টার্গেট ডিসেম্বর সিজন-২||তৃতীয় সপ্তাহ- ৫০ স্টিম পাওয়ার আপ [১০% লাজুক খ্যাকের জন্য ]

03-02-2022

২১ মাঘ,১৪২৮ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে

png_20220203_162015_0000.png

আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারো হাজির হলাম পাওয়ার আপ পোস্ট নিয়ে। আমি লক্ষ্য স্থির করেছিলাম প্রতি সপ্তাহে অন্ততপক্ষে ৩০ স্টিম করে হলেও পাওয়ার আপ করে যাওয়ার। পাওয়ার আপ করার ফলে আমার সক্ষমতা বৃদ্ধি পাবে। দীর্ঘদিন ধরে স্টিমিট প্লাটফর্মে ঠিকে থাকতে হলে পাওয়ার আপের গুরুত্ব অনেক। আমার বাংলা ব্লগের জন্য বিগত বছরে টার্গেট আমি পূরণ করতে পেরেছি। @rex-sumon ভাইকে ধন্যবাদ বরাবরই দিতে চাই কারণ তিনি এবার সিজন-২ চালু করেছেন। এজন্য টার্গেট ডিসেম্বর পর্যন্ত আমার লক্ষ্য পূরণ করার জন্য অল্প অল্প করে পাওয়ার বৃদ্ধি করে যাবো।

তো আজকে আমি ১৬ তম বারের মতো পাওয়ার আপ করেছি। আজকে আমি আবারও ৫০ স্টিম পাওয়ার আপ করেছি। চলুন তাহলে পাওয়ার আপ প্রসেসটা দেখে নেয়া যাক।

IMG_20220203_153920.jpg

পাওয়ার আপ করার আগে আমার মোট স্টিম ছিল ৫০ স্টিম এবং মোট পাওয়ার ছিল ১২৭১ স্টিম পাওয়ার।

IMG_20220203_153959.jpg

আজকে আমি ৫০ স্টিম পাওয়ার আপ করেছি।

IMG_20220203_154041.jpg

৫০ স্টিম পাওয়ার আপ দেওয়ার পর মোট স্টিম পাওয়ার হলো ১২৭১ স্টিম পাওয়ার ও রয়ে গেলো .৮৬৭ স্টিম ।

পাওয়ার আপের লিংকসমূহ


প্রথম সপ্তাহের পাওয়ার আপ লিংকদ্বিতীয় সপ্তাহের পাওয়ার আপ লিংক
তৃতীয় সপ্তাহের পাওয়ার আপ লিংকচতুর্থ সপ্তাহের পাওয়ার আপ লিংক
পঞ্চম সপ্তাহের পাওয়ার আপ লিংকষষ্ঠ সপ্তাহের পাওয়ার আপ লিংক
সপ্তম সপ্তাহের পাওয়ার আপ লিংকঅষ্টম সপ্তাহের পাওয়ার আপ লিংক
নবম সপ্তাহের পাওয়ার আপ লিংকদশম সপ্তাহের পাওয়ার আপ লিংক
এগারো সপ্তাহের পাওয়ার আপ লিংক বারোতম সপ্তাহের পাওয়ার আপ লিংক
তেরোতম সপ্তাহের পাওয়ার আপ লিংকচৌদ্দতম সপ্তাহের পাওয়ার আপ লিংক
পনেরোতম সপ্তাহের পাওয়ার আপ লিংক

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

আশা করি আপনারাও পাওয়ার আপ করে নিজের সক্ষমতা বৃদ্ধি করবেন। আমি পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে অনেক আনন্দিত। আমার বাংলা ব্লগের সকল সদস্যদের জন্য শুভকামনা রইল। আশা করি আপনারাও পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবেন।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ

WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg



আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

গায়ের বল, বড় বল।আপনার শক্তি বাড়ানোর ধারাবাহিক প্রচেষ্টা দেখে আমি অবাক হই। এভাবেই অনেক দূর এগিয়ে যান, এই কামনা করি।

পাওয়ার আপ করে আপনি শক্তিশালী হচ্ছেন ও নিজের পাওয়ার বৃদ্ধি করছেন। পাওয়ার বৃদ্ধি করাকে আমি সহমতপোষণ করি।কারণ পাওয়ার না থাকলে কখনো শক্তিশালী হওয়া যায় না। সবার জন্য পাওয়ার আপ করা জরুরি বলে মনে করি।অল্প অল্প করে পাওয়ার বৃদ্ধি করছেন দেখে আমার খুব ভালো লেগেছে আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

যত বেশি পাওয়ার আপ তত বেশি ক্ষমতা অর্জন। আপনি পাওয়ার আপ এর মাধ্যমে আপনার শক্তি বৃদ্ধি করেছেন। এতে আপনি আরও শক্তিশালী হচ্ছেন। আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago 

একাউন্টঃ @haideremtiaz
পাওয়ার বৃদ্ধিঃ =3.93391%

 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনি ৫০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে খুবই ভালো লাগলো। পাওয়ার আপ মানেই নিজের সক্ষমতা বৃদ্ধি। এভাবেই আপনি আপনার পাওয়ার বৃদ্ধি কর‍তে থাকেন। আস্তে আস্তে আপনে আপনার লক্ষ্যে পোঁছে যাবেন। অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59190.13
ETH 3187.58
USDT 1.00
SBD 2.45