আমার আজকে "মাটি দিয়ে হাঁস বানানো "( 10% shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম ,আদাব।কেমন আছেন সবাই ।আশা করি ভালো আছেন ।আমিও ভালো আছি ।আজ আমি মৃত্তিকা শিল্পো নিয়ে হাজির হয়েছি।অনেক আগে এই মৃত শিল্পের খুবই প্রচলন ছিলো ।সবাই এর ব্যবহারের প্রতি আসক্ত ছিলো ।কিন্তু যুগ পাল্টে এর গুরুত্ব কমতে কমতে এখন ব্যবহার নেই বললেই চলে ।তাই আমি মাটি দিয়ে আজ হাঁস বানিয়ে দেখাবো ।যাতে সবার একটু হলেও এরপ্রতি ভালোবাসা জন্মে ।


মাটি দিয়ে আমার হাঁস বানানো :


IMG_20211122_141758.jpg


মাটি দিয়ে হাঁস বানানোর উপকরন :


মাটি

চুন

একটু হলুদ


IMG_20211119_164633.jpg

IMG_20211122_141832.jpg


হাঁস বানানোর পদ্ধতি :


প্রথম ধাপ :


received_2030166957132379.jpeg

received_162013236104429.jpeg


প্রথম ধাপে ভাল দেখে আঠালো মাটি নিবো ।এরপর ভালোমত একটু ডলে ডলে মাটিকে হাস বানানোর উপযোগী করে নিবো ।


দ্বিতীয় ধাপ :


received_1019736915471071.jpeg

received_1121751848378968.jpeg

received_396605898831341.jpeg


এই ধাপে মাটিকে ভাল করে ছানতে হবে ।এরপর আস্তে আস্তে হাঁসের সেপ দিতে থাকবো ।


তৃতীয় ধাপ :


received_407329847732415.jpeg

received_575390650206409.jpeg


এই ধাপে আরও ভালো করে হাঁসের সেপ দিবো চারপাশে মাটি চেপেচেপে ।


চতুর্থ ধাপ :


received_199110735736444.jpeg

received_1238357826678727.jpeg

received_293760935822760.jpeg


এই ধাপে হাঁসের নিচের দিকের সেপ হলে এরপর হাঁসের গলাটি বানিয়ে ফেলবো ।


পঞ্চম ধাপ :


received_586469789240497.jpeg

received_933207454269480.jpeg

received_748176086583459.jpeg

received_415758466808710.jpeg


গলার সেপ দিয়ে এরপর ভালো করে ফিনিসিং করে গলার সেপটি করতে হবে ।


ষষ্ঠ ধাপ :


received_644525336559726.jpeg

received_583100469441517.jpeg

received_323502132541487.jpeg


এই ধাপে আরও ভালো করে পাশ গুলো মাটি দিয়ে দিয়ে প্লেন করে নিতে হবে ।যাতে কোথাও খুত না থাকে ।


সপ্তম ধাপ :


received_1021419811924583.jpeg

received_5056966610984187.jpeg

received_476474193785077.jpeg


এই ধাপে হাঁসের ঠোটটিকে সুন্দর করে ডলে ডলে সুন্দর সেপ দিতে হবে ।


অষ্টম ধাপ :


received_180232764317131.jpeg

received_1545019322532927.jpeg

received_179581261052078.jpeg


এই ধাপে হাঁসের গলার নিচের দিকের বুকের পাশটির সেপ সুন্দর করতে হবে ।যাত নিখুত ভাবে কাজটি হয় ।


নবম ধাপ :


received_936646633618989.jpeg

received_1543100369391945.jpeg

received_1037739913672804.jpeg


এই ধাপে হাঁসের পিঠের উপর পাখার সেপ দিবো একটি চামচ দিয়ে ।আস্তে আস্তে করে সেপটি সুন্দর করে নিতে হবে ।


দশম ধাপ :


received_1097037884473798.jpeg

received_582714279694204.jpeg

received_476160840439671.jpeg

received_308227790948881.jpeg


এই ধাপে পুরো হাঁসটির সেপ সুন্দর করে প্লেন করে এরপর সাদা বানাতে হাঁসে চুন দিবো ।যাতে হাঁসের কালার সাদা হয় একেবারে আসল হাঁসের মতো।

এগারোতম ধাপ :


received_424919109230150.jpeg

received_3007337326200374.jpeg

received_2968264943426828.jpeg


এই ধাপে হাঁসের ঠোটে হলুদ দিয়ে কালার করে নিবো ।হলুদ রং এর হাঁসের ঠোটের মতো করে ।


বারোতম ধাপ :


received_287699356592611.jpeg


ভালো মতো চুন দিয়ে ফিনিসিং টাচ দেখে নিতে হবে ।এরপর সব চেক করে দেখে নিয়ে কোথাও খুত থাকলে তা ঠিক করে নিয়েই হয়ে গেলো সুন্দর মাটি দিয়ে হাঁস বানানো ।


ফাইনাল ধাপ :


IMG_20211122_145137.jpg


মাটি দিয়ে বানানো হাঁসের সাথে নিজের সেলফি ।আশা করি সবার ভালো লাগবে ।মৃত শিল্পের প্রতি যাতে আরও বেশি আমরা আগ্রহ হই ।যাতে এরকদর সবার কাছে বাড়ে এজন্য উৎসাহ দেওয়ার চেষ্টা মাত্র ।ধন্যবাদ সবাইকে পোষ্টি দেখার ও পড়ার জন্য।



