শিক্ষামূলক দশটি পোস্টের রিভিও (পর্ব ১-১০) || Review on 10 Steem Basic Topic (Part 1-10) [10% to @shy-fox]

in আমার বাংলা ব্লগ3 years ago

ভূমিকাঃ

স্টিমিটের আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমি যেসব শিক্ষামূলক পোস্ট করছি সেসব পোস্টগুলোতে মূলত স্টিমিট এর বেসিক বিষয়গুলো বিস্তারিত উদাহরনসহ আলোচনা করার চেষ্টা করি যাতে যে কেউ পোস্টগুলো পড়ার মাধ্যমে কোন নির্দিষ্ট বিষয়ে পূর্নাঙ্গ ধারণা পেতে পারে এবং বিশেষকরে নতুনরা উপকৃত হতে পারে। আমি প্রত্যেক শিক্ষামূলক পোস্টের নিচে পূর্বের সবগুলো পোস্টের লিঙ্ক দিয়ে দেই এতে করে যে কেউ সহজেই সেই লিঙ্কগুলো হতে প্রয়োজনীয় পোস্ট পড়ে নিতে পারেন তবে পোস্টের সংখ্যা বেড়ে যাওয়াতে অনেক লিঙ্ক হয়ে যাই পোস্টের নিচে তাই আমি ১০ টি করে পোস্টের রিভিউ নিয়ে একটি করে পোস্ট করব এবং রিভিউ পোস্টের লিঙ্কগুলো শেয়ার করর যাতে আপনাদের অনেক শিক্ষনীয় পোস্ট হতে প্রয়োজনীয় পোস্ট খুজে পাওয়া সহজ হয়।

স্টিমিট বেসিক এর শিক্ষামূলক সিরিজের পর্ব ০১-১০ রিভিউ



১নং পোস্টের টাইটেল ছবি

1.png

পোস্টের টাইটেলঃমাতৃভাষা ও বেসিক
পোস্টের লিঙ্কঃhttps://steemit.com/hive-129948/@engrsayful/2f8mgb
পোস্টের আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত বর্ননাঃস্টিমিটে কাজ করার ক্ষেত্রে বেসিক জানার গুরুত্ব ও তা মাতৃভাষায় শিখতে পারাটা কেন আরও বেশি জরুরী।

Line Break Steem.png
Line Break Steem.png








২নং পোস্টের টাইটেল ছবি

2.jpg

পোস্টের টাইটেলঃশিখতে শিখতে আয় করুন
পোস্টের লিঙ্কঃhttps://steemit.com/hive-129948/@engrsayful/791lkw
পোস্টের আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত বর্ননাঃকিভাবে স্টিমিটে ব্লকচেইন, বেসিক ও ট্রেডিং শিক্ষার পাশাপাশি হোমওয়ার্ক করে আয় করতে পারবেন ও সংক্ষিপ্ত কিছু নিয়মকানুন।

Line Break Steem.png
Line Break Steem.png








৩নং পোস্টের টাইটেল ছবি

3.jpg

পোস্টের টাইটেলঃখুব সহজে কম্পিউটারে ভয়েস টাইপিং করতে পারেন যেভাবে
পোস্টের লিঙ্কঃhttps://steemit.com/hive-129948/@engrsayful/4z9raq
পোস্টের আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত বর্ননাঃগুগল ডকস ব্যবহার করে কম্পিউটারে কিভাবে খুব সহজে টাইপিং করতে পারবেন তার বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং ধাপে ধাপে স্ক্রিনশট সহ দেখানো হয়েছে।

Line Break Steem.png
Line Break Steem.png








৪নং পোস্টের টাইটেল ছবি

4.jpg

পোস্টের টাইটেলঃআমাদের ইউজার নেম এর পাশের সংখ্যা অর্থাৎ রেপুটেশন (Reputaion) এর বিস্তারিত খুটিনাটি
পোস্টের লিঙ্কঃhttps://steemit.com/hive-129948/@engrsayful/reputaion
পোস্টের আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত বর্ননাঃস্টিমিটে রেপুটেশন কি, কিভাবে বৃদ্ধি পায়, কিভাবে কমে, কি কি বিষয়ের উপর রেপুটেশন নির্ভর করে, কিভাবে রেপুটেশন হিসাব করতে হয়, এক মানের রেপুটেশন হতে অন্যটি কতগুণ ভাল এবং আপনি কিভাবে আপনার রেপুটেশন বৃদ্ধি করতে পারবেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা।

