শিক্ষামূলকঃ পর্ব ১৭ || স্টিমে একাধিক একাউন্টে একসাথে টান্সফার || Multiple Transfer || 10% to Shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

ভূমিকাঃ

অনেক সময় আমাদেরকে বিভিন্ন প্রয়োজনে একসাথে অনেক জনকে কোন লিকুইড টোকেন যেমন steem বা SBD ট্রানস্ফার করতে হয়। যেমন কোনো কনটেস্টের পুরস্কার দেওয়ার ক্ষেত্রে অথবা অনেককে একসাথে স্টীম ট্রানস্ফার করতে চাইলে বারবার কাজটি করতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয় তাই আজকে আমি এই বিষয়টা নিয়ে বিস্তারিত শেয়ার করার চেষ্টা করব যে কিভাবে করে আপনি এক ক্লিকেই অনেকজনকে স্ট্রিম ট্রান্সফার করে দিতে পারেন।

Thumbnails.jpg

Line Break Steem.png

পর্ব ১৭: কিভাবে অনেকের একাউন্টে এক ক্লিকে স্টিম টান্সফার করবেন

Line Break Steem.png

মাল্টিপল ট্রানস্ফার কেনঃ

যেমনটি ভূমিকাতে বললাম অনেক সময় আমাদেরকে কোন কনটেস্টের রিওয়ার্ড দেওয়ার সময় অনেককে একসাথে ট্রানস্ফার করতে হয় তখন আমরা বারবার ট্রানস্ফার করতে গেলে সময়ের অপচয় ঘটে। এটি রোধ করার জন্য আমরা একসাথে অনেক জনকে যদি ট্রানস্ফার করতে পারি তাহলে আমাদের সময় যেমন বেঁচে যায় তেমনি আমরা খুব সহজেই কাজটি করে ফেলতে পারি। তাছাড়া মাল্টিপল ট্রান্সফারের ক্ষেত্রে নামের কোন ধরনের ভুল থাকলে এটি এক্সিকিউট হবে না তাই অনেকটা নিরাপদ এই ব্যাপারটি।
Line Break Steem.png

মাল্টিপল ট্রান্সফারের গুরুত্বঃ

মূলত আমরা মাল্টিপল ট্রান্সফারের দুইটি গুরুত্বের কথা খুব সহজে এখানে বলতে পারি একটি হচ্ছে সময় বাঁচানো আর অপরটি হচ্ছে বড় কমিউনিটিকে ট্রান্সফারের ক্ষেত্রে সুবিধা পাওয়া।

যেহেতু আপনার কাছে যত তথ্য আছে সবগুলো তথ্য দিয়ে আপনি এক ক্লিকেই সবার একাউন্টে ট্রান্সফার করে দিতে পারছেন তাই মাল্টিপল ট্রান্সফারে আপনার অনেক সময় বেঁচে যাবে। আমরা যদি ইচ্ছা করি যে, বিভিন্ন জনকে বিভিন্ন অ্যামাউন্ট ট্রান্সফার করবো এবং প্রত্যেককে আলাদা আলাদা মেমো দিব তাহলেও সেটাও কিন্তু আমরা এখানে এক ক্লিকেই করতে পারব। আমরা যাদেরকে যে পরিমাণ ট্রানস্ফার করব এবং যে ভিন্ন ভিন্ন মেমো দিতে চাই সে জিনিসগুলোকে আমাকে আগে এক জায়গায় লিখতে হবে এবং সেখান থেকে আমি সহজেই এই তথ্যগুলোকে কপি করে মাল্টিপল ট্রান্সফারের কমান্ডটি এক্সিকিউট করে ফেলতে পারব।

দ্বিতীয়তঃ আমরা অনেক সময় অনেক বেশি মানুষকে কোন একটা রিওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অনিচ্ছা প্রকাশ করি কারণ বারবার করে কারো একাউন্টে ট্রান্সফার করতে গেলে অনেক কষ্টকর হবে ব্যাপারটা। এ জাতীয় ঝামেলা এড়ানোর জন্য অনেকে মাল্টিপল ট্রানস্ফার সংক্রান্ত কোন ইভেন্ট বা প্রতিযোগিতা দিতে চান না। তাই যারা এই ব্যাপারটাতে অনীহা প্রকাশ করছেন তারা চাইলে খুব কম পরিশ্রমে একসাথে অনেকের একাউন্টে ভিন্ন ভিন্ন মেমো এবং ভিন্ন ভিন্ন অ্যামাউন্ট স্টিম বা এসবিডি ট্রান্সফার করে দিতে পারবেন এবং এটা খুব সহজেই করতে পারবেন যেটা আমি আজকের পোস্টে বিস্তারিত ভাবে দেখাবো।
Line Break Steem.png

