শিক্ষামূলকঃ পর্ব ১০ || ডেলিগেশন (Delegation) আদ্যোপান্ত [10% beneficiary to @shy-fox]

in আমার বাংলা ব্লগ3 years ago

ভূমিকাঃ

ডেলিগেশন (Delegation) steemit এ কাজ করা লোকজনের জন্য নতুন কোনো শব্দ নয়। বরং এটি একটি বেসিক আলোচ্য বিষয় যার সম্বন্ধে প্রায় সবারই কম বেশি ধারণা আছে। তারপরও অনেকেই হয়তোবা নতুন রয়েছেন যাদের এই বিষয় সম্বন্ধে কম ধারণা থাকতে পারে অথবা কিছু খুঁটিনাটি বিষয় জানা নাও থাকতে পারে। তাই আজকে ডেলিগেশন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো একটু বিস্তারিত আকারে শেয়ার করার প্রয়াস পাচ্ছি।

Thumbnails.jpg
Line Break Steem.png

পর্ব ১০ : ডেলিগেশন আদ্যোপান্ত

Line Break Steem.png

ডেলিগেশন কিঃ

স্টিম ব্লকচেইন আমরা কাজ করতে গেলে আমাদের জন্য সবচেয়ে প্রভাব বিস্তার করা (ইনফ্লুয়েনশিয়াল) বিষয় হচ্ছে স্টিম পাওয়ার (SP)। অর্থাৎ স্টিম পাওয়ার আমাদের যত বেশি থাকবে আমরা কাউকে ভোট দিলে ততো বেশি পরিমাণে রিওয়ার্ড জেনারেট হবে রিওয়ার্ড পুলে যেটা পরবর্তীতে ভাগ হয়ে অথর ও কিউরেটরগণ পাবেন। কিন্তু কারো কাছে যদি অনেক বেশি স্টিম পাওয়ার থাকে এবং হাতে সময় না থাকে তাহলে চাইলে সে তার পাওয়ার অন্য কাউকে ব্যবহার করার জন্য দিতে পারে। অন্য কাউকে নিজের পাওয়ার ব্যবহার করার জন্য অর্থাৎ ভোট দেওয়ার জন্য দেওয়াকে বলা হয় ডেলিগেশন । অর্থাৎ আপনার যে স্টিম পাওয়ার রয়েছে সেটি আপনি সাময়িক সময়ের জন্য কাউকে ধার দিলেন যাতে করে সে ব্যবহার করতে পারে এবং আপনি চাইলে এটাকে যেকোনো সময় আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবেন এটাই ডেলিগেশন।
Line Break Steem.png
Line Break Steem.png
Line Break Steem.png

ডেলিগেশন কেনঃ

ডেলিগেশন সার্ভিস যারা গ্রহণ করে বা যারা ডেলিগেট করে তাদের ডেলিগেশনের পিছনে অনেক কারন আছে। আমি ৪টি কারন এখানে বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করছি।

প্রথমতঃ

আমাদের যাদের ওয়ালেটে স্টিম পাওয়ার রয়েছে তারা ভোট দিবো এটাই স্বাভাবিক। কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে আমরা সব সময় ভালো ভালো পোস্ট খুঁজে ভোট দেয়ার চেষ্টা করব যাতে করে মানুষ ভাল কনটেন্ট তৈরি করার ক্ষেত্রে আগ্রহী হয়। আবার এই স্টিমিট প্ল্যাটফর্মের ভ্যালু দিন দিন বৃদ্ধি পাবে তখনই যখন ভাল ভাল কনটেন্ট প্লাটফর্মে যুক্ত হবে কারণ সার্চ ইঞ্জিনে স্টিমিটের কন্টেন্ট অনেক উপরে চলে আসবে যখন এর মধ্যে ভালো ভালো তথ্যবহুল কনটেন্ট থাকবে। তাই ব্লকচেইন এর উন্নতির জন্য ভ্যলু এড করা অর্থাৎ ভালো কনটেন্ট এর গুরুত্ব অপরিসীম। তাই যারা ভাল ভাল কনটেন্ট লিখছে তাদেরকে খুঁজে খুঁজে ভোট দেওয়াটা জরুরি বিষয়।

