শিক্ষামূলকঃ পর্ব ১৮ || স্টিমিটে ফিশ স্কেল কি ও কারা কোন ক্যাটাগরিতে || Fish Scale in Steemit [10% @shy-fox]

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

ভূমিকাঃ

স্টিমিটে আমরা যারা কাজ করি তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়ে থাকে এবং যে যেই ক্যাটাগরির মধ্যে পড়ে তাকে সেই নামেই ডাকা হয়। আমরা অনেকেই বিভিন্ন সময়ে এই নামগুলো শুনেছি যেমন Whale, Shark, Dolphin, Minnow, Plankton ইত্যাদি কিন্তু বিস্তারিতভাবে হয়তো অনেকে নাও শুনতে পারে। তাই আজকের পোষ্টের মাধ্যমে আমি স্টিম এ যারা কাজ করে তাদের স্টিম পাওয়ার এর ভিত্তিতে যে ক্যাটাগরি করা হয়ে থাকে সেটাকে বিস্তারিতভাবে বর্ণনা করার চেষ্টা করব যাতে করে এই বিষয়টিতে একটা পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ ধারণা লাভ করতে পারেন। আজকের টপিকটি একেবারে বেসিক লেভেল এর টপিক এবং অনেকেই হয়ত জানেন তারপরও যারা জানেন না তাদের জন্য আমি এই পোস্টটিকে শেয়ার করছি।

Thumbnails.jpg

Line Break Steem.png

পর্ব ১৮|| স্টিমিটে ফিশ স্কেল কি ও কারা কোন ক্যাটাগরিতে

(Whale, Shark, Dolphin, Minnow, Plankton)

Line Break Steem.png

ফিশ স্কেল কিঃ

স্টিমিট প্ল্যাটফর্মকে আমরা যদি একটা সমুদ্রের সাথে তুলনা করি তাহলে আমরা দেখতে পারবো সেই সমুদ্রে অনেক ধরনের প্রাণী বা মাছ বসবাস করে। ঠিক একই রকমভাবে স্টিম ব্লকচেইনের এই বিশাল জগতে যারা কাজ করছে তাদের একাউন্টের ধরন অনুসারে তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করার যে পদ্ধতি সেটাই হচ্ছে ফিশ স্কেল। এখানে মূলত ক্যাটাগরিতে ভাগ করা হয়ে থাকে কার অ্যাকাউন্ট এ কত পরিমান স্টিম পাওয়ার রয়েছে তার ভিত্তিতে।

তবে একটা ব্যাপার বলে রাখা ভালো যে, এখানে স্টিম পাওয়ার কেবলমাত্র নিজের কতটুকু আছে সেটা হিসাব করে ক্যাটাগরি করা হয় না বরং ডেলিগেশন যোগ বিয়োগের পর কারো যত ইফেক্টিভ স্টিম পাওয়ার আছে তার ভিত্তিতে করা হয় অর্থাৎ কতটুকু ডেলিগেশন পেল এবং কতটুকু দিয়ে দিলো সেগুলো যোগ বিয়োগের পর তার অবশিষ্ট যে পাওয়ার রয়েছে সেই স্টিম পাওয়ার উপর ভিত্তি করে ক্যাটাগরি করা হয়ে থাকে। যেমন কারো যদি ১,০০,০০০ স্টিম পাওয়ার থাকে আর ৯৯৮০০ ডেলিগেট করে রাখেন তাহলে তিনি বা তার একাউন্ট বিবেচিত হবে ২০০ স্টিম পাওয়ার এর ভিত্তিতে অর্থাৎ প্লাঙ্কটন। ফিশ স্কেল এর এই নামগুলো অনেক জনপ্রিয় কারণ কারো সক্ষমতা বুঝাতে এই নামগুলো খুব সহজেই ব্যবহার করা হয় যেমন প্লাংটন, মিন্নু, ডলফিন, শার্ক ও হোয়েল।

ফিশ স্কেল এর ক্যাটাগরিঃ

ছোট থেকে শুরু করে একেবারে বড় একাউন্ট পর্যন্ত সবাইকে পাঁচটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। আজকে আমরা জানব যে, কতটুকু স্টিম পাওয়ার আপনার একাউন্টে থাকলে আপনি কোন ক্যাটাগরিতে পড়ছেন। বড় থেকে শুরু করা যাক।

হোয়েল (Whale)

