জ্ঞান সাধনা-৫ (10% beneficiaries for @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago
কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনা করছি । আশা করছি নতুন বছরে সবাই নিজেদের স্বপ্নকে নতুনভাবে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে আমরা নিজেকে, নিজের স্বপ্নকে গুছিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছি, কাজের পেছনে রয়েছে অক্লান্ত পরিশ্রম এবং জ্ঞান অর্জন। আমরা যত বেশি জ্ঞান অর্জন করতে পারব আমাদের জীবনের সমৃদ্ধি ততবেশি অর্জিত হবে তারই প্রেক্ষিতে আজ আমি আপনাদের সামনে আমার জ্ঞান সাধনার পঞ্চম পর্ব তুলে ধরব।

books-g6692eea78_1920.jpg

Image Source

siam,.png

আমরা যারা প্রতিনিয়ত নিজেদের জীবনকে উন্নত করার বাসনায় ব্যস্ত তাদের অবশ্যই দিনরাত পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে। কেননা পরিশ্রমকে বলা হয় সফলতার চাবিকাঠি, তো আপনি যদি সফলতা অর্জন করতে না পারেন। তাহলে আপনি কিভাবে নিজের জীবনকে উন্নত করতে পারবেন। আমরা অনেকেই উত্তরাধিকার সূত্রে অনেক সম্পত্তি পেয়ে থাকি। সব থেকে মজার ব্যাপার হলো আমাদের মাঝে অনেকেই আছে যারা শ্বশুর-শাশুড়ি বা শ্বশুরবাড়ি থেকে সম্পত্তি অর্জনের ধান্দায় থাকে। বিশেষ করে বিয়ের আগে তারা খোঁজ নেই যে শশুরের সম্পত্তি কেমন ভবিষ্যতে সেখান থেকে আমরা কত টাকা পেতে পারি এসব আলোচনা অনেকে করে বিয়ের আগে। আপনি ভাবুন এসব মানুষের চিন্তা-ভাবনা কত নিচু। তাই একটা কথাই বলি পূর্ব পুরুষ হোক বা আপনার শ্বশুর শাশুড়ির থেকে হোক সেই সম্পত্তির আশা কখনো করবেন না।

prague-g93fc14ad0_1920.jpg
Image Source

siam,.png

আপনাকে জ্ঞান সাধনা করে বড় হতে হবে এই বাসনা টুকু অন্তত নিজের মাথায় গেঁথে নিন। জীবনকে উন্নত করতে হলে শুধুমাত্র আর্থিক উন্নতি হলে হবে না আপনার মানসিক ও চিন্তা কত উন্নতি খুব গুরুত্বপূর্ণ। সেই জীবনে উন্নতি করতে গেলে অবশ্যই অনেক বাধা আসবে তবে ইচ্ছাশক্তি ঠিক থাকলে সে বাধা কখনোই আপনার সাথে লড়াই করে টিকতে পারবে না। আমার জীবনকে উন্নত করতে গেলে প্রয়োজন প্রতিটি ক্ষেত্রে মানুষের সাথে ভাল আচরণ। আমাদের জীবনে হাসি খুশি আনন্দ, উল্লাসের অবশ্যই প্রয়োজন আছে কিন্তু হাসি-খুশি করে গল্প করে জীবনের অনেকটা সময় কেটে দেওয়ার কোন মানে হয়না। আপনার সাথে হাসিখুশি আড্ডা এবং গল্প বলার জন্য আপনার স্ত্রী আপনার বন্ধু-বান্ধব আছে কিন্তু জীবনের চলার পথ এমন কোন অপরিচিত মানুষকে বন্ধু বানানোর প্রয়োজন নাই। যারা আপনার যেকোনো সময় ক্ষতি করতে পারে। আমরা সব সময় রহস্য' আলাপে ব্যস্ত থাকি হ্যাঁ রহস্য আলাপ আমাদের জীবনের গুরুত্ব পূর্ণ একটি গুণ তাই বলে কি আমরা সব সময় রহস্য আলাপ নিয়ে ব্যস্ত থাকবো তাইলে জীবনে কখনোই সামনেই করতে পারবোনা। সামনের দিকে এগোতে গেলে অবশ্যই আমাদের কাজ করতে হবে ,কাজ করার অভ্যাস গড়ে তুলতে হবে। আমরা সব সময় নিজেকে অবসরে রাখতে পছন্দ করি কিন্তু আমাদের জীবনে এমন একটি সময় আসবে যখন অবসর আমাদের আর ভাল লাগবেনা। আমরা আমাদের জীবনের যে অবস্থায় থাকি আর যেখানে থাকি না কেন ,যদি জীবনকে উন্নতির চূড়ায় নিয়ে যেতে চাই তাহলে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে এবং পরিশ্রম করতে হবে। আমরা পৃথিবীর যেখানেই যাই না কেন আমরা আমাদের উদ্দেশ্য সফল করতে পারব। আপনি যদি মনে করেন জ্ঞানার্জনকে বাদ দিয়ে জীবনের উন্নতি করবেন তাহলে আপনি মূর্খ। জ্ঞান অর্জন কে বাদ দিয়ে কখনো জীবনের সফলতা অর্জন করা চিন্তা করাও পাপ। সবাই জানি এ জগতে মূর্খের কোন স্থান নেই।

