শিক্ষামূলকঃ পর্ব ৩১ || হিরোইজমে ডেলিগেশনের ৫ টি সুবিধা || 5 benefits of delegating @heroism [10% for shy-fox]
ভূমিকাঃ |
---|
কথায় আছে, দশে মিলি করি কাজ হারি জিতি নাহি লাজ। আবার বিন্দু বিন্দুতে সিন্ধু গড়ে ওঠে। যখন ১০ জনের হাত এক হয় তখন সেই হাতটি অনেক শক্তিশালী হয়। দশ জন মিলে টিম করে কোন কাজ করলে গবেষণায় দেখা গেছে, প্রত্যেকে নিজের জায়গা থেকে কাজ করার চেয়ে আরো বেশি পরিমাণ ফলাফল পাওয়া যায়। তাই সম্মিলিতভাবে কোন কাজ করার ক্ষেত্রে সুবিধা অনেক বেশি।
@heroism (হিরোইজম) একটি স্বতন্ত্র প্রজেক্ট। যদিও heroism আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে কিছুটা সংশ্লিষ্ট কারণ এখানে যারা প্রজেক্ট পরিচালনা করেন তারা হচ্ছেন আমার বাংলা ব্লগ কমিউনিটির এডমিনবৃন্দ অন্যথায় আমার বাংলা ব্লগের সাথে heroism এর তেমন সম্পর্ক নেই কারণ heroism প্রজেক্টে যে কোনো ব্যবহারকারী ডেলিগেশন করতে পারেন। অনেকের মনে বারবার একটি প্রশ্ন জাগে যে, heroism-এ ডেলিগেশন করলে আসলে কি লাভ এবং কি ধরনের সুবিধাই বা পাওয়া যাবে। তাই আমি আজকের পোস্ট এর মাধ্যমে heroism এ ডেলিগেশনের পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে শেয়ার করব।
heroism এর স্লোগান আব্রাহাম লিংকনের সেই গণতন্ত্রের শ্লোগান অর্থাৎ
heroism for the people, by the people, of the poeple
এর স্লোগান আব্রাহাম লিংকনের সেই গণতন্ত্রের শ্লোগান অর্থাৎ
heroism for the people, by the people, of the poeple
পর্ব ৩১: Heroism-এ ডেলিগেশনের ৫টি সুবিধা
১। ডাবল লাভঃ |
---|
প্রথমত আপনারা জানেন যে, কোন ডেলিগেশন সার্ভিসে আমরা যে কোন এক ধরনের সুবিধা পাই যেমনঃ হয়তোবা কোন ডেলিগেশন সার্ভিস থেকে আমরা আমাদের পোস্টে ভোট পাই অথবা মোট লভ্যাংশ থেকে আমাদের শেয়ারের অংশটুকু আমরা পেয়ে থাকি। কিন্তু হিরোইজম-এ ডেলিগেশন করলে আপনি ডাবল সুবিধা পাবেন অর্থাৎ আপনি কোয়ালিটি কনটেন্ট ক্রিয়েট করলে আপনার পোস্টে ভোট পাবেন পাশাপাশি আপনি সপ্তাহ শেষে মোট লভ্যাংশ থেকে আপনার অংশটুকু পেয়ে যাবেন। অনেক ডেলিগেশন সার্ভিসগুলো লভ্যাংশ শেয়ার করার সময় মেইনটেন্যান্স ফ্রি হিসেবে কিছু অংশ রেখে দেয় কিন্তু এখানে পুরো লভ্যাংশ ডেলিগেটরদের মধ্যে বিতরণ করে দেয়া হয়। তাই বুঝতেই পারছেন এটি অন্য রেলিগেশন সার্ভিসের মত সাধারন কোন ডেলিগেশন সার্ভিস নয় বরং বিনা লাভে সবার জন্য কিছু করার একটি সম্মিলিত উদ্যোগ।
২। এক্সপার্ট টিমঃ |
---|
প্রথমতঃ ইতিমধ্যে অনেকেই স্টিমিটের কিউরেশন রিওয়ার্ড ডিস্ট্রিবিউশনের নিয়মকানুন বুঝতে পেরেছেন এবং আগে ভোট দিলে কি সুবিধা পাওয়া যায় এবং কোন ভোটের পরে বড় ভোট পড়লে কিভাবে বেশি কিউরেশন রিওয়ার্ড পাওয়া যায় সেটিও আপনারা এত দিনে বুঝতে পেরেছেন। এটাকে আমরা বলছি কনভারজেন্স লিনিয়ার ইকুয়েশন অর্থাৎ ইকুয়েশনটা এমনভাবে ডেভ্লপ করা যে আগে ভোট বেশি কিউরেশন রিওয়ার্ড পাওয়া যায়। এই বিষয়গুলো আমার বাংলা ব্লগ এর শেয়াল পন্ডিতের পাঠশালায় লেভেল-৩ তে আলোচনা করা হচ্ছে।
