গল্পে গল্পে জীবনের শিক্ষাঃ পর্ব ১৫ || লাইলি মজনুর কাহিনী, বিপদের বন্ধু || A friend in need [5% @abb-charity & 10% @shy-fox]

in আমার বাংলা ব্লগ3 years ago

ভূমিকাঃ

গল্পে গল্পে যখন আমরা কোনো কিছু শিখি তখন সেটা আমাদের মনে অনেকদিনের জন্য গেঁথে যায়। তাই গল্পে গল্পে কোন কিছু শিখার আনন্দ অন্যরকম। আমার বাংলা ব্লগ কমিউনিটি-তে আমি কয়েকটি সিরিজ লিখছি। তার মধ্যে গল্পে গল্পে জীবনের শিক্ষা সিরিজটি অন্যতম যেখানে একটি গল্প এবং এই গল্প থেকে আমাদের বাস্তব জীবনের শিক্ষামূলক কিছু দিক শেয়ার করে থাকি। গল্পগুলো মূলত ঈশপের গল্প বা অন্য কোন ছোট আকারের গল্প। আশা করি গল্পগুলো ও এর অন্তনিহিত শিক্ষা আপনার ভাল লাগবে।

Thumbnails.jpg

Thumbnail Background Source: Image by Clker-Free-Vector-Images from Pixabay
Line Break Steem.png

পর্ব ১৫: লাইলি ও মজনুর গল্পঃ বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু

Line Break Steem.png

প্রথমে গল্পটিঃ

লাইলি মজনুর কাহিনী আমাদের অনেকের জানা। আজকের গল্পটি সেই লাইলি মজনু কে নিয়ে। লাইলি মজনুর কাহিনী সেটি হচ্ছে একটি প্রেম কাহিনী। আপনারা জানেন মজনু লাইলির জন্য পাগল থাকে এবং জঙ্গলে বনে মাঠে লাইলী লাইলী বলে ঘুরে বেড়ায়। লাইলি মজনুর জন্য পাগল কিন্তু পরিবারের কারণে মজনুর কাছে যেতে পারে না। লাইলি রাজপ্রাসাদে থাকে এবং আরাম-আয়েশে জীবন-যাপন করে।

একবার লাইলির মনে হল যে মজনু ভাল অবস্থায় আছে সেটা তার নিশ্চিত করা উচিত। তাই সে সিদ্ধান্ত নিল সে কোন কিছুই খাবে না যদি ওই খাবারের অর্ধেক অংশ মজনুর জন্য পাঠানো হয়। তো যেই কথা সেই কাজ। লায়লি খাবার-দাবার বন্ধ করে দিল। এই অবস্থার কথা শুনে লাইলির বাবা বলে দিলেন ঠিক আছে। লাইলি যা খাবে তার অর্ধেক মজনুর জন্য পাঠিয়ে দেওয়া হবে। তো এভাবে করে লাইলির খাবারের অর্ধেক অংশ তাদের বাড়ির কাজের লোকের মাধ্যমে মজনুর কাছে প্রতিনিয়ত পাঠানো হতো।

cloud-5055011_1920.jpg
Source: Image by Kranich17 from Pixabay


হঠাৎ করে লাইলির একদিন সন্দেহ হলঃ যে যে খাবার মজনু জন্য পাঠানো হয় তা মজনু পর্যন্ত পৌঁছে কিনা। তাই এবার এটা পরীক্ষা করার জন্য সে কাজের লোককে বলে দিল আজকে মজনুর কাছে খাবার পৌঁছানোর সময় গিয়ে বলবে তার জন্য কিছু রক্ত পাঠিয়ে দিতে। কারণ লাইলি জানতো মজনুকে যদি বলা হয় তার সমস্ত শরীরে রক্ত বের করে দিতে তাও সে লাইলির জন্যে বের করে দিতে পারবে। কাজের লোক এতদিন মজনুর জন্য খাবার নিয়ে যাবে বলে আসলে সে নিজেই খেয়ে ফেলত। কিন্তু যখন রক্ত দেওয়ার কথা আসলো তখন সে খাবার পৌঁছে দিতে অস্বীকার করল। তার কথা হচ্ছে সে মজনু সেজেছিল খাবার খাওয়ার জন্য এবং এই মজনু হচ্ছে দুধ, কলা খাওয়া মজনু কিন্তু রক্ত দেওয়া মজনু নয়।

