ফটোশপ এর ট্রান্সফর্ম টুল নিয়ে আলোচনা || ফটোশপ ভিডিউ টিউটোরিয়াল #১৪
হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। বরাবরই আমি যেটা জানি সেটা মানুষ কে জানাতে ভালোবাসি। যেহেতু ফটোশপ এর টুক টাক কাজ পারি তাই এরই ধারাবাহিকতায় আজ নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজ ফটোশপ এর গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো আর সেটি হচ্ছে ট্রান্সফর্ম টুল।
ফটোশপ দিয়ে নানান ধরনের ছবি আঁকা যায়। এর কাজ জানলে আপনি বিভিন্ন ধরনের আর্ট ও গ্রাফিক্স এর কাজ করতে পারবেন। যদিও সময় লাগে অনেক। আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবত ডিজিটাল আর্ট করে আসছি আপনাদের মাঝে। অনেকেই ভিডিও টিউটোরিয়াল চান আমার কাছে। তবে আমি শিখতেছি তাই দিচ্ছিলাম না। এখন আমি মোট মুটি কাজ পারি তাই ভাবলাম একটু একটু করে আপনাদের ও দেখাই। তো আজ দেখাবো ফটোশপ ট্রান্সফর্ম টুল এর কাজ। তো আর কথা না বারিয়ে চলুন টিউটোরিয়াল এ চলে যাই -
আজকের এই টিউটোরিয়াল এ আমি দেখিয়েছি ট্রান্সফর্ম টুল এর কাজ। ট্রান্সফর্ম টুল আমাদের অনেক কাজের। ফটোশপ এর জন্য অনেক গুরুত্বপূর্ন একটি টুল এটি। যেকোনো কাজ করতেই দেখা যায় ট্রান্সফর্ম টুল এর ব্যবহার হয় অনেক মাত্রায়। তাই এই গুরুত্বপূর্ন টুল নিয়ে একটু আলোক পাত করলাম। জানিনা কতটা বুঝাতে পেরেছি আমি। যাক আশা করি আমার সম্পূর্ন ভিডিও দেখলে সব কিছুই বুঝবেন। তবে কোথাও না বুঝলে অবশ্যই কমেন্ট এ জানাবেন। আমি রিপ্লে দিয়ে হেল্প করার চেস্টা করবো।
পুর্ববর্তী পর্ব গুলোঃ পর্ব-১, পর্ব-২, পর্ব-৩, পর্ব-৪, পর্ব-৫, পর্ব-৬ , পর্ব-৭,পর্ব-৮,পর্ব-৯,পর্ব-১০,পর্ব-১১, পর্ব-১২,পর্ব-১৩
তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।
░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░
আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
খুব চমৎকার একটা টিউটোরিয়াল শেয়ার করেছেন ভাই। আসলে মাঝে মাঝে শিক্ষনীয় কিছু টিউটোরিয়াল শেয়ার করলে অনেকেই ফটোশপ সম্পর্কে অনেক ভালো একটি ধারণা পাবে। ধন্যবাদ আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন।
জ্বি ভাইয়া। আসলে ফটোশপ সত্যি কাজের।
ফটোশপের কাজ আমি তেমন একটা পারিনা। তবে প্রিন্ট এর কাজ কিছু কিছু করতে পারতাম। তবে আপনারা টিউটোরিয়ালটি খুব ভালো ছিল এবং অনেকের জন্য উপকারী হবে। ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন।
আশা করি একটু হলেও কিছু শেখাতে পেরেছি।