ABB Contest-34 || শরবত রেসিপি :- কয়েকটি ফলের মিক্স শরবত

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে ভিন্ন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকের এই পোস্টের মাধ্যমে আমি "আমার বাংলা ব্লগের" চলমান কনটেস্টে অংশগ্রহণ করতে যাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে বিভিন্ন ফলের মিক্স শরবত রেসিপি শেয়ার করব। মোটামুটি সবাই দেখছি খুব ইউনিক রেসিপি শেয়ার করেছে। আসলে প্রতিবার বিভিন্ন ধরনের কনটেস্ট এর মাধ্যমে আমরা নতুন নতুন জিনিস সম্পর্কে অভিজ্ঞতা লাভ করতে পারি। বর্তমানে প্রায় সবখানে অনেক বেশি গরম পড়ছে। এই গরমে সারাদিন রোজা রেখে ইফতারে এক গ্লাস শরবত আমাদের প্রশান্তি দিতে পারে। অন্যান্য যে কোন শরবতের থেকে বিভিন্ন ফল দিয়ে তৈরি শরবত আমার অনেক বেশি পছন্দ। তাই আজকে আমি এখানে কয়েক রকমের ফল ব্যবহার করেছি। আমার কাছে ভালই লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা - ৩৪

মিক্স শরবত এর সর্বশেষ ফটোগ্রাফী

IMG-20230410-WA0007.jpg

IMG-20230410-WA0024.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • তরমুজ
  • আপেল
  • মাল্টা
  • লেবু
  • পুদিনা পাতা
  • চিনি
  • বিট লবণ
  • পরিমাণ মতো ঠান্ডা পানি
  • বরফ

IMG-20230410-WA0002.jpg

প্রথম ধাপ
  • প্রথমে আমি তরমুজ টুকরো টুকরো করে কেটে নিয়েছি।

IMG-20230410-WA0001.jpg

দ্বিতীয় ধাপ
  • এরপর একটি আপেল ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি।

IMG-20230410-WA0003.jpg

তৃতীয় ধাপ
  • এরপর আমি মালটার জুস তৈরি করার জন্য মালটা কেটে নিয়েছি।

IMG-20230410-WA0005.jpg

চতুর্থ ধাপ
  • এরপর আমি মালটার রস বের করে একটি গ্লাসে নিয়ে নিয়েছি। তারপর সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে মালটার জুস তৈরি করে নিয়েছি। এই মিক্স ফ্রুট জুসের মধ্যে কিছুটা টক ফ্লেবার টা খুব ভালো লাগে খেতে।
IMG-20230410-WA0004.jpgIMG-20230410-WA0006.jpg
পঞ্চম ধাপ
  • এরপর ব্লেন্ডারের ব্লেন্ড করার জন্য তরমুজের টুকরো এবং আপেলের টুকরো নিয়ে নিয়েছি।
IMG-20230410-WA0008.jpgIMG-20230410-WA0010.jpg
ষষ্ঠ ধাপ
  • এরপর পরিমাণ মতো চিনি এবং বিট লবণ দিয়ে দিয়েছি।
IMG-20230410-WA0011.jpgIMG-20230410-WA0009.jpg
সপ্তম ধাপ
  • এরপর দিয়ে দিয়েছি কিছুটা পুদিনা পাতা এবং লেবুর রস।
IMG-20230410-WA0012.jpgIMG-20230410-WA0013.jpg
অষ্টম ধাপ
  • তারপর দিয়ে দিয়েছি ঠান্ডা পানি।

IMG-20230410-WA0015.jpg

নবম ধাপ
  • এরপর সব কিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি।

IMG-20230410-WA0016.jpg

দশম ধাপ
  • এখানে বরফ তৈরির ক্ষেত্রে আমি ইউনিক কিছু করার চেষ্টা করেছি। মলুত ডেকোরেশন করার জন্য এই কাজটা করেছি। এখানে আমি বরফ কেস এর মধ্যে পানি দিয়ে একটি করে পাতা দিয়ে দিয়েছি। বরফ হওয়ার পর আসলেই খুব সুন্দর লাগছিল দেখতে।
IMG-20230410-WA0019.jpgIMG-20230410-WA0020.jpg
সর্বশেষ ধাপ
  • তারপর কিছুটা লেবুর রস দিয়ে বরফ দিয়ে দিয়েছি। পরে মালটার জুস ও তরমুজ এবং আপেলের জুস দিয়ে দিয়েছি।