কিন্তু আপনি একজন ব্যক্তি হিসেবে আপনার পক্ষে অনেক দীর্ঘ সময় নিয়ে ভালো ভালো পোস্ট প্রতিদিন খুঁজে খুঁজে ভোট দেওয়াটা অনেক কষ্টকর একটি ব্যাপার হয়ে দাঁড়াবে। তাই আপনি আপনার পাওয়ারটি এমন কোন ডেলিগেশন সার্ভিসকে দিতে পারেন যারা সব সময় ভালো ভালো পোস্ট খুঁজে ভোট দিয়ে থাকে এবং সেখান থেকে যে পরিমাণ কিউরেশন রিওয়ার্ড আসবে সেটা (মেন্টেনেন্স সার্ভিস বাদ দিয়ে) আনুপাতিক হারে আপনাকে শেয়ার করে দিবে। এতে করে আপনার ভাল পোষ্ট খোঁজার সময় বেচে যাবে এবং আপনার পাওয়ার থেকে আপনি যে পরিমাণ রিওয়ার্ড পাওয়ার কথা ছিল সেটাও পেয়ে যাচ্ছেন। অন্যদিকে আপনার ভোট ভালো ভালো কনটেন্টকে প্রমোট করার ক্ষেত্রে কাজে লাগলো।

যদি আমরা ভালো কোয়ালিটির কনটেন্টে ভোট না দেই তাহলে যারা সময় দিয়ে ভালো কন্টেন্ট তৈরি করছেন তারা নিরুৎসাহিত হবেন ও আমরা স্টিমিট প্লাটফর্মকে ভ্যালু এডিশান এর মাধ্যামে জনপ্রিয় করতে পারব না যেটা ভবিষ্যতে আমাদের সবার জন্যই ক্ষতিকর। কারন স্টিমিট ভাল থাকলে স্টিম এর দাম ভাল থাকবে আর আমরা সবাই ভাল থাকব। তাই ভালো ভোট দেওয়াটা অনেক গুরত্বপূর্ণ যেটা কিনা ভাল ডেলিগেশন সার্ভিস নির্বাচন করে আমাদের পাওয়ার এর মাধ্যমে আমরা সহজেই করতে পারছি।

দ্বিতীয়তঃ

এরকম অনেকেই আছেন যাদের ওয়ালেটে খুব সামান্য পরিমাণ স্টিম পাওয়ার জমা আছে যেমন ২০০/৫০০/৭০০ এরকম। এই পাওয়ার দিয়ে যদি আপনি কোন পোস্টে ভোট দেন তাহলে হয়তোবা ১/২ সেন্ট রিওয়ার্ড আসবে। আর শুধু আপনার ভোট পড়লে আর তা দুই সেন্ট এর কম হলে ডাস্ট হয়ে যাবে যা রিওয়ার্ড পুল এ আসবে না। তাই অল্প অল্প স্টিম পাওয়ার যাদের ওয়ালেটে রয়েছে তাদের জন্য কোন কন্টেন্টে এ ভোট দিয়ে খুব বেশি ফায়দা আসেনা। তাই তাদের উচিত কিউরেটর বা ডেলিগেশন সার্ভিস কে অনুসরণ করা যারা কিনা তাদের হয়ে ভোট দিয়ে দিবে এবং লভ্যাংশটা তাদের মাঝে শেয়ার করে দেবে। এই রকম সার্ভিস থেকে যেমন ডেলিগেশন সরবরাহকারী সার্ভিসগুলো উপকৃত হচ্ছে পাশাপাশি যিনি অল্প পরিমাণ পাওয়ার ডেলিগেট করেছেন তিনিও উপকৃত হবেন কারণ তিনি এটা দিয়ে নিজে ভোট দিয়ে তেমন বেশি কিছু অর্জন করতে পারতেন না।

তৃতীয়তঃ

সংঘবদ্ধ হয়ে কাজ করার ক্ষেত্রে ডেলিগেশন আরেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। যেমন উপরের উদাহরণে দেখলাম কারো ওয়ালেটে সামান্য পাওয়ার আছে কিন্তু এরকম ১০০ জন যদি একত্রিত হন তাহলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। যেমন ধরুন ৫০০ স্টিম পাওয়ার সম্বলিত ১০০ জনকে এক জায়গায় জড়ো করলে ৫০,০০০ স্টিম পাওয়ার হবে যেটা দিয়ে খুব ভালো মানের ভোট দেওয়া যাবে এবং যাদের এখানে ভোট দেওয়া হবে তারা একটা ভালো পরিমাণ রিওয়ার্ড পেয়ে যাবেন। কিন্তু প্রত্যেকে ৫০০ স্টিম পাওয়ার দিয়ে ভোট দিয়ে তেমন কোনো ভূমিকা রাখতে পারবে না।

