ABB Contest-34 ||চারটি ভিন্ন ফ্লেভারে ইউনিক শরবত।

in আমার বাংলা ব্লগ2 years ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

20230411_153554.jpg

IMG_20230412_191009.jpg

20230411_154132.jpg

প্রতিনিয়ত আপনাদের মাঝে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে হাজির হতে চেষ্টা করছি। আর সেই ধারাবাহিকতায় আজকে আমি একটি রেসিপি পোস্ট নিয়ে এলাম। তবে আজকে সচরাচর যে রেসিপি করি সেই রেসিপি পোস্ট নয়। আমার বাংলা ব্লগে চলমান কনটেস্ট এর ইউনিক শরবতের রেসিপি নিয়েই আজকের পোস্টে হাজির হয়েছি। বর্তমানে রমজান মাস উপলক্ষে সবাই ইফতারিতে কম-বেশি বিভিন্ন রকম আইটেমের শরবত তৈরি করে থাকে। তার মধ্যে বিভিন্ন রকম ফল তার পাশাপাশি লেবু, পুদিনা, শশা ইত্যাদি অনেক রকম কিছু দিয়ে শরবত তৈরি করা যায়।
20230411_153317.jpg
তবে যেহেতু আমরা সকলেই আমার বাংলা ব্লগের প্রেক্ষিতে ইউনিক কিছুই তুলে ধরার চেষ্টা করি সেই হিসেবে আজকের রেসিপিটাও ইউনিক করার চেষ্টা করলাম। ইউনিক মানেই হল অন্যদের থেকে আলাদা। যেটা কেউ কখনো তৈরি করেনি সেটা করাই হচ্ছে ক্রিয়েটিভিটি। আর সেই ধারাবাহিকতায় নতুনভাবে নতুন পদ্ধতিতে তৈরি করলাম আজকের এই শরবতের রেসিপিটি। যেটা আগে কেউ কখনোই তৈরি করেনি বা চিন্তাও করেনি। তবে প্রতিবারের ন্যায় আমার প্রত্যেকটা কনটেস্ট এর আইডিয়াগুলো আমি একদম আলাদাভাবেই বিবেচনা করে থাকি।
20230411_153638.jpg

20230411_153524.jpg

আর সেই পরিপ্রেক্ষিতে "আজকের শরবতের রেসিপিটাও একদম ভিন্ন রকমের। আজকের রেসিপির থিম ছিল চার রকমের ফ্লেভারে এবং ভিন্ন ভিন্ন উপাদান দিয়ে চারটি ভিন্ন শরবত একটি গ্লাসের মধ্যে একসাথে থাকবে। তবে একটা অন্যটা থেকে আলাদা থাকবে। চারটার স্বাদ আলাদাভাবে নেয়া যাবে। আবার ইচ্ছে করলে সবগুলো মিক্স করে একই সাথে নেয়া যাবে।"সর্বোপরি শরবতের প্রত্যেকটি উপাদান আলাদাভাবে নিজ থেকে তৈরি করা এবং ডেকোরেশনসহ প্রত্যেকটি স্টেপ ভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করলাম।

20230411_153632.jpg

20230411_153635.jpg
তবে কোন দিক থেকে এর স্বাদের কমতি হয়নি। কারণ প্রত্যেকটা উপকরণ অনেক বেশি পুষ্টিকর যার কারণে শরবত তৈরি করাতে অনেক বেশি সুস্বাদু লেগেছে। যাই হোক আমি কিভাবে প্রত্যেকটা শরবত তৈরি করেছি এবং ডেকোরেশন করেছি তা আপনাদের সাথে তুলে ধরলাম।

চারটি ভিন্ন ফ্লেভারে ইউনিক শরবত।

20230411_153643.jpg

রেসিপিটি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ

উপকরণপরিমাণ
চিয়া সিড২ টেবিল চামচ
লেবু১ টি
আতাফল২ টি
খেজুর২টি
চিনিআধা কাপ
সেমাইপরিমাণ মত
ডাবের পানি১ গ্লাস
ভুট্টাআধা কাপ
দুধ২ কাপ
নুডলসপরিমাণ মত
কলা১টি
রুহআফজা১ চা চামচ
আনার১টি
পানিপরিমাণ মত
ফুড কালারলাল,গোলাপি, সবুজ

SquareBlend_2023412202122512.jpg

প্রথম ধাপ

প্রথমে ভুট্টা গুলোকে ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিলাম।নরম হলে চুলা থেকে নামিয়ে নিলাম।

20230411_095541.jpg20230411_095627.jpg

দ্বিতীয় ধাপ

সিদ্ধ করার পর এগুলো ঠান্ডা হয়ে গেলে মিক্সারের মধ্যে দিয়ে দিলাম। তারপর এর সাথে দুধ এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। দুধের পরিমাণ অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। এভাবে বেশ কিছুক্ষণ ধরে এটি ব্লেন্ডারের সাহায্যে মিক্স করার পর যখন অনেকটা হয়ে যাবে তখন সেখান থেকে মিশ্রণটা আলাদা ভাবে নিয়ে নিতে হবে।

