প্রাসঙ্গিক প্রসঙ্গঃ পর্ব ২০ || একটি নদী ও তাকে ঘিরে অনেক স্বপ্ন || River and Dream [10% @shy-fox]

in আমার বাংলা ব্লগ3 years ago

ভূমিকাঃ

মাঝে মাঝে আমাদের চারপাশের জীবন, প্রকৃতি, পরিবেশ, সৌন্দর্য্য ও নানাবিধ বিষয় নিয়ে লিখতে ইচ্ছে হয় যেসব লিখার বিষয়বস্তুকে কোন নির্দিষ্ট গন্ডীর মধ্যে ফেলা যায় না। এরকম বিষয়বস্তুগুলোকে নিয়ে আমার বাংলা ব্লগ কমিউনিটি-তে আমি একটি সিরিজ লিখছি যার নাম দিয়েছি প্রাসঙ্গিক প্রসঙ্গ যেখানে কোন বিষয় বা প্রসঙ্গ নিয়ে ব্যাক্তিগত মতামত ও পর্যালোচনা করে থাকি। এই লিখার বিষয়গুলো হচ্ছে ব্যাক্তিগত শিক্ষা, অভিজ্ঞতা ও উপলব্ধির সমন্বয়। পড়ে দেখুন, আশা করি ভাল লাগবে।

Thumbnails.jpg

Line Break Steem.png

পর্ব ২০: একটি নদীকে ঘিরে অনেকগুলো স্বপ্ন

Line Break Steem.png
আজকে একটি নদীর গল্প বলবো। বাংলাদেশ হচ্ছে একটি নদীমাতৃক দেশ। একটা নদী কেবলমাত্র একটি দেশের জন্য নয় বরং নদীর আশেপাশের অনেকগুলো পরিবারের জন্য একটি স্বপ্ন এবং জীবন জীবিকার এক অনন্য মাধ্যম। বাংলাদেশের মধ্য দিয়ে বয়ে গেছে ৩০০ এর অধিক ছোট বড় নদী। আগেকার দিনে যে সকল এলাকায় নদী এবং নদীবন্দর থাকত সেই সকল এলাকা গুলো অনেক প্রসিদ্ধ হতো এবং সেগুলোকে গঞ্জ বা বন্দর হিসেবে পরিচিতি দেয়া হতো। পূর্বেকার সময়গুলোতে অঞ্চলগুলো অনেক বেশি জনপ্রিয় ছিল যে সকল অঞ্চলে নৌকা চলাচল করতে পারত। কালের পরিক্রমায় কিছুটা পরিবর্তন হয়েছে এবং এখন রাস্তাঘাটের যেহেতু উন্নতি হয়েছে তাই রাস্তাঘাট যে এলাকায় ভালো সেই এলাকাগুলো দিনে দিনে প্রসিদ্ধি লাভ করছে।

একটি নদীর দিকে আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এই নদীকে কেন্দ্র করে একটা বিশাল জনগোষ্ঠীর মানুষের জীবন-জীবিকা নির্ভরশীল হয়ে থাকে। নদীকে কেন্দ্র করে যে সকল পরিবারগুলো গড়ে ওঠে কিংবা বসতি স্থাপন করে থাকে তাদের জীবনযাত্রা এবং জীবনের চড়াই-উৎরাই সবকিছু নদীকে কেন্দ্র করেই হয়ে থাকে। যেমন আমরা একটা নদীর আশেপাশে তাকাই তাহলে দেখতে পারবো কিছু মানুষ সেই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে এবং তার স্বপ্ন হচ্ছে সেই নদীকে ঘিরে। আবার কিছু মানুষকে দেখতে পাই যারা কিনা নদীতে নৌকা চলাচল করে জীবন নির্বাহ করে। আবার কিছু মানুষ রয়েছে যারা নদীকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ব্যবসা করে থাকে। নদীর পাড়ে অনেকে বসতি করে সেখানে জীবন যাপন করে। তাই নদীকে ঘিরে অনেক উপন্যাস ও অন্যান্যা সাহিত্য রচনা করেছেন অনেক কবি সাহিত্যিকগণ।

rhine-river-3453860_1920.jpg
Source: Image by analogicus from Pixabay


আমরা যদি নদীর দিকে কেবল তাকাই তাহলে শুধুমাত্র একটা নদী দেখতে পাবো কিন্তু খুব গভীরভাবে লক্ষ্য করলে এটা আমরা সহজেই বুঝতে পারব যে, এই নদী হচ্ছে এক মায়ের মত যে তার সন্তানদেরকে আগলে রাখছে। এরকম অনেক শ্রেণী-পেশার মানুষ রয়েছে যাদের রুটিরুজি, জীবন-জীবিকা নির্ভরশীল হচ্ছে নদীর উপর। তাই এই নদী হচ্ছে অনেকের কাছে স্বপ্নের নাম কারণ রাতে ঘুমাতে গিয়েও স্বপ্ন দেখে কালকে এই নদীকে কেন্দ্র করে তাদের জীবিকা কিভাবে নির্বাহ হবে যেমন কেউ মাছ ধরবে, কেউ নৌকা চালাবে, কেউ মালামাল পরিবহন করবে আবার কেউবা ব্যবসা করবে ইত্যাদি।