যাদের একাউন্টে ৩ লক্ষ ৫০ হাজারেরও অধিক স্টিম পাওয়ার (ডেলিগেশন এর পরিমাণ গুলোকে কাটছাঁট করার পরে) রয়েছে তাদেরকেই হোয়েল বলা হয়। এই সমুদ্রে এরাই হচ্ছে সবচেয়ে বড় একাউন্ট হোল্ডার এবং বুঝতেই পারছেন হোয়েল এর পাওয়ার বেশি কিন্তু সংখ্যা অনেক কারণ ৩ লক্ষ ৫০ হাজার স্টিম পাওয়ার মানে হচ্ছে বর্তমান হিসেবে প্রায় পৌনে দুই কোটি বাংলাদেশি টাকার স্টিম পাওয়ার। এই হোয়েলের সংখ্যা কম হলেও এদের একেকটা ভোটে অনেক বেশি যা প্রায় শত ডলার এর কাছাকাছি।

Source of Image: Image by Clker-Free-Vector-Images from Pixabay


শার্ক (Shark)

সমুদ্রে যে রকম তিমির চেয়ে একটু ছোট মাছ থাকে শার্ক ঠিক এখানেও যাদের স্টিম পাওয়ার ১ লক্ষ থেকে ৩ লক্ষ ৪৯ হাজার ৯৯৯ পর্যন্ত তারা এই ক্যাটাগরিতে পড়েন। এদের যথেষ্ট স্টিম পাওয়ারও আসলে অনেক বেশি এবং যারা শার্ক রয়েছে তারা খুব দ্রুতই আস্তে আস্তে তাদের স্টিম পাওয়ার বৃদ্ধি করে নিজেদেরকে সমৃদ্ধ করে হোয়েলের দিকেই রূপান্তরিত হন। অর্থাৎ তারা এখানে কাজ করতে করতে স্টিম পাওয়ার বৃদ্ধি করে একসময় নিজেরা বড় হতে হতে হোয়েল হয়ে যান। যারা শার্ক রয়েছে তাদের ভোটিং ইনফ্লুয়েন্স কিন্তু মোটেও কম নয়। তাদের এক একটি ভোটে প্রায় ১৫/২০ ডলারের মতো চলে আসে।

Source of Image: Image by Christel SAGNIEZ from Pixabay


ডলফিন(Dolphin)

৫০০০ থেকে ৯৯,৯৯৯ পর্যন্ত যাদের স্টিম পাওয়ার রয়েছে তাদেরকে বলা হচ্ছে ডলফিন আর এই ডলফিন ক্যাটাগরিতে অনেক ব্যবহারকারী আছে বিশেষ করে যারা একটু বেশি সময় কাজ করছেন যেমন আমাদের হাফিজ ভাই (@hafizullah) ও সুমন ভাই (@rex-sumon) হচ্ছে ডলফিন ক্যাটাগরিতে। যারা ডলফিন ক্যাটাগরিতে থাকেন তারা যেমন পোস্ট করে থাকেন আবার তাদের একটা ভালো পরিমাণ স্টিম পাওয়ারও থাকে। এদের একেকটি ভোটে প্রায় এক ডলারের কাছাকাছি চলে আসতে পারে।

Source of Image: Image by Wolfgang Zimmel from Pixabay


মিন্নো (Minnow)

যাদের ৫০০ থেকে ৪৯৯৯ পর্যন্ত স্টিম পাওয়ার থাকে তাদেরকে এই ক্যাটাগরিতে ফেলা হয়। আপনারা সবাই জানেন যাদের একাউন্টে ৫০০ এর বেশি স্টিম পাওয়ার রয়েছে তারা স্টিমিট প্লাটফর্মে পার্সেন্টেজ করে ভোট দিতে পারেন সুতরাং পার্সেন্টেজ করে ভোট দেওয়ার অবস্থা এই ইউজারদের দিয়ে শুরু হয়। পাঁচশোর বেশি স্টিম পাওয়ার থাকার মানেই হচ্ছে আপনি এই ক্যাটাগরিতে পড়ে গেলেন এবং ভোট দিয়ে আপনি অন্তত ডাস্ট কে রোধ করতে পারবেন। ডাস্ট কি সে বিষয়টা যদি বুঝে থাকেন তাহলে চিন্তার কিছু নেই এটা নিয়ে আমি ভবিষ্যতে একটা পোস্ট দিব তখন ব্যাপারটা বুঝে যাবেন।

Source of Image: Image by Kevin McIver from Pixabay


প্লাঙ্কটন(Plankton)

