DIY-একটি নৃত্যশিল্পীর মান্ডালা আর্ট💃||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার



আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার একটি মান্ডালা আর্ট শেয়ার করতে যাচ্ছি। মান্ডালা আর্ট করতে আমার অনেক ভালো লাগে। আজ আমি ইন্ডিয়ান ঐতিহ্যবাহী মটকা নাচের একজন নৃত্যশিল্পীকে অংকন করার চেষ্টা করেছি। ইন্ডিয়ান সংস্কৃতিকে তুলে ধরতে আমি এই নৃত্য শিল্পীর চিত্র অংকন করেছি। ইন্ডিয়ান এই নাচের অন্যতম বৈশিষ্ট্য হলো কলস নিয়ে নাচ। আশা করছি আমার অঙ্কিত একটি নৃত্য শিল্পীর মান্ডালা আপনাদের কাছে ভালো লাগবে।



💃একটি নৃত্যশিল্পীর মান্ডালা আর্ট:💃

IMG20220103165723.jpg
Device-OPPO-A15



ইন্ডিয়ান ঐতিহ্যবাহী এই নাচের সাথে সকলেই পরিচিত। ইন্ডিয়ান বিভিন্ন প্রদেশের মহিলারা কলস হাতে নিয়ে একটি ভিন্নধর্মী নাচ করে। তবে এই নাচ সব জায়গায় দেখতে পাওয়া যায় না। অঞ্চলভেদে এই নাচের সংস্কৃতি দেখতে পাওয়া যায়। একেক জনগোষ্ঠীর সংস্কৃতি একেক রকমের। মানুষের জীবনযাত্রার উপর নির্ভর করে তাদের সংস্কৃতি গড়ে উঠেছে। ইন্ডিয়ান সংস্কৃতির একটি পরিচিত নাচ হল মটকা নাচ। এই নাচ বিভিন্ন অঞ্চলে খুবই জনপ্রিয়। অঞ্চলভেদে এই নাচের অনেক জনপ্রিয়তা রয়েছে। তাই আমি ইন্ডিয়ান সাংস্কৃতিক ঐতিহ্যকে সকলের মাঝে উপস্থাপন করার জন্য একটি নৃত্যশিল্পীর চিত্র আপনাদের মাঝে উপস্থাপন করেছি।



প্রয়োজনীয় উপকরণ:

১. সাদা কাগজ।
২. পেন্সিল।
৩. রাবার।
৪. জেল পেন।

IMG20220103150558.jpg
Device-OPPO-A15



💃একটি নৃত্যশিল্পীর মান্ডালা আর্ট:💃



💃ধাপ-১💃

IMG20220103153345.jpg
Device-OPPO-A15
IMG20220103153656.jpg
Device-OPPO-A15



একটি নৃত্যশিল্পীর মান্ডালা আর্ট করার জন্য প্রথমে আমি মুখের অংশ ও ঘোমটা অংকন করেছি। এরপর হাত অংকন করেছি।



💃ধাপ-২💃

IMG20220103153902.jpg
Device-OPPO-A15
IMG20220103154031.jpg
Device-OPPO-A15



এরপর কলসের চিত্র অংকন করেছি। মটকা নাচের বৈশিষ্ট্য হলো কলস নিয়ে নাচ করা। তাই আমি কলসের চিত্র অংকন করেছি।



💃ধাপ-৩💃

IMG20220103154440.jpg
Device-OPPO-A15



আমার অঙ্কিত নৃত্যশিল্পীর পরনের ঘাগড়া অংকন করার চেষ্টা করেছি। পেন্সিল দিয়ে ঘাগড়ার আকৃতি অংকন করে নিয়েছি।



💃ধাপ-৪💃

IMG20220103154630.jpg
Device-OPPO-A15



এবার আমি নৃত্যশিল্পীর ওড়না অংকন করেছি। ঘোমটা দিয়ে নাচ করতে এই শিল্পী গোষ্ঠী খুবই পছন্দ করে। তাই আমি একটি সুন্দর ওড়না অংকন করেছি।



