ABB Contest-34 || শেয়ার করো তোমার ইউনিক শরবতের রেসিপি - ইয়াম্মি টেস্টর শরবত রেসিপি

" আজ বুধবার - ২৯শে চৈত্র - ১৪২৯ বঙ্গাব্দ, ১২এপ্রিল - ২০২৩ খ্রিস্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_23-04-12_00-16-36-952.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নতুন ও ইউনিক একটি শরবতের রেসিপি পোষ্ট নিয়ে। আর এই শরবতের রেসিপি তৈরি করতে গিয়ে আমি খুবই হিমশিম খেয়ে যাচ্ছিলাম। কেননা আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার প্রিয় ভাই ও বোনেরা এত ইউনিক ও মজাদার শরবতের রেসিপি শেয়ার করেছে, যা দেখে অবাক হয়ে যাই। এত এত ইউনিক ও ইয়াম্মি টেস্টের শরবত রেসিপি দেখে সত্যিই খুব খুব ভালো লাগে।

প্রতিনিয়ত আমার বাংলা ব্লগ কমিউনিটি বিভিন্ন রকম ভিন্ন ভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে আসছে। আর এই প্রতিযোগিতা আমাদেরকে কাজ করার উৎসাহ প্রদান করে। তাই আমরা সকলেই আপ্রাণ চেষ্টা করি এই প্রতিযোগিতা গুলোতে অংশগ্রহণ করার। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হতে না পারলেও, প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাঝে বিশেষ ভালোলাগা কাজ করে। আর সেই ভালোলাগা থেকে আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণের চেষ্টা করেছি।

আজ আমি পেঁপে, আপেল, ইসবগুল ও পুদিনা পাতার সংমিশ্রণে ঠান্ডা ঠান্ডা ইয়াম্মি টেস্টের শরবত তৈরি করেছি। আর এই শরবত খেতে এতটাই মজার হয়েছিল যে, কেউ না খেলে হয়তো বিশ্বাসই করে উঠতে পারবে না। তাই আমার এই ইয়াম্মি টেস্টের শরবত রেসিপি একদিন বাসায় তৈরি করে খাবেন, ইনশাআল্লাহ অবশ্যই ভালো লাগবে। সারাদিন রোজা রাখার পর ঠান্ডা ঠান্ডা এই শরবত খেলে শরীর ও মন দুটোই সতেজ হয়ে যায়। তো বন্ধুরা আমি কিভাবে এই ইয়াম্মি টেস্টের শরবত রেসিপি তৈরি করেছি, তার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। তাহলে চলুন ঘুরে আসা যাক, আমার তৈরি ইয়াম্মি টেস্টের শরবত রেসিপির ধাপগুলো থেকে।

Picsart_22-12-05_18-14-41-816.png

Picsart_23-04-12_00-04-45-184.jpg

ক্রমিক নংউপকরণপরিমাণ
পেঁপে১ টি
আপেল১ টি
লেবু১টি
ইসবগুল ভুষিপরিমাণ মতো
পুদিনা পাতাপরিমাণ মতো
চিনিস্বাদমতো
বিট লবণপরিমাণ মতো
ব্লেন্ডার১ টি
বরফের টুকরো৩-৪ টি

Picsart_22-12-14_13-01-21-443.png

" ধাপ : ১ "

IMG_20230411_130313.jpg

IMG_20230411_130351.jpg

১। প্রথমে পাকা পেঁপেটি ভালোভাবে পরিষ্কার করে, ছাল ছাড়িয়ে নিতে হবে।

" ধাপ : ২ "

IMG_20230411_130431.jpg

IMG_20230411_130508.jpg

২। এবার পেঁপেটির মাঝ বরাবর কেটে টুকরো করে কেটে নিতে হবে। উপরে দেয়া চিত্রের মত করে।

" ধাপ : ৩ "

IMG_20230411_131047.jpg

IMG_20230411_131119.jpg

৩। এবার আপেলটি ভালোভাবে পরিষ্কার করে, টুকরো করে কেটে নিতে হবে। উপরে দেয়া চিত্রের মত করে।

" ধাপ : ৪ "