IMG-20230410-WA0021.jpg

IMG-20230410-WA0022.jpg

IMG-20230410-WA0023.jpg

এভাবে তৈরি হয়ে গেলো মিক্স ফলের শরবত রেসিপি।

IMG-20230410-WA0026.jpg

IMG-20230410-WA0025.jpg

IMG-20230410-WA0000.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেই খুব ভালো লাগছে। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Sort:  
 3 years ago 

হ্যাঁ আপু বর্তমানে যে পরিমাণে গরম পরছে তাতে ইফতারের সময় এক গ্লাস শরবত না হলে তৃপ্তি হয় না। কয়েকটি ফলের সমন্বয়ে শরবত তৈরি করেছেন মনে হচ্ছে খেতে অনেক মজা হবে। তাছাড়া পরিবেশনের মাধ্যমটাও বেশ ভালো লেগেছে।

 3 years ago 

হ্যাঁ ঠিকই বলেছেন । শরবত খেতে অনেক মজা হয়েছে। আপনার মূল্যবান মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি কয়েকটা ফলের মিক্স শরবত তৈরি করেছেন দেখছি। এই প্রতিযোগিতার কারণে অনেক ইউনিক শরবত রেসিপি শিখতে পারছি দেখে। আসলে প্রতিযোগিতায় বিজয়ী না হলেও অংশগ্রহণ করার মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। দেখে তো মনে হচ্ছে খেতেও ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলো আপনার ইউনিক শরবত রেসিপি।

 3 years ago 

ঠিকই বলেছেন আপনি। বিজয়ী হতে না পারলেও প্রতিযোগিতা অংশগ্রহণ করার মাঝে অন্যরকম এক অনুভূতি কাজ করে। আর শরবত খেতে খুবই সুস্বাদু ছিল। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ আপু। দারুন মজার শরবতের রেসিপি শেয়ার করেছেন। দেখতে বেশ লোভনীয় হয়েছে। খুব সুন্দর ছিল উপস্থাপনা। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে অনেক ভালো লাগলো। কয়েকটি ফলের মিশ্রণে ঠান্ডা ঠান্ডা মজাদার শরবত দেখে ইচ্ছে করছে এখনই খেয়ে নিতে। ইফতারের সময় দিলে অনেক ভালো হতো হা হা,, ধন্যবাদ আপনাকে আপু এত সুন্দর শরবত তৈরি করে আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 3 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

বিভিন্ন প্রকার ফল একসাথে মিক্স করে শরবত করলে খেতে অনেক ভালো লাগে। আর এই শরবত অনেক পুষ্টিকর হয়। যদি বিভিন্ন প্রকার ফল একসাথে মিক্স করে শরবত বাড়ানো হয় তখন খেতে সত্যিই ভালো লাগে। আপু আপনার তৈরি করা শরবত রেসিপি দারুন হয়েছে। প্রতিযোগিতার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনার মূল্যবান মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। বিভিন্ন প্রকার ফল দিয়ে মিক্সড শরবত তৈরি করেছেন। যেটা দেখতে সুন্দর লাগছে। ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা শরবত খেতে দারুন লাগে। এই প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন ধরনের শরবতের রেসিপি দেখতে পাচ্ছি। আপনার ইউনিক শরবতটি দেখতে পেয়ে ভালো লাগলো।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে আমিও অনেক আনন্দিত হলাম। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। এ প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা অনেক ইউনিক শরবতের রেসিপি দেখতে পারছি। সামনের দিকে আমার মনে হয় এখন অনেক দেখতে পারবো আমরা। আপনি কিছু ফলের মিশ্রণে খুব মজা দেখতে শরবত তৈরি করেছেন। দেখেই তো খেতে ইচ্ছা করছে আপু। আপনার পরিবেশনটি আমার কাছে খুব ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

প্রথমে আপনাকে ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি অনেকগুলো ফল দিয়ে মিক্স শরবত করেছেন। তবে ঠিক বলেছেন এখন যে গরম পড়তেছে ইফতারের সময় এ ধরনের শরবত খেতে সত্যি অনেক ভালো লাগবে। আপনার শরবতের পোস্ট দেখে আমার নিজেরাও খেতে মন চাইতেছে। অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে নিখুঁতভাবে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিকই বলেছেন। ইফতারের সময় এরকম শরবত সত্যিই অনেক ভালো লাগে খেতে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি ইউনিক শরবত রেসিপি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। কয়েক ধরনের ফল দিয়ে খুবই মজাদার শরবত তৈরি করেছেন আপু। আসলে এতো গুলো উপকরণ দিয়ে শরবত তৈরি করলে খেতে দারুণ লাগে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনার মূল্যবান মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.032
BTC 108923.40
ETH 3999.67
USDT 1.00
SBD 0.62