তাই বিভিন্ন কমিউনিটি গুলো তাদের ব্যবহারকারীদের কে সমর্থন দেয়ার জন্য এরকম ডেলিগেশন আহ্বান করে থাকেন যার সমন্বিত রূপ থেকে সবাই সুবিধা পায়। এক্ষেত্রে কিছু কিছু কমিউনিটিতে ডেলিগেশনের জন্য কোন আলাদা করে মুনাফার শেয়ার দেয়া হয় না। আবার কিছু কিছু কমিউনিটি এইসব ডেলিগেটরদেরকে আনুপাতিক হারে মুনাফা ডিস্ট্রিবিউট করে দেয়।

@amarbanglablog একাউন্ট আছে আমাদের কমিউনিটিতে যেখানে যে কেউ ডেলিগেট করতে পারে আর এতে একাউন্টের ভোটিং ইনফ্লুয়েন্স অনেক বৃদ্ধি পায়। এর জন্য মুনাফার অংশ থেকে আলাদা করে কোন লিকুইড স্টিম বা এসবিডি দেয়া হয় না কিন্তু যিনি টেলিভিশন করেন তার পোস্টে ভোট দেওয়ার সময় কিছুটা ভোটিং পার্সেন্টেজ বাড়িয়ে ভোট দেওয়া হয়। এরকম সার্ভিস অনেক কমিউনিটিতে আপনি খুঁজে পাবেন।

আবার দ্বিতীয় আরেক ধরনের আছে যেটা গত সপ্তাহে @rme দাদা প্রস্তাব করেছেন যেখানে ডেলিগেটর দেরকে তাদের কন্ট্রিবিউশন অনুসারে কিউরেশনের মুনাফা শেয়ার করে দেয়া হবে।

চতুর্থতঃ

আপনার কাছে যদি অনেক পরিমান ইনভেস্ট করার মত টাকা থাকে তাহলে আপনি সেটা দিয়ে স্টিম ক্রয় এরপর স্টিম পাওয়ার করতে পারেন এবং সেই পাওয়ারটা কে আপনি ডেলিগেশন সার্ভিসের মাধ্যমে ব্যবহার করে এখানে আয় করতে পারেন। অর্থাৎ আপনার হাতে যদি সময় কম থাকে এবং হাতে অর্থ থাকে তাহলে সেই অর্থকে আপনি এখানে বিনিয়োগ করতে পারেন সেই বিনিয়োগ থেকে আপনি একটা ভালো রিটার্ন (বাৎসরিক মুনাফা) পেতে পারবেন। কারণ স্টিম পাওয়ার যেসব ডেলিগেশন সার্ভিসে আপনি রাখবেন তারা আপনার ইনভেস্টমেন্ট এর উপর আপনাকে রিওয়ার্ড দিয়ে দিবে। তাই আপনি অন্যান্য প্লাটফর্মে বিনিয়োগের চেয়ে এখানে ব্লকচেইন এবং স্টিম-তে বিনিয়োগকে গুরুত্ব দিয়ে এখানে বিনিয়োগ করতে পারেন কারণ এখানকার বিনিয়োগ অনেকটাই বেশি লাভজনক অন্যান্য সাধারণ বিনিয়োগের চেয়ে।

এই সকল ডেলিগেশন সার্ভিস গুলো অনেক দক্ষ হয়ে থাকে কারণ তারা ভোটিং পাওয়ার এর হিসেবটি মাথায় রেখে প্রতি 2.4 ঘন্টা অর্থাৎ ২ ঘন্টা ২৪ মিনিটের মধ্যে ভোট দিয়ে থাকে যাতে করে তাদের ভোটিং পাওয়ারটা সব সময় ১০০% থাকে আর এতে করে সর্বোচ্চ পরিমাণ রিওয়ার্ড জেনারেট হয়। এরকম রেলিগেশন সার্ভিস অনেকেই প্রোভাইড করে থাকে তবে আমি কোন স্পেসিফিক সার্ভিসকে এখানে লিখে তার নাম প্রমোট করতে চাচ্ছি না। আপনারা একটু খোঁজাখুঁজি করলেই অনেক সার্ভিসের নাম পেয়ে যাবেন। তারপরও কেউ না পেলে কমেন্টে বা ডিসকর্ডে জানাতে পারেন। সবচেয়ে ভাল হল আপনি যেখানে কাজ করেন সেখানে ডেলিগেট করা যেমন আমাদের জন্য @amarbanglablog

