শিক্ষামূলকঃ পর্ব ১২ || সেভিংস ওয়ালেট আদ্যোপান্ত || Savings Wallet in Steemit [10% beneficiary @shy-fox]

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

ভূমিকাঃ

শিক্ষার কোন বয়স নেই। আবার শিক্ষা গ্রহণের জন্য একেবারে নির্দিষ্ট কোন মাধ্যমও নেই। আমরা আমাদের চারপাশের প্রকৃতি, মানুষজন, পরিবেশ থেকে প্রতিনিয়ত শিখছি। বিশ্বজুড়া এই পাঠশালায় শিখার আছে অনেক কিছুই । কখন যে কার কাছ থেকে কত গুরুত্বপূর্ন বিষয় শিখে ফেলি সেটা বলা মুশকিল।

আমরা একেক জন একেক বিষয়ে পারদর্শী। তাই যদি আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে আমাদের জানা কোন বিষয় সবার মাঝে শেয়ার করি তাহলে অনেকেই এই জ্ঞান থেকে উপকৃত হতে পারি। এই লক্ষ্য নিয়ে আমার বাংলা ব্লগ কমিউনিটি-তে আমি শিক্ষামুলক নামে একটি সিরিজ লিখছি যেখানে আমার জানা কোন বিষয় শেয়ার করছি। যারা এই বিষয়গুলো আগে জানতেন না, আশা করি তারা উপকৃত হবেন।

Thumbnails.jpg
Line Break Steem.png

পর্ব ১২: সেভিংস একাউন্ট নিয়ে বিস্তারিত আলোচনা

Line Break Steem.png

শুরুতে কিছু কথাঃ

সেটিংস ওয়ালেট (Savings Wallet) স্টিম ব্লকচেইন এর একটি গুরুত্বপূর্ণ ফিচার। স্টিম ব্লকচেইনের সূচনালগ্নে এই ওয়ালেট ফিচারটি অন্তর্ভুক্ত ছিল না যা পরবর্তীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা যখন ওয়ালেট এর নিরাপত্তার বিষয় নিয়ে কথা বলি তখন স্টিম পাওয়ার এবং বিভিন্ন কী আর কথা বলে থাকি। পাশাপাশি পাসোয়ার্ড ব্যাকআপ ও লেয়ারিং এবং পাসোয়ার্ড প্রোটেকশন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বেশি কথা বলি কিন্তু খুব ছোট একটি বিষয় হিসেবে আমাদের শেভিংস ওয়ালেট সম্বন্ধে কিছুটা জ্ঞান থাকা জরুরি। আজকে আমি স্টিমিট এর সেভিংস ওয়ালেট সম্বন্ধে কিছু কথা বিস্তারিতভাবে শেয়ার করার চেষ্টা করবো।
Line Break Steem.png

সেভিংস ওয়ালেট কিঃ

সেভিংস ওয়ালেট হল স্টিমিট ওয়ালেট এর একটি অংশ। এই ওয়ালেট আমাদের নরমাল ব্যাংকের সেভিংস একাউন্ট এর মতো কাজ করে অনেকটা অর্থাৎ ছোট নোটিশে যেমন টাকা তোলা যায় সেভিংস একাউন্ট থেকে অনেকটা সেরকম। এটি স্টিম পাওয়ার (SP) এবং লিকুইড স্টিম (Steem) ও এসবিডি (SBD) এর মধ্যবর্তী একটি ফিচার হিসেবে গন্য করতে পারেন। যেমন স্টিম পাওয়ার লিকুইড হতে একটা সময় দিতে হয় অর্থাৎ প্রতি সপ্তাহে চার ভাগের এক অংশ করে এক মাস সময় লাগে। অন্যদিকে লিকুইড স্টিম ও এসবিডি আমরা সবসময় লিকুইড আকারে দেখে থাকি যা যে কোনো সময় ট্রান্সফার করা যায়। কিন্তু সেটিংস ওয়ালেটের স্টিম ও এসবিডি লিকুইড করতে তিন দিন সময় দিতে হয়। অর্থাৎ এটি তিনদিনের সময় নিয়ে লিকুইড করতে হবে।
Line Break Steem.png

