পাতার মেন্ডেলা আঁকলাম (DIY project) ||১০% shy-fox🦊🦊🦊

হ্যালো ,আসসালামুয়াইলাইকুম "আমার বাংলা ব্লগের" বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটি পাতার মেন্ডেলা আংকন করবো আশা করি সবার ভালো লাগবে, তাইলে চলুন শুরু করা যাক,আমার পাতার মেন্ডেলা অংকন।

20211112_121931.jpg

প্রয়োজনীয় উপকরণ :

  • পেন্সিল
  • সাইন পেন
  • নোট খাতা
  • স্কেল
  • কাটার
  • কলম
  • ডট পেন
  • রং পেন্সিল

ধাপ‌‌‌-1

20211112_120132.jpg

প্রথমে প্রয়োজনীয় উপকরণ নিলাম।

ধাপ‌‌‌-2

20211112_120235.jpg

পেন্সিল দিয়ে পাতার একাংশ আঁকলাম

ধাপ‌‌‌-3

20211112_120442.jpg

ডট পেন দিয়ে আঁকলাম পাতা

ধাপ‌‌‌-4

20211112_120550.jpg

ডট পেন দিয়ে পুরাটা আকলাম

ধাপ‌‌‌-5

20211112_120638.jpg

পাতার মাঝে পুরুট করে আকলাম

ধাপ‌‌‌-6

20211112_120801.jpg

এবার প্রথম অংশ একটা ডিজাইন করলাম

ধাপ‌‌‌-7

20211112_120923.jpg

মাজের অংশ ডিজাইন করলাম

ধাপ‌‌‌-8

20211112_121106.jpg

সম্পন্ন ডিজাইন করলাম এবার

ধাপ‌‌‌-9

20211112_121232.jpg

এবার কাটা কম্পাস দিয় আকলাম

ধাপ‌‌‌-10

20211112_121404.jpg

মাজের অংশটুকুতে ডিজাইন করলাম

ধাপ‌‌‌-11

20211112_121504.jpg

এবার সবুজ রং করলাম

ধাপ‌‌‌-12

20211112_121906.jpg

গোলাপি,আকাশি রং করলাম

ধাপ‌‌‌-13

20211112_121915.jpg

আমার ইউজার নেম লিখবো

ধাপ‌‌‌-14

20211112_121931.jpg

অবশেষে হয়ে গেলো একটি সুন্দর পাতার মেন্ডেলা।

এইতো এইছিলো আমার পাতাত মেন্ডেলার অংকন,আশা করি সবার ভালো লেগেছে।কেমন লেগেছে কমেন্ট করে জানান।

আমার পরিচয়

IMG_4688.JPG

আমার নাম শফিকুল ইসলাম শুভ। আমি বাংলাদেশ থেকে বলছি৷ আমি অনার্স ৪র্থ বর্ষ পড়াশুনা করি। আমার বাসা নড়াইল জেলায়।ইনশা আল্লাহ''আমার বাংলা ব্লগ ""এ আরো ভালো কিছু করার চেষ্টা করবো ,ভিন্ন কিছু করার প্রচেষ্টায় আছি, ইউনিক কনটেন্ট নিয়ে কাজ করবো "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে | আপনাদের সাপোর্ট পেলে,বহুদূর যেতে পারবো। আমার জন্য দুয়া করবেন।

অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইলো। ❤️❤️❤️

ইতি

শফিকুল ইসলাম শুভ।

Sort:  
 3 years ago 

ভাই আপনার পাতার মান্ডালা আর্টি খুব ভালো হয়েছে। কালার করার কারণে আরো বেশি সুন্দর লাগছে। ধাপে ধাপে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি আট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য রইল শুভকামনা।

অনেক ধন্যবাদ আপু, দোয়া করবেন আরো ভালো কিছু করতে পারি যেনো।

 3 years ago 

পাতার মান্ডালার ছবিটা খুবই অসাধারণ ভাবে আকিয়েছেন এবং দেখতেও খুব সুন্দর লাগছে। দেখেই বোঝা যাচ্ছে অনেক নিখুঁতভাবে কাজটি করেছেন।