Line Break Steem.png

গল্পের শিক্ষাঃ

গল্পটি যেমন অনেকটা চমৎকার তেমনি এই গল্পের শিক্ষার্থীট চমৎকার। জীবনের ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যখন আপনাদের সুসময় থাকবে তখন আপনাদের পাশে অনেক লোক থাকবে। যখন ভালো সময় থাকে এবং হাতে প্রচুর টাকা-পয়সা থাকে তখন আশেপাশের প্রচুর মানুষ ভিড় জমায়। সেই মানুষগুলো আপনার জন্য অনেক বেশী ডেডিকেশন দেখায়। তারা আসলে প্রকৃতপক্ষে আপনার শুভাকাঙ্ক্ষী নয়। বরং এই মানুষগুলো আপনার বিপদে-আপদে এবং সবসময় আপনার পাশে থাকে এবং আপনার দুর্দিনেও আপনাকে সময় দেয় সেই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু, ভালোবাসার মানুষ এবং শুভাকাঙ্ক্ষী।

যারা আপনার অবস্থা ভালো হলে আপনার কাছে কাছে আসে আমি আপনার শুভাকাঙ্ক্ষী হতে চায় তাদের আসলে মতলব ভিন্ন থাকে। যখনই আপনার অবস্থান পরিবর্তন হয়ে যাবে তখন আপনি তাদেরকে পাবেন না। অর্থাৎ আপনি কেবলমাত্র তাদেরকে তখনই পাবেন যখন তাদেরকে কোনো সুযোগ-সুবিধা পাবেন ইফেক্ট দিয়ে যাবেন কিন্তু যখন তাদের কাছ থেকে কোন ধরনের কন্ট্রিবিউশন অথবা বেনিফিট চাইবেন ঠিক তখনই তারা আপনার থেকে পালাবে। যেমনটি আপনারা গল্পে দেখতে পেলেন মজনুর হয়ে বা মজনু সেজে খাবার খেয়ে যাচ্ছিল কিন্তু যখন রক্ত দেয়ার প্রশ্ন আসলো তখন আর দিতে পারব না।

বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনকে এই ধরনের গল্প করতে অনেক সময় দেখা যায় এবং এটা অনেকটাই তাদের জন্য প্রযোজ্য। নেতাকর্মীদেরকে পাশে পাওয়া যায় না যখন তারা বিরোধী দলে থাকে কিন্তু যখন দল ক্ষমতায় থাকে তখন নেতাকর্মীরা অভাব হয় না অর্থাৎ দুধ কলা খাওয়ার সময় সবাই চলে আসেন কিন্তু যখন রক্ত দেওয়ার সময় আসে তখন আর কাউকে খুঁজে পাওয়া যায় না। এইটা রাজনৈতিক দলগুলো বা প্রেক্ষাপটের যেমন সত্য তেমনি জীবনের অন্যান্য অনেক ক্ষেত্রেই এটা সত্য। আপনার পাশে যারা শুভাকাঙ্ক্ষী এবং আপনার থেকে সুযোগ সুবিধা নিচ্ছেন তারা আপনার বিপদের সময় আপনার জন্য কষ্ট করতে পারবেন কিনা বা করবেন কিনা এই বিষয়টি আপনাকে নিশ্চিত হওয়াটা অনেক বেশি জরুরী, তা না হলে আপনি ভুল মানুষের সাথে জীবন যাপন করছেন। তাই রক্ত দেওয়ার সময় আসলে তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না।

sunset-1807524_1920.jpg
Source: Image by Sasin Tipchai from Pixabay


এ কারণেই ইংরেজিতে একটি কথা প্রচলিত আছে আর তা হলঃ A friend in need is a friend indeed.
অর্থাৎ বিপদের বন্ধুই হচ্ছে প্রকৃত বন্ধু। তাই আমাদের উচিত আমাদের যারা বন্ধু শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের মধ্য থেকে বিপদের বন্ধু কে খুঁজে বের করা এবং যেকোনো টেকনিক বা পদ্ধতি অবলম্বন করে অবশ্যই প্রকৃত বন্ধু খুঁজে বের করা যেমনটি লাইলি করেছিল। ধন্যবাদ

Line Break Steem.png

শেষকথাঃ

আশা করি গল্পের মাধ্যমে আপনি নতুন জিনিস শিখতে পেরেছেন এবং উপকৃত হয়েছেন। আমার লিখা অন্য গল্পগুলোর লিঙ্ক নিচে দিয়ে দিলাম। ভাল লাগলে সেগুলোও পড়ে আসতে পারেন। আমার লেখাটি এ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Line Break Steem.png