আমি মিজানুর রহমান। আমি একজন বাংলাদেশী বাঙালি। আমি বাংলায় কথা বলি,বাংলায় গান গাই ,বাংলায় হাসি ,বাংলায় নাচি ,বাংলায় মনের ভাব প্রকাশ করতে ভালোবাসি। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকেও ভালোবাসি।





Sort:  
 3 years ago 

খুবই সুন্দর হয়েছে আপনার মাটি দিয়ে হাস তৈরি। অনেক দিন পর অন্য রকমের পোস্ট দেখলাম।
আপনি খুবই সুন্দর করে মাটির ব্যবহার দেখিয়ে ছেন ফটোর মাধ্যমে। আমার কাছে খুবই ভালো লেগেছে।
শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

মিজান ভাই আপনার আজকের কাজটি অনেক সুন্দর ছিল ♥️
কি নিখুঁত হাতে মাটি দিয়ে তৈরি করছেন।
সত্যিই আজকের কাজটি প্রশংসনীয় ❣️
আসলে সৃজনশীল কাজ এভাবেই করতে হয়।
ঠিক এই পরিকল্পনায় এগিয়ে যান। আশাকরি বুঝতে পারছেন। আর আপনি কি আমাকে ব্যাক্তিগতভাবে চেনেন?

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

ভাই আপনার মাটি দিয়ে বানানো হাঁস টি সুন্দর হয়েছে। মৃৎশিল্প এখন প্রায় বিলুপ্তির পথে সেটি আপনি তৈরি করেছেন দেখে ভালো লাগলো। স্টেপ বাই স্টেপ বানানো দেখায় পোস্ট টি সুন্দর হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

এটা মাটি দিয়ে বানানো আমিতো মনে করেছি সত্যি খুবই একটি হাঁস।চমৎকার হয়েছে। আপনার হাঁসটি দেখে বোঝা যাচ্ছে না যে এটি মাটি দিয়ে বানানো হয়েছে আর আপনার বুদ্ধি দেখে আমি অবাক হয়ে গেলাম ঠোঁটটা কি সুন্দর হলুদ দিয়ে রং করে দিয়েছেন। আমি মনে মনে চিন্তা করছি কিভাবে একেবারে অরজিনাল ঠোঁট আপনি করলেন। মাটি দিয়ে খুব নিখুঁত করে আপনি হাঁসটিকে তৈরি করেছেন ।সবচেয়ে বেশি ভালো হয়েছে হাঁসের ঠোঁট আর মাথাটি খুবই চমৎকার লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনার সংবেদনশীল মতামতের জন্য আপু।

 3 years ago 

ওয়াও আপনার হাতের দক্ষতা দেখে আমি আসলেই অনেক অবাক। আমাদের দেশে মৃৎশিল্প প্রায় শেষের দিকে অর্থাৎ বিলুপ্ত হয়ে যাচ্ছে আপনি আমাদের মাঝে এই শিল্পকে নতুন করে উপস্থাপন করার চেষ্টা করেছেন। অসাধারণ একটি হাঁস তৈরি করেছেন। দোয়া রইল আপনার জন্য আশা করি ভবিষ্যতে আরো কিছু তৈরি করে আমাদের দেখাবেন।

 3 years ago 

অবশ্যই দেখাবো।ধন্যবাদ ও শুভকামনা আপনাকেও ভাই ।

 3 years ago 

দারুণ হয়েছে আপনার বানানো হাস। সব ধাপ খুব ভালো ভাবে দেখিয়েছেন। চুন দিয়ে রং করার বুদ্ধিটা ভালো লাগলো।

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর কমেন্টস এর জন্য।

 3 years ago 

আপনার মাটি দিয়ে তৈরি হাত থেকে একদম অরজিনাল হাস মনে হচ্ছে। সত্যিই খুবই সুন্দর লাগছে আর আপনার প্রতিভা আছে বলতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর কমেন্টস এর জন্য।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার মাটি দিয়ে হাঁস বানানো। আমাদের দেশে এখন মাঠের জিনিস প্রায় বিলুপ্ত। মাটি দিয়ে বানানো জিনিস আমার খুব পছন্দ। দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় লাগে। আপনার হাঁস তৈরীর উপস্থাপনাটি অনেক ভাল ছিল। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করি আপনারা এই ঐতিহ্য ধরে রাখবেন এই বাংলায়।

 3 years ago 

অবশ্যই চেষ্টা করবো।ধন্যবাদ সুচিন্তিতো মতামতের জন্য।

 3 years ago 

ভাই আপনার সৃজনশীলতা দেখে মুগ্ধ হয়ে গেলাম।একদিনের মধ্যে এতো দারুন একটি হায়া বানিয়েছেন আবার সাদা রঙ টাও সেরব ফেলেছেন।তুলনা নেই আপনার ভাই।আমার কাছে খুবই ভাল লেগেছে ধাপ গুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকেও।

 3 years ago 

দাদা সব চেয়ে বড় ব্যাপার আপনি একদম অসাধ্য সাধন করেছেন। কারণ এখন কার দিনের কম মানুষ আছে যারা মাটির কাজ নিয়ে শখ করে কিছু করে। আমার বাবা একজন মৃৎশিল্পী। তাই এধরেনর কাজ করে যারা তাদের প্রতি একটা আলাদা শ্রদ্ধা কাজ করে সব সময়। খুব ভালো চেস্টা ছিল দাদা। অনেক সুন্দর হয়েছে। আশা করি আরো ভালো ভালো কাজ আপনার থেকে উপহার পাবো।

 3 years ago 

ধন্যবাদ আপু ।অবশ্যই আরো চেষ্টা করবো ।ধন্যবাদ ও শুভকামনা আপনাকেও আপু ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 65904.42
ETH 2618.19
USDT 1.00
SBD 2.67