"লাজুক খ্যাঁকের" প্রত্যহ কিউরেশন রিপোর্ট [Daily Curation Report of Shy Fox ] 23/11/2021
"লাজুক খ্যাঁকের" প্রত্যহ কিউরেশন রিপোর্ট(Curation Report)-23/11/2021

শুভেচ্ছা সবাইকে আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ হতে,
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে "লাজুক খ্যাঁক" কর্তৃক কিউরেশন এর প্রত্যহ রিপোর্ট সকলের সাথে ভাগ করে নিচ্ছি। আমরা কমিউনিটির মডারেটর এবং কিউরেটর কর্তৃক গুনগতমান যাচাই করে নির্দিষ্ট হারে সাপোর্ট দেয়ার এবং ভালো কিছু করার ক্ষেত্রে উৎসাহ ও সহযোগিতা দুটোই করার সর্বোচ্চ চেষ্টা করি। আমাদের কিউরেশনের স্বচ্ছতা রাখার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।
 
##
ধন্যবাদ সবাইকে কমিউনিটির সাথে থাকার জন্য।
Post Courtesy: @amarbanglablog

লাজুক শিয়ালের প্রত্যহ কমিশন রিপোর্ট বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে কারণ এখানে খুবই ভালো মানের পোস্টগুলো সিলেকশন করা হয় এবং লাজুক শেয়াল দ্বারা তাদের কিউরেট করা হয়। তাছাড়া এখান থেকে আমরা সুন্দর মানের পোষ্ট গুলো সম্পর্কে জানতে পারি, লাজুক শেয়াল এর দেখা যারা পেয়েছে তাদের জন্য অনেক অনেক অভিনন্দন। শুভ কামনা রইল সবার জন্য।
লাজুক খ্যাঁক প্রতিনিয়ত, প্রতিদিন ই আমাদের অনেক বেশি ভালোবাসা দিয়ে যাচ্ছে। আর যারা আজকের জন্য লাজুক খ্যাঁক এর ভালোবাসা পাননি তারা কোনোভাবেই নিরুৎসাহিত হবেন না। আপনারা অবশ্যই লাজুক খ্যাঁক এর সাপোর্ট পাবে নিজেদের ভালো কাজের মাধ্যমে, ধন্যবাদ সকলকে।
লাজুক খ্যাঁকের" প্রত্যহ কিউরেশন রিপোর্ট রিপোর্টগুলো আমি পড়ে থাকি। লাজুক খ্যাক অত্যন্ত বিচক্ষণতার সাথে কোয়ালিটি সম্পন্ন পোস্টগুলো সাপোর্ট করে থাকে। লাজুক খ্যাকের জন্য অনেক অনেক শুভকামনা রইল।
লাজুক শিয়ালের রিপোর্ট দেখে প্রতিদিন আমি অনুপ্রাণিত হয়ে। এত সুন্দর রিপোর্ট তৈরি করে লাজুক শিয়াল যা সত্যিই অনেক অনেক অনুপ্রেরণা মূলক।
খুবই চমৎকার শেয়ার করার জন্য ধন্যবাদ
লাজুক খ্যাঁকের" প্রত্যহ কিউরেশন রিপোর্ট খুবি সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। সকল পোষ্ট খুব ভালো লাগছে। সকলের জন্য শুভেচ্ছা রইলো।
ধন্যবাদ দাদাকে সুন্দরভাবে আমার বাংলা ব্লগকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।