অন্যদিকে আরো কিছু ডেলিগেশন সার্ভিস আছে যাদেরকে আপনি ডেলিগেট করলে তারা আপনার পোষ্টে তাদের নির্দিষ্ট কোয়ালিটি ক্রাইটেরিয়া মোতাবেক আপনার পোস্টে নিয়মিত ভোট দিয়ে যাবে। এটা হচ্ছে ডেলিগেশন থেকে অর্থ উপার্জন করার আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে এক্ষেত্রে এরকম না যে আপনি যে কোনো ছোটখাটো পোস্ট করলেই তারা ভোট দিয়ে দিবে। আপনার পোষ্টটি অবশ্যই কোয়ালিটি সম্পন্ন হতে হবে অন্যথায় ভালো ডেলিগেশন সার্ভিসগুলো আপনাকে ভোট দিবে না যদিও আপনি ভালো পাওয়ার ডেলিগেট করে থাকেন। কারন দিনশেষে কোয়ালিটি হচ্ছে সবকিছুর ভিত্তি।
Line Break Steem.png
Line Break Steem.png
Line Break Steem.png

কাদেরকে আপনি ডেলিগেট করবেনঃ

আপনি নিজে থেকে একটু খোঁজাখুঁজি করে নেবেন যে কোন কোন সার্ভিস গুলো ভালো ভালো ভোট দিয়ে থাকে এবং কাদের রিওয়ার্ড এর রিটার্ন ভাল। এটা আপনি বিভিন্ন ট্রায়াল' করে করে দেখতে পারেন। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ স্টিম পাওয়ার এক সপ্তাহের জন্য ডেলিগেট করে দেখতে পারেন তারা কি পরিমান দেয় আবার পরবর্তীতে অন্য সার্ভিস-কে ডেলিগেট করে দেখতে পারেন তারা কি পরিমান রেওয়ার্ড দেয় বা ভোট দেয়। এভাবে নিজে থেকেই সিদ্ধান্ত নিতে পারবেন কোনটি আপনার জন্য বেশি প্রফিট হবে। এছাড়াও বিভিন্ন ডেলিগেশন সার্ভিসের ওয়েবসাইটে আনুমানিক ও বর্তমান রিটার্ন বা মুনাফার পার্সেন্টেজ দেখায়।

যেহেতু ভোটিং এর ক্ষেত্রে আগে ভোট দিলে বেশি পরিমাণে রিওয়ার্ড পাওয়া যায় এবং পরে ভোট দিলে কম তাই ভোটিং একটি আর্ট ও ম্যাথমেটিক্স যার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায় হিসাব নিকাশ করে যেই কাজটি করে থাকে ডেলিগেশন সার্ভিস গুলো । তারা লোক নিয়োগ দিয়ে বা বট বানিয়ে এই কাজগুলো করে থাকে তাই অনেক ডেলিগেশন সার্ভিস এর ক্ষেত্রে অনেক বেশি রিটার্ন পাওয়া যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে কম হতে পারে তাই এই বিষয়গুলোকে আপনি নিজে যাচাই বাছাই করে যেটা আপনার জন্য সবচেয়ে বেশি প্রফিটেবল সেখানেই আপনি আপনার ইনভেস্টমেন্ট ডেলিগেট করবেন।
Line Break Steem.png
Line Break Steem.png
Line Break Steem.png

আপনি কখন ডেলিগেট করবেনঃ

  • আপনার হাতে যথেস্ট সময় না থাকলে
  • ওয়ালেটে খুব কম স্টিম পাওয়ার থাকলে
  • কোন ভোটিং সার্ভিস বা কিউরেটরের শক্তি বৃদ্ধি করতে চাইলে
  • আপনার স্টিম পাওয়ার এর সর্বোচ্চ পরিমাণ মুনাফা অর্জন করতে চাইলে
    Line Break Steem.png
    Line Break Steem.png
    Line Break Steem.png

আপনি কখন ডেলিগেট করবেন নাঃ

আপনার হাতে যদি সময় থাকে এবং আপনার মোটামুটি একটু ভালো পরিমাণ স্টিম পাওয়ার যেমন ধরুন ২০০০ এর উপরে আছে তাহলে আপনি ডেলিগেশন না করেও নিজে আপনার কাছের যারা মানুষ রয়েছে বন্ধু আত্মীয় কিংবা প্রতিবেশী বা আপনার পরিচিত স্টিমিট ব্যবহারকারীরা যারা খুব ভাল পোস্ট করে যাচ্ছেন তাদেরকে আপনি ভোট দিতে পারেন।