সেভিংস ওয়ালেট কেনঃ

অনেকেই আছে যাদের একাউন্টে অনেক বেশি পরিমাণ স্টিম থাকে এবং সুবিধামতো দাম পেলে তারা এগুলো বিক্রি করতে চান। তাই স্টিম ও এসবিডি গুলোকে লিকুইড আকারে এ রেখে দেন ওয়ালেটে। এটি একটি ঝুঁকিপূর্ণ ব্যাপার কারন যদি কখনো ওয়ালেট হ্যাক হয় তাহলে সাথে সাথে ওই হ্যাকার স্টিম এবং এসবিডি এগুলোকে ট্রানস্ফার করে নিয়ে যেতে পারবে। এই লিকুইড টোকেনগুলোকে একটু বেশী নিরাপত্তা দেওয়ার জন্য সেভিংস ওয়ালেট চালু করা হয়েছে। সর্ট টার্ম ইনভেস্টর-রা এখানে থেকে সুবিধা নিতে পারেন পাশাপাশি ওয়ালেট এর টোকেন এর নিরাপত্তা নিশ্চিত করতে পারেন।

অর্থাৎ কোনো কারণে যদি অ্যাকাউন্ট হ্যাক হয় বা পাসওয়ার্ড চুরি হয় তাহলে যাতে ওই হ্যাকার ওয়ালেট থেকে স্টিম ও এসবিডি টোকেন সরাতে পারে সেজন্যই এই ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ যদি কখনো আপনার অ্যাকাউন্ট হ্যাক হয় বা পাসওয়ার্ড হারিয়ে যায় বা অন্য কারো কাছে চলে যায় তাহলে সে আপনার লিকুইড স্টিম ও এসবিডি গুলোকে সহজে নিয়ে নিতে পারবে কিন্তু সেটা যদি আপনি সেভিংস ওয়ালেট-এ রাখেন তাহলে সেটা তিন দিনের নোটিশে করতে হবে আর এই তিনদিন সময়ের মধ্যে আপনি খুব সহজেই আপনার একাউন্ট রিকভারি এবং পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলতে পারবেন। যাদের ওয়ালেটে অনেক বেশি স্টিম ও এসবিডি রয়েছে তারা চাইলে এই ফিচারটি গ্রহণ করতে পারেন যাতে করে তাদের লিকুইড টোকেনগুলোকে সুরক্ষিত রাখতে পারেন।

মূলতঃ একাউন্ট হ্যাকিং এর মাধ্যমে লিকুইড টোকেন চুরি যাওয়া থেকে রোধ করার জন্যই এই সেভিংস একাউন্টের এর অবির্ভাব।
Line Break Steem.png

কিভাবে সেভিংস ওয়ালেটে জমা এবং উইথড্র করবেনঃ

সেভিংস ওয়ালেটে জমা করার জন্য প্রথমে আপনি আপনার স্টিমিট ওয়ালেটে যাবেন ও এক্টিভ কী দিয়ে লগইন করবেন। আপনি আপনার সেভিংস ওয়ালেটে দুই ধরনের লিকুইড টোকেন (Steem and SBD) জমা রাখতে পারেন। আমি ০.২০ স্টিম আমার সেভিংস ওয়ালেটে ট্রান্সফার করে দেখাচ্ছি।

1.png

স্টিম টোকেনের ড্রপডাউন মেনুতে ক্লিক করলে দেখতে পারবেন ট্রান্সফার টু সেভিংস (Transfer to Savings) নামে একটি অপশন আছে, সেটিতে ক্লিক করুন।

2.png

3.png

এবার আপনি অ্যামাউন্ট দিবেন এবং অ্যাক্টিভ কি দিয়ে আপনার স্টিম-কে আপনি লিকুইড টোকেন হতে সেভিংস একাউন্টে ট্রান্সফার করতে পারবেন। পরবর্তীতে আপনাকে এগুলোকে আবার স্টিমে রূপান্তরিত করে নিয়ে আসতে তিন দিন সময় দিতে হবে।

4.png

ইউথড্র করার জন্য সেভিংস ওয়ালেটের ড্রপডাউন মেনুতে গিয়ে Withdraw steem অপশন নির্বাচন করে আপনার এক্টিভ কী বাকি কাজ শেষ করলেই আপনার স্টিম সেভিংস হতে তিনদিন পরে চলে আসবে আপনার মূল স্টিম ওয়ালেটে।

last.png

একইভাবে আপনি এসবিডি টোকেনের জন্যও এই কাজটি খুব সহজে করে ফেলতে পারবেন। খুব সহজ।
Line Break Steem.png

শেষকথাঃ

যারা অনেক বেশী স্টিম ও এসবিডি ওয়ালেটে লিকুইড হিসেবে রাখতে চান বিশেষ করে ট্রেডিং এর জন্য বা কম সময় বিনিয়োগ এর মাধ্যম হিসেবে তাদের উচিত হবে এই সেভিংস ওয়ালেট ব্যবহার করা কারণ অনেক বেশি স্টিম যদি আপনার একাউন্টে থাকে সেটিকে হ্যাকাররা যেকোনো সময় হ্যাক করে নিয়ে গেলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর যারা দীর্ঘমেয়াদে রাখতে চান তারা স্টিম-কে স্টিম পাওয়ার করে জমা রাখতে পারেন। এটি সবচেয়ে ভাল।

