ABB Contest-34||আইসক্রিমের ফ্লেভারে তোকমার শরবত রেসিপি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির চলমান ইউনিক শরবতের রেসিপি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আমার বাংলা ব্লগ সব সময় সময়োপযোগী প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতাটি আমার ভীষণ ভালো লেগেছে। রমজান মাসে বিভিন্ন রকমের শরবত খেতে ভালো লাগে। অনেকেই নতুন নতুন শরবত রেসিপি তৈরি করে উপস্থাপন করেছে। আর অন্যদের তৈরি করা রেসিপি গুলো দেখে দেখে শিখতে পেরেছি। আসলে প্রতিযোগিতায় বিজয়ী হওয়াই মূল কথা নয়। আমার মনে হয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই হচ্ছে মূল কথা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সবার শেয়ার করা শরবতের দারুন দারুন রেসিপি গুলো দেখে ভালো লেগেছে। তাই তো আমিও ক্ষুদ্রভাবে এই শরবত রেসিপি তৈরি করার চেষ্টা করেছি। রমজান মাসে ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা শরবত খেলে প্রাণ জুড়িয়ে যায়। তাইতো আজকে আমি আমার খুবই পছন্দের এবং পুষ্টিগুনে ভরপুর আইসক্রিমের ফ্লেভারে তোকমার শরবত রেসিপি তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আইসক্রিম এবং তোকমার ফ্লেভারে তৈরি করা এই শরবত রেসিপি আমি আমার বাবার কাছ থেকে শিখেছিলাম। বাবা এই শরবত দারুন বানান। তাইতো আমি বাবার কাছ থেকে শেখা এই শরবতের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি।


আইসক্রিমের ফ্লেভারে তোকমার শরবত রেসিপি:

IMG_20230410_224221.jpg
Device-OPPO-A15
IMG_20230410_205204.jpg
Device-OPPO-A15
IMG_20230410_184458.jpg
Device-OPPO-A15


তোকমা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। আসলে এমন কিছু উপকারী খাবার আছে যেগুলো দিয়ে যদি মজার কোন শরবত তৈরি করা হয় তাহলে খেতে যেমন ভালো লাগে তেমনি শরীরের জন্যও অনেক উপকারী হয়। রমজান মাসে সারাদিনের ক্লান্তি দূর করতে ইফতারিতে এক গ্লাস তোকমার শরবতই যথেষ্ট। সারাদিন রোজা রাখার পর যখন ঠান্ডা ঠান্ডা তোকমার শরবত খাওয়া হয় তখন শরীরের মাঝে আলাদা রকমের প্রশান্তি আসে । আর এই শরবত খেতে আরো বেশি মজার করার জন্য আইসক্রিমের ফ্লেভার আনার চেষ্টা করেছি। আইসক্রিম দিয়ে এই শরবত তৈরি করলে খেতে আরো বেশি মজার হয়। আইসক্রিম আমাদের সবার পছন্দের। আর শরবতে যদি আইসক্রিমের ফ্লেভার থাকে তাহলে টেস্ট অনেক বেড়ে যায়। তাই তো আমি চেষ্টা করেছি আইসক্রিমের ফ্লেভারে তোকমার শরবত রেসিপি তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। আইসক্রিমের ফ্লেভারে তোকমার শরবত রেসিপি তৈরি করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমার অনেক ভালো লেগেছে। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই রেসিপি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

নামপরিমান
তোকমা৫০ গ্রাম
আইসক্রিমপরিমান মত
পুদিনা পাতাপরিমান মত
লেবুপরিমান মত
চিনি৫ চামচ
বরফপরিমান মত
বিট লবণপরিমান মত
ঠান্ডা পানিপরিমান মত

IMG20230410134153.jpg

IMG20230410134411.jpg


আইসক্রিমের ফ্লেভারে তোকমার শরবত রেসিপি তৈরির ধাপসমূহ:


ধাপ-১

IMG20230410134222.jpg

IMG20230410134519.jpg


আইসক্রিমের ফ্লেভারে তোকমার শরবত রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি কালারফুল কিছু বরফ টুকরো তৈরি করার চেষ্টা করেছি। এজন্য আমি হালকাভাবে নীল রঙের ফুড কালার ব্যবহার করেছি এবং সুন্দর করে বরফগুলো প্রস্তুত করার চেষ্টা করেছি। এবার তোকমা গুলো সুন্দর করে বাটির মধ্যে নিয়েছি এবং পানিতে ভিজিয়ে রেখেছি।


ধাপ-২

IMG20230410134542.jpg

IMG20230410134631.jpg


যেকোন শরবত রেসিপি তৈরিতে চিনির শিরা ব্যবহার করলে খেতে বেশি ভালো লাগে। তাইতো এবার আমি একটি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়েছি। এরপর পানি গরম হওয়ার জন্য অপেক্ষা করেছি। পানি গরম হয়ে গেলে এর মধ্যে পরিমাণ অনুযায়ী চিনি দিয়েছি।


ধাপ-৩

IMG20230410134730.jpg

IMG20230410134752.jpg


চিনি দিয়ে নাড়াচাড়া করার পর সুন্দর ভাবে চিনির শিরা তৈরি হয়েছে। এবার ঠান্ডা করার জন্য রেখেছি। অন্যদিকে ভিজিয়ে রাখা তোকমা গুলো সুন্দরভাবে ফুলে উঠেছে এবং ভালোভাবে শরবত তৈরি করার জন্য প্রস্তুত হয়েছে।


ধাপ-৪

IMG20230410135103.jpg

IMG20230410135302.jpg


এবার ভেতরের ডিজাইন করার জন্য লেবু সুন্দর ভাবে খোসা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছি এবং ডিজাইন করার চেষ্টা করেছি।


ধাপ-৫

IMG20230410135320.jpg

IMG20230410135622.jpg


কিছু লেবু গোল গোল করে কেটে নিয়েছি এবং লেবুর খোসা গুলো সুন্দর করে ডিজাইন করে নিয়েছি। যাতে করে শরবত দেখতে ভালো লাগে।


ধাপ-৬

IMG20230410140535.jpg

IMG20230410140556.jpg


এবার সবকিছু প্রস্তুত হয়ে গেলে দুটি গ্লাস নিয়েছি শরবত প্রস্তুত করার জন্য। এবার বরফ টুকরো গুলো গ্লাসের মধ্যে দিয়েছি। এরপর পরিমাণ অনুযায়ী পানি দিয়েছি।


ধাপ-৭

IMG20230410140653.jpg

IMG20230410140709.jpg


পরিমাণ অনুযায়ী পানি দেওয়া হয়ে গেলে এবার চিনির শিরা গুলো এর মধ্যে দিয়েছি। যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা বেশি দিতে পারেন। আর যারা হালকা মিষ্টি খেতে পছন্দ করেন তারা কম করে চিনির শিরা দিতে পারেন


ধাপ-৮

IMG20230410140745.jpg

IMG20230410140802.jpg


এবার ভিজিয়ে রাখা তোকমা গুলো গ্লাসের মধ্যে দিয়েছি। বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার ফলে তোকমা গুলো বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে।


ধাপ-৯

IMG20230410140831.jpg

IMG20230410140842.jpg


এবার সুন্দর ফ্লেভার আনার জন্য লেবুর রস এবং লেবুর খোসা দিয়ে ডিজাইন করা অংশ এর মধ্যে দিয়েছি।


ধাপ-১০

IMG20230410140859.jpg


এবার সামান্য পরিমাণে বিট লবণ দিয়েছি। এরপর ডিজাইন করার জন্য এক টুকরো পুদিনা পাতা দিয়েছি। এরপর সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি।