কিভাবে আপনি মাল্টিপল ট্রানস্ফার করবেনঃ

মাল্টিপল ট্রান্সফারের ক্ষেত্রে চার ধরনের ঘটনা এখানে ঘটতে পারে

  • ১/ নির্দিষ্ট এমাউন্ট এবং একই মেমো দিয়ে অনেকজনের অ্যাকাউন্টে ট্রান্সফার করা

  • ২/ ভিন্ন ভিন্ন অ্যামাউন্ট ভিন্ন ভিন্ন একাউন্টে একই মেমো রেখে ট্রান্সফার করা

  • ৩/ ভিন্ন ভিন্ন অ্যামাউন্ট ভিন্ন ভিন্ন একাউন্টে এবং ভিন্ন ভিন্ন মেমো দিয়ে ট্রান্সফার করা

  • ৪/ এক অর্ডারে বার বার নির্দিষ্ট সময় পর পর ট্রান্সফার করা

তৃতীয় ব্যাপারটি যদি কেউ বুঝে যান তাহলে প্রথম দুইটি ব্যাপার তার জন্য অনেক সহজ হবে তাই আমি আজকের পোষ্টে তৃতীয় ব্যাপারটি দেখাবো অর্থাৎ ভিন্ন ভিন্ন একাউন্টে আপনি ভিন্ন ভিন্ন পরিমাণ স্টিম কিভাবে ট্রান্সফার করবেন এবং সেটা প্রত্যেককে ভিন্ন ভিন্ন মেমো দিয়ে। আসুন বিষয়টি বিস্তারিত স্ক্রিনশটসহ দেখে নেয়া যাক।

ধাপ ১

https://steemyy.com/ ওয়েবসাইটে যান। সেখানে Tools অপশনে ক্লিক করুন।

1.png

Line Break Steem.png

ধাপ ২

এরপর যে লিস্ট আসবে সেখান থেকে steem wallet tool- send SBD or STEEM to multiple accounts অপশনে ক্লিক করুন।

2.png

Line Break Steem.png

ধাপ ৩

নিচের মত ইন্টারফেস আসবে। এখানে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন। এই সবগুলো ফিল্ড পূরন করুন।

3.png

Line Break Steem.png

  • প্রথম ঘরে আপনার ইউজারনেম দিন। (@ চিহ্ন ব্যবহারের দরকার নাই)
  • দ্বিতীয় ঘরে আপনার এক্টিভ কী দিন। (এখানে পাসোয়ার্ড জমা থাকেনা তাই একটিভ কী দিতে কোন সমস্যা নাই।)
  • যেহেতু মাল্টিপল এমাউন্ট ট্রান্সফার তাই এমাউন্ট (amount) ঘরে কোন পরিবর্তন করার দরকার নাই।
  • steem বা SBD অপশন নির্বাচন করুন।
    (send x times অপশনটি আপনি ব্যবহার করবেন যদি এক অর্ডারে বার বার ট্রান্সফার করতে চান। এটা উপরে বর্নিত চতুর্থ ক্ষেত্রে প্রযোজ্য। আপনি কতবার ট্রান্সফার করতে চান তা উল্লেখ করুন পরের ঘরে ও কত সময় পর পর করতে চান তা নির্বাচন করুন তার পরের ঘরে তাহলেই হবে। যেহেতু আমরা পুনঃ ট্রান্সফার করছি না তাই এই ঘরটি যেমন আছে তেমন রাখলাম)
  • মেমো ঘরটি যেমন আছে তেমন রাখুন যেহেতু আমারা ভিন্ন ভিন্ন মেমো দিচ্ছি সবাইকে।
  • যে খালি ঘর আছে সেখানে যাদের কে ট্রান্সফার করবেন তাদের বিস্তারিত নিচের ফরমেটে লিখতে হবে। তবে এক লাইনে এক জনের তথ্য দিতে হবে।
    ইউজারনেম এমাউন্ট কয়েনেরনাম মেমো

এই চার তথ্যের মাঝে স্পেস দিতে হবে। ইউজার নেম-এ @ দিতে হবে না। এখানে আমি আমাদের আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল এডমিনদের একাউন্টে ট্রান্সফার করে দেখছি।

winkles 0.02 steem trial-1
blacks 0.03 steem trail-2
hafizullah 0.01 steem trail-3
shuvo35 0.03 steem trail-4
moh.arif 0.02 steem trail-5
rex-sumon 0.04 steem trail-6
rme 0.02 steem trail-7


4.png


5.png

এই যে ট্রান্সফার সম্পন্ন হয়েছে।

Line Break Steem.png

শেষকথাঃ

আশা করি আজকের পোস্ট এর মাধ্যমে আপনি মাল্টিপল ট্রান্সফারের ব্যাপারটি খুব সহজেই রপ্ত করতে পেরেছেন। যদি বিষয়টি আপনি শিখে আপনার স্টিম জার্নিতে কোন একটা প্রয়োজনে কাজে লাগাতে পারেন তাহলেই হবে এই পোষ্টের সার্থকতা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।


