শিক্ষামূলকঃ পর্ব ২৭ || কিছু পোস্টে অথর ও কিউরেশনের তারতম্যের কারন || Reason of variation in Author and Curation [10% for shy-fox]

in আমার বাংলা ব্লগ3 years ago

Thumbnails.jpg

Line Break Steem.png

পর্ব ২৭: কেন বিভিন্ন পোস্টে অথর ও কিউরেশন সমান হয় না

Line Break Steem.png

প্রাথমিক ধারনাঃ

স্টিমিট থেকে আমরা যা আয় করি তা দুই ভাগে বিভক্ত হয় এটা আমরা সবাই জানি। অর্ধেক পরিমাণ চলে যায় কিউরেটর দের দখলে আর বাকি অর্ধেক যায় হচ্ছে অথর এর দখলে। তবে অথর চাইলে তার অংশ থেকে যে কাউকে বেনিফিশিয়ারি দিতে পারে। অথর এবং কিউরেশন কিভাবে বন্টিত হয় সে বিষয়ে আমি পূর্বে বিস্তারিত পোস্ট করেছি যা আপনারা না বুঝে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখে আসতে পারেন।কিউরেশন ও অথর রিওয়ার্ড কি ও কিভাবে বন্টন হয়




আমি আজকের পোস্ট এর চারটি উদাহরণ এর সাহায্যে আপনাদেরকে দেখাবো কি ধরনের পার্থক্য হয় এবং কেন হয়। আশা করি আপনারা এ বিষয়ে আপনাদের কনফিউশন দূর করতে পারবেন।

  • ১। অথর রিওয়ার্ড, কিউরেশন রিওয়ার্ড হতে সামান্য বেশি
  • ২। অথর রিওয়ার্ড কিউরেশন রিওয়ার্ড হতে সামান্য কম
  • ৩। অথর রিওয়ার্ড কিউরেশন রিওয়ার্ড হতে অনেক কম
  • ৪। অথর রিওয়ার্ড ও কিউরেশন রিওয়ার্ড সমান



১। অথর রিওয়ার্ড, কিউরেশন রিওয়ার্ড হতে সামান্য বেশিঃ

প্রথম উদাহরণ-এ আমি @rme দাদার পেআউট হওয়া একটি পোস্ট শেয়ার করছি যা আপনারা নিচে দেখতে পারছেন।

Example Author is a bit high.png


কারণঃ

স্বাভাবিকভাবে অথর ও কিউরেশন সমান তবে আমরা জানি, ভোটিং এর ক্ষেত্রে একটি কার্ভ অনুসরন করা হয় অর্থাৎ পোস্ট করার ৫ মিনিটের মধ্যে এবং ৬ দিন ১২ ঘন্টা পর ভোট দেওয়া হলে সেখান থেকে কিছু অংশ আনুপাতিক হারে পে-আউট না হয়ে রিওয়ার্ড পুল-এ ফিরে যায়। কিভাবে কত ফিরে যাবে এ বিষয়ে বিস্তারিত ক্যালকুলেশন দেখতে চাইলে নিচের পোস্টটি ভিজিট করে আসতে পারেন। কিউরেশন রিওয়ার্ড বন্টনের নিয়ম ও আগে ভোট দেওয়ার সুবিধা

আমরা যদি দাদার পোষ্টের ব্রেকডাউন টা steemworld.org থেকে দেখি তাহলে ব্যাপারটা আমাদের কাছে সহজেই ক্লিয়ার হয়ে যাবে।

1 Payout Return RME account.png

উপরের স্ক্রিনশট এ দেখতে পারছেন, পে-আউট রিটার্ন নামে ১.৯৯% রিওয়ার্ড রিটার্ন হয়েছে যার পরিমাণ ৭ ডলারের মত। এর কারণ হলঃ কিছু কিছু ভোটার ৫ মিনিটের আগেই এবং ছয় দিন ১২ ঘন্টা পরে ভোট দিয়েছেন। তাই তারা পূর্ণ কিউরেশন রিওয়ার্ড পান-নি এবং যে যেমন আগে দিয়েছে সেই আনুপাতিক হারে তাদের রিওয়ার্ড কর্তন হয়েছে।

