||"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা-৩৪ || সানসেট মকটেল

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম সবাইকে।


আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আমিও চলে আসলাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। প্রথমেই ধন্যবাদ জানাই দাদাকে এত সুন্দর একটি আইডিয়া দেয়ার জন্য। তারপর ধন্যবাদ জানাই আমাদের মডারেটর ভাইয়া এবং আপুদেরকে এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। রোজার মধ্যে এর থেকে ভালো প্রতিযোগিতার বিষয় আর হতেই পারে না। সারাদিন রোজা থাকার পর এক গ্লাস শরবত যেন শরীরে প্রাণ ফিরিয়ে দেয়। এই প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন ধরনের শরবত এর রেসিপি শেখার সুযোগ হচ্ছে। রোজার মধ্যে এ ধরনের শরবতগুলো তৈরি করে টেস্ট করা হয়ে যাবে। সারাদিন রোজা থাকার পর আমরা শরবত দিয়ে ইফতার শুরু করি। আর সেই শরবত যদি সুস্বাদু হয় তাহলে তো সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায় নিমিষেই। অনেক কথাই তো হলো এবার আসি আমার শরবতের বিষয় নিয়ে।


IMG_20230410_220232.jpg


আজকে আপনাদের সঙ্গে সানসেট মকটেল শরবত শেয়ার করব। এই শরবতের নাম সানসেট মকটেল দেওয়ার কারণ হলো সূর্য ডোবার সময় চারপাশে যেমন একটা লাল এবং কমলা কালারের আভা তৈরি হয় আমার শরবতটিতে সেরকম একটি কালার আনার চেষ্টা করেছি। জানিনা কতটুকু সফল হয়েছি। কালার যাই হোক শরবতটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল।এই শরবত আমি লেমন মিন্ট, মাল্টার জুস এবং তরমুজের জুস দিয়ে তৈরি করেছি। এই শরবতের তিন লেয়ারে তিন রকমের স্বাদ পাওয়া যাবে। শুরুতে একটা মিন্ট ফ্লেভার পাওয়া যাবে, মালটার শরবতে একটু ঝাল, মিষ্টি, টক ফ্লেভার পাওয়া যাবে এবং সবশেষে তরমুজের মিষ্টি ফ্লেভার পাওয়া যাবে। প্রতি চুমুকে আলাদা ফ্লেভার দেয়ার চেষ্টা করেছি। সব মিলিয়ে খেতে অসম্ভব মজাদার হয়েছিল। আশাকরি আপনাদের ভাল লাগবে।


একবারে দেখে নেই এই শরবত বানাতে আমার কি কি উপকরণ লেগেছে।


তরমুজ-- ফালি ৩ পিস
মাল্টা-- ১ টি
কাগজি লেবু--১/৪ টি
দেশি লেবু-- ছোট ১টি
শসা-- ১/৪ টি
পুদিনা পাতা-- পরিমাণমত
আদা-- ছোট ৩ টুকরা
বোম্বাই মরিচ--১/৪ টি
চিনি-- পরিমাণমত
মধু-- ২ টেবিল চামচ
ট্যাং-- পরিমাণমত
বরফ-- পরিমাণমত
পানি-- পরিমাণমত
বিট লবণ--১/২ চা চামচ
লবণ--১/৩ চা চামচ
লেবু পাতা--২ পিস


photoCollageMaker_20230404_221201446.jpg



IMG20230404111339.jpgIMG20230404111407.jpg

প্রথমে কাগজি লেবু কুচিকুচি করে কেটে নিয়েছি। তারপর দেশি লেবুর খোসা ফেলে দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি।

IMG20230404111543.jpgIMG20230404111612.jpg

IMG20230404112437.jpg


তারপর শসা কেটে নিয়েছি। এভাবে সবকিছু কুচিকুচি করে কেটে একটি প্লেটে রেখেছি।


IMG20230404113631.jpg


IMG20230404112317.jpgIMG20230404112620.jpg

তরমুজ গুলো প্রথমে কেটে নিয়েছি। তারপর বিচি গুলো ফেলে একটি বাটিতে রেখেছি। এখন একটি ব্লেন্ডারে নিয়ে ভালোমতো ব্লেন্ড করে নিয়েছি।


