"লাজুক খ্যাঁকের" প্রত্যহ কিউরেশন রিপোর্ট (Daily Curation Report - 02/01/2022)
"লাজুক খ্যাঁকের" প্রত্যহ কিউরেশন রিপোর্ট(Curation Report)-02/01/2022

শুভেচ্ছা সবাইকে আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ হতে,
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে "লাজুক খ্যাঁক" কর্তৃক কিউরেশন এর প্রত্যহ রিপোর্ট সকলের সাথে ভাগ করে নিচ্ছি। আমরা কমিউনিটির মডারেটর এবং কিউরেটর কর্তৃক গুনগতমান যাচাই করে নির্দিষ্ট হারে সাপোর্ট দেয়ার এবং ভালো কিছু করার ক্ষেত্রে উৎসাহ ও সহযোগিতা দুটোই করার সর্বোচ্চ চেষ্টা করি। আমাদের কিউরেশনের স্বচ্ছতা রাখার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।
##
ধন্যবাদ সবাইকে কমিউনিটির সাথে থাকার জন্য।
Post Courtesy: @amarbanglablog
লাজুক খ্যাক প্রতিনিয়ত সাপোর্ট বদলে দেয় পোস্ট কোয়ালিটি কাজের ধরন দীর্ঘমেয়াদি কাজ করার ইচ্ছা আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয় । কাজের গতি সম্পর্কে আপনি বুঝতে পারেন যে সবার থেকে কত আগে আছেন। সবকিছু মিলিয়ে লাজুক খ্যাক সাপোর্ট দিয়ে সবার জীবন মান বাড়িয়ে দেয় কাজের ।ধন্যবাদ লাজুক খ্যাক পাশে থাকার জন্য ।
প্রতিদিনের কিউরেশন রিপোর্ট দেখে আমার ভালো লাগে, যে পোস্ট গুলো কিউরেশন হয় সত্যিই পোস্ট গুলোতে অনেক কিছু শেখার থাকে
ডেইলি কিউরেশন রিপোর্ট গুলো দেখলেই খুবই ভালো লাগে। কারণ যে কনটেন্টগুলো কিউরেশন রিপোর্টগুলো পাচ্ছে এবং কন্টেন গুলো মানসম্পন্ন এবং ওই পোস্টগুলোতে অনেক কিছু শেখার আছে। ভালো বাসা অবিরাম।
লাজুক খ্যাঁকের প্রতিটি কিউরেশনের রিপোর্ট গুলো আমার খুব ভালো লাগে।
লাজুক খ্যাঁকের রিপোর্ট আমাদের কাজের অনেক উৎসাহ জোগায়।
লাজুক খ্যাঁকের" প্রত্যহ কিউরেশন রিপোর্ট গুলো প্রতিদিনের ন্যায় আজকেও অনেক মনমুগ্ধকর হয়েছে। এ সমস্ত রিপোর্টগুলো যতই পড়ি ততই আমি মুগ্ধ হই। আমাদের প্রিয় লাজুক খ্যাকের প্রত্যহ কিউরেশন রিপোর্টগুলো সকলের নিয়মিতভাবে পড়া উচিত। আমাদের কিশোর লাজুক খ্যাকের জন্য অনেক অনেক শুভকামনা রইল।
লাজুক খ্যাঁকের" প্রত্যহ কিউরেশন রিপোর্ট সব সময় খুব গোছালো থাকে। আমি মনে করি এখানে যোগ্য ব্যক্তিদের নাম থাকে। আমি চেষ্টা করে যাচ্ছি আপনারাও চেষ্টা করে যাবেন এই আশায় রইল।