প্রাসঙ্গিক প্রসঙ্গঃ পর্ব ১১ || শান্ত সমুদ্রে দক্ষ নাবিক তৈরি হয় না (Struggle for Skill) [10% beneficiary @shy-fox]

in আমার বাংলা ব্লগ3 years ago

ভূমিকাঃ

মাঝে মাঝে আমাদের চারপাশের জীবন, প্রকৃতি, পরিবেশ, সৌন্দর্য ও নানাবিধ বিষয় নিয়ে লিখতে ইচ্ছে হয় যেসব লিখার বিষয়বস্তুকে কোন নির্দিষ্ট গন্ডীর মধ্যে ফেলা যায় না। এরকম বিষয়বস্তুগুলোকে নিয়ে আমার বাংলা ব্লগ কমিউনিটি-তে আমি একটি সিরিজ লিখছি যার নাম দিয়েছি প্রাসঙ্গিক প্রসঙ্গ যেখানে কোন বিষয় বা প্রসঙ্গ নিয়ে ব্যাক্তিগত মতামত ও পর্যালোচনা করে থাকি। এই লিখার বিষয়গুলো হচ্ছে ব্যাক্তিগত অভিজ্ঞতা ও উপলব্ধির সমন্বয়। পড়ে দেখুন, আশা করি ভাল লাগবে।

Thumbnails.jpg

Line Break Steem.png

পর্ব ১১ : শান্ত সমুদ্রে দক্ষ নাবিক তৈরি হয় না

Line Break Steem.png

প্রাসঙ্গিক প্রসঙ্গটিঃ

শান্ত সমুদ্রে কখনো দক্ষ নাবিক তৈরি হয় না। এই কথাটির অনেক অন্তর্নিহিত তাৎপর্য রয়েছে যে বিষয়টি আজকে আমি বিস্তারিত ব্যাখ্যা করতে চলেছি। নাবিক সমুদ্রে নৌযান পরিচালনা করেন এটা আমরা সবাই জানি। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যখন সমুদ্র খুব শান্ত থাকে তখন সে নদী বা সমুদ্রে নৌকা বা জাহাজ চালানোর খুব সহজ কাজ। আর এক্ষেত্রে দুর্ঘটনার সম্ভাবনা অনেক কম থাকে। এই অবস্থাটাকে অনেক নাবিক পছন্দ করেন যাতে করে খুব সহজে তিনি নৌকা বা জাহাজ চালাতে পারেন। কিন্তু এই কাজটি করতে গেলে একটা বড় সমস্যা হচ্ছে তিনি প্রতিকূল পরিবেশে নৌকা চালানো শিখতে পারেন না।

প্রতিকূল পরিবেশে নৌকা চালাতে হলে প্রতিকূল পরিবেশ সম্বন্ধে খুব ভালো ধারণা থাকা জরুরি। সাগরে অনেক সময় ঝড় ওঠে। সাগর উত্তাল থাকে এবং এই পরিস্থিতি যারা মোকাবেলা করতে পারেন তারাই দক্ষ নাবিক হয়ে উঠতে পারেন। কারণ এরকম প্রতিকূল পরিস্থিতি যারা সামাল দিচ্ছেন তারা বুঝতে পারেন, এরকম পরিস্থিতি সামাল দিতে গেলে কিভাবে করে পদক্ষেপ নিতে হয়।

sunset-675847_1920.jpg
Source: Image by Youssef Jheir from Pixabay


এই ব্যাপারটা আমাদের জীবনের ক্ষেত্রে ঘটে থাকে। আমরা যে পরিবেশে কাজ করি সেই পরিবেশে সবকিছু শান্ত থাকলে আমাদের কাজ করাটা অনেক সহজ। কিন্তু এই শান্ত পরিবেশে কাজ করতে গেলে আমরা অশান্ত পরিবেশ সম্বন্ধে কোনো ধারণা পেতে পারিনা। অর্থাৎ স্বাভাবিক পরিবেশে কাজ করলে আস্বাভাবিক পরিস্থিতির মোকাবেলা করাটাই অনেক কঠিন চ্যালেঞ্জ হবে কারন অস্বাভাবিক পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে কোন অভিজ্ঞতা থাকে না।