IMG20230404112752.jpgIMG20230404113005.jpg

ব্লেন্ড করা তরমুজগুলো ছাকনি দিয়ে ভালোমতো ছেঁকে নিয়েছি।


IMG20230404113155.jpgIMG20230404113249.jpg

মাল্টাগুলো কেটে জুস করে নিয়েছি। তারপর ব্লেন্ডারে বিট লবণ, বোম্বাই মরিচ এবং চিনি দিয়ে ব্লেন্ড করে নিয়ে একটি গ্লাসে ঢেলে রেখেছি।


IMG20230404115158.jpgIMG20230404112630.jpg

এখন শসা, লেবু, পুদিনা পাতা,লেবু পাতা,আদা, পরিমান মত পানি দিয়ে সবকিছু ভালোমতো ব্লেন্ড করে নিয়েছি।


IMG20230404113759.jpgIMG20230404113858.jpg
IMG20230404113950.jpgIMG20230404114049.jpg

তারপর প্রথমে মধু পরে চিনি এবং লবণ দিয়ে আবারো ভালোমতো ব্লেন্ড করে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি।


IMG20230404114208.jpgIMG20230404114538.jpg

IMG20230404114254.jpgIMG20230404114700.jpg

এই শরবত ফ্রিজে রেখে ঠান্ডা করে অথবা বেশি করে বরফ কুচি দিয়ে খেলে এমনিতে খুবই মজা লাগে এই লেমন মিন্ট শরবত। আপনারা চাইলে এভাবে বানিয়ে খেতে পারবেন।


IMG20230404114801.jpg


আমার তিনটি শরবত রেডি হয়ে গিয়েছে। এই তিনটি শরবতই আলাদাভাবে খেতে খুবই মজা লাগে।


IMG20230404114816.jpg


এখন একটি প্লেটে ট্যাং এবং চিনি নিয়ে ভালোমতো মিশিয়ে নিয়েছি। তারপর একটি গ্লাসের উপরে লেবু দিয়ে ঘষে ট্যাং চিনির মধ্যে গড়িয়ে নিয়েছি।


IMG20230404115349.jpgIMG20230404115735.jpg

IMG20230404120302.jpg


প্রথমে আমি মাল্টার জুস দিয়ে দিয়েছি। তারপর পরিমাণমতো বরফ দিয়েছি।


IMG20230404120338.jpg


এখন বরফের উপরে খুব ধীরে ধীরে প্রথমে লেমন মিন্ট দিয়েছি এবং তার উপরে তরমুজের শরবত দিয়েছি।


IMG20230404120517.jpg


IMG20230404115805.jpg


এখন আমি অন্যভাবে সাজানোর জন্য প্রথমে লেমন মিন্ট দিয়েছি। তার ওপর বরফ কুচি দিয়ে তরমুজের জুস দিয়েছি এবং তার উপরে খুব ধীরে ধীরে মাল্টার জুস দিয়েছি।


IMG20230404115930.jpg


IMG20230404115945.jpg


IMG_20230410_220401.jpg


IMG_20230410_220309.jpg


এভাবেই আমার মজাদার সানসেট মকটেল শরবত তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের সকলের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 last year 

এই শরবতের নামটাও যেমন সুন্দর দেখতে ও খুব সুন্দর। নিঃসন্দেহ খেতেও খুব মজা হবে। আমার তো খুবই ভালো লেগেছে এই শরবতটি।

 last year 

জি ভাইয়া খেতেও খুবই মজাদার হয়েছিল আপনিও বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

আসলে আপু এই সানসেট মকটেলটার আমি আগে কখনো নাম শুনিনি। আর আপনার এই মকটেলটা তৈরি পদ্ধতি কিন্তু দারুন ছিল। বিশেষ করে শেষের দিকে তিনটে মকটেল একত্রিত করেছে তিন লেয়ারের মকটেলটা তৈরি করেছেন সেটা কিন্তু এক কথায় অসাধারণ। আর আপনার এই মকটেলের প্রসেস খুবই পরিষ্কার ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা মকটেল তৈরির পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আগে নাম কিভাবে শুনবেন আমি তো প্রথম বানালাম হাহাহা। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