অনেক অনেক ধন্যবাদ আপু💓

 3 years ago 

বাহ ভাইয়া দারুণ হয়েছে ম্যান্ডেলা তৈরিটি। বিশেষ করে অনেক সুন্দর রঙ ব্যবহার করেছেন। আমার কাছে দারুণ লেগেছে। আপনাকে ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর ম্যান্ডেলা অংকন আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনাকেও ধন্যবাদ ভাই 💓💓💓💓ভালোবাসা রইলো

অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই😍😍😍

 3 years ago 

অও,আমার কাছে আপনার আর্টটি অনেক ভালো লেগেছে।ম্যান্ডেলা আর্ট এমনিতেই আমার ভালো লাগে।তাছাড়া আপনি সুন্দর ভাবে পাতাটি তৈরি করেছেন।ধন্যবাদ আপনাকে ভাইয়া।

অনেক অনেক ধন্যবাদ দিদি😍😍

 3 years ago 

পাতার মেন্ডালা ভাই দেখতে খারাপ লাগছে না অসাধারন আর ইউনিক কাজ মনে হচ্ছে দেখে।আমার কাছে খুবই ভালো লেগেছে ভাই আর ধাপ গুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা।

অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই😍😍😍

 3 years ago 

পাতার ম্যান্ডেলা নিয়ে আপনি আমাদের মাঝে হাজির হলেন। আসলেই মানুষের চেষ্টাও সবকিছু সম্ভব করে দেয়।আমার খুবই ভালো লেগেছে। আপনি এত সুন্দর করে অংকন করার চেষ্টা করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন ভাইয়া। অনেক ভাল ছিল। আপনার জন্য শুভকামনা রইল

অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই 😍😍😍

 3 years ago 

বস খারাপ না ভালোই ছিল। এই ভাবে চর্চা করে গেলে ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছুই হবে। এখানে অনেকেই ভালো অংকন করে নিজের জায়গা তৈরি করতে হলে সবার সাথে তাল মিলিয়ে চলতে হবে। দিন শেষে যে ভালো করবে তার উপকার হবে। তাই বেশি বেশি চর্চা করতে হবে আমাদের।

হুম বস ইনশাআল্লাহ চেষ্টাই আছি ভালো কিছু হবে,

আগের থেকেই ভালো উন্নতি হচ্ছে।

নেক্সট এ আরো ভালো কিছু দেখবেন
💓

 3 years ago 

ইনশাল্লাহ ভালো কিছুই হবে এটাই চাই আমি।

 3 years ago 

আপনি তো ভালোই আর্ট করতে পারেন দেখছি। সুন্দর একটি পাতার দৃশ্য অঙ্কন করেছেন এবং কীভাবে অঙ্কন করেছেন তা পর্যায়ক্রমে আমাদের মধ্যে উপস্থাপন করেছেন। সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

অনেক অনেক ধন্যবাদ ভাই😍😍😍

 3 years ago 

আপনার পাতার মান্ডেলা আর্ট জাস্ট অসাধারণ হয়েছে দেখতে। আমার কাছে ধাপগুলি ও কালার কম্বিনেশন টা দারুণ লেগেছে।
শুভকামনা রইল।

অনেক অনেক ধন্যবাদ ভাই😍😍😍

 3 years ago 

পাতার এঁকে তার ভিতরে ছোট ফুলের ম্যান্ডেলা দেখতে তো অনেক সুন্দর দেখাচ্ছে। বিভিন্ন রকম পেন্সিল রং দিয়ে আঁকতে কালারটা খুব ভালো দেখাচ্ছে। অনেক সুন্দর হয়েছে আপনার ম্যান্ডেলা আর্ট। আমার কাছে দেখে খুব ভালো লেগেছে।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল যাতে আমাদেরকে আরো নতুন কিছু উপহার দিতে পারেন।

অনেক অনেক ধন্যবাদ আপু😍😍😍

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57344.91
ETH 3100.39
USDT 1.00
SBD 2.42