শিখতে শিখতে আয় করুন
পড়াশোনা করার সাথে সাথে যদি আমরা কোন পুরস্কার পেয়ে থাকি তাহলে সে পড়াশোনায় অনেকেরই আগ্রহ অনেক বেশি থাকে। ধরুন যদি এমন একটা স্কুল হয় যেখানে পাঠদান করা হবে এবং আপনাকে কিছু হোমওয়ার্ক দেয়া হবে আর আপনি যদি সেই হোমওয়ার্ক যথাযথভাবে সম্পন্ন করে দেন তাহলে সেই হোমওয়ার্কের উপর আপনাকে পুরস্কৃত করা হবে অথবা আর্থিক মূল্যে আপনাকে পুরস্কৃত করা হবে, তবে কেমন হবে। নিশ্চই খুব ভাল হবে।
Source of image background : Image by janjf93 from Pixabay
এই ধরনের হোমওয়ার্ক এবং পড়াশোনাতে অনেকেরই আগ্রহ অনেক বেড়ে যাবে। কথায় আছে, বাল্যকাল থেকেই আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই। এতে অন্তত শিক্ষার সহিত আনন্দ পাওয়া যাবে আর্থিকভাবে হলেও। এই থিমকে কাজে লাগিয়ে @steemitblog এর সহযোগিতায় steemitcryptoacademy কমিউনিটিতে কোর্স চালু করা হয়েছে যেখানে ঠিক একই পদ্ধতিতে ক্রিপ্টোকারেন্সি এবং ট্রেডিং সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ বিষয়বস্তু শেখানো হয়।
steemitcryptoacademy একটি কমিউনিটি যেখানে একেকটি সিজন(season) ধরে ধরে এরকম কোর্সের আয়োজন করা হয়। বর্তমানে তৃতীয় সিজন চলছে এবং প্রত্যেক সিজনে মোট পাঁচ সপ্তাহব্যাপী কোর্স চালু থাকে এবং এর জন্য কিছু প্রফেসরকে তারা নিয়োগ দেন যে প্রফেসররা তাদের লেকচার পোষ্টের মাধ্যমে শেয়ার করেন। সেখান থেকে পোস্ট পড়ে বুঝে হোমওয়ার্ক করার জন্য বলা হয়। যারা হোমওয়ার্ক সাবমিট করে তাদের হোমওয়ার্ক ক্রিপ্টোপ্রফেসর মূল্যায়ন করেন এবং একটা রেটিং দেন আর সেই মোতাবেক হোমওয়ার্ক পোস্টের উপর @steemcurator02 (চল্লিশ লক্ষ SP) ভোট দিয়ে থাকে।
Source: Image by Gerd Altmann from Pixabay
এটি একটি চমৎকার উদ্যোগ কারণ এখানে আমাদের যারা নতুন রয়েছে তাদের অনেকের হয়ত ট্রেডিং, ক্রিপ্টোকারেন্সি এবং ব্লকচেইন টেকনোলজি সম্বন্ধে খুব বেশি ধারণা নেই বা এক্সপার্ট নন তারা এই কোর্সে অংশগ্রহণ করার মাধ্যমে অনেক নতুন নতুন জিনিস এবং খুটিনাটি বিষয় সহজভাবে ও হোমওয়ার্ক করার মাধ্যমে শিখতে পারবেন। হোমওয়ার্ক করতে গিয়ে আপনি এমনভাবে শিখবেন যেটা পরে আর ভুলবেন না। আর যখন আপনার হোমওয়ার্ক ১০ এর মধ্যে ৫ নম্বর পাবে তখন আপনি পেয়ে যাবেন ভোট @steemcurator02 হতে যা আপনাকে স্টিম- এ গ্রো করতে ও আর্থিকভাবে লাভবান হতে অনেক সাহায্য করবে। আমাদের কমিউনিটি থেকে তেমন অংশগ্রহণ দেখা যাচ্ছেনা। তাই এখানে সংখিপ্ত নিয়ম দিলাম, অংশগ্রহণ করুন ও নিশ্চিত ভোট পান। যে ভোট আপনি পাবেন তা অন্য কোথাও ৭ দিন পোস্ট করেও হয়ত পাবেন না।
সংক্ষিপ্ত নিয়মাবলীঃ
কোর্সের কন্টেন্টের গভীরতার উপর ভিত্তি করে তিন ধরনের লেভেলে কোর্স পরিচালনা করা হয়। তাই তিন ধরনের কোর্সের সংক্ষিপ্ত নিয়মাবলী নিচে উল্লেখ করলাম। বিস্তারিত @steemitcryptoacademy কমিউনিটিতে এবং @steemitblog এর পোস্ট নিয়মিত দেখলেই খুজে পাবেন।
লেভেল | অংশগ্রহনের যোগ্যতা | @steemcurator02 এর কত % ভোট পাবেন |
---|---|---|
Beginners | সর্বনিম্ন রেপুটেশন ৫০ এবং ১২৫ SP তবে এই SP ডেলিগেশন পাওয়া SP হতে পারবেনা। | হোমওয়ার্কে ১০ এর মধ্যে যত পাবেন তত % ভোট, যেমন যদি ৮ পান তাহলে ৮% |
Intermediate | সর্বনিম্ন রেপুটেশন ৫৫ এবং ২৫০ SP তবে এই SP ডেলিগেশন পাওয়া SP হতে পারবেনা। | হোমওয়ার্কে ১০ এর মধ্যে যত পাবেন তার দ্বিগুণ % ভোট, যেমন যদি ৮ পান তাহলে ১৬% |
Advanced | সর্বনিম্ন রেপুটেশন ৬০ এবং ৫০০ SP তবে এই SP ডেলিগেশন পাওয়া SP হতে পারবেনা। | হোমওয়ার্কে ১০ এর মধ্যে যত পাবেন তার তিনগুণ % ভোট, যেমন যদি ৮ পান তাহলে ২৪% |
তাই আর দেরী না করে সময় দিয়ে কোর্সগুলো পড়ুন, বুঝুন, হোমওয়ার্ক করুন। এতে স্কিল ডেভেলপ হবে ও আপনি আর্থিকভাবে লাভবান হবেন।
এই পোস্টের সম্পুর্ন লিখা আমার নিজস্ব ও কোথায় থেকে কপি করা হয়নি। কোথাও হতে কোন তথ্য বা ছবি নিয়ে থাকলে সোর্স দেয়া হয়েছে
আমি কে
ভোট দিন, মতামত থাকতে মন্তব্য করুন, পোস্টটি ভাল লাগলে শেয়ার করুন এবং আমাকে ফলো করুন @engrsayful
অন্যান্য মিডিয়াতে আমার সাথে যুক্ত হতে পারেনঃ
Youtube | ThreeSpeak | DTube |
অসাধারণ লেগেছে ভাই, এই রকম পোস্ট গুলো থেকে অনেক কিছু শিখার আছে। ধন্যবাদ জানাই আপনাকে, আগামীতেও আরো পোস্ট করবেন।
আসলে আমি আমার বাংলা ব্লগ কে এস পি, এস বিডি, কারেন্সি, ক্রিপ্টো, স্টিম ইত্যাদি যদিও কিছু বুঝিনা নতুন অবস্থায়। তবে আমি আগ্রহী এসব হোম ওয়ার্ক করে নিজে স্বয়ংসম্পূর্ণ হতে চাই। সর্বদা স্টিমিট এর সাথে থাকতে চাই।