পাওয়ার আপ কন্টেস্টঃ- ১০ স্টিম পাওয়ার আপ

04-08-2022

২০ শ্রাবণ ,১৪২৯ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে

png_20220804_174906_0000.png

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। তো আজকে এলাম পাওয়ার আপ পোস্ট নিয়ে। পাওয়ার আপের গুরুত্ব নিয়ে তেমন কিছু বলতে চায়না তবে আপনারা সবাই জানেন যে এটার গুরুত্ব কতটুকু? বিশেষ স্টিমিট প্লাটফর্ম এ দীর্ঘমেয়াদী কাজ করতে হলে পাওয়ার আপের বিকল্প অনেক। একদিকে আপনার আপনার সক্ষমতা বাড়ছে আরেকদিকে আপনার ভোটিং ভ্যালু। সত্যি বলতে পাওয়ার আপের গুরুত্বটা বুঝতে পেরেছি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত হবার পর থেকে। এর জন্য অবশ্য সুমন ভাইকে ধন্যবাদ না দিলেই নয়। এবারও সিজন টু চালু হয়েছে। ডিসেম্বর পর্যন্ত টার্গেট নিয়েছিলাম ৩০০০ স্টিম পাওয়ার আপ করার। সেই লক্ষ্যে ধীরে ধীরে আগাচ্ছি। এখন এসবিডি পে আউট হচ্ছে না, চাইলেই বেশি স্টিম পাওয়ার আপ করা যাচ্ছে না। তবে ইতোমধ্যে আমাদেরকে আশার বাণী শুনিয়েছেন। খুব শীঘ্রই এসবিডি আগের মতো পে আউট হবে। তো যায়হোক, আজকে আমি ১০ স্টিম পাওয়ার আপ করার চেষ্টা করেছি। চলুন তাহলে পাওয়ার আপ প্রসেস দেখে নেয়া যাক।

IMG_20220804_175113.jpg

পাওয়ার আপ করার আগে আমার মোট স্টিম ছিল ১২.২৪৮ স্টিম এবং মোট পাওয়ার ছিল ১৯০৮.৮৬৬ স্টিম পাওয়ার।

IMG_20220804_175156.jpg

আজকে আমি ১০ স্টিম পাওয়ার আপ করেছি।

IMG_20220804_175224.jpg

১০ স্টিম পাওয়ার আপ দেওয়ার পর মোট স্টিম পাওয়ার হলো ১৯১৮.৮৬৭ স্টিম পাওয়ার ।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

পাওয়ার আপের লিংকসমূহ

প্রথম সপ্তাহের পাওয়ার আপ লিংকদ্বিতীয় সপ্তাহের পাওয়ার আপ লিংক
তৃতীয় সপ্তাহের পাওয়ার আপ লিংকচতুর্থ সপ্তাহের পাওয়ার আপ লিংক
পঞ্চম সপ্তাহের পাওয়ার আপ লিংকষষ্ঠ সপ্তাহের পাওয়ার আপ লিংক
সপ্তম সপ্তাহের পাওয়ার আপ লিংকঅষ্টম সপ্তাহের পাওয়ার আপ লিংক
নবম সপ্তাহের পাওয়ার আপ লিংকদশম সপ্তাহের পাওয়ার আপ লিংক
এগারো সপ্তাহের পাওয়ার আপ লিংক বারোতম সপ্তাহের পাওয়ার আপ লিংক
তেরোতম সপ্তাহের পাওয়ার আপ লিংকচৌদ্দতম সপ্তাহের পাওয়ার আপ লিংক
পনেরোতম সপ্তাহের পাওয়ার আপ লিংকষোল তম সপ্তাহের পাওয়ার আপ লিংক
সতেরো তম সপ্তাহের পাওয়ার আপ লিংক আঠারো তম সপ্তাহের পাওয়ার আপ
ঊনিশতম সপ্তাহের পাওয়ার আপ লিংকবিশতম সপ্তাহের পাওয়ার আপ লিংক
একুশতম সপ্তাহের পাওয়ার আপ লিংকবাইশতম সপ্তাহের পাওয়ার আপ লিংক
তেইশতম সপ্তাহের পাওয়ার আপ লিংকচব্বিশতম সপ্তাহের পাওয়ার আপ লিংক
পঁচিশতম সপ্তাহের পাওয়ার আপ লিংকছাব্বিশতম সপ্তাহের পাওয়ার আপ লিংক
সাতাশতম সপ্তাহের পাওয়ার আপ লিংক

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

আশা করি আপনারাও পাওয়ার আপ করে নিজের সক্ষমতা বৃদ্ধি করবেন। আমি পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে অনেক আনন্দিত। আমার বাংলা ব্লগের সকল সদস্যদের জন্য শুভকামনা রইল। আশা করি আপনারাও পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবেন।


10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg



আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 2 years ago 
 2 years ago 

পাওয়ার আপ মানে নিজের সক্ষমতা বৃদ্ধি। যত বেশি পাওয়ার আপ করা যাবে ততবেশি সক্ষমতা বৃদ্ধি পাবে এবং বেশি পরিমান পোস্ট, ভোট, কমেন্ট ও মন্তব্য করতে পারবো। যার দরুন বেশি পরিমান রেওয়ার্ড পাওয়া যাবে।এত গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

প্রথমে আপনাকে সাধুবাদ জানাই পাওয়ার বৃদ্ধি করার জন্য আমরা সকলেই পাওয়ার বৃদ্ধি করি নিজের অবস্থান শক্ত করার জন্য। এভাবেই প্রতিনিয়ত পাওয়ার বৃদ্ধি করে যাবেন বলে আশা রাখি শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65970.26
ETH 2696.32
USDT 1.00
SBD 2.88