Line Break Steem.png
Line Break Steem.png








৫নং পোস্টের টাইটেল ছবি

5.jpg

পোস্টের টাইটেলঃকমেন্ট স্প্যামিং (Comment Spamming) : কি, কেন, প্রতিকার ও করনীয়
পোস্টের লিঙ্কঃhttps://steemit.com/hive-129948/@engrsayful/or-or-comment-spamming-or-or-10-beneficiary-shy-fox
পোস্টের আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত বর্ননাঃস্প্যাম কি, স্প্যামিং কি, স্প্যামিং এর কিছু উদাহরন, কমেন্ট কেন জরুরী, কমেন্ট স্প্যামিং কি, কিছু কমেন্ট স্প্যামিং এর উদাহরণ, কেন কমেন্ট স্প্যামিং ক্ষতিকর, কিভাবে আপনি কমেন্ট স্প্যামিং হতে বেঁচে থাকবেন।

Line Break Steem.png
Line Break Steem.png








৬নং পোস্টের টাইটেল ছবি

6.jpg

পোস্টের টাইটেলঃকিউরেশন ট্রেইল (Curation Trail): কি, কেন, সুবিধা, অসুবিধা, কিভাবে করা যায়
পোস্টের লিঙ্কঃhttps://steemit.com/hive-129948/@engrsayful/or-or-curation-trail-or-or-10-beneficiary-shy-fox
পোস্টের আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত বর্ননাঃকিউরেশন ট্রেইল (Curation Trail) আসলে কি, এটি কেন করা হয়, এতে কি সুবিধা ও অসুবিধা এবং কিভাবে কিউরেশন ট্রেইল অনুসরণ করা যায় তার ধাপভিত্তিক বর্ননা।

Line Break Steem.png
Line Break Steem.png








৭নং পোস্টের টাইটেল ছবি

7.jpg

পোস্টের টাইটেলঃফ্যানবেইস কি, কেন, সুবিধা, অসুবিধা ও কিভাবে করবেন
পোস্টের লিঙ্কঃhttps://steemit.com/hive-129948/@engrsayful/or-or-fanbase-automation-in-steem-10-ben-shy-fox
পোস্টের আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত বর্ননাঃস্টিমিটে সয়ংক্রিয় ভোটিং এর ফ্যানবেইস কি, এটা কেন, এর কি সুবিধা ও অসুবিধা, কিভাবে আপনার পছন্দের কাউকে ফ্যানবেইস করবেন তার ধাপভিত্তিক স্ক্রিনশটসহ বর্ননা এবং কিছু গুরুত্বপূর্ন সেটিংস।

Line Break Steem.png
Line Break Steem.png








৮নং পোস্টের টাইটেল ছবি

8.jpg

পোস্টের টাইটেলঃভোটিং পাওয়ারের আদ্যোপান্ত
পোস্টের লিঙ্কঃhttps://steemit.com/hive-129948/@engrsayful/or-or-all-about-voting-power-shy-fox
পোস্টের আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত বর্ননাঃস্টিমিটে ভোটিং পাওয়ার কি, এটা কিভাবে হিসাব করা হয়, একদিনের জন্য ভোটিং পাওয়ার এর হিসাব, ভোটিং পাওয়ার এর যাবতীয় ক্যালকুলেশন, ভোটিং পাওয়ার কমে গেলে কিভাবে আপনি লস করবেন, ভোটিং পাওয়ার এর সর্বোচ্চ সুবিধা নিতে হলে আপনাকে কি করতে হবে, কোন কোন ওয়েবসাইটে আপনি ভোটিং পাওয়ার দেখতে পারবেন।

