শিক্ষামূলকঃ পর্ব ৩১ || হিরোইজমে ডেলিগেশনের ৫ টি সুবিধা || 5 benefits of delegating @heroism [10% for shy-fox]

in আমার বাংলা ব্লগ3 years ago

ভূমিকাঃ

কথায় আছে, দশে মিলি করি কাজ হারি জিতি নাহি লাজ। আবার বিন্দু বিন্দুতে সিন্ধু গড়ে ওঠে। যখন ১০ জনের হাত এক হয় তখন সেই হাতটি অনেক শক্তিশালী হয়। দশ জন মিলে টিম করে কোন কাজ করলে গবেষণায় দেখা গেছে, প্রত্যেকে নিজের জায়গা থেকে কাজ করার চেয়ে আরো বেশি পরিমাণ ফলাফল পাওয়া যায়। তাই সম্মিলিতভাবে কোন কাজ করার ক্ষেত্রে সুবিধা অনেক বেশি।

@heroism (হিরোইজম) একটি স্বতন্ত্র প্রজেক্ট। যদিও heroism আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে কিছুটা সংশ্লিষ্ট কারণ এখানে যারা প্রজেক্ট পরিচালনা করেন তারা হচ্ছেন আমার বাংলা ব্লগ কমিউনিটির এডমিনবৃন্দ অন্যথায় আমার বাংলা ব্লগের সাথে heroism এর তেমন সম্পর্ক নেই কারণ heroism প্রজেক্টে যে কোনো ব্যবহারকারী ডেলিগেশন করতে পারেন। অনেকের মনে বারবার একটি প্রশ্ন জাগে যে, heroism-এ ডেলিগেশন করলে আসলে কি লাভ এবং কি ধরনের সুবিধাই বা পাওয়া যাবে। তাই আমি আজকের পোস্ট এর মাধ্যমে heroism এ ডেলিগেশনের পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে শেয়ার করব।

heroism এর স্লোগান আব্রাহাম লিংকনের সেই গণতন্ত্রের শ্লোগান অর্থাৎ heroism for the people, by the people, of the poeple



Thumbnails.jpg

Line Break Steem.png

পর্ব ৩১: Heroism-এ ডেলিগেশনের ৫টি সুবিধা

Line Break Steem.png


১। ডাবল লাভঃ

প্রথমত আপনারা জানেন যে, কোন ডেলিগেশন সার্ভিসে আমরা যে কোন এক ধরনের সুবিধা পাই যেমনঃ হয়তোবা কোন ডেলিগেশন সার্ভিস থেকে আমরা আমাদের পোস্টে ভোট পাই অথবা মোট লভ্যাংশ থেকে আমাদের শেয়ারের অংশটুকু আমরা পেয়ে থাকি। কিন্তু হিরোইজম-এ ডেলিগেশন করলে আপনি ডাবল সুবিধা পাবেন অর্থাৎ আপনি কোয়ালিটি কনটেন্ট ক্রিয়েট করলে আপনার পোস্টে ভোট পাবেন পাশাপাশি আপনি সপ্তাহ শেষে মোট লভ্যাংশ থেকে আপনার অংশটুকু পেয়ে যাবেন। অনেক ডেলিগেশন সার্ভিসগুলো লভ্যাংশ শেয়ার করার সময় মেইনটেন্যান্স ফ্রি হিসেবে কিছু অংশ রেখে দেয় কিন্তু এখানে পুরো লভ্যাংশ ডেলিগেটরদের মধ্যে বিতরণ করে দেয়া হয়। তাই বুঝতেই পারছেন এটি অন্য রেলিগেশন সার্ভিসের মত সাধারন কোন ডেলিগেশন সার্ভিস নয় বরং বিনা লাভে সবার জন্য কিছু করার একটি সম্মিলিত উদ্যোগ।


২। এক্সপার্ট টিমঃ

প্রথমতঃ ইতিমধ্যে অনেকেই স্টিমিটের কিউরেশন রিওয়ার্ড ডিস্ট্রিবিউশনের নিয়মকানুন বুঝতে পেরেছেন এবং আগে ভোট দিলে কি সুবিধা পাওয়া যায় এবং কোন ভোটের পরে বড় ভোট পড়লে কিভাবে বেশি কিউরেশন রিওয়ার্ড পাওয়া যায় সেটিও আপনারা এত দিনে বুঝতে পেরেছেন। এটাকে আমরা বলছি কনভারজেন্স লিনিয়ার ইকুয়েশন অর্থাৎ ইকুয়েশনটা এমনভাবে ডেভ্লপ করা যে আগে ভোট বেশি কিউরেশন রিওয়ার্ড পাওয়া যায়। এই বিষয়গুলো আমার বাংলা ব্লগ এর শেয়াল পন্ডিতের পাঠশালায় লেভেল-৩ তে আলোচনা করা হচ্ছে।