woman-g4ac25bb7d_1920.jpg

Image Source

siam,.png

আবার আপনাকে পরিশ্রম করতে হবে বলে সারা দিন রাত ২৪ ঘন্টা শুধু পরিশ্রম করে যাবেন তাহলে আপনার যতটা না কর্ম ক্ষমতা বাড়বে বড় তার থেকে কমে যাবে। আমার ধারনা মতে আপনি যখন দীক্ষিত হবেন তখন আপনি আপনার পরিবার ভাই বোন সবার সঙ্গেই স্নেহ-মমতা আদান-প্রদান হওয়ার একটা সম্ভাবনা থাকে। আবার আমরা যদি সারা জীবন কাজ নেই ব্যস্ত থাকি তাহলে আমাদের মস্তিষ্কের যে একটা ক্ষুধা আছে তা কখনো পূরণ হবে না। মস্তিষ্কের যে ক্ষুদা গুলো মিটানোর জন্য আমরা হাসিখুশি, আড্ডা প্রয়োজন আছে। প্রেম-ভালোবাসা প্রণয় সব কিছুরই প্রয়োজন আছে তবে কোনো কিছুই যেন আপনার জ্ঞান অর্জনের পথে বাধা হয়ে না দাঁড়ায়। জ্ঞান অর্জনের পথে সবথেকে বড় বাধা যেটা হচ্ছে অলসতা । আমরা যত সহজে ,যত তাড়াতাড়ি আমাদের জীবন থেকে অলসতা দূর করতে পারবো আমাদের সাফল্য তত দ্রুত পাব ।

siam,.png

চলবে.........

ধন্যবাদ

@abidatasnimora


break.png

banner-abb23.png

Sort:  
 3 years ago 

আপু আপনি একদম সঠিক কথা বলেছেন যে জীবনকে উন্নত করতে হলে শুধু আর্থিক ভাবে উন্নত হলে হবে না, মানসিকভাবে উন্নত হওয়াটাই প্রধান। কারণ মনুষ্যত্বই প্রকৃত মানুষের পরিচয় বহন করে। যে ব্যক্তি লোভ-লালসা ত্যাগ করে নিজের মনুষ্যত্বকে প্রণাম করতে পারবে সেইতো বিবেকবান ব্যক্তি। আর হ্যাঁ আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা সব সময় অন্যের সম্পদ অর্থাৎ শ্বশুরবাড়ি সম্পদের দিকে চোখ রাখে এটা সত্যিই অত্যন্ত লজ্জাকর। অসাধারন একটি পোস্ট উপহার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আজ আপনার পোস্ট পড়ে আমি অনেক কিছুই শিখতে পারলাম। আসলেই আমাদের জ্ঞানসাধনার প্রয়োজন আছে। অলসতা দূর করতে না পারলে আমাদের দ্বআড়া আসলে কিছুই সম্ভব না। আর পরিশ্রম এর কথা কি বলবো। আজকে আপনার কথাগুলো আমার সত্যিই খুব ভালো লেগেছে আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে জ্ঞানমূলক কিছু সত্য কথা নিয়ে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58180.92
ETH 2477.99
USDT 1.00
SBD 2.42