গল্পে গল্পে জীবনের শিক্ষাঃ পর্ব ১১ || মনীষীর প্রজ্ঞা ও অস্বভাবিকতা || Wisdom and Unnatural issues [10% for @shy-fox]

in আমার বাংলা ব্লগ3 years ago

ভূমিকাঃ

গল্পে গল্পে যখন আমরা কোনো কিছু শিখি তখন সেটা আমাদের মনে অনেকদিনের জন্য গেঁথে যায়। তাই গল্পে গল্পে কোন কিছু শিখার আনন্দ অন্যরকম। আমার বাংলা ব্লগ কমিউনিটি-তে আমি কয়েকটি সিরিজ লিখছি। তার মধ্যে গল্পে গল্পে জীবনের শিক্ষা সিরিজটি অন্যতম যেখানে একটি গল্প এবং এই গল্প থেকে আমাদের বাস্তব জীবনের শিক্ষামূলক কিছু দিক শেয়ার করে থাকি। গল্পগুলো মূলত ঈশপের গল্প বা অন্য কোন ছোট আকারের গল্প। আশা করি গল্পগুলো ও এর অন্তনিহিত শিক্ষা আপনার ভাল লাগবে। একটা দীর্ঘ সময় ধরে গল্প থেকে শিক্ষা সিরিজে লেখা হচ্ছেনা তাই অনেকদিন পর আজকে আবার একটি গল্প এবং সে গল্পের শিক্ষা নিয়ে হাজির হলাম।

Thumbnails.jpg
Thumbnail Background Source: Image by Clker-Free-Vector-Images from Pixabay
Line Break Steem.png

পর্ব ১১: মনীষী ও তার শিষ্য এর গল্প || তেলের দাম ঘি এর চেয়ে বেশি

Line Break Steem.png

প্রথমে গল্পটিঃ

এক মনীষী এবং তার শিষ্য নতুন একটি শহরে গিয়ে ছিলেন তাদের প্রয়োজনীয় কাজে। সেখানে গিয়ে তারা দেখতে পেলেন ওই দেশে ঘি এর দাম তেলের দামের চেয়ে অনেক কম। এরকম একটি অস্বাভাবিক ব্যাপার দেখে মনীষী চমকে গেলেন। তিনি ভাবতে থাকলেন এরকমটা কিভাবে সম্ভব! অন্যদিকে তার শিষ্য খুব খুশি হয়ে গেল কারণ সে ঘি খেতে পারবে বেশি বেশি এবং কম দামে। কিন্তু মনীষী সেখানে থাকাটা নিরাপদ মনে করলেন না কারণ তিনি ভাবলেন যে দেশে তেলের দামের চেয়ে ঘি-এর দাম বেশি সেই দেশে আর যাই কিছু থাকুক না কেন ন্যায়নীতি বলে কিছু নেই। কিন্তু শিষ্য কোনোভাবেই মনীষীর কথা শুনলেন না এবং এই দেশেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন।

ওই রাজ্যে হঠাৎ করে একবার দালানের ছাদ ধসে পড়ে একটি বিড়াল মারা গেল। এই ব্যাপারটি রাজার দরবারে অভিযোগ আকারে গেল। তিনি বাড়ির মালিক কে ডেকে পাঠালেন এবং শাস্তি দিতে চাইলেন। বাড়ির মালিক জানালো তার কোন দোষ নেই কারন সে টাকা পয়সা ঠিকমত খরচ করেছে ও ভাল মালামাল কিনে বাড়ি বানিয়েছে তবে যারা মিস্ত্রি আছে তারা হয়তো কোন ভুল করেছে। এবার রাজা মিস্ত্রি-কে ডেকে আনালেন এবং মিস্ত্রি বলল, সে কাজটি ঠিকভাবেই করেছে তবে মালামাল জোগাড় করে দেওয়ার ক্ষেত্রে জোগালী ছিল সে হয়তো ভুল কিছু করেছে।