আমরা যারা আমার বাংলা ব্লগের সাধারণ ব্যবহারকারী আছি তাদের জন্য আসলে সেভিংস একাউন্ট খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় নয় কারণ আমরা লিকুইড টোকেন না রেখে পাওয়ার আপ করাতে বেশি বিশ্বাসী এবং আমরা চাই পাওয়ার আপ করে রাখতে যেটা আমরা পরে চাইলে প্রতি সপ্তাহে ১/৪ অংশ করে করে এক মাসে আবার লিকুইড করে ফেলতে পারব। আর যেহেতু আমাদের ওয়ালেটে খুব বেশি পরিমাণ লিকুইড টোকেন জমা থাকে না তাই আমাদের জন্য সেভিংস এর ব্যবহার করার খুব বেশি যৌক্তিকতা নেই। তবে যারা লিকুইড টোকেন-কে কিছুদিন জমিয়ে রেখে তারপর বিক্রি করতে চান তারা চাইলে এসবিডি গুলোকে সেভিংস-এ নিয়ে রাখতে পারেন এবং যখন বিক্রি করবেন তার তিনদিন আগে আপনি আবার ওয়ালেটে এনে তারপর বিক্রি করতে পারবেন এতে আপনি অনেকটা নিরাপদ থাকবেন।

আশা করি সেভিংস ওয়ালেট সংক্রান্ত বিষয়গুলো সম্বন্ধে আপনি একটা সম্যক ধারণা লাভ করতে পেরেছেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানেই শেষ করছি।

শিক্ষামূলক সিরিজে আমার লিখা পূর্বের লিখাগুলোর লিঙ্ক নিচে দিয়ে দিলাম। ভাল লাগলে সেগুলোও চোখ বুলিয়ে আসতে পারেন। আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ।**
Line Break Steem.png

শিক্ষামূলক সিরিজে আমার লিখা পূর্বের পোস্টের তালিকাঃ

পর্বশিক্ষামূলক বিষয়
০১মাতৃভাষা ও বেসিক
০২শিখতে শিখতে আয় করুন
০৩কম্পিউটারে কিভাবে ভয়েজ টাইপিং করা যায়
০৪স্টিমিট এর রেপুটেশন কি ও এর হিসাব নিকাশ
০৫কমেন্ট স্প্যামিং ও এর প্রতিকার
০৬কিউরেশন ট্রায়াল বিস্তারিত ও কিভাবে করবেন
০৭ফ্যানবেইস বিস্তারিত ও কিভাবে করবেন
০৮ভোটিং পাওয়ার এর আদ্যোপান্ত
০৯রিসোর্স ক্রিডিট এর আদ্যোপান্ত
১০ডেলিগেশন এর আদ্যোপান্ত
১১একাউন্টের নিরাপত্তা নিয়ে বিস্তারিত

Line Break Steem.png

এই পোস্টের লিখা কোথাও থেকে কপি করা হয়নি। কোন তথ্য বা ছবি অন্য কোন উৎস হতে নিয়ে থাকলে সোর্স দেয়া হয়েছে

Line Break Steem.png

আমি কেঃ

আমি সাইফুল বাংলাদেশ থেকে। পেশায় শিক্ষক এবং সাবেক ব্যাংকার। পড়াশুনা করেছি প্রকৌশলবিদ্যায়। আমি আমার চিন্তাভাবনা এবং ধারণাগুলি ব্লগে শেয়ার করতে ভালবাসি। স্টিম এ ২০১৯ সাল থেকে নিয়মিত লিখালিখি করে আসছি। আমি টেক্সটাইল, অনলাইন অর্থ উপার্জন, কৃষি, প্রযুক্তি, রান্না, ও জীবন্ঘটিত অন্যান্য আরো কিছু বিষয় নিয়ে লিখি। প্রকৃতির পাশাপাশি যাওয়ার জন্য ঘুরে বেড়ানো এবং ক্রিকেট খেলা আমার শখ। আমি সর্বদা একজন শিক্ষানবিস এবং সবার থেকে শিখতে চাই। আমি বিশ্বাস করি, আমার জ্ঞান ও লিখা থেকে একজনও যদি উপকৃত হল বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার ব্লগে লিখালিখি সার্থক

Line Break Steem.png

Intro Steem.gif

ভোট দিন, মতামত থাকতে মন্তব্য করুন, পোস্টটি ভাল লাগলে শেয়ার করুন এবং আমাকে ফলো করুন @engrsayful

