শিক্ষামূলকঃ পর্ব ২১ || স্টিমের তথ্য দেখার ওয়েবসাইট Steemnow রিভিও | Steemnow review [10% for shy-fox]

in আমার বাংলা ব্লগ3 years ago

ভূমিকাঃ

স্টিম ব্লকচেইনে আমরা যারা কাজ করি তাদের জন্য বিভিন্ন সময় যাবতীয় তথ্য দেখাটা অনেক জরুরী। আমরা সবাই মূলত স্টিমিট নামক প্লাটফর্মে মাধ্যমে স্টিম ব্লকচেইনকে ব্যবহার করে থাকি। এই স্টিমিট প্ল্যাটফর্মের যেই ইন্টারফেস রয়েছে সেটিতে যে সকল তথ্য আমরা পেয়ে থাকি সেগুলো আমাদের মোটামুটি স্বাভাবিক কাজ করার জন্য যথেষ্ট। তবে আরও বিস্তারিত কিছু তথ্য দেখার জন্য আমাদেরকে অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটের সাহায্য নিতে হয় যেগুলো স্টিম ব্লকচেইনের ডাটাকে আরেকটু সহজ করে এবং আরও বিস্তারিত ভাবে আমাদের সামনে উপস্থাপন করে। আজকে আমি আপনাদের মাঝে তেমনই একটি সাইট সম্বন্ধে বিস্তারিত তথ্য দেয়ার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব সেখান থেকে আমরা কি কি ধরনের ডাটা সংগ্রহ করতে পারি যেটা হয়তোবা আমাদের অ্যানালাইসিসের জন্য কিংবা নিজেদের অবস্থান জানার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।

Thumbnails.jpg

Line Break Steem.png

পর্ব ২১: স্টিম ব্লকচেইনের বিস্তারিত তথ্য দেখার ওয়েবসাইট স্টিমনাও এর ইন্টারফেস নিয়ে বিস্তারিত

Line Break Steem.png

steemnow

আমি যেই ওয়েবসাইট বা সাইট নিয়ে আজকে কথা বলছি সেই সাইটের এড্রেস হচ্ছে https://www.steemnow.com/ নিচে আপনারা এর মূল ইন্টারফেস দেখতে পাচ্ছেন এবং আপনারা যদি ওয়েবসাইট লিংকটিতে ক্লিক করেন তাহলে আপনাদেরকে এরকম একটি ইন্টারফেস-এ নিয়ে যাবে এবং সেখানে গিয়ে প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ইউজারনেম এর ঘরে আপনার ইউজারনেম টি দিয়ে দিতে হবে।

1. Interface.png






কি কি তথ্য পাওয়া যাবে এই সাইটের ইন্টারফেসেঃ

দামের তথ্যঃ

সবকিছুর আগেই আপনি উপরের কর্নারে স্টিমের বর্তমান দাম দেখতে পারবেন।






ওয়ালেট সংক্রান্ত তথ্যঃ

এখানে প্রথমেই আপনি তিনটি অংশ দেখতে পাচ্ছেন। প্রথম অংশে আপনি দেখতে পাচ্ছেন আপনার ওয়ালেট সংক্রান্ত কিছু তথ্য যা আমরা স্টিমিট ওয়ালেটেও দেখতে পারি। এখানে নামের পাশে রেপুটেশন একেবারে দশমিকের পরে তিন ডিজিট পর্যন্ত দেখানো হচ্ছে। যেমন দেখতে পাচ্ছেন আমার রেপুটেশন হচ্ছে 70.715 এখানে আপনি পেয়ে যাবেন আপনার লিকুইড টোকেন গুলোর তালিকা এবং স্টিম পাওয়ার এর তথ্য। এখানে যে স্টিম পাওয়ার আপনাকে দেখানো হয় সেটি আসলে আপনার ইফেক্টিভ স্টিম পাওয়ার অর্থাৎ আপনার ডেলিগেশন কে যোগ বিয়োগ করার পরে আপনার বর্তমানের ইফেক্টিভ স্টিম পাওয়ারকে দেখানো হয়েছে।

2 Three Parts.png






ভোটিং ক্যালকুলেটর ও রিওয়ার্ড কার্ভ

এই সাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সেটি হচ্ছে এখানে ভোটিং ক্যালকুলেশন করা যায়। অর্থাৎ আপনার বর্তমান যে ভোটিং পাওয়ার রয়েছে সেই ভোটিং পাওয়ার-এ কত পার্সেন্ট ভোট দিলে কত পরিমান রিওয়ার্ড জেনারেট হবে সেই বিষয়টি আপনি এখান থেকে দেখতে পারবেন। অর্থাৎ আপনি যদি 100 পার্সেন্ট ভোটিং পাওয়ার নিয়ে বর্তমানে কাউকে ভোট দেন তাহলে তার রেওয়ার্ড পরিমান কতটুকু হবে সেটা এখানে দেখানো হবে এবং আমার এখানে এটা দেখতে পাচ্ছেন 0.01 ডলার। এখানে যে স্লাইডার রয়েছে সেটিকে আপনি ডানে-বামে সরিয়ে আপনার ভোটিং পার্সেন্টেজ কে কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন যে আপনি কত পার্সেন্ট ভোট দিলে কি পরিমাণ রিওয়ার্ড জেনারেট হবে।