bath-oil-2510783_1920.jpg
Source: Image by Couleur from Pixabay


রাজা খুব ক্ষেপে যাচ্ছেন আস্তে আস্তে কারণ তার এলাকায় একটি বিড়াল মারা গিয়েছে আর সেটার বিচার এখনো হচ্ছে না। তাই তিনি এবার জোগালে-কে ডেকে নিয়ে আনালেন। জোগালে বলল যে সে কাজ ঠিকঠাক মতোই করেছে হয়তোবা ইটের কোম্পানি কোনো গন্ডগোল করেছে অথবা সিমেন্ট কোম্পানি। একজন আরেকজনের ওপর দোষ চাপাতে থাকল এবং সর্বশেষ সিমেন্ট কোম্পানিতে যারা মাটি সাপ্লাই দিয়েছে সেই রকম একজনকে পাওয়া গিয়েছে এবং তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। সে তো অনেক বুঝানোর চেষ্টা করল যে মাটিতে কোন দোষ থাকেনা। এটা এই রাজ্যের-ই ভাল মাটি। কিন্তু রাজা কিছুতেই আর কিছু শুনলেন না। তিনি খুব ক্ষুদ্ধ যে, তার এলাকায় এক বিড়াল মারা গেছে কিন্তু এখনো বিচার শেষ হয়নি। তাই তিনি ফাসির সাজা শুনিয়ে দিলেন। ফাঁসি দিতে হবে।

এখন ফাঁসি কার্যকর করার জন্য যখনি ফাঁসির দড়ি বেঁধে পড়ানো হচ্ছে তখন দেখা গেল লোকটির গলা অনেক পাতলা ধরনের এবং ফাঁসি কার্যকর করা যাচ্ছে না। এবার তো রাজা আরো ক্ষেপে গেলেন কারন এখনো বিচার হচ্ছেনা। ফাসি হওয়া চাই যে কোন মূল্যে। এবার তিনি হুকুম দিলেন এমন কোন লোককে খুঁজে নিয়ে আস যে মোটাসুটা ও গলা মোটা যাতে এই ফাঁসির দড়ি খুব সহজেই কাজ করে।

সেখানে তখন উপস্থিত ছিলেন ওই শিষ্য। এতদিনে ওই এলাকায় থেকে অনেক ঘি খেয়ে দেয়ে বেশ মোটা হয়েছেন। এবার তাকে খুঁজে ধরে নিয়ে আসা হলো। শিষ্য বলতে থাকলো আমার কোন দোষ নেই। রাজা বললেন ফাসি হতে হবে আর যেহেতু তোমার স্বাস্থ্য ভাল তাই তোমারই ফাসি হবে কারণ আমার এলাকায় একটি বিড়াল মারা গিয়েছে সে বিচার এখনো হয়নি। ফাসি হতেই হবে। এরকম ঘটনার আকস্মিকতায় সে হঠাৎ করেই খুব ভয় পেয়ে গিয়ে কান্না শুরু করে দিল।

loop-1222466_1920.jpg
Source: Image by kalhh from Pixabay


ওই মনীষী ওইদিনই হঠাৎ করে ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন এবং কাছে এসে এই ঘটনা তিনি প্রত্যক্ষ করেন। শীর্ষ মানুষের কাছে বললেন যে, সে তার ভুল বুঝতে পেরেছে এবার তাকে যেন তিনি কোনোভাবে বাঁচিয়ে নেনে। মনীষী এবার বুদ্ধি করে রাজাকে বলল যে, মনীষী খুব গণনা করতে পারেন ও গণনা করে দেখেছেন যে এই ব্যক্তি যেদিন মারা যাবে রাজা ঠিক তার পরের দিন মারা যাবে। এই কথা শুনে রাজা খুব ভয় পেয়ে গেলেন এবং তাকে মুক্তি দিয়ে দিলেন। এবার মনীষী তার শিষ্য-কে বললেন, তোমাকে আগেই বলেছিলাম যে দেশে ঘি এর দাম তেলের দামের চেয়ে বেশি সেই দেশে আর যাই কিছু থাকুক না কেন সঠিক বিচার নেই।

Line Break Steem.png

গল্পের শিক্ষাঃ

আজকের গল্পটি একটু বড় ছিল তবে এখানে থেকে আমরা ৩টি মূল্যবান শিক্ষা নিতে পারি।

প্রথমতঃ এই গল্প থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে, যখন আমাদের আশেপাশের বিভিন্ন রকম অস্বাভাবিক ঘটনা ঘটে তখন আমরা সেটা আমাদের অনুকূলে গেলেও সেটা মেনে নেওয়া ঠিক নয়। যেটা ভুল সেটা আমাদের অনুকূলে গেলে যেমন ভুল তেমনি আমাদের অনুকূলে না গেলেও সেটা ভুল। তাই জীবন চলার পথে আমাদেরকে ভুল সঠিক, ভালো-খারাপ এগুলোকে বিচার করার মন-মানসিকতা থাকতে হবে। আমরা যখন কোন কিছুর মানদন্ড করতে চাইবো তখন সেটাকে বিচার করতে হবে আমার লাভ বা ফলপ্রসূ ব্যবহারের দিক থেকে নয় বরং সবার জন্য ফলপ্রসূ বা কার্যকরী কি না এই বিষয়টিতে গুরুত্ব দিয়ে আমাদেরকে কোন কিছুর ভালো-মন্দ ঠিক করা উচিত।