আমরা জানি, পুকুরে অনেক ছোট কিছু পোকার মত থাকে যাদেরকে প্লাংটন বলা হয় এবং এটা অনেক ছোট একটা জলজ প্রাণী। পুকুরে অবশ্য প্লাংকটনদেরকে সব মাছেরা খাওয়ার চেষ্টা করে কিন্তু এখানে ব্যাপারটা এরকম নয়। কেবলমাত্র ক্যাটাগরি করার জন্য প্লাংকটন নাম দেওয়া হয়েছে। যার একেবারে নতুন ভাবে শুরু করেছেন এবং ওয়ালেটে খুব সামান্য পরিমাণ স্টিম পাওয়ার রয়েছে তারা এই ক্যাটাগরির মধ্যে পড়বেন অর্থাৎ যাদের স্টিম পাওয়ার শূন্য থেকে ৪৯৯ পর্যন্ত তারা রয়েছেন এই ক্যাটাগরিতে। যারা পাঙ্কটন রয়েছে তাদের সংখ্যা অনেক বেশি আর এদের ভোটিং এ সচরাচর ২ সেন্টও অতিক্রম করে না।

Source of Image: Image by Alvaro Bejarano from Pixabay


এক নজরে ফিশ স্কেলঃ

ধরণস্টিম পাওয়ার
হোয়েল৩,৫০,০০০+ স্টিম পাওয়ার
শার্ক১,০০,০০০-৩,৪৯,৯৯৯ স্টিম পাওয়ার
ডলফিন৫০০০-৯৯,৯৯৯ স্টিম পাওয়ার
মিন্নো৫০০-৪৯৯৯ স্টিম পাওয়ার
প্লাঙ্কটন০-৪৯৯

শেষকথাঃ

আজকের পোস্টের মাধ্যমে আমি বিস্তারিতভাবে এবং কিছুটা মজা সহকারে আপনাদেরকে এই পাঁচটি ক্যাটাগরি বর্ণনা করার চেষ্টা করেছি এবং আশা করছি আপনারা উপভোগ করেছেন। ভবিষ্যতে এরকম আরো বেসিক সংক্রান্ত বিষয়ে এবং খুঁটিনাটি পোস্ট নিয়ে হাজির হব তাই আজকের মত এখানেই বিদায় নিচ্ছি।

শিক্ষামূলক সিরিজে আমার লিখা পূর্বের লিখাগুলোর লিঙ্ক নিচে দিয়ে দিলাম। ভাল লাগলে সেগুলোও চোখ বুলিয়ে আসতে পারেন। আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ।**
Line Break Steem.png

শিক্ষামূলক সিরিজে আমার লিখা পূর্বের পোস্টের তালিকাঃ

পর্বশিক্ষামূলক বিষয়
০১মাতৃভাষা ও বেসিক
০২শিখতে শিখতে আয় করুন
০৩কম্পিউটারে কিভাবে ভয়েজ টাইপিং করা যায়
০৪স্টিমিট এর রেপুটেশন কি ও এর হিসাব নিকাশ
০৫কমেন্ট স্প্যামিং ও এর প্রতিকার
০৬কিউরেশন ট্রায়াল বিস্তারিত ও কিভাবে করবেন
০৭ফ্যানবেইস বিস্তারিত ও কিভাবে করবেন
০৮ভোটিং পাওয়ার এর আদ্যোপান্ত
০৯রিসোর্স ক্রিডিট এর আদ্যোপান্ত
১০ডেলিগেশন এর আদ্যোপান্ত
১১একাউন্টের নিরাপত্তা নিয়ে বিস্তারিত
১২সেভিংস ওয়ালেট নিয়ে বিস্তারিত
১৩সয়ংক্রিয় রিওয়ার্ড ক্লেইম কি, কেন ও কিভাবে
১৪অযাচিত ও অপ্রয়োজনীয় মেনশন কি এবং কেন বিরত থাকতে হবে
১৫কিউরেশন ও অথর রিওয়ার্ড কি ও কিভাবে বন্টন হয়
১৬কিউরেশন রিওয়ার্ড বন্টনের নিয়ম ও আগে ভোট দেওয়ার সুবিধা
১৭কিভাবে একাধিক একাউন্টে এক ক্লিকেই একসাথে স্টিম ট্রান্সফার করবেন

Line Break Steem.png

আমি কেঃ

**আমি সাইফুল বাংলাদেশ থেকে। পেশায় শিক্ষক এবং সাবেক ব্যাংকার। পড়াশুনা করেছি প্রকৌশলবিদ্যায়। স্টিমিট-এ ২০১৯ সাল থেকে নিয়মিত লিখালিখি করে আসছি। আমি সর্বদা একজন শিক্ষানবিস এবং সবার থেকে শিখতে চাই। **

Line Break Steem.png

Intro Steem.gif

অন্যান্য মিডিয়াতে আমার সাথে যুক্ত হতে পারেনঃ

FacebookTwitterInstagram
YoutubeThreeSpeakDTube


Amar Bangla Blog Logo.png


Sort:  
 3 years ago 

আপনার পোস্টগুলো বরাবরেই অনেক ভালো ও উপকারি পোস্ট। তবে এই পোস্টে একটা বিষয় একটু এডিট করে সংশোধন করলে আরো বেশি ভালো হতো।