তাই ভোট দেয়ার মাধ্যমে ভালো কিউরেশন রিওয়ার্ড অর্জন করার জন্য অবশ্যই আপনাকে এই ইকুয়েশন বুঝতে হবে। হিরোইজম এর পিছনে রয়েছে দক্ষ একটি টিম। আর এ কারণে একেবারে নিয়মকানুন মেনে ক্যালকুলেশন এর মাধ্যমে ভোট প্রদান করা হয় যাতে করে বেশি পরিমাণ কিউরেশন রিওয়ার্ড অর্জন করা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা দেখতে পারবেন হিরোইজম এর ভোট সবসময় @shy-fox এর ভোটের আগে দেয়া হয়। আর এ কারণে সব সময় হিরোইজম বেশি কিউরেশন রিওয়ার্ড পায়। আর বুঝতেই পারছেন যদি হিরোইজম বেশি কিউরেশন রিওয়ার্ড পায় তাহলে ডেলিগেটর হিসেবে আপনি বেশি পরিমাণ শেয়ার বা লভ্যাংশ পাবেন।
দ্বিতীয়তঃ এখানে এক্সপার্ট টিম কর্তৃক ম্যানুয়ালি ভোট প্রদান করা হয় অর্থাৎ কোয়ালিটি কনটেন্ট ছাড়া ভোট প্রদান করা হয় না। তাই স্পামিং হওয়ার কোন সম্ভাবনা নেই এবং কোয়ালিটি নিশ্চিত করা হবে। তাই স্টিমিট প্লাটফর্মে এই ডেলিগেশন অনেক ভালো অবদান থাকবে।
৩। বর্তমানে SBD এর দাম অনেক বেশিঃ |
---|
স্টিমিট প্লাটফর্মে আপনি হিসাব নিকাশ করে কিছু পোস্টে আগে ভোট দেওয়ার মাধ্যমে বেশি পরিমাণ রিওয়ার্ড আয় করতে পারেন। কিন্তু আপনি যে কিউরেশন রিওয়ার্ড পাবেন তা আপনাকে SP তে দেয়া হবে যার দাম স্টিম এর দামের সমান। অন্যদিকে আপনি যদি ডেলিগেশন করেন তাহলে আপনার পোস্টে যখন ভোট দেওয়া হবে তার চার ভাগের এক ভাগ আপনি SBD পাবেন। আর এখন যেহেতু মার্কেটে SBD এর দাম অনেক বেশি (প্রায় ৬/৭ গুণ) তাই আপনি ডেলিগেশনের মাধ্যমে এখন যতটুকু আয় করতে পারবেন শত ক্যালকুলেশন করেও নিজে ভোট দিয়ে ততো আয় করতে পারবেন না। তাই ডেলিগেশন বর্তমান সময়ে আপনাকে বেশি মুনাফা এনে দিবে।
৪। লিমিটেড সাপোর্ট এর মধ্যেও নিজের কিছুটা সক্ষমতা বৃদ্ধিঃ |
---|
যেকোনো কমিউনিটির একাউন্টের সাপোর্ট সবসময় লিমিটেড। সাই ফক্স, আমার বাংলা ব্লগ কিংবা এবিপি স্কুলসহ যতগুলো কিউরেশন অ্যাকাউন্ট রয়েছে সবগুলো অ্যাকাউন্ট থেকে দিনে নির্দিষ্টসংখ্যক পোস্টে ভোট দেওয়া যায়। বর্তমানে প্রায় এক শতাধিকেরও বেশি পোস্টে সাপোর্ট দেয়া হয় প্রতিদিন। কিন্তু তারপরও একটিভ ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে অনেক সময় ভালো কিছু পোষ্ট হয়তোবা সাপোর্টের আওতার বাইরে থেকে যাবে। সেক্ষেত্রে আপনার পোষ্ট একেবারে কম রিওয়ার্ড এর মাধ্যমে পে-আউট হয়ে যাবে। কিন্তু আপনি যদি হিরোইজমে ডেলিগেশন করে রাখেন তাহলে আপনার পোস্ট কোয়ালিটি সম্পন্ন হলে অবশ্যই আপনি সেখানে হিরোইজম থেকে সাপোর্ট পাবেন যেটা আপনাকে একেবারে শূন্য হাতে ফিরে যাওয়াটাকে প্রতিরোধ করবে।
৫। আর্মি |
---|