অস্বাভাবিক অনেক কিছুই হয়তোবা আমাদের অনুকূলে থাকতে পারে যেমন অনেকেই আছে যাদের হয়তোবা খুব কাছের আত্মীয় কোন ভালো কর্তৃপক্ষ হিসেবে বা কোন কর্মক্ষেত্রে খুব ভালো ক্ষমতায় আসেন এবং সেটাকে ব্যবহার করে আমরা নিজেদের কোন অসুবিধা নেই। এই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকার শিক্ষাও আমরা এই গল্প থেকে পাই। যেকোনো কিছুকে গ্রহন ও মূল্যায়ন করতে হবে তার সত্যিকার ভালো এবং খারাপ দিক বিবেচনার মাধ্যমে এবং আমাদের নিজেদের ব্যক্তিগত স্বার্থের কথা চিন্তা করে নয়।

দ্বিতীয়তঃ এখান থেকে আরেকটি শিক্ষা গ্রহণ করতে পারি সেটি হচ্ছে যখন কোন বিপদ আসে তখন বুদ্ধি খাটিয়ে চলতে হয় যেমন ভাবে মনীষী বুদ্ধি খাটিয়ে ওই শিষ্য-কে উদ্ধার করে নিয়েছিলেন।

তৃতীয়তঃ আরেকটি ব্যাপার আমরা বুঝতে পারি সেটা হচ্ছে আমাদের যারা গুরুজন রয়েছে অর্থাৎ যারা অভিজ্ঞ রয়েছে তাদের কথা আমাদের সবসময় মেনে চলা উচিত। কারণ অভিজ্ঞ লোকজন প্রজ্ঞা সম্পন্ন হন এবং তাদের প্রজ্ঞা থেকে তারা যে সিদ্ধান্ত দেন সেটা সবসময় বাস্তব এবং কার্যকরী সিদ্ধান্ত হয়। তাই আমরা আমাদের সাময়িক চিন্তা অথবা নিজেদের দূরদর্শিতা থেকে যে সিদ্ধান্ত নেই তার চেয়ে বরং গুরুজনদের যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের কাছ থেকে কোনো পরামর্শ নিয়ে কাজ করলে আমরা আরো ভালোভাবে আমাদের জীবনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারব। যদি শিষ্য প্রথমেই মনীষীর কথা শুনত তাহলে তাকে এত বড় বিপদে পড়তে হতো না। কারণ মনীষী বুঝতে পেরেছিলেন যে এখানে নিশ্চয়ই কোন না কোন গণ্ডগোল রয়েছে এবং সেই কারণে তিনি আগে থেকেই সাবধান হয়ে সেখান থেকে চলে গিয়েছিলেন এবং তার শিষ্যকে চলে যেতে বলেছিলেন কারণ তিনি তার প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে এমনটা ধারনা করেছিলেন।

signpost-229117_1920.jpg

Source: Image by Gerd Altmann from Pixabay


Line Break Steem.png

শেষকথাঃ

আশা করি গল্পের মাধ্যমে আপনি নতুন জিনিস শিখতে পেরেছেন এবং উপকৃত হয়েছেন। আমার লিখা অন্য গল্পগুলোর লিঙ্ক নিচে দিয়ে দিলাম। ভাল লাগলে সেগুলোও পড়ে আসতে পারেন। আমার লেখাটি এ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Line Break Steem.png

এই সিরিজে আমার লিখা পূর্বের গল্পগুলোর তালিকাঃ

পর্বপ্রকাশের তারিখগল্পের বিষয়বস্তু
০১১৯/০৭/২০২১ব্যাঙ ও ক্যারিয়ারে মানিয়ে নেয়ার গল্প
০২২৬/০৭/২০২১টিয়া পাখির কৌশল
০৩২৭/০৭/২০২১গর্তের ব্যাঙ ও সফলতার দুই চাবিকাঠি
০৪০২/০৮/২০২১কৃষকের ছেলের ছাগলছানা ও অনুশীলনে অভ্যাস পরিবর্তন
০৫০৯/০৮/২০২১দৈত্য কর্ত্রিক তিন ইচ্ছা পূরণ ও অন্যের সম্পদে ঈর্ষা
০৬১৩/০৮/২০২১হরিণের শিং ও পা এর গল্পে রূপকে নয় কাজকে মূল্যায়নের শিক্ষা
০৭২১/০৮/২০২১প্রফেসর ক্লাশে জার নিয়ে প্রবেশ ও প্রায়রিটির গুরুত্ব
০৮২২/০৮/২০২১শিংহ, বাঘ ও শিয়াল এর গল্পে বাঘের চালাকীর সাজা
০৯২৩/০৮/২০২১বাবা ছেলে ও গাদার গল্প, অন্যের কথায় প্রভাবিত হওয়া
১০১৭/০৯/২০২১বাচ্চা বলছেঃ আমি স্মার্টফোন হতে চাই