11111.png

পাশেই দেখতে পাচ্ছেন একটি ক্যালকুলেটর এর চিহ্ন এবং আরেকটি গ্রাফ এর চিহ্ন। ক্যালকুলেটরের চিহ্নটি মূলত নির্দেশ করে আপভোট ক্যালকুলেটর। আর গ্রাফের চিহ্নটি নির্দেশ করে রিওয়ার্ড কার্ভ।

আপভোট ক্যালকুলেটরে ক্লিক করলে আপনার সামনে নিচের ইন্টারফেসের মত একটি উইন্ডো চলে আসবে এখানে আপনি বর্তমান সময়ের জন্য হিসাব-নিকাশ করে দেখতে পারবেন আপনার স্টিম পাওয়ার কত থাকলে কি পরিমান ভোট দিলে আপনি কি পরিমান রিওয়ার্ড অর্জন করতে পারবেন। এজন্য এটিকে বলা হয়েছে আপভোট ক্যালকুলেটর।

2 Upvote Calculator.png






গ্রাফ বাটনে ক্লিক করলে আপনাকে রিওয়ার্ড কার্ভে নিয়ে যাবে যেখানে আপনি একটা নির্দিষ্ট রেঞ্জের জন্য কত এসপি তে কত রিওয়ার্ড পাওয়া যায় সেটির একটি হিসাব দেখতে পারবেন। যেখানে X অক্ষে স্টিম পাওয়ার এর পরিমাণ এবং Y অক্ষে রিওয়ার্ড-কে ডলারে দেখানো হয়েছে। আপনি নির্দিষ্ট একটি রেঞ্জ নির্বাচন করে সেই রেঞ্জের জন্য তথ্য দেখে নিতে পারবেন। যেমন আমি এখানে ১,০০০ থেকে ৫০,০০০ নির্বাচন করেছি এবং আমাকে এই রেঞ্জের মধ্যে কত স্টিম পাওয়ার এর জন্য কত রিওয়ার্ড পাওয়া যায় সেটি গ্রাফে সুন্দরভাবে দেখিয়ে দেয়া হয়েছে।

5 Reward Curve.png






প্রতিদিনের রিপোর্টঃ

দ্বিতীয় অংশটা হচ্ছে ডেইলি রিপোর্ট এর অংশ যেখানে আপনার প্রতিদিনের রিপোর্টকে আকর্ষনীয় সামারি করে এখানে খুব সুন্দর ভাবে দেখিয়ে দেয়া হচ্ছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আজকে কতটুকু আপনি অথর রিওয়ার্ড অর্জন করেছেন এবং কতটুকু কেউরেশন রিভার অর্জন করেছেন। গতকালের হিসাবটি আপনি এখানে সহজেই দেখতে পাচ্ছেন।

8 Daily Reward 2nd Part.png

এখানেও একটি গ্রাফ বাটন আছে যেখানে ক্লিক করলে আপনি আজকের দিনের বিভিন্ন সময়ের কিউরেটর রিওয়ার্ড দেখতে পারবেন গ্রাফ এর মাধ্যমে যেমনটি নিচের ছবিতে দেখতে পাচ্ছেন।

6 Graph Daily Reward.png






একাউন্ট সেটিংসঃ

আর তৃতীয় অংশে আপনি আপনার যেকোন অ্যাকাউন্ট পরিবর্তন করে সেই একাউন্টের জন্য এ সকল তথ্য দেখতে পারবেন। পাশাপাশি আপনি চাইলে এখানে থিম পরিবর্তন করতে পারবেন এবং কোথা থেকে ডাটা নিবে সেটিও আপনি নির্বাচন করে দিতে পারবেন।

