ফটোশপ এর লেসো টুল এর ফিচার নিয়ে আলোচনা || ফটোশপ ভিডিউ টিউটোরিয়াল #২১
হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। বরাবরই আমি যেটা জানি সেটা মানুষ কে জানাতে ভালোবাসি। যেহেতু ফটোশপ এর টুক টাক কাজ পারি তাই এরই ধারাবাহিকতায় আজ নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজ ফটোশপ এর গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো আর সেটি হচ্ছে ফটোশপ এর লেসো টুল এর এর কাজ।। লেসো টুল ফটোশপ এর গুরুত্বপূর্ন একটি টুল। এটি দিয়ে অনেক ধরনের কাজ করা যায়। তবে আমি আজ এই টুল এর কিছু অংশই ব্যবহার করে থাকি। যেমন পাহাড় পর্বত এবং মাটির অংশ আকতে ব্যবহার করে থাকি। এছাড়াও নানান কাজে ব্যবহার হয় এই লেসো টুল। ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আগেই বলি আমি প্রফেশনাল না। যা নিজে পারি তাই আপনাদের শেখানোর একটু চেস্টা আরকি।
ফটোশপ দিয়ে নানান ধরনের ছবি আঁকা যায়। এর কাজ জানলে আপনি বিভিন্ন ধরনের আর্ট ও গ্রাফিক্স এর কাজ করতে পারবেন। যদিও সময় লাগে অনেক। আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবত ডিজিটাল আর্ট করে আসছি আপনাদের মাঝে। অনেকেই ভিডিও টিউটোরিয়াল চান আমার কাছে। তবে আমি শিখতেছি তাই দিচ্ছিলাম না। এখন আমি মোট মুটি কাজ পারি তাই ভাবলাম একটু একটু করে আপনাদের ও দেখাই। তাই মাঝে মাঝেই টিউটোরিয়াল নিয়ে হাজির হই আপনাদের মাঝে। জানিনা কেমন উপভোগ করেন। তবে শেখাতে দারুণ লাগে আমার। তো আজ দেখাবো ফটোশপ এর লেসো টুল এর কিছু কাজ । এগুলো ডিজিটাল আর্ট এর ক্ষেত্রে অনেক হেল্প করে। তো আর কথা না বারিয়ে চলুন টিউটোরিয়াল এ চলে যাই -
আজকের এই টিউটোরিয়াল এ আমি দেখিয়েছি ফটোশপ এর লেসো টূল এর কাজ। লেসো টুল আমাকে ডিজিটাল আর্ট এর ক্ষেত্রে অনেক ভাবেই হেল্প করে। স্পেশালি আমার মনেই হয় যদি লেসো টুল না থাকতো তাহলে হয়তো আমি ডিজিটাল আর্টই করতে পারতাম না একদমই। তবে ভাগ্য ভালো যে লেসো টুল এর কাজ শিখেছি। তাই অনায়াসে পাহাড় পর্বত তৈরি করতে পারি চোখের পলকে। আজ সেটির কাজই আপনাদের বিস্তারিত ভাবে দেখিয়েছি। আশা করি সবাই বুঝেছেন। জানিনা কতটা বুঝাতে পেরেছি আমি। যাক আশা করি আমার সম্পূর্ন ভিডিও দেখলে সব কিছুই বুঝবেন। তবে কোথাও না বুঝলে অবশ্যই কমেন্ট এ জানাবেন। আমি রিপ্লে দিয়ে হেল্প করার চেস্টা করবো।
পুর্ববর্তী পর্ব গুলোঃ পর্ব-১, পর্ব-২, পর্ব-৩, পর্ব-৪, পর্ব-৫, পর্ব-৬ , পর্ব-৭,পর্ব-৮,পর্ব-৯,পর্ব-১০,পর্ব-১১, পর্ব-১২,পর্ব-১৩,পর্ব-১৪পর্ব-১৫,পর্ব-১৬,পর্ব-১৭,পর্ব-১৮,পর্ব-১৯,পর্ব-২০
তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।
░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░
আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
খুব ভালো লাগলো শর্টকাট দুটো ভালো ছিল, আশা করি প্র্যাকটিস করলে নতুনরা লেসো টুল দিয়ে বেশ চমৎকার কিছু তৈরি করতে পারবে।
হুম এই শর্টকাট গুলো নানান ভাবে কাজে লাগে আমাদের আর্ট এর ক্ষেত্রে।
আপনি ফটোশপের একটি গুরুত্বপূর্ণ টুল লেসো টুল নিয়ে খুব সুন্দর কিছু গাইডলাইন দিয়েছেন। লেসো টুল দিয়ে সুন্দর শর্টকাট দেখিয়েছেন। এতে করে গ্রাফিক্স নিয়ে যারা কাজ করে তাদের জন্য ভাল হবে। ধন্যবাদ ভাইয়া।
একদম ভাইয়া। আমার এইটুকু হেল্প এ যদি কেউ শিখতে পারে তাহলেই আমার সার্থকতা।