ডেলিগেশন অর্থ এক ধরনের পরের ধনে পোদ্দারি করার মত অর্থাৎ আপনি আপনার পাওয়ার আরেকজনকে দিয়ে দিবেন তিনি আপনার পাওয়ার নিয়ে খেলা করবে। তার এর চেয়ে বরং এটা ভালো যে, আপনি আপনার পাওয়ার নিজের কাছে রাখেন এবং সেটা দিয়ে আপনি আপনার কাছের মানুষ জন বা যাদেরকে চিনেন ভাল পোস্ট করছে তাদেরকে সাপোর্ট দিয়ে যান। এতে করে আপনার সম্পদ অন্যকে দিয়ে ব্যবহৃত হওয়ার অবস্থা থেকে আমি ফিরে আসতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে সময় দিয়ে পোস্ট পড়ে ভাল কন্টেন্ট খুঁজে প্লাগিয়ারিজম চেক করে ভোট দেওয়াটা আপনার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব।

আপনি যদি বড় ইনভেস্টমেন্ট না করে থাকেন তাহলে আপনার জন্য ডেলিগেশনটা খুব বেশী প্রফিটেবল বা সুইটেবল কোন মাধ্যম নয় তবে আপনি বড় ইনভেস্টর হলে আপনার জন্য ডেলিগেশন সার্ভিস ফলপ্রসূ হতে পারে কারণ আপনি এখান থেকে অনেক ভালো পরিমাণে একটা রিওয়ার্ড বাৎসরিক আয় করতে পারবেন।

সাধারণ ব্যবহারকারীরা যারা অথর রয়েছেন ও কেবল পোস্ট করেন তাদের জন্য কমিউনিটি ডেলিগেশন ছাড়া অন্য ডেলিগেশন ফলপ্রসূ নয় কারণ আপনি যেহেতু অথর তাই আপনার উচিত হবে অন্যদের সাথে খুব এঙ্গেজ থাকা এবং অন্যদের পোস্টে ভোট দেওয়া, কমেন্ট করা তাহলেই অন্যরা আপনার পোস্ট পড়বে ও ভোট দিবে।
Line Break Steem.png
Line Break Steem.pngLine Break Steem.png

কিভাবে আপনি ডেলিগেট করতে পারেনঃ

ডেলিগেশন আপনি অনেক সাইট থেকে অনেকভাবে করতে পারেন। আমি একটি পদ্ধতিতে দেখাচ্ছি।

ধাপ একঃ

প্রথমে https://steemyy.com/ ওয়েবসাইট এ গিয়ে ইউজারনেম দিন। Tools অপশন থেকে Steem SP Delegation Tool নির্বাচন করুন।

1.png
Line Break Steem.png

ধাপ দুইঃ

এখানে বেশ কিছু অপশন আছে। এগুলো পূরন করতে হবে। যেমন

  • ডেলিগেটর (যিনি ডেলিগেট করবেন তার ইউজারনেম)
  • ডেলিগেটি (যাকে ডেলিগেট করা হবে তার ইউজারনেম)
  • SP নাকি vest তা নির্বাচন করুন। Vest হিসেবে হয়ত আপনারা বুঝবেন না বা কনভার্ট করতে সমস্যা হতে পারে তাই SP নির্বাচন করুন।
    এবার সাবমিট করার জন্য অনেকগুলো অপশন আছে যেমন কীচেইন, স্টিম লগ-ইন, স্টিম কানেক্ট, এক্টিভ কী দিয়ে সরাসরি ইত্যাদি। আপনি আপনার সুবিধামত যে কোন একটি পদ্ধতি নির্বাচন করতে পারেন। আমি স্টিম লগইন নির্বাচন করছি।

2.png

Line Break Steem.png

ধাপ তিনঃ

পরের ধাপে স্টিম লগইন পেজ আসলে সেখান থেকে একবার চেক করে নেওয়া দরকার যে সত্যি steemlogin পেইজ এ আছি কিনা। থাকলে কন্টিনিউ করতে হবে।