Line Break Steem.png

অন্যান্য মিডিয়াতে আমার সাথে যুক্ত হতে পারেনঃ

FacebookTwitterInstagram
YoutubeThreeSpeakDTube


Amar Bangla Blog Logo.png


Sort:  
 3 years ago 

পোস্টটি খুব গুরুত্বপূর্ণ ও শিক্ষনীয়। সেভিংস ওয়ালেট সম্পর্কে বর্ণনাটা অনেক সুন্দর হয়েছে। এর সুবিধা বেশ ভালো করে তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ সময় নিয়ে পোস্ট পড়ার ও সুন্দর মন্তব্যের জন্য।

অনেক সুন্দর একটি পোস্ট করেছেন ভাই।বিষয়টা সম্পর্কে অনেকেই জানেনা।আপনার পোস্টের মাধ্যমে অনেকেই এই বিষয় সম্পর্কে জানতে পারবে।অনেক ধন্যবাদ ভাই মূল্যবান পোস্টটি শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য

We could make steem the Best

 3 years ago 

কমিউনিটিতে কাজ করতে গেলে প্রতিনিয়ত কত কিছু শেখার আছে। আপনার পোস্ট পড়ে সব সময় নতুন কিছু শিখি। খুব ভালো লাগে ।অনেক শিক্ষা অর্জন ও করি ।আপনার শিক্ষনীয় পোস্ট গুলি খুব সুন্দর হয়। শুভেচ্ছা নিবেন ভাইয়া।

 3 years ago 

আপনার মন্তব্যগুলোও অনেক সুন্দর হয়। ধন্যবাদ

 3 years ago 

ভাইয়া আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ কারণ আপনার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারি এবং শিখছিও। আপনার শিক্ষামূলক পোস্টগুলোর জন্য আমাদের অনেক বেশি সুবিধা হয় বিশেষ করে নতুনদের জন্য আপনার পোস্টগুলো একদম পারফেক্ট গাইডলাইন।

 3 years ago 

জি, চেষ্টা করছি নতুন দেরকে ভাল পথ দেখাতে

আপনার পোষ্টগুলো থেকে সব সময়ই নতুন কিছু সম্পর্কে জানা যায়। এই বিষয়গুলো সবারই জানা উচিৎ। খুব সুন্দর ভাবে বিষয়টা উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ

সেভিংস সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম ভাই। অসংখ্য তথ্যবহুল আলোচনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

 3 years ago 

আপনার শিক্ষনীয় পোস্ট গুলো আমার অনেক ভালো লাগে। আপনার এই পোস্টগুলো পড়ে অনেক অজানা বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনারা অনেকেই উপকৃত হচ্ছেন এবং এই শিক্ষাগুলো কাজে লাগাতে পারছেন তাই আপনাদের কমেন্ট পড়ে এই লেখাগুলোর অনুপ্রেরণা খুঁজে পাই। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

একদমই নিখুঁত বিশ্লেষণ।
চমৎকার লাগলো ভাই। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

চলবে

 3 years ago 

জি আগামী দুটি পর্বে অনেক গুরুত্বপূর্ণ আরো দুইটি খুটিনাটি বিষয় নিয়ে আসছি যা থেকে অনেকে উপকৃত হবে আশা করছি

 3 years ago 

আমি 2017 সাল থেকে এস্টিমেট এ কাজ করছি। তবে সেভিং একাউন্ট সম্পর্কে আমি মাত্র। আজকে জানতে পারলাম। এ বিষয়ে কেউ আমাকে কখনো বলেনি।

ধন্যবাদ আপনাকে ভাই নতুন কিছু শেয়ার করার জন্য এবং নতুন কিছু শেখানোর জন্য। আজকের ব্লগ টি আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে

 3 years ago 

শুরুর দিকে এই ওয়ালেট ছিল না পরবর্তীতে এটিকে সংযোজন করা হয়েছে এবং যখন সংশোধন করা হয়েছিল তখন এ সংক্রান্ত কিছু পোস্ট করা হয়েছিল যেগুলো আমি পরে বিষয়টি জানতে পেরেছিলাম আর তাছাড়াও ওয়ালেটের পাশে এটা সম্বন্ধে কিছুটা লেখা আছে। আপনি উপকৃত হয়েছেন জেনে অনেক ভালো লাগছে আর আপনার জন্য অনেক শুভকামনা রইল যাতে আপনার আগামীর পথ চলা আরো সুন্দর হয়।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65634.72
ETH 3493.40
USDT 1.00
SBD 2.51