এতো একের ভেতর তিন। দেখতে যেমন সুন্দর তেমনি পান করতেও দারুন লাগবে এব্যাপারে কোন সন্দেহ নেই।পরিবেশন ও চমৎকার হয়েছে। ধন্যবাদ আপু অসাধারণ মকটেলের রেসিপিটি শেয়ার করার জন্য। আর শুভ কামনা রইল আপনার জন্য।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া একের ভেতরে তিন রকমের জুস রয়েছে । খেতে আসলেই খুব মজাদার হয়েছিল। ধন্যবাদ আপনাকে।

 last year 

নাম তার সাথে শরবতের কালারের অনেক মিল রয়েছে। যেমনটা আপনি বলেছে সূর্য উঠার সময় লালচে ও কমলা রঙের আভার মত। চাই এখানে আপনি তিনটি শরবত তৈরি করেছেন। বেশ ভালো লেগেছে আপনার রেসিপিটি আপু। প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য অভিনন্দন। আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা জানাই।

 last year 

শরবতের কালারের সঙ্গেই নাম মিলিয়ে রেখেছি আপু। কালার সেরকম এসেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 last year 

আপু ঠিক বলেছেন সারাদিন রোজা রেখে ইফতারিতে যদি সুস্বাদু শরবত হয় তাহলে সারা দিনের ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায়। আপনার শরবতের নাম আমার কাছে অনেক ইউনিক লেগেছে।

সূর্য ডোবার সময় চারপাশে যেমন একটা লাল এবং কমলা কালারের আভা তৈরি হয় আমার শরবতটিতে সেরকম একটি কালার আনার চেষ্টা করেছি।

আপু সত্যি আপনার পরিশ্রম স্বার্থক হয়েছে। আপনার শরবত দেখতে ঠিক তেমনি হয়েছে। অনেক গুলো উপকরণ দিয়ে আপনি খুব সুন্দর ভাবে এই শরবত বানিয়েছেন। খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ ইউনিক ও মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

আমার শরবতের নাম আপনার কাছে ইউনিক লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

প্রথমে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপু আপনার তৈরি করা শরবত দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। শরবত টি আমার কাছে খুবই ইউনিক লেগেছে। তৈরি করার পদ্ধতিটা খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

শরবত তৈরি করার প্রতিটি ধাপ শুরু থেকে শেষ পর্যন্ত সহজভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 last year 

কনটেস্টের অ্যানাউন্সমেন্ট দেখেই বুঝেছিলাম এত মজার মজার শরবতের রেসিপি দেখতে পাব যা কখনো মাথায় আসেনি ঠিক তাই হচ্ছে।।
আজকে সকাল থেকে দেখা সবগুলো শরবতের মধ্যে আপনার টা আমার কাছে অনেক ইউনিক মনে হচ্ছে ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা এমন শরবত এক গ্লাস খেলেই সারা দিনের ক্লান্তি ভুলে থাকা সম্ভব।।
অনেক অনেক শুভকামনা রইল আপু।।

 last year 

আসলেই ভাইয়া এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক মজার মজার শরবতের রেসিপি শিখতে পেরেছি। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

দারুন একটি শরবতের রেসিপি শেয়ার করেছেন নামটি শুনেই তো খুব ইন্টারেস্ট লাগছে ।দেখলাম অনেকগুলো উপকরণ দিয়ে একসাথে এই রেসিপিটি বানিয়েছেন ।নিশ্চয়ই অনেক খাটনি করে বানাতে হয়েছে আপনাকে। যেহেতু এতগুলো উপকরণ দিয়েছেন খেতেও নিশ্চয়ই অনেক মজা হবে।

 last year 

জ্বী আপু খাটনি একটু তো হয়েছে। তিন রকমের জুস বানাতে হয়েছে প্রথমে তারপর একটি। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 last year 

আপু আপনার শরবতের নামটা তো দারুন।সানসেট মকটেল।এই প্রথম শুনলাম এমন নাম।যাই হোক আপনি বেশকিছু উপাদান দিয়ে রেসিপিটি শেয়ার করলেন। দারুন মজার ই হওয়ার কথা।আপনার উপস্থাপনা ও খুব ভাল ছিল।ধন্যবাদ আপু রেসিপিটি শেয়ার করার জন্য।

 last year 

জি আপু অনেকগুলো উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করেছি। খেতে বেশ মজাদার হয়েছিল। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এই কনটেস্ট অংশগ্রহণ করার জন্য। সানসেট মকটেল তবে শরবতের নামটা দারুন লেগেছে। আপনার শরবতের রেসিপি তৈরিতে আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে। আপু আপনার অসাধারণ মকটেলের রেসিপি টা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

শরবতের নামটা শরবতের কালারের সঙ্গে মিলিয়ে দেয়ার চেষ্টা করেছি। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56739.93
ETH 2400.98
USDT 1.00
SBD 2.30