20230411_131926.jpg20230411_131933.jpg
20230411_132334.jpg20230411_135753.jpg

তৃতীয় ধাপ

এখন ভুট্টা দুধের মিশ্রণ টার মধ্যে আধা চা চামচ পরিমাণ রুহআফজা দিয়ে ভালোভাবে চামচ দিয়ে মিক্স করলাম।

20230411_141951.jpg20230411_142050.jpg

চতুর্থ ধাপ

চিয়া সিড গুলোকে একটি বাটিতে অল্প পরিমাণ পানি নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। ১০-২০ মিনিট এগুলো ভেজানোর পর অনেকটা ফুলে উঠেছে।

20230411_095835.jpg20230411_095901.jpg

20230411_135829.jpg

পঞ্চম ধাপ

তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি যোগ করলাম এবং সর্বশেষ লেবু দিয়ে ভালোভাবে মিক্স করে সামান্য একটু পানি দিয়ে চিনি গলানো পর্যন্ত মিক্স করতে থাকলাম।

20230411_135845.jpg20230411_135900.jpg

20230411_140525.jpg

ষষ্ঠ ধাপ

এখানে পরিমাণ মতো সেমাই নিয়ে পানিতে সিদ্ধ করে নিলাম। ভালোভাবে সিদ্ধ হওয়ার পর এগুলো পানি থেকে সরিয়ে একটা প্লেটে রেখে দিলাম।

20230411_110326.jpg20230411_110412.jpg
20230411_110506.jpg20230411_110517.jpg

সপ্তম ধাপ

এখন একটা গ্লাসের মধ্যে এই সিদ্ধ করা সেমাই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো ডাবের পানি। এরপর চিনি যোগ করলাম। সবগুলো মিশ্রণ ভালোভাবে মিক্স করলাম যাতে স্বাদ ঠিক থাকে।

20230411_140921.jpg20230411_140934.jpg

20230411_141109.jpg

অষ্টম ধাপ

একটি প্লেট এর মধ্যে ফুটন্ত গরম পানি নিয়ে তার মধ্যে এই স্টিক নুডুলস গুলো দিয়ে দিলাম। কিছুটা নরম হয়ে এলে আবার গরম পানি থেকে তুলে ঠান্ডা পানিতে রেখে দিলাম। তারপর তিনটি ওয়ান টাইম গ্লাসের মধ্যে সবুজ, গোলাপি আর লাল রঙের ফুড কালার মিক্স করে নিলাম।

20230411_103115.jpg20230411_103817.jpg

20230411_103917.jpg

নবম ধাপ

এইধাপে ফুড কালার মিশ্রিত কাপের মধ্যেই সমান ভাগে নুডুলস গুলো দিয়ে ভালোভাবে মিক্স করে রেখে দিলাম।

20230411_103957.jpg20230411_104013.jpg

20230411_104128.jpg

দশম ধাপ

দুটি আতাফল খোসা ছাড়িয়ে নিয়ে নিলাম। তারপর একটি জালের সাহায্যে আতা ফলের বিচি ফেলে দিলাম, আলাদা একটা বাটিতে নিয়ে নিলাম। এরপর দুটি খেজুর পূর্বেই ভিজিয়ে রাখার পর যখন একদম নরম হয়ে গেল তখন কাটা চামচের সাহায্যে আরো নরম করে আতা ফলের সাথে মিক্স করে নিলাম। সামান্য পরিমাণ পানি এড করে শরবতের মতো তৈরি করে নিলাম।

20230411_111520.jpg20230411_112227.jpg20230411_141337.jpg
20230411_141522.jpg20230411_141613.jpg

একাদশ ধাপ

একটি কলার খোসা ছাড়িয়ে নিলাম। এটিকে কাটা চামচের সাহায্যে নরম করে নিলাম।

20230411_141857.jpg20230411_142119.jpg

20230411_142219.jpg

দ্বাদশ ধাপ

যে গ্লাসের মধ্যে আমি শরবতের ডেকোরেশন করব সেই গ্লাসের মধ্যেই প্রথমত কলার পেস্ট দিয়ে দিলাম। তারপর মাঝখানে হার্ড প্লাস্টিক দিয়ে চারভাগের একটি শেপ তৈরি করে নিলাম যাতে করে চারটি শরবতের আলাদা ভাগ তৈরি করা যায়।

20230411_142259.jpg20230411_142424.jpg

ত্রয়োদশ ধাপ

এখানে প্রথমত আনারের সাহায্যে প্লেট সাজিয়ে নিলাম এবং শরবতের গ্লাসটির মধ্যে ভিতর থেকে বাইরের দিকে সেই ফুড কালার ইউজ করা নুডলস গুলো দিয়ে ডেকোরেশন করে নিলাম। তারপর আবার গ্লাসের নিচের গোল অংশটার চারপাশে আরও ডেকোরেশন করলাম।