IMG_20230411_154750.jpg

IMG_20230411_131305.jpg

৪। এবার লেবুটি ভালোভাবে পরিষ্কার করে, টুকরো করে কেটে নিতে হবে। উপরে দেয়া চিত্রের মত করে।

" ধাপ : ৫ "

IMG_20230411_133803.jpg

IMG_20230411_130542.jpg

৫। এবার কেটে নেয়া লেবুর টুকরা গুলো থেকে, হাতের সাহায্যে চিপিয়ে লেবুর রস একটি পরিষ্কার বাটিতে সংরক্ষণ করতে হবে। এবং পুদিনা পাতাগুলো কেটে বেছে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।

" ধাপ : ৬ "

IMG_20230411_130728.jpg

IMG_20230411_130639.jpg

IMG_20230411_130610.jpg

৬। এবার আলাদা আলাদা পাত্রে ইসুবগুল ভূষি, চিনি এবং বিট লবণ পরিমাণ মতো নিতে হবে।

" ধাপ : ৭ "

IMG_20230411_154643.jpg

IMG_20230411_154628.jpg

IMG_20230411_154719.jpg

৭। এবার একটি পানির গ্লাসে পানি নিতে হবে। তারপর পরিমাণ মতো ইসুবগুলের ভুষি পানির গ্লাসে ভিজিয়ে নিতে হবে।

" ধাপ : ৮ "

IMG_20230411_133500.jpg

IMG_20230411_133525.jpg

৮। এবার ব্লেন্ডারটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপর কেটে নেয়া আপেলের টুকরোগুলো ব্লেন্ডারে ঢেলে দিতে হবে।

" ধাপ : ৯ "

IMG_20230411_133619.jpg

৯। এবার টুকরো করে নেয়া পেঁপে ব্লেন্ডারে ঢেলে দিতে হবে।

" ধাপ : ১০ "

IMG_20230411_133711.jpg

১০। এবার পেঁপের টুকরো গুলো ঢেলে দেয়ার পর, কেটে বেছে পরিষ্কার করে নেয়া পুদিনা পাতাগুলো বেলেন্ডারে ঢেলে দিতে হবে।

" ধাপ : ১১ "

IMG_20230411_133927.jpg

IMG_20230411_134028.jpg

১১। এবার একটি বাটিতে রাখা লেবুর রস ও পানির গ্লাসে ভিজিয়ে রাখা ইসুবগুলের ভুষি ব্লেন্ডারে ঢেলে দিতে হবে।

" ধাপ : ১২ "

IMG_20230411_134219.jpg

IMG_20230411_134305.jpg

১২। এবার পরিমাণ মতো চিনি ও বিট লবণ ব্লেন্ডারে ঢেলে দিতে হবে।

" ধাপ : ১৩ "

IMG_20230411_134508.jpg

IMG_20230411_134633.jpg

১৩। এবার ব্লেন্ডারে ঢেলে দেয়া সবগুলো উপকরণ ব্লেন্ড করে নিতে হবে।

" ধাপ : ১৪ "

IMG_20230411_134536.jpg

IMG_20230411_134715.jpg

IMG_20230411_134748.jpg

১৪। এবার সবগুলো উপকরণ ব্লেন্ড করে নেয়ার পর, উপকরণে নেয়া বরফের টুকরো গুলো ব্লেন্ডারে ঢেলে দিতে হবে।

" ধাপ : ১৫ "

IMG_20230411_134835.jpg

IMG_20230411_134921.jpg

IMG_20230411_135109.jpg

১৫। এবার বরফের টুকরো গুলো ঢেলে দেয়ার পর, ব্লেন্ড করে নেয়া জুসগুলো একটি পরিষ্কার পানির গ্লাসে ছাকনি দিয়ে ছেকে ঢেলে নিতে হবে।

" ধাপ : ১৬ "