অনেকেই আছে যারা কিনা প্রতিপক্ষ বা শত্রুমুক্ত জীবন যাপন করে থাকেন কিন্তু শত্রুমুক্ত জীবন যাপনের ক্ষেত্রে একটি অসুবিধা হচ্ছে শত্রুকে কিভাবে মোকাবেলা করতে হয় সে বিষয়টি তারা জানেন না। অনেক সময় আমাদের জীবনে শত্রু থাকাটাও আমাদের জন্য ভাল কারণ আমরা অনেক সচেতন থাকি। যদি আমাদের কোনো প্রতিপক্ষ বা শত্রু থাকে তাহলে আমরা সচেতন বা সাবধান থাকি। আমাদের শত্রু থাকলে আমরা তাকে নিয়ে চিন্তা করি ও নিজেদেরকে সচেতন রাখতে চাই। আর এই প্রেক্ষাপটে আমরা বলতে পারি যে, অনেক সময় আমাদের প্রতিকূল পরিস্থিতি থাকাটাও আমাদের জীবনের জন্য অনেক কল্যাণের।

ship-1366926_1920.jpg
Source: Image by Comfreak from Pixabay


সর্বোপরি জীবনে আপনি যদি খুব বেশি সংগ্রামী হতে চান এবং অনেক সফলতা অর্জন করতে চান তাহলে আপনার কিছু তিক্ত অভিজ্ঞতা থাকা জরুরি। জীবনের কিছু তিক্ত অভিজ্ঞতা, প্রতিকূলতা, ব্যর্থতা আপনাকে আরো বেশি শক্তিশালী করে তুলবে আগামীর পথ চলার জন্য। যখন সবকিছু স্বাভাবিক থাকবে তখন আমরা হয়তো পথ চলতে পারব স্বাভাবিকভাবেই কিন্তু প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার যে দক্ষতা সেটা আমাদের পক্ষে অর্জন করা সম্ভব হবে না। আপনি যত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে জীবনের পথ চলবেন আপনার পথ চলাটা ততবেশি ভালো হবে। অনেককেই আমরা দেখতে পাই গরিব ফ্যামিলি থেকে অনেক উপরে উঠে আসে কারণ তারা সংগ্রামের মধ্য দিয়ে জীবনের পথ চলে অভিজ্ঞতা সঞ্চয় করে নিজেদেরকে দৃঢ় করে নেয় এবং সেই সংগ্রাম থেকে জীবনে অনেক কিছু শিখতে পারে। আর যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করে তাদের জন্য সফলতা অর্জন করা বা পরিশ্রম করার মানসিকতা অনেক কম থাকে।

তাই প্রতিকূল পরিস্থিতি আমাদেরকে অনেক সময়ই ভালো এবং দক্ষ হওয়ার ক্ষেত্রে জীবনের দৌড়ে অনেকটাই এগিয়ে দেয়। আর এজন্যই এই কথাটি আমার জীবনের শেখা অন্যতম প্রিয় কথা গুলোর মধ্যে একটি আর তা হলো শান্ত সমুদ্রে কখনো দক্ষ নাবিক তৈরি হয় না।

stone-2127669_1920.png
Source: Image by Schäferle from Pixabay

Line Break Steem.png

শেষকথাঃ

লিখাটি পড়ে যদি কেউ উপকৃত হয়ে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। কারো ভাললাগা বা উপকৃত হওয়ার মাঝেই এই লিখার সার্থকতা। প্রাসঙ্গিক প্রসঙ্গ সিরিজে আমার লিখা অন্য বিষয়গুলোর লিঙ্ক নিচে দিয়ে দিলাম। ভাল লাগলে সেগুলোও চোখ বুলিয়ে আসতে পারেন। ধন্যবাদ।
Line Break Steem.png

এই সিরিজে আমার লিখা পূর্বের পোস্টগুলোর তালিকাঃ

পর্বপ্রসঙ্গ
০১সবার সম্মিলিত খুদ্র প্রয়াসে এগিয়ে যাক বাংলাদেশ
০২একজন ফুটবল কিংবদন্তী ও ইতিহাস
০৩পড়ন্ত বিকেলে ছুটি খা দিঘীর পাড়ে
০৪করোনার অসুবিধাকে সুবিধায় রুপান্তর
০৫গ্রামে গ্রামে মোবাইল আসক্তি
০৬মরে গিয়েও বেঁচে থাকা
০৭প্রতিযোগিতা নাকি প্রতিদ্বন্দ্বিতা
০৮প্রতিকার নাকি প্রতিরোধ
০৯অনলাইন পরীক্ষা রস
১০পরিবার নাকি গ্যাজেট

Line Break Steem.png

এই পোস্টের লিখা কোথাও থেকে কপি করা হয়নি। কোন তথ্য বা ছবি অন্য কোন উৎস হতে নিয়ে থাকলে সোর্স দেয়া হয়েছে

Line Break Steem.png

আমি কেঃ

আমি সাইফুল বাংলাদেশ থেকে। পেশায় শিক্ষক এবং সাবেক ব্যাংকার। পড়াশুনা করেছি প্রকৌশলবিদ্যায়। আমি আমার চিন্তাভাবনা এবং ধারণাগুলি ব্লগে শেয়ার করতে ভালবাসি। স্টিম এ ২০১৯ সাল থেকে নিয়মিত লিখালিখি করে আসছি। আমি টেক্সটাইল, অনলাইন অর্থ উপার্জন, কৃষি, প্রযুক্তি, রান্না, ও জীবন্ঘটিত অন্যান্য আরো কিছু বিষয় নিয়ে লিখি। প্রকৃতির পাশাপাশি যাওয়ার জন্য ঘুরে বেড়ানো এবং ক্রিকেট খেলা আমার শখ। আমি সর্বদা একজন শিক্ষানবিস এবং সবার থেকে শিখতে চাই। আমি বিশ্বাস করি, আমার জ্ঞান ও লিখা থেকে একজনও যদি উপকৃত হল বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার ব্লগে লিখালিখি সার্থক

