"লাজুক খ্যাঁকের" প্রত্যহ কিউরেশন রিপোর্ট [Daily Curation Report of Shy Fox ] 19/11/2021
"লাজুক খ্যাঁকের" প্রত্যহ কিউরেশন রিপোর্ট(Curation Report)-19/11/2021

শুভেচ্ছা সবাইকে আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ হতে,
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে "লাজুক খ্যাঁক" কর্তৃক কিউরেশন এর প্রত্যহ রিপোর্ট সকলের সাথে ভাগ করে নিচ্ছি। আমরা কমিউনিটির মডারেটর এবং কিউরেটর কর্তৃক গুনগতমান যাচাই করে নির্দিষ্ট হারে সাপোর্ট দেয়ার এবং ভালো কিছু করার ক্ষেত্রে উৎসাহ ও সহযোগিতা দুটোই করার সর্বোচ্চ চেষ্টা করি। আমাদের কিউরেশনের স্বচ্ছতা রাখার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।
##
ধন্যবাদ সবাইকে কমিউনিটির সাথে থাকার জন্য।
Post Courtesy: @amarbanglablog

আজকে খুশি ধরে রাখতে পারছিনা ওহ।নিজের নাম দেখে ।এতো ভালো লাগতেছেযে ভাষায় বুজাতে পারবোনা ।ধন্যবাদ দাদাকে এবং সকল এডমিন ভাইদের যাদের প্রতিনিয়ত কষ্টের ফলে আমাদের মতো নগন্ন মানুষের পোষ্ট ভালো হয়ে যায় ।ধন্যবাদ ও শুভেচ্ছা সবাইকে ।
লাজুক খ্যাঁক এর ভালোবাসা মানেই অন্য রকম ভালোবাসা। কারণ সকলেই নিজেদের কাজের পেছনে দেওয়া শ্রমের মূল্য পাচ্ছে।
আর সেই মূল্য দিচ্ছে শুধুমাত্র আমার বাংলা ব্লগ কমিউনিটি ই।
সবথেকে বেশি পোস্ট সিলেকশন করা হয়েছে এবারের কিউরেশন এ। অন্যান্য দিনের তুলনায় ৪+ পোস্ট বেসিয কিঊরেশন করা হয়েছে।
ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছে আমাদের @shy-fox . সত্যি অনেক ভালো লাগে। শায় ফক্স থেকে ভোট প্রাপ্ত সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন।
লাজুক খ্যাঁকের" প্রত্যহ কিউরেশন রিপোর্টগুলো যতই পড়ি ততই মুগ্ধ হয়। লাজুক খ্যাক অত্যন্ত বিচক্ষণতার সাথে কোয়ালিটি সম্পন্ন পোস্টগুলো সাপোর্ট করে থাকে। প্রিয় লাজুক খ্যাকের জন্য অনেক অনেক শুভকামনা রইল।
লাজুক খ্যাঁক এর প্রত্যয় কিউরেশন রিপোর্টটা আমার কাছে খুবই ভালো লাগে। কারণ এই রিপোর্টের মাধ্যমে আমরা অনেক কিছুই জানতে পারি এবং অনেকের পোস্ট অনেক সুন্দরভাবে দেখতেও পারি। লাজুক থেকে ভালোবাসা যারা পেয়েছে তাদের জন্য শুভকামনা রইলো