আমার ব্যস্তময় একটি দিন, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আমার ব্যস্তময় একটি দিন শেয়ার করতে যাচ্ছি।সারাদিন কেটে গিয়েছে শপিং করতে করতে।সকাল ১১ টার সময় ঘুম থেকে উঠেছিলাম বের হতে হতে ১২ টা বেজে গিয়েছিল।

আর মাত্র ৩ দিন বাকি আছে নিজের বাড়ী ছেড়ে যেতে।তাই আজকেই ছিল কিছু কেনাকাটার শেষ দিন। কেনা কাটার আগেই একটু ঘুরে আসলাম খালার বাসা থেকে।খালার বাসায় ঢুকার সময় পেয়ে গেলাম সুন্দর একটি চন্দ্রমল্লিকা ফুলের গাছ। অসম্ভব সুন্দর লাগছিল ফুলগুলো।

A22D909D-EB9D-4A78-9BF5-3B86322BB376.jpeg

EFF9C937-7739-4092-A833-0E1EDB0C4990.jpeg

AB7679B9-0A10-4983-8726-22D028E3CD0F.jpeg

খালার বাসার চন্দ্রমল্লিকা ফুল।

খালার বাসায় ১৫/২০ মিনিট সময় কাটিয়ে বের হয়ে গেলাম কেনাকাটার উদ্দ্যেশ্যে।অনেক দিন পর দীর্ঘ সময় নিয়ে কেনা কাটা করলাম, মনে হচ্ছিল যেন ঈদের কেনাকাটা করছি। নাওয়া খাওয়া বাদ দিয়ে কেনা কাটায় ব্যস্ত ছিলাম।অবশেষে সকল কেনাকাটা শেষে সন্ধ্যার একটু আগে ঘরে ফিরি।

BDE74C25-3364-4BCB-808A-E832728862C5.jpeg

D4456B7E-5599-41B1-93DA-F9194E0AB55E.jpeg

DB48FBFB-D231-457D-A2A8-463F1BB1DF86.jpeg

কিছু কাপড় চোপড় কেনা কাটা হয়েছে।

70A1F92B-BD61-4773-A593-1DA3086ECDF7.jpeg

C7CC00CC-7E34-4B88-A091-A9CF6E6F6D6F.jpeg

2F8AE633-79C3-4105-AFA9-C3AEF2D5A8AA.jpeg

কিছু রঙিন কাগজ কিনেছি স্টিমিট এ ডাই পোষ্ট করার জন্য।

D7EC75EB-6FB6-45A1-A503-58D41AEDEC04.jpeg

40F2A648-1794-4261-ACD4-E1559803A3D1.jpeg

নিজের জন্য কিছু হাড়ি পাতিল কিনলাম।

এরপর কিছু স্ন্যাক্স কিনে নিলাম বিকালের নাস্তার জন্য। স্ন্যাক্সের মাঝে ছিল কেক, স্যানডুইস ও বাটারবন।বাটারবন আমার অনেক পছন্দের একটি খাবার , যখন বাংলাদেশে থাকতাম তখন প্রায়ই উপভোগ করতাম।অবশেষে ঘরে ফেরার পালা, রিক্সায় করে বাসায় ফিরলাম, রিক্সা আমার অনেক পছন্দের একটি যানবাহন, ঘুরে ঘুরে সবকিছু সহজেই দেখা যায়।

6BA87B39-593D-43AA-AC82-B7341E1709DD.jpeg

চিকেন স্যান্ডুইস অনেক মজার ছিল।

এরপর সন্ধার পর আম্মা আমাদের অনেক পছন্দের ভাপা পিঠা তৈরি করে খাওয়ালেন।মনে হয় প্রায় ১ যুগ পরে মায়ের হাতের বানানো পিঠা খেলাম, যদিও ইংল্যান্ডে এই পিঠা ফ্রোজেন হিসেবে পাওয়া যায় কিন্তু একটুও মজা হয়না। অনেক দিন পর তৃপ্তি ভরে উপভোগ করলাম।

C162C60A-B1EF-42CD-ABCC-6BE2DFC6295D.jpeg

30A78B06-107B-4927-AE4A-96132D619B80.jpeg

স্থান : ফরিদপুর
তারিখ : 04/01/2022

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা আজকে তাহলে এতটুকুই, আবার হাজির হবো আপনাদের মাঝে অন্যকিছু নিয়ে। এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
ধন্যবাদ,
@tangera

Sort:  
 3 years ago 

আপনি প্রথমেই ওতো সুন্দর একটি ফুলের ছবি দিয়ে নজর কাড়তে বাধ্য করেছেন।খুব ভালো লাগে যদি কোথাও প্রবেশ পথের সামনেই এরকম ফুলের দেখা পাওয়া যায়,মনটা শান্ত হয়ে যায়।
আর এবার আসি আপনার আম্মুর পিঠে প্রসঙ্গে।ঠিকই বলেছেন ফ্রোজেন পিঠে বাঙালির পেটে সইবে না।টাটকা পিঠের মজাটাই আলাদা,আবার সেটা যদি হয় তো আম্মুর হাতে তৈরি,তালে তো কথাই নেই।
ভালো থাকবেন আপনি এবং আপনার আম্মু।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 57889.68
ETH 2457.18
USDT 1.00
SBD 2.40