নিচের স্ক্রীনশট এ আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু ভোটারের তালিকা হতে আলাদা ভাবে তিনজন ভোটারকে দেখিয়ে দিয়েছি যারা ৫ মিনিটের পূর্বেই ভোট দিয়েছেন আর এসব কারণেই এখানে কিছুটা কিউরেশন রেওয়ার্ড কম এসেছে কারন রিওয়ার্ড রিটার্ন হয়েছে। তাই আমরা প্রথম ধরনের (অর্থাৎ অথর কিউরেশন হতে কম কেন হয় এই) কারনটা এবার বুঝতে পেরেছি।

1 Cause.png







২। অথর রিওয়ার্ড কিউরেশন রিওয়ার্ড হতে সামান্য কমঃ

এক্ষেত্রে আমি @rex-sumon ভাইয়ের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করছি যা আপনারা নিচে দেখতে পারছেন।
Example Author is a bit low.png


কারণঃ

এখানে দেখুন অথর ১৪.৮৮ আর কিউরেশন ১৬.৪৪ । আসুন এমন হওয়ার কারন আমরা স্টিমওয়ার্ল্ড ডাটা দেখে বুঝার চেষ্টা করি।
22.png


এখানে আমরা দেখতে পারছি অথর অংশ হতে ১০% বেনিফিশিয়ারি সেট করা আছে আর তাই কম দেখানো হয়েছে অথর রিওয়ার্ড। আর steemit.com সাইটে বেনিফিশিয়ারি অংশটি পে-আউট হওয়ার পর আর আলাদা করে দেখানো হয় না। তাই এরকম হয়। আর এখানে কিছু রিওয়ার্ড ফেরত গেছে যেমনটি আপনারা দেখতে পারছেন, তবে তা সামান্য আর তাই কিউরেশন বেশি রয়েছে অথর হতে।







৩। অথর রিওয়ার্ড কিউরেশন রিওয়ার্ড হতে অনেক কমঃ

এক্ষেত্রে আমি @abb-school এর একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করছি যা আপনারা নিচে দেখতে পারছেন।
Example Author is Very Low.png


কারণঃ

এখানে কারনটা একেবারে সহজ যা ২ নং অংশে বিস্তারিত আলোচনা করা হয়েছে অর্থাৎ এখানে বেনিফিশিয়ারি দেয়া আছে পোস্টে তবে তা অনেক বেশি। যেমন এই পোস্টে ৫৫% বেনিফিশিয়ারি দেয়া আছে তাই এমনটা হয়েছে যা নিচের স্টিমওয়ার্ল্ড থেকে নেয়া ডাটা দেখে বুঝাতে পারছেন।
lecture sheet.png







৪। অথর রিওয়ার্ড ও কিউরেশন রিওয়ার্ড সমানঃ

এক্ষেত্রে আমি @moh.arif ভাইয়ের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করছি যা আপনারা নিচে দেখতে পারছেন।
Example Author is equal.png


কারণঃ

এটা স্বাভাবিক ঘটনা তাই বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন নেই। তারপরও আমি স্টিমওয়ার্ল্ড থেকে নেয়া ডাটা থেকে দেখিয়ে দিচ্ছি। নিচের ছবিতে দেখুন এখানে কোন বেনিফিশিয়ারি নেই আর খুব সামান্য পরিমাণ রিওয়ার্ড ফেরত গিয়েছে তাই অথর ও কিউরেশন প্রায় সমান।
equal.png




শেষকথাঃ

ছোটখাট কনফিউশন থাকলে সেটাও অনেক সময় না বুঝতে পারলে অনেক অসুবিধা হয় বা বিধখুটে মনে হয়। তাই এই সাধারণ বিষয়টি সবার মাঝে বিস্তারিত শেয়ার করলাম। আশা করি, কারো কনফিউশন থেকে থাকলে তা দূর হয়ে গেছে।