Line Break Steem.png

শিক্ষামূলক সিরিজে আমার লিখা পূর্বের পোস্টের তালিকাঃ

পর্বশিক্ষামূলক বিষয়
০১মাতৃভাষা ও বেসিক
০২শিখতে শিখতে আয় করুন
০৩কম্পিউটারে কিভাবে ভয়েজ টাইপিং করা যায়
০৪স্টিমিট এর রেপুটেশন কি ও এর হিসাব নিকাশ
০৫কমেন্ট স্প্যামিং ও এর প্রতিকার
০৬কিউরেশন ট্রায়াল বিস্তারিত ও কিভাবে করবেন
০৭ফ্যানবেইস বিস্তারিত ও কিভাবে করবেন
০৮ভোটিং পাওয়ার এর আদ্যোপান্ত
০৯রিসোর্স ক্রিডিট এর আদ্যোপান্ত
১০ডেলিগেশন এর আদ্যোপান্ত
১১একাউন্টের নিরাপত্তা নিয়ে বিস্তারিত
১২সেভিংস ওয়ালেট নিয়ে বিস্তারিত
১৩সয়ংক্রিয় রিওয়ার্ড ক্লেইম কি, কেন ও কিভাবে
১৪অযাচিত ও অপ্রয়োজনীয় মেনশন কি এবং কেন বিরত থাকতে হবে
১৫কিউরেশন ও অথর রিওয়ার্ড কি ও কিভাবে বন্টন হয়
১৬কিউরেশন রিওয়ার্ড বন্টনের নিয়ম ও আগে ভোট দেওয়ার সুবিধা

https://steemit.com/hive-129948/@engrsayful/or-or-curation-reward-distribution-system-of-steemit
Line Break Steem.png

আমি কেঃ

**আমি সাইফুল বাংলাদেশ থেকে। পেশায় শিক্ষক এবং সাবেক ব্যাংকার। পড়াশুনা করেছি প্রকৌশলবিদ্যায়। স্টিমিট-এ ২০১৯ সাল থেকে নিয়মিত লিখালিখি করে আসছি। আমি সর্বদা একজন শিক্ষানবিস এবং সবার থেকে শিখতে চাই। **

Line Break Steem.png

Intro Steem.gif

অন্যান্য মিডিয়াতে আমার সাথে যুক্ত হতে পারেনঃ

FacebookTwitterInstagram
YoutubeThreeSpeakDTube


Amar Bangla Blog Logo.png


Sort:  
 3 years ago 

আরে দারুন তো চমৎকার জিনিস শিখলাম 🥀
এভাবে অনেক সময় বেঁচে যাবে বিশেষ করে যারা একসাথে অনেক একাউন্টে একসাথে স্টীম ট্রান্সফার করেন ।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আপনি প্রতি নিয়ত ই আমাদের কিছু না কিছু শিখিয়েই যাচ্ছেন। আপনি না থাকলে কিন্তু অনেক কিছু অজানাই থেকে যেতো আমাদের।

 3 years ago (edited)

ধন্যবাদ আপু। আপনারা নতুন কিছু শিখছেন এটাই আমার আনন্দ

 3 years ago 

এটি আমাকে প্রতিনিয়তই ব্যবহার করতে হয়। বিশেষ করে হেরোইজম এর ডেলিগেশন রেওয়ার্ড আমি এই টুল দিয়ে ট্রানস্ফার করি। আমাদের এখানে মোট 65 জন ডেলিগেটর আছেন। তাদেরকে যদি ম্যানুয়ালি ট্রানস্ফার করতে যাই তাহলে আমার মিনিমাম 40 মিনিট লাগবে। অথচ এই টুল দিয়ে আমি মাত্র 2 মিনিটে সব টান্সফার করতে পারি। খুব প্রয়োজনীয় একটি টুলস।

 3 years ago 

হ্যা ভাই। এটা অনেক কার্যকর এরকম খেত্রগুলোতে। ধন্যবাদ

 3 years ago 

মাল্টিপল ট্রানস্ফার এর বিষয়ে খুব সুন্দর ধারনা দিয়েছেন। সত্যি আপনি খুব জ্ঞান রাখেন ভাই। আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 3 years ago 

টুকটাক কিছু বিষয় শেয়ার করার চেষ্টা করছি। এই। ধন্যবাদ

খুব সুন্দর এবং শিক্ষামূলক পোস্ট করেছেন ভাই।খুব উপকৃত হলাম ভাই।অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65634.72
ETH 3493.40
USDT 1.00
SBD 2.51