20230411_144634.jpg

20230411_143558.jpg20230411_150139.jpg

সর্বোপরি আমি ডেকোরেশন শেষ করলাম আর কয়েকটি ফটোগ্রাফি করে নিলাম।

20230411_153439.jpg

20230411_153454.jpg

20230411_152800.jpg

20230411_154103.jpg

আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
images (2).png

ফোনের ও কাজের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণরেসিপি।
ক্যামেরা.মডেলএম ৩২
সম্পাদনারিসাইজ & সেচুরেশন

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। আমি জানতাম ভাই আপনি ঠিক ব্যতিক্রম কিছু একটা আমাদের মাঝে শেয়ার করবেন। সেই কথাটাই আপনি সঠিক পরিণত করেছেন। আপনি খুবই সুন্দর একটি শরবতে রেসিপি তৈরি করেছেন যা দেখে আমার সত্যি ভালো লেগেছে। অনেক কিছু একত্রে করেছেন আপনি অনেক কষ্টও করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি শরবত রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে অনুপ্রেরণা যোগানোর জন্য অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন। ্

 2 years ago 

প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে কনটেস্টে অংশগ্রহ করার জন্য। আসলে আপনি অনেক ইউনিক একটি শরবত আমাদের মাঝে উপস্থাপন করেছেন ।বিশেষ করে আপনার পরিবেশনটা দেখে আমি অবাক হয়েছি ।পরিবেশনটা দেখি আমার একেবারে মন ছুয়ে গিয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি শরবত আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি আপনাদের মাঝে ইউনিক কিছু তুলে ধরতে তাই এটি তুলে ধরলাম ধন্যবাদ।

 2 years ago 

ওয়াও ভাইয়া চারটি ভিন্ন ফ্লেভারের ইউনিক শরবত দেখে অনেক লোভনীয় লাগছে । কি বললো বুঝতে পারছি না। শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবাক হলাম। এভাবে এগিয়ে যান ভাইয়া ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভেচ্ছা রইল

 2 years ago 

অনেক ধন্যবাদ প্রশংসামূলক সুগঠিত মন্তব্যের জন্য ভালো থাকবেন।

 2 years ago 

ওয়াও দারুন আপনি ফাটিয়ে দিয়েছেন অসাধারণ একটি শরবতের রেসিপি শেয়ার করে। চারটা ফ্লেভার যেহেতু দিয়েছেন কিন্তু কোন দিক থেকে শুরু করব আমি তা বুঝতে পারতেছি না। চারটা ফ্লেভার আপনি ভিন্নভাবে ভাগ করে করে দিয়েছেন। ইউনিক বলতে একদম ইউনিক হয়েছে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আপনার জন্য খুব সুন্দর একটা অবস্থান যাবেন এই প্রতিযোগিতায়।

 2 years ago 

সমস্যা নেই চার দিক থেকে শুরু করতে পারবেন শুধু চারটা স্ট্র ভিতরে দিয়ে দিতে হবে। 😂😂😂

 2 years ago 

ভাইয়া অনেক সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে চারটি ভিন্ন ফ্লেভারে ইউনিক শরবত রেসিপি আমাদের মাঝে শেয়ার করলেন। পরিবেশন সহ ফটোগ্রাফি গুলো ধারুন হয়েছে। প্রতিযোগিতায় আপনাকে পেয়ে আমরা ধন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ সব সময় সুন্দর ও সুগঠিত সুচিন্তিত মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভাই আপনার চিন্তাধারা সত্যিই অসাধারণ। এত দক্ষতার সাথে এই শরবত রেসিপি তৈরি করেছেন, চারটি ভিন্ন ফ্লেভার অসাধারণ রেসিপি তৈরি করেছেন। দেখেই খেতে ইচ্ছা করছে। এত মজাদার এবং ইউনিক শরবত রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

জি ভাই খেতে অনেক মজা হয়েছিল। একদিন আমাদের বাড়িতে আসেন বানিয়ে খাওয়াবো ধন্যবাদ।

 2 years ago 

চারটি ভিন্ন ফ্লেভারে ইউনিক শরবত দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। আসলে ভাই আপনার চিন্তাধারা অসাধারণ। এত মজাদার রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ যথাযথ একটি মন্তব্য করে অনুপ্রেরণা যোগানোর জন্য।।

 2 years ago 

কী অসাধারণ ডেকোরেশন করেছেন ভাই আপনি। অসম্ভব সুন্দর লাগছে দেখতে। চিয়া সিড, খেজুর, সেমাই, ডাবের জল, ভুট্টা, রুআফজা আরও বেশ কয়েকটি উপকরণ দিয়ে দারুণ একটি শরবত তৈরি করেছেন ভাই। দেখেই খেতে ইচ্ছে করছে। ফোটোগ্রাফি টাও জাস্ট অসাধারণ।

 2 years ago 

অনেক ধন্যবাদ সুগঠিত ও সুচিন্তিত একটি মতামত প্রদান করার জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.039
BTC 99024.83
ETH 3475.09
USDT 1.00
SBD 3.20