Line Break Steem.png

Intro Steem.gif

ভোট দিন, মতামত থাকতে মন্তব্য করুন, পোস্টটি ভাল লাগলে শেয়ার করুন এবং আমাকে ফলো করুন @engrsayful

Line Break Steem.png

অন্যান্য মিডিয়াতে আমার সাথে যুক্ত হতে পারেনঃ

FacebookTwitterInstagram
YoutubeThreeSpeakDTube


Amar Bangla Blog Logo.png


Sort:  
 3 years ago 

আপনার পোষ্টটি পড়ে আমি খুবই আনন্দিত। একটি জিনিস জানতে পারলাম একটি কাজ করলে কাজের ভাল দিকও আছে খারাপ দিকও আছে। আমরা যদি খারাপ দিকটা না ফেস করতে পারি তাহলে কিন্তু ভালো দেখে পৌঁছানো যায় না এবং আমাদের শত্রু থাকার কারণে কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারি সেখানে থেকে শিক্ষা নিয়ে আবার সামনে এগোতে পারি।

 3 years ago 

ঠিক বলেছেন।

 3 years ago 

এটি অনেক শিক্ষনীয় পোষ্ট।আমরা সবাই সহজেই সব কিছু স্বাভাবিক ভাবে পেতে চাই কিন্তু প্রতিকূল অবস্থায় ভীতু হয়ে না সংগ্রাম করে লেজ গুটিয়ে বসে থাকি।এটা জীবনকে আরো হতাশায় ভরিয়ে দেয়।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ঠিক বলেছেন আপনি আপু।

 3 years ago 

আসলে ভাই প্রতিকূল পরিবেশ আমাদের ভিতরে অন্তর্নিহিত শক্তি টাকে জাগিয়ে তোলে। আপনার হেডলাইন টা সুন্দর হয়েছে। আসলেই অনুকূল পরিবেশে যারা থেকে অভ্যস্ত তারা সমস্যাসংকুল পরিবেশে পড়লে খেই হারিয়ে ফেলে। কিন্তু যে প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে এগিয়ে যায়। তাকে কোনোকিছুই আটকাতে পারে না। তারা সহজে হতাশ হয় না, হাল ছেড়ে দেয় না।

 3 years ago 

একদম।

উত্থান পতন সুখ-দুঃখ এগুলো মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এগুলো না থাকলে জীবন বড়ই একঘেয়ে হয়ে যেত। জীবনে পতন না ঘটলেও বুঝা যায়না উত্থান কি জিনিস, দুঃখ না থাকলে বুঝা যায় না সুখের কি মূল্য। সংগ্রাম করে বাঁচার মধ্যেই আসল মজা,অলসতায় নয়।খুব সুন্দর একটি বিষয় নিয়ে লিখেছেন। ভালো লাগলো

 3 years ago 

জি অলসতার চেয়ে সংগ্রামী জীবন অনেক আনন্দের।

 3 years ago 

শান্ত সমুদ্রে কখনো দক্ষ নাবিক তৈরি হয় না- এত সুন্দর টাইটেলেই একবারে বাজিমাত।ধন্যবাদ ভাই আপনার সুন্দর পোস্টের জন্য।

 3 years ago 

টাইটেলটি একবার এক বড় ভাই থেকে শুনেছিলাম। সেই থেকে মনে গেথে আছে। এই কথাটা আমার খুব ভাল লাগে।

 3 years ago 

মানুষের জীবনে তো সমস্যা আসবেই। আর সেই সমস্যা কে সিঁড়ি বানিয়ে উপরে উঠাই হচ্ছে প্রকৃত সফলতা। সমস্যাহীন জীবন কখনো কঠিন বাস্তবতার মধ্যে টিকে থাকতে পারবে না। যার জীবনে সমস্যা আছে সেই জানে কিভাবে সেটি মোকাবেলা করতে হয় ।
আপনি অনেক বাস্তবসম্মত বিষয়গুলো তুলে ধরেছেন। খুব ভালো লাগলো পড়ে।

 3 years ago 

প্রতিকূল পরিবেশ অনেক সাহসী ও শক্তিশালী করে আমাদের। অনেক ধন্যবাদ ভাই, পড়ার জন্য

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68854.36
ETH 3283.36
USDT 1.00
SBD 2.67