তাই ভোট দেয়ার মাধ্যমে ভালো কিউরেশন রিওয়ার্ড অর্জন করার জন্য অবশ্যই আপনাকে এই ইকুয়েশন বুঝতে হবে। হিরোইজম এর পিছনে রয়েছে দক্ষ একটি টিম। আর এ কারণে একেবারে নিয়মকানুন মেনে ক্যালকুলেশন এর মাধ্যমে ভোট প্রদান করা হয় যাতে করে বেশি পরিমাণ কিউরেশন রিওয়ার্ড অর্জন করা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা দেখতে পারবেন হিরোইজম এর ভোট সবসময় @shy-fox এর ভোটের আগে দেয়া হয়। আর এ কারণে সব সময় হিরোইজম বেশি কিউরেশন রিওয়ার্ড পায়। আর বুঝতেই পারছেন যদি হিরোইজম বেশি কিউরেশন রিওয়ার্ড পায় তাহলে ডেলিগেটর হিসেবে আপনি বেশি পরিমাণ শেয়ার বা লভ্যাংশ পাবেন।


দ্বিতীয়তঃ এখানে এক্সপার্ট টিম কর্তৃক ম্যানুয়ালি ভোট প্রদান করা হয় অর্থাৎ কোয়ালিটি কনটেন্ট ছাড়া ভোট প্রদান করা হয় না। তাই স্পামিং হওয়ার কোন সম্ভাবনা নেই এবং কোয়ালিটি নিশ্চিত করা হবে। তাই স্টিমিট প্লাটফর্মে এই ডেলিগেশন অনেক ভালো অবদান থাকবে।


৩। বর্তমানে SBD এর দাম অনেক বেশিঃ

স্টিমিট প্লাটফর্মে আপনি হিসাব নিকাশ করে কিছু পোস্টে আগে ভোট দেওয়ার মাধ্যমে বেশি পরিমাণ রিওয়ার্ড আয় করতে পারেন। কিন্তু আপনি যে কিউরেশন রিওয়ার্ড পাবেন তা আপনাকে SP তে দেয়া হবে যার দাম স্টিম এর দামের সমান। অন্যদিকে আপনি যদি ডেলিগেশন করেন তাহলে আপনার পোস্টে যখন ভোট দেওয়া হবে তার চার ভাগের এক ভাগ আপনি SBD পাবেন। আর এখন যেহেতু মার্কেটে SBD এর দাম অনেক বেশি (প্রায় ৬/৭ গুণ) তাই আপনি ডেলিগেশনের মাধ্যমে এখন যতটুকু আয় করতে পারবেন শত ক্যালকুলেশন করেও নিজে ভোট দিয়ে ততো আয় করতে পারবেন না। তাই ডেলিগেশন বর্তমান সময়ে আপনাকে বেশি মুনাফা এনে দিবে।


৪। লিমিটেড সাপোর্ট এর মধ্যেও নিজের কিছুটা সক্ষমতা বৃদ্ধিঃ

যেকোনো কমিউনিটির একাউন্টের সাপোর্ট সবসময় লিমিটেড। সাই ফক্স, আমার বাংলা ব্লগ কিংবা এবিপি স্কুলসহ যতগুলো কিউরেশন অ্যাকাউন্ট রয়েছে সবগুলো অ্যাকাউন্ট থেকে দিনে নির্দিষ্টসংখ্যক পোস্টে ভোট দেওয়া যায়। বর্তমানে প্রায় এক শতাধিকেরও বেশি পোস্টে সাপোর্ট দেয়া হয় প্রতিদিন। কিন্তু তারপরও একটিভ ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে অনেক সময় ভালো কিছু পোষ্ট হয়তোবা সাপোর্টের আওতার বাইরে থেকে যাবে। সেক্ষেত্রে আপনার পোষ্ট একেবারে কম রিওয়ার্ড এর মাধ্যমে পে-আউট হয়ে যাবে। কিন্তু আপনি যদি হিরোইজমে ডেলিগেশন করে রাখেন তাহলে আপনার পোস্ট কোয়ালিটি সম্পন্ন হলে অবশ্যই আপনি সেখানে হিরোইজম থেকে সাপোর্ট পাবেন যেটা আপনাকে একেবারে শূন্য হাতে ফিরে যাওয়াটাকে প্রতিরোধ করবে।


৫। আর্মি

হিরোইজম এর সব থেকে মজার বিষয় হচ্ছে, এটা একটা সম্মিলিত আর্মি হিসেবে কাজ করবে। অর্থাৎ যারা এখানে ডেলিগেশন করবে এবং কোন ধরনের নিয়মকানুন ভঙ্গ না করে সঠিকভাবে কাজ করে যাবে তাদের ওপর যদি বাইরের কোনো বড় হোয়েল বা কারো অ্যাটাক আসে তাহলে সেটাকে শক্ত হাতে প্রতিরোধ করা হবে। এটা হচ্ছে হিরোইজম এর সবচেয়ে বড় দিক এবং এটা অবশ্যই সবার জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা যদি কোনো বড় ইউজার কর্তিক কোনভাবে আক্রান্ত হই তাহলে আমাদেরকে প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়া ছাড়া আর কোন উপায় থাকবেনা।