হিরোইজম এর সব থেকে মজার বিষয় হচ্ছে, এটা একটা সম্মিলিত আর্মি হিসেবে কাজ করবে। অর্থাৎ যারা এখানে ডেলিগেশন করবে এবং কোন ধরনের নিয়মকানুন ভঙ্গ না করে সঠিকভাবে কাজ করে যাবে তাদের ওপর যদি বাইরের কোনো বড় হোয়েল বা কারো অ্যাটাক আসে তাহলে সেটাকে শক্ত হাতে প্রতিরোধ করা হবে। এটা হচ্ছে হিরোইজম এর সবচেয়ে বড় দিক এবং এটা অবশ্যই সবার জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা যদি কোনো বড় ইউজার কর্তিক কোনভাবে আক্রান্ত হই তাহলে আমাদেরকে প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়া ছাড়া আর কোন উপায় থাকবেনা।
তাই স্বাধীনভাবে কাজ করার জন্য হিরোইজম এ যাদের ডেলিগেশন রয়েছে তারা অনেক সুবিধাজনক অবস্থানে থাকবেন কারণ তাদের দিকে কেউ এরকম অসঙ্গতিপূর্ণ আচরণ করার সাহস দেখাবে না। আমার বাংলা ব্লগের পাওয়ার ও হিরোইজম এর সম্মিলিত পাওয়ার এর সমন্বয়ে যে কোন রকম অবাঞ্চিত আক্রমণ প্রতিরোধ করার জন্য যথেষ্ট। তাই আপনি যদি নিরাপদে এবং নির্বিঘ্নে কাজ করতে চান তাহলে অবশ্যই হিরোইজম-এ ডেলিগেশন হতে পারে আপনার জন্য একটি সর্বোত্তম পন্থা।
শেষ কথাঃ |
---|
আমি আমার মতো করে পাঁচটি বিষয়ে বিস্তারিত শেয়ার করার চেষ্টা করেছি তারপরও কোন বিষয়ে যদি আপনাদের দ্বিমত থাকে বা যোগ করার মত কিছু থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করব এবং ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া হিরোইজম সম্পর্কে সব তথ্য শেয়ার করার জন্য। আপনার এই পোস্টের মাধ্যমে আমি অনেক অজানা বিষয় হিরোইজম সম্পর্কে জানতে পারি।অনেক ভালো লাগলো যে সব বিপদে হিরোইজ আমাদের পাশে থাকবে এবং আমাদের সব বিপদ থেকে রক্ষা করবে।ধন্যবাদ জানাই @rme দাদাকে যিনি এতো সুন্দর সুরক্ষার ব্যবস্থা আমাদের জন্য করেছে।
কী বলবো ভাইয়া আপনি বরাবরই খুব গুরুত্বপূর্ণ শিক্ষামুলক পোস্ট শেয়ার করে থাকেন। আপনার প্রতিটি পোস্ট যদি কেউ একবার পরে তাহলে তাকে আর কিছুই জানার বাকি থাকবেনা। আপনি এবার হিরোইজমে ডেলিগেশনের ৫ টি সুবিধা শেয়ার করেছেন খুবই ভালো লাগছে বিষয়টি। আমার নিজের ও এই বিষয়ে তেমন একটা ধারনা ছিল নাহ আপনার পোস্ট টি পেয়ে খুবই খুশি হলাম। যাদের হিরোইজম সম্পর্কে জানতে ইচ্ছে আছে তাদের জন্য এই পোস্টটাই যথেষ্ট। আপনার কাছ থেকে আমি আরো শিক্ষামুলক পোস্ট আশা করছি ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা ও ভালোবাসা রইল।
এই প্রজেক্টটি আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট।
আপনার প্রতিটি পোষ্ট অনেক ভালো লাগে কারণ প্রতিটি পোস্ট আপনার শিক্ষনীয়। আর এভাবে অন্যকে শিখানোতে সবাই অভ্যস্ত না। আসলে আপনি একজন শিক্ষক এজন্যই আপনি শিখাতে পছন্দ করেন। শুভ কামনা রইলো ভাই আপনার জন্য।
আপনার আজকের এই পোস্টটি সকলের জন্য অনেক বেশি উপকার হবে।বিশেষ করে যাদের সন্দেহ আছে তাদের সন্দেহ তো একেবারেই চলে যাবে।
খুব সুন্দর উপস্থাপন করেছেন ভাই, বিষয়গুলো অনেকেরই ক্লিয়ার ছিলো না, আশা করছি নতুনরা বেশ ভালো আইডিয়া এবং তাদের ধারনাগুলোকে ঠিক করে নিতে পারবে এখন। ধন্যবাদ