শিক্ষামূলক দশটি পোস্টের রিভিও (পর্ব ১-১০) || Review on 10 Steem Basic Topic (Part 1-10) [10% to @shy-fox]
ভূমিকাঃ
স্টিমিটের আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমি যেসব শিক্ষামূলক পোস্ট করছি সেসব পোস্টগুলোতে মূলত স্টিমিট এর বেসিক বিষয়গুলো বিস্তারিত উদাহরনসহ আলোচনা করার চেষ্টা করি যাতে যে কেউ পোস্টগুলো পড়ার মাধ্যমে কোন নির্দিষ্ট বিষয়ে পূর্নাঙ্গ ধারণা পেতে পারে এবং বিশেষকরে নতুনরা উপকৃত হতে পারে। আমি প্রত্যেক শিক্ষামূলক পোস্টের নিচে পূর্বের সবগুলো পোস্টের লিঙ্ক দিয়ে দেই এতে করে যে কেউ সহজেই সেই লিঙ্কগুলো হতে প্রয়োজনীয় পোস্ট পড়ে নিতে পারেন তবে পোস্টের সংখ্যা বেড়ে যাওয়াতে অনেক লিঙ্ক হয়ে যাই পোস্টের নিচে তাই আমি ১০ টি করে পোস্টের রিভিউ নিয়ে একটি করে পোস্ট করব এবং রিভিউ পোস্টের লিঙ্কগুলো শেয়ার করর যাতে আপনাদের অনেক শিক্ষনীয় পোস্ট হতে প্রয়োজনীয় পোস্ট খুজে পাওয়া সহজ হয়।
স্টিমিট বেসিক এর শিক্ষামূলক সিরিজের পর্ব ০১-১০ রিভিউ
১নং পোস্টের টাইটেল ছবি
পোস্টের টাইটেলঃ | মাতৃভাষা ও বেসিক |
---|---|
পোস্টের লিঙ্কঃ | https://steemit.com/hive-129948/@engrsayful/2f8mgb |
পোস্টের আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত বর্ননাঃ | স্টিমিটে কাজ করার ক্ষেত্রে বেসিক জানার গুরুত্ব ও তা মাতৃভাষায় শিখতে পারাটা কেন আরও বেশি জরুরী। |
২নং পোস্টের টাইটেল ছবি
পোস্টের টাইটেলঃ | শিখতে শিখতে আয় করুন |
---|---|
পোস্টের লিঙ্কঃ | https://steemit.com/hive-129948/@engrsayful/791lkw |
পোস্টের আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত বর্ননাঃ | কিভাবে স্টিমিটে ব্লকচেইন, বেসিক ও ট্রেডিং শিক্ষার পাশাপাশি হোমওয়ার্ক করে আয় করতে পারবেন ও সংক্ষিপ্ত কিছু নিয়মকানুন। |
৩নং পোস্টের টাইটেল ছবি
পোস্টের টাইটেলঃ | খুব সহজে কম্পিউটারে ভয়েস টাইপিং করতে পারেন যেভাবে |
---|---|
পোস্টের লিঙ্কঃ | https://steemit.com/hive-129948/@engrsayful/4z9raq |
পোস্টের আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত বর্ননাঃ | গুগল ডকস ব্যবহার করে কম্পিউটারে কিভাবে খুব সহজে টাইপিং করতে পারবেন তার বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং ধাপে ধাপে স্ক্রিনশট সহ দেখানো হয়েছে। |
৪নং পোস্টের টাইটেল ছবি
পোস্টের টাইটেলঃ | আমাদের ইউজার নেম এর পাশের সংখ্যা অর্থাৎ রেপুটেশন (Reputaion) এর বিস্তারিত খুটিনাটি |
---|---|
পোস্টের লিঙ্কঃ | https://steemit.com/hive-129948/@engrsayful/reputaion |
পোস্টের আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত বর্ননাঃ | স্টিমিটে রেপুটেশন কি, কিভাবে বৃদ্ধি পায়, কিভাবে কমে, কি কি বিষয়ের উপর রেপুটেশন নির্ভর করে, কিভাবে রেপুটেশন হিসাব করতে হয়, এক মানের রেপুটেশন হতে অন্যটি কতগুণ ভাল এবং আপনি কিভাবে আপনার রেপুটেশন বৃদ্ধি করতে পারবেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা। |
৫নং পোস্টের টাইটেল ছবি
পোস্টের টাইটেলঃ | কমেন্ট স্প্যামিং (Comment Spamming) : কি, কেন, প্রতিকার ও করনীয় |
---|---|
পোস্টের লিঙ্কঃ | https://steemit.com/hive-129948/@engrsayful/or-or-comment-spamming-or-or-10-beneficiary-shy-fox |
পোস্টের আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত বর্ননাঃ | স্প্যাম কি, স্প্যামিং কি, স্প্যামিং এর কিছু উদাহরন, কমেন্ট কেন জরুরী, কমেন্ট স্প্যামিং কি, কিছু কমেন্ট স্প্যামিং এর উদাহরণ, কেন কমেন্ট স্প্যামিং ক্ষতিকর, কিভাবে আপনি কমেন্ট স্প্যামিং হতে বেঁচে থাকবেন। |
৬নং পোস্টের টাইটেল ছবি
পোস্টের টাইটেলঃ | কিউরেশন ট্রেইল (Curation Trail): কি, কেন, সুবিধা, অসুবিধা, কিভাবে করা যায় |
---|---|
পোস্টের লিঙ্কঃ | https://steemit.com/hive-129948/@engrsayful/or-or-curation-trail-or-or-10-beneficiary-shy-fox |