তাই স্বাধীনভাবে কাজ করার জন্য হিরোইজম এ যাদের ডেলিগেশন রয়েছে তারা অনেক সুবিধাজনক অবস্থানে থাকবেন কারণ তাদের দিকে কেউ এরকম অসঙ্গতিপূর্ণ আচরণ করার সাহস দেখাবে না। আমার বাংলা ব্লগের পাওয়ার ও হিরোইজম এর সম্মিলিত পাওয়ার এর সমন্বয়ে যে কোন রকম অবাঞ্চিত আক্রমণ প্রতিরোধ করার জন্য যথেষ্ট। তাই আপনি যদি নিরাপদে এবং নির্বিঘ্নে কাজ করতে চান তাহলে অবশ্যই হিরোইজম-এ ডেলিগেশন হতে পারে আপনার জন্য একটি সর্বোত্তম পন্থা।

শেষ কথাঃ

আমি আমার মতো করে পাঁচটি বিষয়ে বিস্তারিত শেয়ার করার চেষ্টা করেছি তারপরও কোন বিষয়ে যদি আপনাদের দ্বিমত থাকে বা যোগ করার মত কিছু থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করব এবং ধন্যবাদ।


Line Break Steem.png


Heroism.png

| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


শিক্ষামূলক সিরিজের পূর্বের পোস্টগুলোর লিংক নিচে দিয়ে দিলাম। চোখ বুলিয়ে আসতে পারেন। আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ।
শিক্ষামূলক সিরিজে আমার লেখা পূর্বের পোস্টগুলোর তালিকাঃ
পর্ববিষয়বস্তু
০১-১০দশটি পোস্টের রিভিউ => ১.মাতৃভাষায় বেসিক => ২.শিক্ষায় আয় => ৩.পিসিতে ভয়েস টাইপিং => ৪.রেপুটেশন => ৫.কমেন্ট স্প্যামিং => ৬.কিউরেশন ট্রেইল => ৭.ফ্যানবেইস => ৮.ভোটিং পাওয়ার => ৯.রিসোর্স ক্রিডিট => ১০.ডেলিগেশন
১১একাউন্টের নিরাপত্তা নিয়ে বিস্তারিত
১২সেভিংস ওয়ালেট নিয়ে বিস্তারিত
১৩সয়ংক্রিয় রিওয়ার্ড ক্লেইম কি, কেন ও কিভাবে
১৪অযাচিত ও অপ্রয়োজনীয় মেনশন কি এবং কেন বিরত থাকতে হবে
১৫কিউরেশন ও অথর রিওয়ার্ড কি ও কিভাবে বন্টন হয়
১৬কিউরেশন রিওয়ার্ড বন্টনের নিয়ম ও আগে ভোট দেওয়ার সুবিধা
১৭একাধিক একাউন্টে একসাথে কিভাবে স্টিম ট্রান্সফার করবেন
১৮ফিশ স্কেল: Whale, Shark, Dolphin, Minnow, Plankton
১৯ডাস্ট(Dust): কি, কেন, কিভাবে কাজ করে, সমাধান কি (১ম পর্ব)
২০কিভাবে সয়ংক্রিয়ভাবে ডাস্ট(Dust) সেভ করবেন (২য় পর্ব)
২১স্টিম ব্লকচেইনের ডাটা দেখার ওয়েবসাইট steemnow রিভিও
২২স্টিমে আমার ১০০০তম দিনে নতুনদের জন্য ৫টি দিকনির্দেশনা
২৩স্টিম ব্লকচেইনের ডাটা দেখার ওয়েবসাইট steemworld রিভিও
২৪ব্লকচেইন আদ্যোপান্ত
২৫স্টিম ব্লকচেইন আদ্যোপান্ত
২৬কিভাবে অন্যের পোস্টের মার্কডাউন স্টাইল দেখবেন
২৭কিছু পোস্টে কিউরেশন ও অথর রিওয়ার্ড এর তারতম্য কেন হয়
২৮লাজুক শেয়াল (shy-fox) কে বেনিফিশিয়ারি দেয়ার গুরুত্ব ও তাৎপর্য
২৯উইটনেস (Witnesses) আদ্যোপান্ত
৩০গতানুগতিক সোশ্যাল মিডিয়া হতে steemit এর ১২টি পার্থক্য

Line Break Steem.png

আমি কে

আমি সাইফুল বাংলাদেশ থেকে। পেশায় শিক্ষক এবং সাবেক ব্যাংকার। পড়াশুনা করেছি প্রকৌশলবিদ্যায়। স্টিমিট-এ ২০১৯ সাল থেকে নিয়মিত লেখালেখি করে আসছি। আমি সর্বদা একজন শিক্ষানবিস এবং সবার থেকে শিখতে চাই।

Line Break Steem.png

Amar Bangla Blog Logo.png