💃ধাপ-৫💃

IMG20220103154724.jpg
Device-OPPO-A15
IMG20220103155248.jpg
Device-OPPO-A15



এবার আমি ধীরে ধীরে কালো জেল পেন দিয়ে সম্পূর্ণ চিত্রটি অংকন করেছি। আমি খুব সাবধানতার সাথে নৃত্যশিল্পীর চিত্র অংকনের সম্পূর্ণ অংশ জেল পেন দিয়ে অংকন করেছি।



💃ধাপ-৬💃

IMG20220103155644.jpg
Device-OPPO-A15
IMG20220103160054.jpg
Device-OPPO-A15



এবার আমি একটি নৃত্যশিল্পীর মান্ডালা আর্ট করার জন্য প্রথমে কলসের মান্ডালা আর্ট করেছি। এরপর ঘাগরার উপরের অংশ থেকে মান্ডালা আর্ট শুরু করেছি।



💃ধাপ-৭💃

IMG20220103160336.jpg
Device-OPPO-A15
IMG20220103160543.jpg
Device-OPPO-A15



এবার আমি ধীরে ধীরে একটি নৃত্যশিল্পীর মান্ডালা আর্ট করার জন্য ঘাগরার উপরের অংশ সুন্দর করে মান্ডালা আর্ট করেছি এবং নিচের দিকের কিছু অংশের আর্ট করেছি।



💃ধাপ-৮💃

IMG20220103161049.jpg
Device-OPPO-A15
IMG20220103161406.jpg
Device-OPPO-A15



নৃত্যশিল্পীর মান্ডালা আর্ট করার জন্য আরও কিছু অংশে অংকন করেছি। আমি খুব সাবধানতার সাথে অংকন করেছি।



💃ধাপ-৯💃

IMG20220103161541.jpg
Device-OPPO-A15
IMG20220103162836.jpg
Device-OPPO-A15



এভাবে আমি নৃত্যশিল্পীর মান্ডালা আর্ট করার জন্য তার ঘাগরার নিচের দিকের অংশে সুন্দর করে মান্ডালা আর্ট করেছি এবং ঘাগরার সম্পূর্ণ অংশ সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করেছি।



💃ধাপ-১০💃

IMG20220103163003.jpg
Device-OPPO-A15
IMG20220103163732.jpg
Device-OPPO-A15



এবার আমার অঙ্কিত নৃত্যশিল্পীর পরনের ওড়নাটি সুন্দর করার জন্য মান্ডালা অংকন করার চেষ্টা করেছি। আমি সুন্দর করে ওড়নাটি সাজিয়ে তোলার জন্য মান্ডালা আর্ট করেছি।



💃শেষ ধাপ💃

IMG20220103163908.jpg
Device-OPPO-A15
IMG20220103164852.jpg
Device-OPPO-A15



এবার ধীরে ধীরে নৃত্যশিল্পীর পরনের ওড়নাটি আরো বেশি সুন্দর করার জন্য আরও কিছু অংশে কাজ করেছি। এভাবেই আমি একটি নৃত্যশিল্পীর মান্ডালা আর্ট এর কাজ সম্পূর্ণরূপে শেষ করেছি।



💃উপস্থাপনা:💃

IMG20220103165357.jpg
Device-OPPO-A15
IMG20220103165935.jpg
Device-OPPO-A15



একটি নৃত্যশিল্পীর মান্ডালা আর্ট করতে আমার খুবই ভালো লেগেছে। আমি আমার অঙ্কিত চিত্রের মাধ্যমে একজন নৃত্যশিল্পীকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমি আমার অঙ্কিত চিত্রটির প্রতিটি ধাপ আপনাদের মাঝে তুলে ধরেছি। আশা করছি আমার অংকন চিত্রটি আপনাদের কাছে ভালো লেগেছে।



❤️ধন্যবাদ সকলকে।❤️

Sort:  
 3 years ago 

নৃত্যশিল্পীর মান্ডালা আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। দেখে অনেক ভালো লাগলো। আপনার প্রশংসা করতে হয় আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন

 3 years ago 

ভাইয়া সর্বপ্রথম আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

খুবই কঠিন একটি মান্ডালা আর্ট করেছেন। চিত্রটি আঁকতে বেশ সময় লেগেছে। সত্যি বলতে আমার কাছে খুব দারুণ লেগেছে। ধন্যবাদ।

 3 years ago 

আমার আর্ট আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে অনেক ভালো লাগলো ভাইয়া। সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