Line Break Steem.png
Line Break Steem.png








৯নং পোস্টের টাইটেল ছবি

9.jpg

পোস্টের টাইটেলঃরিসোর্স ক্রেডিট (Resource Credit) আদ্যোপান্ত
পোস্টের লিঙ্কঃhttps://steemit.com/hive-129948/@engrsayful/or-or-resource-credit-10-beneficiary-to-shy-fox
পোস্টের আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত বর্ননাঃস্টিমিটে রিসোর্স ক্রেডিট কি, এর কাজ কি, কি করলে আপনার রিসোর্স ক্রেডিট বৃদ্ধি পায় ও হ্রাস পায়, রিসোর্স ক্রেডিট ব্যাপারটা কেনই বা রাখা হল, রিসোর্স ক্রেডিটের যাবতীয় হিসাব নিকাশ এবং রিসোর্স ক্রেডিট নিয়ে কিছু পরামর্শ।

Line Break Steem.png
Line Break Steem.png








১০নং পোস্টের টাইটেল ছবি

10.jpg

পোস্টের টাইটেলঃডেলিগেশন (Delegation) আদ্যোপান্ত
পোস্টের লিঙ্কঃhttps://steemit.com/hive-129948/@engrsayful/or-or-delegation-10-beneficiary-to-shy-fox
পোস্টের আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত বর্ননাঃস্টিমিটে ডেলিগেশন কি, ডেলিগেশন সিস্টেমের কারন, কাদেরকে ডেলিগেট করবেন, কি কি কারনে আপনি ডেলিগেট করবেন, কখন ডেলিগেট করা উচিত হবে না, ডেলিগেট করার পদ্ধতি ধাপসহ স্ক্রিনশট, কিভাবে ডেলিগেশন চেক করবেন এবং ডেলিগেশন নিয়ে কিছু পরামর্শ।

Line Break Steem.png
Line Break Steem.png








শেষকথাঃ

স্টিমিটের বেসিক শিক্ষামূলক সিরিজ থেকে যদি পাঠকরা উপকৃত হতে পারেন ও নিজেদেরকে ব্লকচেইনে আরো প্রতিষ্ঠিত করতে পারেন তাহলেই এই লেখা সার্থক হবে। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। ধন্যবাদ।
Line Break Steem.png

আমি কেঃ

আমি সাইফুল বাংলাদেশ থেকে। পেশায় শিক্ষক ও সাবেক ব্যাংকার। মাঝে মাঝে শখের বশে ফটোগ্রাফি করি। স্টিম এ ২০১৯ সাল থেকে নিয়মিত কাজ করছি। প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে ও ক্রিকেট খেলতে ভালবাসি।

Intro Steem.gif

অন্যান্য মিডিয়াতে আমার সাথে যুক্ত হতে পারেনঃ

FacebookInstagram
YoutubeDTube

Amar Bangla Blog Logo.png

Sort:  
 3 years ago 

আপনার এই পোস্ট লিংক গুলো যদি কেও একটু সময় নিয়ে মনোযোগ সহকারে আস্তে ধীরে পড়তে শুরু করে দেয় তাহলে আমি বিশ্বাস করি তার অনেক গুলো সমস্যাই সমাধান হয়ে যাবো।
আপনার কাজ গুলো অনেক দারুণ, অনেক।

 3 years ago 

আপনার পোস্ট মানেই শিক্ষামূলক আর শিক্ষামূলক মানে বিভিন্ন কিছু শিখার। তাই আপনার পোষ্টের কোন তুলনা হয় না। অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনার সব গুলো পোস্ট আমি পড়েছি ভাই। অসাধারণ লেখুনি শক্তি আপনার। যা সত্যিই প্রশংসা করার ভাষা আমার নাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জি, ধন্যবাদ আপু

!invest_vote

@umuk denkt du hast ein Vote durch @investinthefutur verdient!
@umuk thinks you have earned a vote of @investinthefutur !

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 63191.06
ETH 2551.41
USDT 1.00
SBD 2.65