শেষ ধাপ

IMG20230410140914.jpg

IMG_20230411_100123.jpg


এবার সুন্দর ভাবে পরিমাণ অনুযায়ী আইসক্রিম দিয়েছি। শরবতে আইসক্রিমের ফ্লেভার আমার ভীষণ ভালো লাগে। শরবতে আইসক্রিম দিলে আলাদা রকমের টেস্ট হয়। তাইতো পরিমাণ অনুযায়ী আইসক্রিম দিয়েছি। এরপর সুন্দর করে মিক্স করে নেওয়ার চেষ্টা করেছি। শরবত তৈরি হয়ে গেলে উপস্থাপনের জন্য প্রস্তুত করার চেষ্টা করেছি।


উপস্থাপনা:

IMG_20230410_185309.jpg
Device-OPPO-A15
IMG_20230410_185357.jpg
Device-OPPO-A15

ঠান্ডা ঠান্ডা তোকমার শরবত তৈরি হয়ে গেলে আপনাদের সবার মাঝে উপস্থাপন করার জন্য সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছি। গ্লাসের উপরের অংশে কিছুটা চিনি দেওয়ার জন্য লেবুর রস দিয়েছি এবং চিনি দিয়ে ডেকোরেশন করার চেষ্টা করেছি। যারা ঠান্ডা ঠান্ডা শরবত খেতে পছন্দ করেন আশা করছি এই তোকমার শরবত রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা আইসক্রিম খেতে পছন্দ করেন আশা করছি দুটোর কম্বিনেশনে তৈরি করা এই শরবত আপনাদের অনেক ভালো লাগবে। খেতে কিন্তু সত্যিই দারুণ হয়েছিল। শরীরের ক্লান্তি দূর করতে এবং তৃষ্ণা মেটাতে তোকমার শরবত সত্যিই ভীষণ উপকারী। আশা করছি আমার তৈরি করা এই শরবতের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 last year 

ফুড কালার দিয়ে বরফ তৈরি করায় শরবত এর কালার অনেক সুন্দর হয়েছে। আর এই রেসিপিটি নতুন দেখলাম। বেশ ভালো লাগলো এটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

আপু আমি শরবত নীল রং করার জন্যই ফুড কালার দিয়ে বরফ তৈরি করেছিলাম। যাতে করে শরবতের কালারটা সুন্দর হয়। আর দেখতে ভালো লাগে। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 last year 

তোকমা আমাদের শরীরের জন্য সত্যি খুবই উপকারী। তোকমা, লেবু অন্যান্য উপাদানের সমন্বয় তৈরি শরবত দেখেই তো পান করতে ইচ্ছে করছে। আপনার শরবত তৈরির প্রক্রিয়াগুলো অতি চমৎকার ভাবে আপনি উপস্থাপন করেছেন। সত্যি দারুন একটি ইউনিক শরবতের রেসিপি শেয়ার করেছেন আপনি।

 last year 

আপু এমন শরবত এই ভর দুপুর বেলা রোজার দিনে কেউ দেয়।আপনার শরবত দেখে লোভ সামলানো মুশকিল। তবে আপু তোকমার শরবত আমি কখনো খায়নি। আপনি সত্যি বলেছেন আইসক্রিম দিলে শরবত অন্য রকম ফ্লেভার আসে। আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার শরবত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

সত্যি আপু রোজার দিনে এই লোভনীয় সব শরবত দেখতে খেতে ইচ্ছে করে। আইসক্রিম দিলে শরবতে আলাদা রকমের ফ্লেভার আসে। আর খেতে ভালো লাগে। তাই তো এই রেসিপি শেয়ার করেছি আপু।

 last year 

আপু আজকে আইসক্রিমের ফ্লেভারে তোকমার ধারুন একটি শরবত রেসিপি শেয়ার করলেন। বরফের কালারটা নীল হওয়ার কারনে শরবতের কালারটাও পরিবর্তন হয়ে গেছে। যেটা দেখতে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ আপু।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া নীল রঙের বরফ ব্যবহার করাতে কালোটা পরিবর্তন হয়েছে। আমি কালারটা পরিবর্তন করার জন্যই নীল রঙের বরফ ব্যবহার করেছি। ভাইয়া আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