আর এই কারনেই আমরা বুঝতে পারছি আগেকার দিনগুলোতে নদীমাতৃক সভ্যতার সময়ে কেনো নদীর আশেপাশের অঞ্চলগুলো অনেক বেশি প্রসিদ্ধিলাভ করেছিল কারণ বাণিজ্য করার জন্য নদীমাতৃক অঞ্চলের সেই গঞ্জগুলো খুব জনপ্রিয় ছিল কারণ পানিপথ অনেকেই ব্যবহার করত খুব সাবলীলভাবে। তাই নদী কেবলমাত্র একটি নদী নয় বরং এটি আমাদেরকে মায়ের মত লালন পালনের ক্ষেত্রে ভূমিকা রাখছে। এই নদীর পানি যেমন সবাই ব্যবহার করছে তেমনি এই নদীতে বিভিন্ন প্রয়োজন মিটিয়ে নিচ্ছে মানুষজন। তাই একটা সভ্যতা এবং সমাজ গড়ে ওঠার পেছনে নদীর ভূমিকা অপরিসীম। তাই আমি মনে করি, নদী কেবল একটি নদী নয় বরং এটি এক সভ্যতাকে গড়ে তোলার কেন্দ্রবিন্দু এবং অনেকগুলো স্বপ্নের একটি মাধ্যম যা তার আশেপাশের একটা নির্দিষ্ট সংখ্যক জনগোষ্ঠীকে স্বপ্ন দেখিয়ে থাকে এবং সেই স্বপ্ন পূরণের খোরাক যোগায়। ধন্যবাদ।

Line Break Steem.png

এই সিরিজে পূর্বের পোস্টগুলোর তালিকাঃ

পর্ব
আলোচিত প্রসঙ্গটি
০১সবার সম্মিলিত খুদ্র প্রয়াসে এগিয়ে যাক বাংলাদেশ
০২একজন ফুটবল কিংবদন্তী ও ইতিহাস
০৩পড়ন্ত বিকেলে ছুটি খা দিঘীর পাড়ে
০৪করোনার অসুবিধাকে সুবিধায় রুপান্তর
০৫গ্রামে গ্রামে মোবাইল আসক্তি
০৬মরে গিয়েও বেঁচে থাকা
০৭প্রতিযোগিতা নাকি প্রতিদ্বন্দ্বিতা
০৮প্রতিকার নাকি প্রতিরোধ
০৯অনলাইন পরীক্ষা রস
১০পরিবার নাকি গ্যাজেট
১১শান্ত সমুদ্রে দক্ষ নাবিক তৈরি হয় না
১২বরশি দিয়ে মাছ ধরার অভিজ্ঞতা
১৩আসল স্বাদ এর রসমলাই
১৪শিক্ষক দিবস ও শিক্ষা নিয়ে কিছু কথা
১৫ব্যাটসম্যান পরিবর্তন হয়ে এখন ব্যাটার
১৬ইন্টারনেট ছাড়া আমাদের জীবন (ইন্টারনেটের কুফল)
১৭শিশুদের নিয়ে কিছু কথা
১৮আসুন আমরা সবাই মিলে স্টিম-কে অনন্য উচ্চতায় নিয়ে যাই
১৯দেশপ্রেম মানেই হল সবাই সবার কাজ ঠিকঠাক করা

Line Break Steem.png

আমি কেঃ

আমি সাইফুল বাংলাদেশ থেকে। পেশায় শিক্ষক ও সাবেক ব্যাংকার। পড়াশুনা করেছি প্রকৌশলবিদ্যায়। আমি আমার চিন্তাভাবনা এবং ধারণাগুলি ব্লগে শেয়ার করতে ভালবাসি। প্রকৃতির পাশাপাশি যাওয়ার জন্য ঘুরে বেড়ানো এবং ক্রিকেট খেলা আমার শখ। আমি বিশ্বাস করি, আমার পোস্ট হতে একজনও যদি উপকৃত হল বা নতুন কিছু শিখতে পারেন তবেই আমার লিখালিখি সার্থক

Line Break Steem.png

Intro Steem.gif
Line Break Steem.png

অন্যান্য ভিডিও শেয়ারিং মিডিয়াতে আমার সাথে যুক্ত হতে পারেনঃ

|Youtube| DTube |


Amar Bangla Blog Logo.png

Sort:  
 3 years ago 

নদী হচ্ছে এক মায়ের মত যে তার সন্তানদেরকে আগলে রাখছে।

আমিও আপনার এই কথাটির সাথে একদম একমত। আমরা নদীকে বিভিন্ন ধরণের কাজে ব্যবহার করি কিন্তু দিনশেষে তাকে আমরা যে কি দি তা নিজেরাও জানিনা!দেওয়ার মধ্যে দি দূষণ আর দূষণ।
একটা নদীর জন্য অনেকে খেয়ে পরে বেঁচে থাকতে পারে।

 3 years ago 

জি, ধন্যবাদ

 3 years ago 

একটি নদী ও তাকে ঘিরে অনেক স্বপ্ন অনেক সুন্দর লিখেছেন ভাই অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার পোস্ট গুলো পড়ে ভালো লাগে। আপনার জন্য শুভকামনা রইলো

আমাদের এই সোনার বাংলাদেশ হইলো নদীমাতৃক দেশ কিন্তু দুঃখের বিষয় হইলো আমরা আমাদের দেশের নদীগুলাকে একেবারেই ধ্বংষ করে ফেলতেছি। আপনি একটি নদী ও তাকে ঘিরে অনেক স্বপ্নের বিষয়টাকে অনেক সুন্দর করে তুলে ধরছেন।

!invest_vote

@umuk denkt du hast ein Vote durch @investinthefutur verdient!
@umuk thinks you have earned a vote of @investinthefutur !

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 55111.68
ETH 2306.21
USDT 1.00
SBD 2.31