IMG_20230412_022506.jpg

IMG_20230412_022602.jpg

১৬। এবার ছেকে ঢেলে নেয়ার পর, মনের মত সাজিয়ে পরিবেশন করুন।

আশা করি আমার পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

Picsart_22-12-06_06-32-35-909.png

Sort:  
 2 years ago 

পেঁপে, আপেল, ইসবগুল ও পুদিনা পাতার সংমিশ্রণে তৈরি করা মজার এই শরবত রেসিপি দারুন হয়েছে ভাইয়া। আপনি অনেক সুন্দর ভাবে রেসিপি তৈরির পদ্ধতি তুলে ধরেছেন। রমজান মাসে ইফতারিতে এরকম মজার শরবত হলে তৃপ্তি করে খাওয়া যায় এবং তৃষ্ণা মিটে। এই প্রতিযোগিতার জন্য দারুন একটি শরবত রেসিপি তৈরি করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

পঁপে ও আপেল দিয়ে মজাদার ইউনিক শরবত রেসিপি তৈরি করেছেন। এই রেসিপির পরিবেশন আমার খুবই ভালো লেগেছে। এত মজাদার একটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার তৈরি ইয়াম্মি টেস্টের শরবত রেসিপি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম ভাই। সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

পেপেঁ আর আপেল দিয়ে করা শরবত বেশ ভালোই লাগছে ভাই ৷ এই প্রতিযোগিতায় অনেক ইউনিক রেসিপি দেখলাম ৷ ঠিক আপনার টাও একদম ইউনিক শরবত রেসেপি ৷ অসংখ্য ধন্যবাদ ভাই

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই, আমার তৈরি শরবত রেসিপি আপনার কাছে ইউনিক মনে হয়েছে, জেনে খুব খুশি হলাম। সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ইয়াম্মি টেস্টর শরবত রেসিপি দেখে অনেক ভালো লাগলো। মিতা অনেক সুন্দর করে পরিবেশন করেছেন। অভিনন্দন আপনাকে। এমন শরবত হলে জমিয়ে খেতে ইচ্ছে করে।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ মিতা, সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে প্রথমে ধন্যবাদ জানাই। ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। দেখে লোভনীয় লাগছে। পরিবেশন বেশ সুন্দর হয়েছে দেখতে।পেঁপের শরবত খেতে খুবই সুস্বাদু হয়। অনেক আগে একবার তৈরি করে খেয়েছিলাম। ধন্যবাদ আপনাকে সুস্বাদুও ইয়াম্মি একটি শরবতে রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু, আমার তৈরি শরবতের রেসিপি আপনার কাছে ভালো লেগেছে জেনে ধন্য হলাম। অনেক সুন্দর মন্তব্য করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে খুব ভাল লাগলো। আপনাকে অভিনন্দন জানাই। আপনি দারুন মজার ঠান্ডা ঠান্ডা পেঁপের শরবত করেছেন।খেতে বেশ ভাল ছিল আশাকরি। চসলে এই গরমে যেকোন ধরনের শরবতই ভাল লাগে খেতে।অনেক ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু, আমার তৈরি শরবত রেসিপি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

অনেক সুন্দর শরবত তৈরি করেছেন দেখছি আপনি ৷ ইয়াম্মি টেস্টর শরবত রেসিপি দেখে অনেক ভালো লাগলো। এমন স্বাদের শরবত আগে কখনো খাওয়া হয়নি আমার ৷ নতুন কিছু শিখতে পারলাম ৷ দারুণ ভাবে পরিবেশন করেছেন ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷ শুভকামনা রইল আপনার জন্য ৷

 2 years ago 

ভাই, আমার তৈরি শরবতের রেসিপির ধাপ গুলো অনুসরণ করে একদিন এই শরবত রেসিপি তৈরি করে খাবেন, ইনশাআল্লাহ অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ

 2 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভীষণ ভালো লেগেছে। আপনি অনেক কিছুর মিশ্রণে আজকের এই শরবতের রেসিপিটি তৈরি করেছেন। দেখে তো মনে হচ্ছে বেশ মজা করেই খাওয়া হয়েছে শরবত। আপনি খুবই সুন্দরভাবে উপস্থাপনা করেছেন যা দেখে যে কেউ এটি তৈরি করে নিতে পারবে। অসম্ভব ভালো ছিল বলতে হচ্ছে।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই, আমার শরবতের রেসিপি দেখে অনুপ্রেরণামূলক মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.033
BTC 118426.56
ETH 4386.87
SBD 0.80