কারো যদি ১,০০,০০০ স্টিম পাওয়ার থাকে আর ১৯৯৮০০ ডেলিগেট করে রাখেন তাহলে তিনি বা তার একাউন্ট বিবেচিত হবে ২০০ স্টিম পাওয়ার এর ভিত্তিতে অর্থাৎ প্লাঙ্কটন।

সুন্দর একটি পোস্ট লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামণা রইল।

 3 years ago 

ধন্যবাদ।।এডিট করে দিয়েছি

 3 years ago 

আমি তাহলে ভাই প্লাঙ্কটন এর অন্তর ভুক্ত। অনেক গুরুত্বপূন্য আলোচনা করেছে। সত্যি এটা আপনার অনেক বড় পাওয়া আপনার পোস্ট পিন করা থাকে।

 3 years ago 

ভাইয়া কি বলব আজ পাওয়ার নিয়ে আমার সব সমস্যা সমাধান হয়ে গেল। অনেক কিছু জানতে পারলাম। আমি কোন ক্যাটাগরিতে আছি। আমাকে কোন ক্যাটাগরিতে যেতে হবে সব বুঝে ফেলেছি। ধন্যবাদ আমাদের জন্য প্রতিনিয়ত শিক্ষামূলক পোস্ট করার জন্য।

 3 years ago 

আপনি উপকৃত হয়েছেন জেনে ভাল লাগল।

 3 years ago (edited)

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। আপনার এই শিক্ষামূলক পোস্ট টি পড়ে অনেক কিছু বিষয় সম্পর্কে জানতে পেরেছি। যা আমার পরবর্তীতে অনেক উপকারে আসবে। এছাড়াও আপনার এ পোস্টটি পড়ে আমি অনেক মজা পেয়েছি। ফিশ স্কেল দিয়ে আপনি বিষয়টি খুব সুন্দর ভাবে আমাদের বুঝাতে সক্ষম হয়েছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

দারুন ভাই আপনার পোস্ট মানে নতুন কিছু শেখা নতুন কিছু জানা। আজকে আবার নতুন কিছু জানলাম যদি অনেক কিছু আগে থেকে জানতাম তারপরও নতুন অনেক কিছু শিখেছি তার জন্য আপনাকে অনেক বেশি শুভেচ্ছা জানাই।

 3 years ago 

জি। ধন্যবাদ

 3 years ago 

ভাইয়া আপনার পোস্ট মানেই হলো শিক্ষামূলক কোনো কিছু। তাই জন্য আপনার পোস্ট দেখলেই সব কাজ ছেড়ে আজে আপনার পোস্টটি পড়ার চেষ্টা করি।অনেক কিছু জানলাম।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ। আরো আসছে....

স্টিমিট সম্পর্কে আপনার জ্ঞান খুবই বেশি। যে অধ্যায়গুলো আপনি আমাদের মাঝে শেয়ার করছেন তার জন্য সত্যিই আমরা সকলেই চির কৃতজ্ঞ আপনার কাছে বিশেষ করে নতুনরা। সত্যিই মোট 17 টি সিরিজ আমাদের মাঝে শেয়ার করেছেন। এমন শিক্ষামূলক সিরিজ আরো শেয়ার করবেন এবং স্টিমিট সম্পর্কে আমাদের জ্ঞান আরো বাড়িয়ে তুলবেন সেই প্রত্যাশা রইল

 3 years ago 

জি, অবশ্যই

 3 years ago 

এক কথায় অনবদ্য 💜
এই পোস্টটি অনেক গুরুত্বপূর্ণ যারা নতুন তাদের জন্য তাছাড়া এখান থেকে যে যার অবস্থান সম্পর্কে ধারণা পাবেন। আসলেই স্টীমিট একটি বিশাল সমুদ্র আর আমরা
ছোট একটি প্রানী মাত্র। তবে ইনশাআল্লাহ একদিন আমরা সবাই বড় হবো।

 3 years ago 

জি অবশ্যই ইনশাআল্লাহ

শিক্ষার কোন শেষ নাই।

 3 years ago 

স্টিমিটের ফিশ স্কেল নিয়ে অনেক অজানা বিষয় জানতে পারলাম। সেই সাথে নিজের স্কিল টাও জানতে পারলাম যে আমি এখন (প্লাঙ্কটন)স্তরে আছি।খুব দারুন ভাবে মজার সাথে তথ্যগুলা উপস্থাপন করেছেন।আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ বিষয়টি বুঝতে পারা ও মন্তব্যের জন্য

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.11
JST 0.033
BTC 64550.89
ETH 3156.32
USDT 1.00
SBD 4.30