3.png
Line Break Steem.png

ধাপ চারঃ

এবার আপনার ইউজারনেম ও কী দেয়ার পালা। এক্টিভ কী দিতে হবে যদিও পোস্টিং কী চাইবে।

4.png
Line Break Steem.png
Line Break Steem.png
Line Break Steem.png

কিভাবে আপনি ডেলিগেশন চেক করতে পারেনঃ

ডেলিগেশন চেক করার জন্য আপনি অনেক ওয়েবসাইটে যেতে পারেন। আমি স্টিমওয়ার্ড থেকে দেখাচ্ছি।
প্রথমে https://steemworld.org/ সাইটে গিয়ে আপানার উইজারনেম দিবেন। এরপর ডেলিগেশন বাটনে ক্লিক করবেন। এরপর Outgoing এ গেলে আপনি কাকে কাকে ডেলিগেশন করেছেন সেটা দেখতে পারবেন।
যা আপনি ভেস্টিং (VEST) বা MVest ও SP দুই ফরমেটেই দেখতে পারবেন।

last Delegation Check.png




Delegation 2.png

যেমন আমারটা দেখতে পাচ্ছেন

ডেলিগেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ঃ

  • আপনি যদি আপনার ডেলিগেশন বৃদ্ধি করতে চান তাহলে আগে যতটুকু ডেলিগেট করেছেন সেটির কোন গুরুত্ব নেই অর্থাৎ আপনি বৃদ্ধি করে যতটুকু করতে চান ততটুকু ডেলিগেট করবেন। যেমন উদাহরণস্বরূপঃ আপনি @amarbanglablog কে ২০০ স্টিম পাওয়ার ডেলিগেট করে রেখেছেন। এখন আপনি চাচ্ছেন আপনার ডেলিগেশনের পরিমাণটা কিছুটা বাড়াবেন এবং সেজন্য আপনি সর্বমোট ৫০০ স্টিম পাওয়ার ডেলিগেট করতে চাচ্ছেন। এখন আপনি যখন ডেলিগেশনের কমান্ড দিবেন তখন আপনাকে ৫০০ নির্বাচন করতে হবে। অনেকেই এটা ভুল করেন। যেহেতু ৩০০ বাড়িয়ে ৫০০ করা হচ্ছে সেহেতু অনেকে অতিরিক্তটা অর্থাৎ ৩০০ ডেলিগেট করে দেয়। এতে সর্বমোট ৩০০ ডেলিগেট হবে অর্থাৎ আগের দুইশত এর সাথে ১০০ যোগ হবে। আর যদি আপনি ৫০০ ডেলিগেশন কমান্ড দেন তাহলে ৫০০ ই ডেলিগেট হবে। আগের ২০০ তখন আর থাকেনা।

  • আনডেলিগেট করতে চাইলে ০ (শূন্য) ডেলিগেট করলেই আপনার ডেলেগেশন উইথড্র হয়ে যাবে।

  • ডেলিগেশন কার্যকর হতে ৪/৫ দিন সময় লাগে অর্থাৎ চার পাঁচ দিন পরে আপনার একাউন্টে চলে আসবে। অর্থাৎ ইফেক্টিভ হতে চার পাঁচ দিন সময় আপনাকে দিতে হয়।

  • আপনার যে পরিমাণ স্টিম পাওয়ার ডাউন রত অবস্থায় আছে সেগুলোকে আপনি ডেলিগেট করতে পারবেন না। আবার আপনার ডেলিগেট করা এসপিও আপনি পাওয়ার ডাইন দিতে পারবেন না।

  • আপনি যেসব স্টিম ডেলিগেশন হিসেবে পেয়েছেন সেগুলো আবার অন্যকে ডেডিকেট করতে পারবেন না।

  • আপনি চাইলে আপনার ডেলিগেশন যেকোনো সময় তুলে নিতে পারবেন।

  • যতক্ষণ ডেলিগেশন অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত ওই পাওয়ার গুলোর মালিক আসলে ওই ব্যক্তি এবং সে ভোটিং এর জন্য রিওয়ার্ড পাবে, আপনি পাবেন না।
    Line Break Steem.png
    Line Break Steem.png
    Line Break Steem.png

শেষকথাঃ

লিখাটি পড়ে যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। এই লিখা থেকে যদি একজনও উপকৃত হতে পারেন তাহলে এই লিখা ও লেখক সার্থক। শিক্ষামূলক সিরিজে আমার লিখা পূর্বের লিখাগুলোর লিঙ্ক নিচে দিয়ে দিলাম। ভাল লাগলে সেগুলোও চোখ বুলিয়ে আসতে পারেন। আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ।
Line Break Steem.png

শিক্ষামূলক সিরিজে আমার লিখা পূর্বের পোস্টের তালিকাঃ

পর্বশিক্ষামূলক বিষয়
০১মাতৃভাষা ও বেসিক
০২শিখতে শিখতে আয় করুন
০৩কম্পিউটারে কিভাবে ভয়েজ টাইপিং করা যায়
০৪স্টিমিট এর রেপুটেশন কি ও এর হিসাব নিকাশ
০৫কমেন্ট স্প্যামিং ও এর প্রতিকার
০৬কিউরেশন ট্রায়াল বিস্তারিত ও কিভাবে করবেন
০৭ফ্যানবেইস বিস্তারিত ও কিভাবে করবেন
০৮ভোটিং পাওয়ার এর আদ্যোপান্ত
০৯রিসোর্স ক্রিডিট এর আদ্যোপান্ত