Line Break Steem.png

আমি কেঃ

আমি সাইফুল বাংলাদেশ থেকে। পেশায় শিক্ষক এবং সাবেক ব্যাংকার। পড়াশুনা করেছি প্রকৌশলবিদ্যায়। আমি আমার চিন্তাভাবনা এবং ধারণাগুলি ব্লগে শেয়ার করতে ভালবাসি। স্টিম এ ২০১৯ সাল থেকে নিয়মিত লিখালিখি করে আসছি। আমি টেক্সটাইল, অনলাইন অর্থ উপার্জন, কৃষি, প্রযুক্তি, রান্না, ও জীবন্ঘটিত অন্যান্য আরো কিছু বিষয় নিয়ে লিখি। প্রকৃতির পাশাপাশি যাওয়ার জন্য ঘুরে বেড়ানো এবং ক্রিকেট খেলা আমার শখ। আমি সর্বদা একজন শিক্ষানবিস এবং সবার থেকে শিখতে চাই। আমি বিশ্বাস করি, আমার জ্ঞান ও লিখা থেকে একজনও যদি উপকৃত হল বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার ব্লগে লিখালিখি সার্থক

Line Break Steem.png

Intro Steem.gif

ভোট দিন, মতামত থাকতে মন্তব্য করুন, পোস্টটি ভাল লাগলে শেয়ার করুন এবং আমাকে ফলো করুন @engrsayful

Line Break Steem.png

অন্যান্য মিডিয়াতে আমার সাথে যুক্ত হতে পারেনঃ

FacebookTwitterInstagram
YoutubeThreeSpeakDTube


Amar Bangla Blog Logo.png


Sort:  
 3 years ago 

তোমাকে আগেই বলেছিলাম যে দেশে ঘি এর দাম তেলের দামের চেয়ে বেশি সেই দেশে আর যাই কিছু থাকুক না কেন সঠিক বিচার নেই।

গুরুজনদের যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের কাছ থেকে কোনো পরামর্শ নিয়ে কাজ করলে আমরা আরো ভালোভাবে আমাদের জীবনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারব। আপনি অনেক শিক্ষনীয় পোষ্ট করেছেন ভাই আমাদের প্রত্যেকের এই গল্পটা পরা উচিৎ বলে আমি মনে করি। আমাদের মাঝে নিত্য নতুন নতুন পোস্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

আপ্নাকেও ধন্যবাদ।\

 3 years ago 

জীবন চলার পথে আমাদেরকে ভুল সঠিক, ভালো-খারাপ এগুলোকে বিচার করার মন-মানসিকতা থাকতে হবে। আমরা যখন কোন কিছুর মানদন্ড করতে চাইবো তখন সেটাকে বিচার করতে হবে আমার লাভ বা ফলপ্রসূ ব্যবহারের দিক থেকে নয় বরং সবার জন্য ফলপ্রসূ বা কার্যকরী কি না এই বিষয়টিতে গুরুত্ব দিয়ে আমাদেরকে কোন কিছুর ভালো-মন্দ ঠিক করা উচিত।

ভাইয়া আপনি সত্যিই খুব ভালো লিখেন। খুব ভালো লিখেন এটি বলার ও একটি কারণ আছে অবশ্যই।
আপনার প্রত্যেকটি লেখায় একটা না একটা শিক্ষা থাকেই আর আমাদের চলতি জীবনে শিক্ষটা অনেক বড় বিষয়।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে মমনোযোগ দিয়ে পড়ার জন্য। আপনার মন্তব্যগুলো অনেক ভাল হয়।

সত্যি খুব সুন্দর ও শিক্ষণীয় একটি গল্পঃ ছিল ভাই।তেলের দাম আর ঘি এর দাম যতই কম বেশি হোকনা কেন।বিচার বিভাগের কাজ আমি সঠিক দেখছি না।পদে পদে বিচার বিভাগের ক্ষুণ্ণ হচ্ছে।
অনেক সুন্দর লিখেছেন ভাই।অনেক ধন্যবাদ আপনাকে আপনার পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 66735.55
ETH 3509.76
USDT 1.00
SBD 2.71