শিক্ষামূলক সিরিজে আমার লিখা পূর্বের লিখাগুলোর লিঙ্ক নিচে দিয়ে দিলাম। ভাল লাগলে সেগুলোও চোখ বুলিয়ে আসতে পারেন। আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ।
Line Break Steem.png

শিক্ষামূলক সিরিজে আমার লিখা পূর্বের পোস্টের তালিকাঃ

পর্বশিক্ষামূলক বিষয়
০১-১০দশটি পোস্টের রিভিউ => ১.মাতৃভাষায় বেসিক => ২.শিক্ষায় আয় => ৩.পিসিতে ভয়েস টাইপিং => ৪.রেপুটেশন => ৫.কমেন্ট স্প্যামিং => ৬.কিউরেশন ট্রেইল => ৭.ফ্যানবেইস => ৮.ভোটিং পাওয়ার => ৯.রিসোর্স ক্রিডিট => ১০.ডেলিগেশন
১১একাউন্টের নিরাপত্তা নিয়ে বিস্তারিত
১২সেভিংস ওয়ালেট নিয়ে বিস্তারিত
১৩সয়ংক্রিয় রিওয়ার্ড ক্লেইম কি, কেন ও কিভাবে
১৪অযাচিত ও অপ্রয়োজনীয় মেনশন কি এবং কেন বিরত থাকতে হবে
১৫কিউরেশন ও অথর রিওয়ার্ড কি ও কিভাবে বন্টন হয়
১৬কিউরেশন রিওয়ার্ড বন্টনের নিয়ম ও আগে ভোট দেওয়ার সুবিধা
১৭একাধিক একাউন্টে একসাথে কিভাবে স্টিম ট্রান্সফার করবেন
১৮ফিশ স্কেল: Whale, Shark, Dolphin, Minnow, Plankton
১৯ডাস্ট(Dust): কি, কেন, কিভাবে কাজ করে, সমাধান কি (১ম পর্ব)
২০কিভাবে সয়ংক্রিয়ভাবে ডাস্ট(Dust) সেভ করবেন (২য় পর্ব)
২১স্টিম ব্লকচেইনের ডাটা দেখার ওয়েবসাইট steemnow রিভিও
২২স্টিমে আমার ১০০০তম দিনে নতুনদের জন্য ৫টি দিকনির্দেশনা
২৩স্টিম ব্লকচেইনের ডাটা দেখার ওয়েবসাইট steemworld রিভিও
২৪ব্লকচেইন আদ্যোপান্ত
২৫স্টিম ব্লকচেইন আদ্যোপান্ত

Line Break Steem.png

আমি কেঃ

**আমি সাইফুল বাংলাদেশ থেকে। পেশায় শিক্ষক এবং সাবেক ব্যাংকার। পড়াশুনা করেছি প্রকৌশলবিদ্যায়। স্টিমিট-এ ২০১৯ সাল থেকে নিয়মিত লিখালিখি করে আসছি। আমি সর্বদা একজন শিক্ষানবিস এবং সবার থেকে শিখতে চাই। **

Line Break Steem.png

Intro Steem.gif

অন্যান্য মিডিয়াতে আমার সাথে যুক্ত হতে পারেনঃ

FacebookTwitterInstagram
YoutubeThreeSpeakDTube


Amar Bangla Blog Logo.png


Sort:  
 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া।
যদি এই ব্যাপারে কারো কনফিউশন থেকে থাকে তাহলে আমি মনে করি আপনার পোস্ট পড়লে তার সে আব কনফিউশন বেশ ভালো ভাবেই দূর হয়ে যাবে একেবারের জন্য। বেশ সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছেন।

 3 years ago 

এই পোস্টটি পড়লে অনেক দ্বিধা দ্বন্দ্ব দূর হয়ে যাবে। আমাদের মধ্যে যারা নতুন তাদের অনেক সুবিধা হবে পোস্টটি পড়লে । খুব সহজ এবং সুন্দরভাবে বুঝিয়েছেন বিষয়টি। অনেক ধন্যবাদ ভাই চমৎকার বিষয়টি উপস্থাপন করার জন্য 🥀

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65858.36
ETH 3493.88
USDT 1.00
SBD 2.53