Line Break Steem.png

এই পোস্টের লিখা কোথাও থেকে কপি করা হয়নি। কোন তথ্য বা ছবি অন্য কোন উৎস হতে নিয়ে থাকলে সোর্স দেয়া হয়েছে

Line Break Steem.png

আমি কেঃ

আমি সাইফুল বাংলাদেশ থেকে। পেশায় শিক্ষক এবং সাবেক ব্যাংকার। পড়াশুনা করেছি প্রকৌশলবিদ্যায়। আমি আমার চিন্তাভাবনা এবং ধারণাগুলি ব্লগে শেয়ার করতে ভালবাসি। স্টিম এ ২০১৯ সাল থেকে নিয়মিত লিখালিখি করে আসছি। আমি টেক্সটাইল, অনলাইন অর্থ উপার্জন, কৃষি, প্রযুক্তি, রান্না, ও জীবন্ঘটিত অন্যান্য আরো কিছু বিষয় নিয়ে লিখি। প্রকৃতির পাশাপাশি যাওয়ার জন্য ঘুরে বেড়ানো এবং ক্রিকেট খেলা আমার শখ। আমি সর্বদা একজন শিক্ষানবিস এবং সবার থেকে শিখতে চাই। আমি বিশ্বাস করি, আমার জ্ঞান ও লিখা থেকে একজনও যদি উপকৃত হল বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার ব্লগে লিখালিখি সার্থক

Line Break Steem.png

Intro Steem.gif

ভোট দিন, মতামত থাকতে মন্তব্য করুন, পোস্টটি ভাল লাগলে শেয়ার করুন এবং আমাকে ফলো করুন @engrsayful

Line Break Steem.png

অন্যান্য মিডিয়াতে আমার সাথে যুক্ত হতে পারেনঃ

FacebookTwitterInstagram
YoutubeThreeSpeakDTube


Amar Bangla Blog Logo.png


Sort:  
 3 years ago 

অনেক সুন্দর ও জ্ঞান মুলক তথ্য পেলাম।আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপনার জন্য শুভকামনা

 3 years ago 

ধন্যবাদ
@engrsayful



যদিও ডেলিগেশন সম্পর্কে কিছুটা জানতাম এবং ডেলিগেশন করেছি। তারপরও আজ মোটামুটি এর আদ্যোপান্ত জেনে নিলাম। আপনার এই পোস্টগুলো খুব ভালো লাগে এবং আমি অধীর আগ্রহে অপেক্ষা করি। ধন্যবাদ ভাইয়া ❣️


"শুভ কামনা অবিরাম 💚"


ধন্যবাদ ভাইয়া ডেলিগেশন এর সকল খুটিনাটি বিষয় আপনি অনেক সহজ ও সাবলীল ভাষায় বুঝিয়েছেন যা আমাদের মতো নতুনদের জন্য খুবই উপকারী।আমি আপনার সকল শিক্ষামূলক পোস্টগুলো পড়ি আর ভাবতে থাকি এগুলো মনে হয় আমাদের জন্যই।কারণ স্টীমিট এর যাবতীয় সকল বিষয় আপনি ধাপে ধাপে আপনার পোস্টে তুলে ধরছেন।কৃতজ্ঞ ভাই আপনার প্রতি।আশা করছি এভাবেই আরো অনেক গুরুত্বপূর্ণ পোস্ট আমাদের মাঝে শেয়ার করে যাবেন।

 3 years ago 

জি, আমার ইচ্ছা আছে আরো অনেক এরকম খুঁটিনাটি বিস্তারিত বিষয় তুলে নিয়ে আসা

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া। আমি ভেবেছিলাম আপনাকে কমেন্ট করে জানাব ডেলিগেশন নিয়ে একটি পোস্ট লিখতে। তবে এখন দেখি পেয়ে গেলাম। ডেলিগেশন সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারলাম। খুব শীঘ্রই আমি ডেলিগেশন করার চেষ্টা করব। আমার বাংলা ব্লগে যেমন সাপোর্ট পাচ্ছি তেমন কন্ট্রিবিউশন রাখা উচিত।