9 THird Part.png






ভোটিং পাওয়ার ও রিসোর্স ক্রেডিট সংক্রান্ত তথ্যঃ

উপরে আলোচিত তিনটি অংশের নিচে নিশ্চয়ই আপনি তিনটি স্লাইডিং বার দেখতে পাচ্ছেন এবং এই তিনটি স্লাইডিং বার আপনাকে তিনটি ডাটা খুব সহজেই নির্দেশ করছে। একটি হচ্ছে ভোটিং পাওয়ার, আরেকটি হচ্ছে ডাউনভোট পাওয়ার আর অন্যটি হচ্ছে আপনার রিসোর্স ক্রেডিট।

voting power and RC.png






সাম্প্রতিক প্রাপ্ত ভোটের তথ্যঃ

স্টিমিট প্লাটফর্মে আমরা কেবল দেখতে পাই আমাদেরকে কত ডলার পরিমাণ ভোট দেয়া হয়েছে কিন্তু কত পার্সেন্ট ভোট দেয়া হয়েছে সেটা কিন্তু আমরা নরমালি দেখতে পাই না। এখানে পরবর্তীতে লেটেস্ট আপডেট অংশে আপনি দেখতে পারবেন আপনাকে সাম্প্রতিক কোন কোন অ্যাকাউন্ট থেকে কত পার্সেন্ট ভোট দেয়া হয়েছে এবং সেগুলোর লিংক ও সময়।

10 Latest Upvote.png






সাম্প্রতিক কিউরেশন রিওয়ার্ড তথ্যঃ

পরের অংশে আপনি একইভাবে আপনার সাম্প্রতিক কিউরেশন রিওয়ার্ডগুলো তালিকা ভিত্তিক দেখতে পারবেন। কোন কোন পোস্টে কতক্ষণ আগে ও কার পোস্ট কত রিওয়ার্ড পেয়েছেন সেটি আপনাকে দেখানো হবে।

14 Latest Ccuratio Reward.png






সাম্প্রতিক অথর রিওয়ার্ড তথ্যঃ

তারপরের অংশেই আপনি দেখতে পাচ্ছেন অথর রিওয়ার্ডের অংশ যেখানে আপনাকে অথর রিওয়ার্ড এর পরিমাণগুলো একইভাবে খুব সামারাইজ আকারে দেখাচ্ছে। আপনি কোনটা থেকে কতটুকু অথর রিওয়ার্ড অর্জন করেছেন, কতক্ষণ আগে তার লিংকসহ আপনাকে দেখিয়ে দেয়া হচ্ছে।

15 Author Rewards.png






সাম্প্রতিক পোস্ট কমেন্ট ইত্যাদির তথ্যঃ

আর একেবারে শেষ অংশটিতে আপনি দেখতে পারবেন আপনার সাম্প্রতিক যে সব পোস্ট কিংবা কমেন্ট রয়েছে সেগুলোর বিস্তারিত তথ্য। এখানে আপনি অনেকগুলো অপশন নির্বাচন করতে পারছেন যা নিচের ছবিতে দেখতে পাচ্ছেন।

17 Post comment etc.png







শেষকথাঃ

আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন প্রয়োজনে মাঝে মাঝে একাউন্ট এর বিভিন্ন তথ্য দেখার জন্য এই সাইটটি ব্যবহার করে থাকি এবং পাশাপাশি আরও কিছু সাইট ব্যবহার করি যেগুলোর বর্ননা আপনাদেরকে পরবর্তীতে আমি দিবো। আশা করি আপনি এই সাইটের মাধ্যমে আপনার স্টিম এর বেশ কিছু তথ্য অনেক গুছানো অবস্থায় পাবেন। সাম্প্রতিক তথ্য দেখার জন্য এবং ভোটিং ক্যালকুলেশনের জন্য এটি অন্যতম সেরা একটি সাইট বলে আমি মনে করি। আশা করি, আপনারা এই সাইট থেকে আপনাদের তথ্য দেখে নিজেদের অ্যানালাইসিসের জন্য এবং যেকোন সিদ্ধান্ত নেয়ার জন্য কাজে লাগাতে পারবেন। ধন্যবাদ

শিক্ষামূলক সিরিজে আমার লিখা পূর্বের লিখাগুলোর লিঙ্ক নিচে দিয়ে দিলাম। ভাল লাগলে সেগুলোও চোখ বুলিয়ে আসতে পারেন। আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ।
Line Break Steem.png

শিক্ষামূলক সিরিজে আমার লিখা পূর্বের পোস্টের তালিকাঃ

পর্বশিক্ষামূলক বিষয়
০১-১০দশটি পোস্টের রিভিউ => ১.মাতৃভাষায় বেসিক => ২.শিক্ষায় আয় => ৩.পিসিতে ভয়েস টাইপিং => ৪.রেপুটেশন => ৫.কমেন্ট স্প্যামিং => ৬.কিউরেশন ট্রেইল => ৭.ফ্যানবেইস => ৮.ভোটিং পাওয়ার => ৯.রিসোর্স ক্রিডিট => ১০.ডেলিগেশন
১১একাউন্টের নিরাপত্তা নিয়ে বিস্তারিত
১২সেভিংস ওয়ালেট নিয়ে বিস্তারিত
১৩সয়ংক্রিয় রিওয়ার্ড ক্লেইম কি, কেন ও কিভাবে
১৪অযাচিত ও অপ্রয়োজনীয় মেনশন কি এবং কেন বিরত থাকতে হবে
১৫কিউরেশন ও অথর রিওয়ার্ড কি ও কিভাবে বন্টন হয়
১৬কিউরেশন রিওয়ার্ড বন্টনের নিয়ম ও আগে ভোট দেওয়ার সুবিধা
১৭একাধিক একাউন্টে একসাথে কিভাবে স্টিম ট্রান্সফার করবেন
১৮ফিশ স্কেল: Whale, Shark, Dolphin, Minnow, Plankton
১৯ডাস্ট(Dust): কি, কেন, কিভাবে কাজ করে, সমাধান কি (১ম পর্ব)
২০কিভাবে সয়ংক্রিয়ভাবে ডাস্ট(Dust) সেভ করবেন (২য় পর্ব)