আপনার ম্যান্ডেলা আর্টগুলো দেখতে বেশ চমৎকার লাগে। আজকের ম্যান্ডেলা আর্টটিও বেশ চমৎকার হয়েছে আপু। একটি মেয়ের নৃত্যরত অবস্থার ম্যান্ডেলা আর্ট খুব সুন্দর করে অঙ্কন করেছেন। ধন্যবাদ আপু

 3 years ago 

জ্বী ভাইয়া আমি চেষ্টা করি আমার আর্ট গুলো চমৎকার ভাবে উপস্থাপন করার। সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 
  • আপনার নিত্য শিল্প ম্যান্ডেলা আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি খুবই সুন্দরভাবে ম্যান্ডেলাটি অঙ্কন করেছেন। আপনার প্রতিটা ধাপে ধাপে উপস্থাপনা আমার অনেক ভালো লেগেছে। আপনার এই উপস্থাপন দেখে আমি শিখতে পেরেছি। আপনার জন্য রইল শুভকামনা
 3 years ago 

আমার আর্ট দেখে আপনি শিখতে পেরেছেন এটা জেনে ভালো লাগলো ভাইয়া। সুন্দর একটি মন্তব্য করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপনার তৈরি করা ম্যান্ডেলার ড্রয়িং টি দেখতে অসাধারণ লাগছে। আমি এসব ড্রয়িং অনেক ভালোবাসি এসব ড্রয়িং এর মাধ্যমে ক্রিয়েটর এর ক্রিটিভিটি প্রকাশ পায়। আপনি দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং নতুন বছরের শুভেচ্ছা।

 3 years ago 

জ্বী ভাইয়া আমি সবসময় চেষ্টা করি ক্রিয়েটিভ কিছু তৈরি করার। আমার পোস্ট আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে অনেক খুশী হলাম। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 
আপু আপনার আঁকা নৃত্য শিল্পী ম্যান্ডেলা চিত্রটি দেখতে অসম্ভব সুন্দর লাগছে। খুব সুন্দর ডিজাইন এবং নিখুঁত হাতের কাজের মাধ্যমে ম্যান্ডেলা এঁকে তা আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে এবং শুভকামনা আপনার জন্য।
 3 years ago 

আমি চেষ্টা করেছি নিখুঁতভাবে আমার আর্ট সম্পন্ন করার। আমার আর্ট আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

ম্যান্ডেলা আর্ট করতে অনেক দক্ষতার প্রয়োজন আমি মনে করি আপনার মধ্যেও আছে তা আপনার অঙ্কন দেখেই বোঝা যাচ্ছে। খুব সুক্ষ সুক্ষ ডিজাইন নিয়ে আপনি অঙ্কন করেছেন । তার সাথে অংকনটি খুব নিখুঁত হয়েছে।অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর ম্যান্ডেলার আর্ট আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপু। আমার আর্ট আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে অনেক ভালো লাগলো।

 3 years ago 

আপু অতি চমৎকার একটি মান্ডালা অঙ্কন করেছেন। নৃত্যরত মেয়েটির মান্ডালা অংকন এর প্রতিটি ধাপ পড়ে আমার খুবই ভালো লেগেছে। নৃত্যরত মেয়েটির মাথায় এবং হাতে কলসি অংকনের বিষয়টি আমার কাছে দারুন লেগেছে। এক কথায় অসাধারণ সুন্দর একটি পোষ্ট উপহার দিয়েছেন আপনি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি চেষ্টা করেছি আমার অংকিত চিত্রটি সুন্দর করে উপস্থাপন করার।

 3 years ago 

আপু পূর্বেও দেখেছি আপনি ম্যান্ডেলা আর্ট এ ভীষণ পারদর্শী।বরাবরের মতো আপনার আজকের অঙ্কন করা ম্যান্ডেলা চিত্রটি অনেক সুন্দর হয়েছে।ধাপ গুলোর উপস্থাপনাও বেশ ভালো ছিল।শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আমার পূর্বের আর্ট গুলো আপনি দেখেছেন এটার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি চেষ্টা করেছি সুন্দর করে আর্ট করার। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76511.74
ETH 3031.28
USDT 1.00
SBD 2.62