"তোকমা দানা , আঁখের গুঁড় ও আম পান্না - এর সমন্বয়ে তৈরি কয়েকটি ফলের মিক্সড শরবত "

নমস্কার বন্ধুরা

আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও ভালো আছি।

আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম একটি ইউনিক রেসিপি নিয়ে। যেটা আমি আমার বাংলা ব্লগের সম্মানিত ফাউন্ডার , অ্যাডমিন ও মডারেটর দের পক্ষ থেকে আয়োজিত প্রতিযোগিতা - ৩৪ এ অংশগ্রহণ করার জন্য তৈরি করেছি। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি অনেক খুশি। দারুণ একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে - এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে আমরা সকলেই খুব পছন্দ করি। আর সেই গরমের কথা মাথায় রেখেই আমাদের শরীরকে ঠান্ডা করার উপযোগী একটি শরবতের রেসিপি আজ আমি তৈরি করেছি।

এই শরবতটি তৈরি করার জন্য আমি তোকমা দানা, আঁখের গুঁড় আর বেশ কয়েকটি ফল ব্যবহার করেছি। খুবই কার্যকরী ভূমিকা পালন করবে এটি আমাদের শরীরকে ঠান্ডা রাখতে। কারণ এর মধ্যে আমি নিয়েছি তোকমা দানা, যা আমাদের শরীর থেকে তাপমাত্রা কমাতে সাহায্য করে। নিয়েছি আঁখের গুঁড় এটাও আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। এছাড়া নিয়েছি বেদানা, আপেল, আঙ্গুর, কলা, বেল, খেজুর যা পুষ্টিগুণে ভরপুর। এর উপকারিতা আমরা সকলেই জানি।তাই বলবো এটা খুবই স্বাস্থ্যকর আর সুস্বাদু একটি শরবতের রেসিপি।

চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক।

InShot_20230412_093310213.jpg

InShot_20230412_093326205.jpg

এটি হলো আমার আজকের তৈরি শরবতের ইউনিক রেসিপি " তোকমা দানা , আঁখের গুঁড় ও আম পান্না - এর সমন্বয়ে তৈরি কয়েকটি ফলের মিক্সড শরবত "।

প্রয়োজনীয় উপকরণ

উপকরণপরিমাণ
তোকমা দানাদেড় টেবিল চামচ
আঁখের গুঁড়২ টেবিল চামচ
খেজুর৫০গ্রাম
বেদানা১টি
সবুজ আপেল১টি
লাল আপেল১টি
কালো আঙ্গুরঅল্প কয়েকটি
সবুজ আঙ্গুরঅল্প কয়েকটি
কলা১টি
বেল১ টি
আম পানা৩ টেবিল চামচ
জলপরিমাণ মতো
বরফ৩-৪ টি টুকরো

🍹প্রস্তুত প্রণালী 🍹

InShot_20230412_090935142.jpg

InShot_20230412_091128433.jpg

প্রথমেই নিয়ে নিয়েছি আমার প্রয়োজনীয় উপকরণ গুলি - তোকমা দানা, আঁখের গুঁড়, সবুজ আপেল, লাল আপেল, সবুজ আঙ্গুর, কালো আঙ্গুর, বেল, কলা, খেজুর, আমপানা আর বেদানা।

InShot_20230412_091315869.jpg

এবার আপেল, আঙ্গুর আর কলা কুচি কুচি করে কেটে নিলাম। আর বেদানা ছাড়িয়ে নিলাম।

InShot_20230412_091404362.jpg

এবার ৩-৪ ঘণ্টা ভিজিয়ে রাখা তোকমা দানার মধ্যে পরিমাণ মতো গুঁড় আর বেল গুলে নিলাম।

InShot_20230412_091547796.jpg

এবার একটি গ্লাসের মধ্যে প্রথমে দিয়ে দিলাম বেদানা, তারপর দিলাম সবুজ আঙ্গুর, তারপর দিলাম কালো আঙ্গুর আর সামান্য খেজুর, তারপর দিলাম সবুজ আপেল।

InShot_20230412_092246351.jpg

এবার দিলাম লাল আপেল, তারপর দিলাম বেদানা, তারপর দিলাম কলা, আর সবশেষে দিয়ে দিলাম গুঁড় আর বেল দিয়ে গুলে রাখা তোকমা দানা।

InShot_20230412_092419283.jpg

এবার গ্লাসটিকে ভালোভাবে ঝাঁকিয়ে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম। আর একটি গ্লাসের মধ্যে সামান্য পরিমাণ আম পানা ঢেলে দিলাম আর তার উপরে তৈরি করে রাখা শরবত ঢেলে দিলাম।

InShot_20230412_093238755.jpg

এবার শরবতের উপর দিয়ে কয়েকটি বরফের টুকরো দিয়ে পরিবেশণ করে নিলাম। আর এই ভেবেই তৈরি হয়ে গেল "তোকমা দানা , আঁখের গুঁড় ও আম পান্না - এর সমন্বয়ে তৈরি কয়েকটি ফলের মিক্সড শরবত "।

InShot_20230412_093505828.jpg

সবশেষে শরবতের গ্লাসটি হাতে নিয়ে ছবি তুলে নিলাম।

আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো পোস্ট নিয়ে।

বিষয়ইউনিক শরবত রেসিপি
ডিভাইসrealme 8i
ফটোগ্রাফার@pujaghosh
লোকেশনবনগাঁ
Sort:  
 last year 

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। প্রতিযোগিতার মাধ্যমে আমরা নতুন নতুন অনেক শরবত দেখতে পেয়েছি এবং শিখতে পেরেছি। আপনি খুব সুন্দর করে অনেকগুলো ফলের মিশ্রণে শরবত তৈরি করেছেন। সারাদিন রোজা রেখে ইফতার করার সময় এই ধরনের ঠান্ডা ঠান্ডা শরবত খেতে দারুন লাগে। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

আপনার রেসিপি পরিবেশন দেখে খুবি সুস্বাদু মনে হচ্ছে। মজাদার ইউনিক রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।

 last year 

বিভিন্ন উপকরণ দিয়েই এই ইউনিক শরবত রেসিপি তৈরি করেছেন আপনার রেসিপির পরিবেশন আমার অনেক ভালো লেগেছে। আর দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে, শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

অনেক ধন্যবাদ ভাই আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

আম পান্না টা আমিও বানাতে চেয়েছিলাম।কিন্তু আমের অভাবে বানাতে পারিনি। দেখেই বোঝা যাচ্ছে অসম্ভব রকমের সুস্বাদু হয়েছে। ধন্যবাদ দিদি রিফ্রেশিং ও সুস্বাদু শরবতের রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

তবে আপনার বানানো শরবত টা অনেক সুন্দর ছিল। অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 last year 

আপনার ইউনিক শরবত রেসিপি আমার খুবই ভালো লেগেছে। সত্যিই অসাধারণ শরবত রেসিপি তৈরি করেছেন। পরিবেশন দেখে আমার খুবি ভালো লেগেছে।

 last year 

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.14
JST 0.030
BTC 68220.71
ETH 3321.59
USDT 1.00
SBD 2.74