পোস্টের আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত বর্ননাঃ | কিউরেশন ট্রেইল (Curation Trail) আসলে কি, এটি কেন করা হয়, এতে কি সুবিধা ও অসুবিধা এবং কিভাবে কিউরেশন ট্রেইল অনুসরণ করা যায় তার ধাপভিত্তিক বর্ননা। |
৭নং পোস্টের টাইটেল ছবি
পোস্টের টাইটেলঃ | ফ্যানবেইস কি, কেন, সুবিধা, অসুবিধা ও কিভাবে করবেন |
---|---|
পোস্টের লিঙ্কঃ | https://steemit.com/hive-129948/@engrsayful/or-or-fanbase-automation-in-steem-10-ben-shy-fox |
পোস্টের আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত বর্ননাঃ | স্টিমিটে সয়ংক্রিয় ভোটিং এর ফ্যানবেইস কি, এটা কেন, এর কি সুবিধা ও অসুবিধা, কিভাবে আপনার পছন্দের কাউকে ফ্যানবেইস করবেন তার ধাপভিত্তিক স্ক্রিনশটসহ বর্ননা এবং কিছু গুরুত্বপূর্ন সেটিংস। |
৮নং পোস্টের টাইটেল ছবি
পোস্টের টাইটেলঃ | ভোটিং পাওয়ারের আদ্যোপান্ত |
---|---|
পোস্টের লিঙ্কঃ | https://steemit.com/hive-129948/@engrsayful/or-or-all-about-voting-power-shy-fox |
পোস্টের আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত বর্ননাঃ | স্টিমিটে ভোটিং পাওয়ার কি, এটা কিভাবে হিসাব করা হয়, একদিনের জন্য ভোটিং পাওয়ার এর হিসাব, ভোটিং পাওয়ার এর যাবতীয় ক্যালকুলেশন, ভোটিং পাওয়ার কমে গেলে কিভাবে আপনি লস করবেন, ভোটিং পাওয়ার এর সর্বোচ্চ সুবিধা নিতে হলে আপনাকে কি করতে হবে, কোন কোন ওয়েবসাইটে আপনি ভোটিং পাওয়ার দেখতে পারবেন। |
৯নং পোস্টের টাইটেল ছবি
পোস্টের টাইটেলঃ | রিসোর্স ক্রেডিট (Resource Credit) আদ্যোপান্ত |
---|---|
পোস্টের লিঙ্কঃ | https://steemit.com/hive-129948/@engrsayful/or-or-resource-credit-10-beneficiary-to-shy-fox |
পোস্টের আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত বর্ননাঃ | স্টিমিটে রিসোর্স ক্রেডিট কি, এর কাজ কি, কি করলে আপনার রিসোর্স ক্রেডিট বৃদ্ধি পায় ও হ্রাস পায়, রিসোর্স ক্রেডিট ব্যাপারটা কেনই বা রাখা হল, রিসোর্স ক্রেডিটের যাবতীয় হিসাব নিকাশ এবং রিসোর্স ক্রেডিট নিয়ে কিছু পরামর্শ। |
১০নং পোস্টের টাইটেল ছবি
পোস্টের টাইটেলঃ | ডেলিগেশন (Delegation) আদ্যোপান্ত |
---|---|
পোস্টের লিঙ্কঃ | https://steemit.com/hive-129948/@engrsayful/or-or-delegation-10-beneficiary-to-shy-fox |
পোস্টের আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত বর্ননাঃ | স্টিমিটে ডেলিগেশন কি, ডেলিগেশন সিস্টেমের কারন, কাদেরকে ডেলিগেট করবেন, কি কি কারনে আপনি ডেলিগেট করবেন, কখন ডেলিগেট করা উচিত হবে না, ডেলিগেট করার পদ্ধতি ধাপসহ স্ক্রিনশট, কিভাবে ডেলিগেশন চেক করবেন এবং ডেলিগেশন নিয়ে কিছু পরামর্শ। |
শেষকথাঃ
স্টিমিটের বেসিক শিক্ষামূলক সিরিজ থেকে যদি পাঠকরা উপকৃত হতে পারেন ও নিজেদেরকে ব্লকচেইনে আরো প্রতিষ্ঠিত করতে পারেন তাহলেই এই লেখা সার্থক হবে। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। ধন্যবাদ।
আমি কেঃ
অন্যান্য মিডিয়াতে আমার সাথে যুক্ত হতে পারেনঃ
Youtube | DTube |
আপনার এই পোস্ট লিংক গুলো যদি কেও একটু সময় নিয়ে মনোযোগ সহকারে আস্তে ধীরে পড়তে শুরু করে দেয় তাহলে আমি বিশ্বাস করি তার অনেক গুলো সমস্যাই সমাধান হয়ে যাবো।
আপনার কাজ গুলো অনেক দারুণ, অনেক।
আপনার পোস্ট মানেই শিক্ষামূলক আর শিক্ষামূলক মানে বিভিন্ন কিছু শিখার। তাই আপনার পোষ্টের কোন তুলনা হয় না। অনেক ধন্যবাদ ভাই।
অনেক ধন্যবাদ আপনাকে
আপনার সব গুলো পোস্ট আমি পড়েছি ভাই। অসাধারণ লেখুনি শক্তি আপনার। যা সত্যিই প্রশংসা করার ভাষা আমার নাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
জি, ধন্যবাদ আপু
!invest_vote
@umuk denkt du hast ein Vote durch @investinthefutur verdient!
@umuk thinks you have earned a vote of @investinthefutur !