেয়ে খুবই ভালোলাগলো। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তাদের প্রতি অনেক শুভেচ্ছা রইল এবং যারা বিজয়ী হয়েছেন তাদের প্রতি রইল শুভেচ্ছা ও ভালোবাসা।

 last year 

সকল বিজয়ীদের প্রতি শুভেচ্ছা রইলো। অসাধারণ সব রেসিপি ছিরো।সত্যি অসাধারণ ছিলো।

 last year 

সত্যিই ভাই। খুব সুন্দর ছিলো।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.14
JST 0.030
BTC 68220.71
ETH 3321.59
USDT 1.00
SBD 2.74