আইসক্রিমের ফ্লেভারে তোকমার শরবত রেসিপি বেশ চমৎকার হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এই গরমের দিনে এ ধরনের ঠান্ডা ঠান্ডা রেসিপি দেখলে খেতে ইচ্ছা করে। সুন্দর ইউনিক একটা শরবত রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

 last year 

আইসক্রিমের ফ্লেভারে তোকমার শরবত খেতে সত্যিই ভালো লেগেছিল। আর ঠান্ডা ঠান্ডা শরবত খেতে আমরা সবাই পছন্দ করি। তাইতো সুন্দরভাবে উপস্থাপন করেছি ভাইয়া।

 last year 

আমার মন্তব্যের সুন্দর একটি ফিডব্যাক প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আপনি দারুন একটি শরবত বানানোর রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। শরবতের কালারটার জন্য দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। আশা করি খেতেও বেশ সুস্বাদু হয়েছিল। যাইহোক প্রতিযোগিতার জন্য শুভকামনা রইল ধন্যবাদ।

 last year 

ভাইয়া আমি চেষ্টা করেছি সুন্দরভাবে শরবত রেসিপি তৈরি করার জন্য। আমার তৈরি করা শরবত আপনার কাছে আকর্ষণীয় লেগেছে জেনে ভালো লাগলো।

 last year 

তোকমা শরীরের জন্য অনেক উপকারী আপু আমরা সবাই কমবেশি তোকমা খেয়ে থাকি খেতে অনেক ভালো লাগে। রোজার দিনে এমন শরবত খেতে অনেক ভালো লাগবে আইসক্রিমের ফ্লেভারে। ভিন্ন ধরনের একটি আপনি শরবত তৈরি করেছেন তোকমা দিয়ে আইসক্রিম ফ্লেভারের দেখতে কিন্তু অনেক ইয়াম্মি দেখাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে ভিন্ন ধরনের একটি শরবত তৈরি করে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য।

 last year 

ঠিক বলেছেন আপু তোকমা শরীরের জন্য ভীষণ উপকারী। সারাদিন রোজা রাখার পর যদি এই তোকমার শরবত খাওয়া হয় তাহলে শরীর একেবারে ঠান্ডা হয়ে যায়। আর ভীষণ উপকারী। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 last year 

নতুন একটা শরবতের রেসিপি শিখে নিলাম। নীল রং ব্যবহার করাতে শরবতটা দেখতে বেশ সুন্দর লাগছে। উপস্থাপনাটাও বেশ সুন্দর। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 last year 

আপু আপনি নতুন একটি শরবতের রেসিপি শিখতে পেরেছেন জেনে ভালো লাগলো। নীল রং ব্যবহার করাতে শরবতের কালারটা সুন্দর হয়েছে আপু। চেষ্টা করেছি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

Hi, @monira999,

Thank you for your contribution to the Steem ecosystem.

Your post was picked for curation by @rex-sumon.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

 last year 

প্রথমেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে শুভেচ্ছা। ঠিক বলেছেন প্রতিযোগিতায় অংশগ্রহন করাটাই বড় বেপার । আপনি আজ খুব মজাদার একটি শরবতের রেসিপি শেয়ার করেছেন। শরবত বানানোর প্রক্রিয়া আমার কাছে ভিন্ন লেগেছে কারণ আইস্ক্রিম ব্যাবহার করেছেন। শরবত এর কালার খুবই চমৎকার লাগছে দেখতে । পরিবেশনও খুব দারুন হয়েছে। ধন্যবাদ আপু।

 last year 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনি আমাকে ধন্যবাদ জানাচ্ছেন দেখে সত্যিই ভালো লাগলো ভাইয়া। আসলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ভিন্ন কিছু তৈরি করতে ভালো লাগে। তাই তো চেষ্টা করেছি মজাদার শরবত তৈরি করে উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68125.63
ETH 3308.80
USDT 1.00
SBD 2.74