 3 years ago 

আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার এখান থেকে যত আর্নিং হয় তার অন্তত 50 শতাংশ পাওয়ার আপ করতে যাতে করে আপনি পরবর্তিতে বেশি পরিমাণে ডেলিগেশন করতে পারেন

 3 years ago (edited)

অনেক শিক্ষনীয় একটা পোস্ট । আপনার কাজকে আমি সেলুট করি ।তার কারণ সব সময় সহজ বোধ্য ভাবে শিক্ষনীয় পোস্ট করেন। অসংখ্য ধন্যবাদ দাদা।

 3 years ago 

আমি চেষ্টা করে থাকি সহজ ভাষায় বিস্তারিত বর্ণনা করতে যেতে পারে নতুনরা একবার পড়লেই বিষয়টা সম্বন্ধে ভালো ধারণা নিতে পারে।

 3 years ago 

আপনার শিক্ষামূলক প্রতিটি পোস্ট আমি পড়ার চেষ্টা করি। আপনার এই পোস্ট গুলোর মাধ্যমে অনেক বিষয়ে জ্ঞান অর্জন করতে পারি। আজ আমি ডেলিগেশনের বিষয়ে অনেক খুঁটিনাটি বিষয় জানতে পারলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি ডেলিগেশন সম্বন্ধে খুঁটিনাটি বিষয়গুলো ভালভাবে বুঝতে পেরেছেন এটা জেনে আমি আনন্দিত এবং আমার পরিশ্রম সার্থক

ডেলিগেশন এর ব্যাপারে আপনি খুব গুরুত্বপূর্ন পোস্ট করেছেন।ডেলিগেশন এর ব্যাপারে আমি আগে এতটা জানতাম না।আজকে নতুন করে ডেলিগেশন সম্পর্কে আরও কিছু জানতে পারলাম।এটা খুব গুরুত্বপূর্ণ একটি পোস্ট।

অনেক ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করতে পেরে নিজের কাছেও ভাল লাগছে এবং আপনাকেও ধন্যবাদ

 3 years ago 

আপনি চেষ্টা করুন এই তথ্য বহুল পোস্টের ধারাবাহিকতা বজায় রাখার জন্য। শুভেচ্ছা রইল ।

 3 years ago 

জি ভাই কষ্ট করে হলেও বিস্তারিত লিখার চেষ্টা করছি যাতে করে অন্তত নতুনরা শুরুর দিকে খুঁটিনাটি বিষয়গুলো সম্বন্ধে একটু বিস্তারিত ধারণা পায়। এই পোস্ট লিখতে গিয়ে অন্তত 2100 শব্দ লিখতে হয়েছে। তারপরও আমি খুশি যে সবাই উপকৃত হচ্ছেন

 3 years ago 

বাহ খুব ভালো একটি টিউটোরিয়াল। আপনার স্টিম বেস টিউটোরিয়াল গুলো থেকে আমি অনেক কিছু জানতে এবং শিখতে পেরেছি। ডেলিগেশন সম্পর্কে আমার কিছুটা ধারণা ছিল। আমি আমার কিছু এসপি ডেলিগেশন করব ভালো একজন কিউরেটর কে। কিন্তু কাকে করব বুঝতে পারছিলাম না। কিন্তু আপনার পোস্টে সেটাও সুন্দরভাবে বর্নণা করা আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি ডেলিগেশনের ক্ষেত্রে সব সময় চেষ্টা করবেন নিজের কমিউনিটিকে প্রায়োরিটি দিতে তাহলে আপনার পক্ষে কমিউনিটিতে ভালো অবস্থান তৈরী করা অনেক সহজ হবে।

 3 years ago 

ঠিক আছে ভাই। ধন্যবাদ আপনার মতামতের জন্য।।

 3 years ago 

আপনি আমার টিচারের মতো হয়ে যাচ্ছেন ভাইয়া।👌
প্রতিনিয়তই কিছুনা কিছু শিখছি।😍😍😍

 3 years ago 

ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। এখানেও মনে হচ্ছে মাস্টারি শুরু করে দিয়েছি। আপনারা নতুন নতুন কিছু জিনিস শিখতে পারছেন সেটাই হচ্ছে পোস্ট এর পেছনের পরিশ্রমের সার্থকতা।

 3 years ago 

😂😂হ্যা তার মানে জাত শিক্ষক😜।
তবে আশেপাশে শিক্ষক না থাকলে আমাদের আসলেই অনেক সমস্যা হয়ে যাবে।

 3 years ago 

সমাজে এখন মাস্টারদের কদর কমে গেছে। হা হা।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58167.06
ETH 2592.42
USDT 1.00
SBD 2.44