Line Break Steem.png

আমি কেঃ

**আমি সাইফুল বাংলাদেশ থেকে। পেশায় শিক্ষক এবং সাবেক ব্যাংকার। পড়াশুনা করেছি প্রকৌশলবিদ্যায়। স্টিমিট-এ ২০১৯ সাল থেকে নিয়মিত লিখালিখি করে আসছি। আমি সর্বদা একজন শিক্ষানবিস এবং সবার থেকে শিখতে চাই। **

Line Break Steem.png

Intro Steem.gif

অন্যান্য মিডিয়াতে আমার সাথে যুক্ত হতে পারেনঃ

FacebookTwitterInstagram
YoutubeThreeSpeakDTube


Amar Bangla Blog Logo.png


Sort:  
 3 years ago 

ভাইয়া স্টিমিট ব্লকচেইন নিয়ে আপনি এতো সুন্দর ভাবে আমাদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন তা আসলে অকল্পনীয় ভাইয়া। আমাদের ব্লকচেইনের এই বিষয় গুলো নিয়ে তেমন ধারণা ছিলনা। এখন আপডেট থাকার জন্য মাঝে মাঝে ঘুরে আসা যাবে এখান থেকে। আজ স্টিমিট নিয়ে নিজেকে সমৃদ্ধ করলাম এর পুরো ক্রেডিট আপনি। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

আপনারা উপকৃত হচ্ছেন এটি যে নেই আমি খুব আনন্দিত এবং এই অনুপ্রেরণা থেকেই আমি এই সিরিজটা কে অনেকদিন চালিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করেছে। আমি হয়তোবা এই সিরিজে একসময় 200/500 পোস্ট লিখব এবং সেই পোস্টগুলো থেকে অনেকেই উপকৃত হবে এটাই হচ্ছে আমার জন্য অনেক বড় একটি পাওয়া।

 3 years ago 

সত্যি ভাইয়া আপনার কাজগুলো দেখে আমি এত খুশি হই এবং এত ভালো লাগে আপনি সবকিছু বিস্তারিত তুলে ধরেন। আপনি যেটুকু জানেন সে টুকু আমাদের মাঝে পরিবেশন করেন। যারা একদম নতুন বলতে গেলে আমরা অনেক কিছু অজানা কিছু থাকে। সবকিছু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় খুবই ভালো লাগে। আপনার প্রতি অবিরাম ভালোবাসা রইল ভাইয়া। দোয়া রইলো

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ এবং আপনার জন্য শুভেচ্ছা রইল

 3 years ago 

অনেকেই স্টিম নাও এর ব্যাপারে একেবারেই জানতনা। যা আমি ডিস্কোর্ড এ খেয়াল করেছি। তবে আমার মনে হয় আজকের পর থেকে কারো সমস্যা হবে না। কারো বলতে যারা আপনার এই পোস্টটি পরবে তাদের অবশ্যই কোন সমস্যা হবে না। আর সবচেয়ে বড় ব্যাপার আর সি নিয়ে তাদের আর কোন টেনশন করতে হবে না। তারা তাদের নিজেদের অবস্থান টা বুঝতে পারবে এবং সেই অনুযায়ী কমেন্টও করতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার শিক্ষামুলক পোস্ট গুলোর জন্য সবাই খুবই উপকৃত হয়।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে। সবাই উপকৃত হচ্ছে জেনে ভাল লাগল। এই সিরিজটি চালিয়ে যাব কারন আরো অনেক বিষয় আছে শিখানোর মত।

 3 years ago 

ভাইয়া আমি আপনার এই পোস্টটি পড়ে অনেক কিছু জানতে পারলাম। এমন সুন্দর শিক্ষামূলক পোস্ট আমাদের কাছে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ব্লকচেইন সম্পর্কে আসলে আমি কিছুই জানি না যাহোক আপনার পোষ্টটি পড়ে আমি অনেক উপকৃত হলাম অনেক অনেক ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65733.39
ETH 3506.40
USDT 1.00
SBD 2.51