এই সিরিজে আমার লিখা পূর্বের গল্পগুলোর তালিকাঃ

পর্বপ্রকাশের তারিখগল্পের বিষয়বস্তু
০১১৯/০৭/২০২১ব্যাঙ ও ক্যারিয়ারে মানিয়ে নেয়ার গল্প
০২২৬/০৭/২০২১টিয়া পাখির কৌশল
০৩২৭/০৭/২০২১গর্তের ব্যাঙ ও সফলতার দুই চাবিকাঠি
০৪০২/০৮/২০২১কৃষকের ছেলের ছাগলছানা ও অনুশীলনে অভ্যাস পরিবর্তন
০৫০৯/০৮/২০২১দৈত্য কর্ত্রিক তিন ইচ্ছা পূরণ ও অন্যের সম্পদে ঈর্ষা
০৬১৩/০৮/২০২১হরিণের শিং ও পা এর গল্পে রূপকে নয় কাজকে মূল্যায়নের শিক্ষা
০৭২১/০৮/২০২১প্রফেসর ক্লাশে জার নিয়ে প্রবেশ ও প্রায়রিটির গুরুত্ব
০৮২২/০৮/২০২১শিংহ, বাঘ ও শিয়াল এর গল্পে বাঘের চালাকীর সাজা
০৯২৩/০৮/২০২১বাবা ছেলে ও গাদার গল্প, অন্যের কথায় প্রভাবিত হওয়া
১০১৭/০৯/২০২১বাচ্চা বলছেঃ আমি স্মার্টফোন হতে চাই
১১২৩/০৯/২০২১মনীষী ও শীষ্যঃ ঘি এত দাম তেলের চেয়ে কম
১২০৮/১০/২০২১ বিল গেটসের ভাইভাঃ একটা কোর্স করেই শিখে নিব
১৩২৫/১০/২০২১সারস পাখিঃ একসাথে দুই নৌকায় পা দিলে যা হয়
১৪০১/১১/২০২১সিংহ ও শেয়ালের বাচ্চার কানঃ রাজাকে যেকোন ভাবেই খুশি রাখতে হবে

Line Break Steem.png

আমি কেঃ

আমি সাইফুল বাংলাদেশ থেকে। পেশায় শিক্ষক এবং সাবেক ব্যাংকার। পড়াশুনা করেছি প্রকৌশলবিদ্যায়। আমি আমার চিন্তাভাবনা এবং ধারণাগুলি ব্লগে শেয়ার করতে ভালবাসি। স্টিম এ ২০১৯ সাল থেকে নিয়মিত লিখালিখি করে আসছি। আমি বিশ্বাস করি, আমার জ্ঞান ও লিখা থেকে একজনও যদি উপকৃত হল বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার ব্লগে লিখালিখি সার্থক

Line Break Steem.png

Intro Steem.gif

অন্যান্য মিডিয়াতে আমার সাথে যুক্ত হতে পারেনঃ

FacebookTwitterInstagram
YoutubeThreeSpeakDTube

Amar Bangla Blog Logo.png

Sort:  
 3 years ago 

এই দুনিয়াটা বেশ স্বার্থপর ভাইয়া ।আপনার প্রয়োজনে আপনি কাউকে পাশে পাবেন না কিন্তু আপনার সুসময়ে আপনার পাশে এমন ভাবে ভির করবে মনে হবে তারা কত আপন কিন্তু বাস্তবিক পক্ষে তারা কখনই আপনার ভাল চায় না ।তারা শুধু শুধু সুযোগ সন্ধানী হয়ে থাকে আপনার আশেপাশে। লাইলি মজনু গল্পের মাধ্যমে আমি যে শিক্ষার্থী অর্জন করছি সেটি হচ্ছে মানুষের প্রতি বিশ্বাস সেই বিশ্বাসটা অন্য কেউ কখনো অর্জন করতে পারে না যেমনটা করতে পারেনাই খাবার চুরি করা সেই মানুষটি। দিনশেষে স্বার্থের দুনিয়ায় নিজেকে ভালো রাখার টা অনেক কঠিন ভাইয়া।

 3 years ago 

আমাদের সমাজে আসলে এমন নকল মজনুর কোনো অভাব নেই বললেই চলে। নকল মজনু গুলো সবার ভালো সময়ে অনেক বেশি কাছে থাকে। আর যখন বিপদ আসে বা খারাপ সময় আসে তখন তারা কাছে থাকা তো দূরে থাক খোজ খবর ই নেয় না। আপনি প্রতিটি শিক্ষা মূলক গল্প পড়তে সবসময় ই অনেক ভালো লাগে ভাইয়া।

hello @engrsayful

thanks for increasing the delegation to 50 SP :)))!
10 SP is the entry fee for your account.
with the 40 SP you could give up to 4 friends a sponsorship. They would get the same service that you get!

LGM (@meins0815)

!invest_vote

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54819.76
ETH 2295.81
USDT 1.00
SBD 2.31