আমার ডিজিটাল আর্টের সংগ্রহশালা || পর্ব-১২ || ১০% প্রিয় লাজুক-খ্যাকের🦊 জন্য থাকলো
আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.
০৩রা আগস্ট, সেপ্টেম্বর।
আ মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।দেখতে দেখতে অনেকগুলো ডিজিটাল আর্ট আমার সংগ্রহশালায় জমা হয়েছে, আমি আমার ডিজিটাল আর্ট গুলোকে একটি সংগ্রহশালা সংরক্ষণ করতে চাই, আজকে আমি চেষ্টা করব আমার সংগ্রহশালা স্বয়ংসম্পূর্ণ করার জন্য আশা করি আপনাদের ভালো লাগবে।
ম্যান্ডেলা || ডিজিটাল আর্ট-(৫৬) || ১০% প্রিয় লাজুক-খ্যাকের🦊 জন্য থাকলো
লাভ এবং নকশার উপর ভিত্তি করে একটি ম্যান্ডেলা তৈরি করেছিলাম এবং লাল কালো এই দুই রং দিয়ে সাজিয়ে দিয়েছিলাম এই ম্যান্ডেলা টিকে, চেষ্টা করেছিলাম মাঝখানে হলুদ রং দিয়ে একটু ফুটিয়ে তোলার জন্য আপনাদের ভালোবাসা ছিল অফুরন্ত।
আগির প্রেমিকা || ডিজিটাল আর্ট-(৫৭) || ১০% প্রিয় লাজুক-খ্যাকের🦊 জন্য থাকলো
হঠাৎ করেই সফটওয়্যার আপডেট করার পরে আমি অনেক কালার গ্রেডিয়েন্ট এবং ড্রইং করার টুল হারিয়ে ফেলি। যারা আমার অগি কাটুন সিরিজটি দেখেছিলেন, এটি ছিল সেই কার্টুনের মেন ক্যারেক্টার অগির প্রেমিকা। জানি অন্য ড্রইং এর তুলনায় এটিতে কিছু জিনিস মিটিং ছিল ব্যতিক্রম ছিল।
জ্যাক || ডিজিটাল আর্ট-(৫৮) || ১০% প্রিয় লাজুক-খ্যাকের🦊 জন্য থাকলো
যারা এই কার্টুনটি দেখেছেন তাদের কাছে এটি খুবই পরিচিত ক্যারেক্টার, এটা হচ্ছে আমাদের অগির ভাই, দুর্দান্ত সাহসী এবং অগির থেকে অনেক শক্তিশালী। বিপদে-আপদে সবসময় তার ভাইয়ের পাশে থাকতে চাই বেশ মজার একটি ক্যারেক্টার।
ম্যান্ডেলা || ডিজিটাল আর্ট-(৫৯) || ১০% প্রিয় লাজুক-খ্যাকের🦊 জন্য থাকলো
এই ম্যান্ডেলার মধ্যে একটি জিনিস লুকানো ছিল যেটি পোস্টে উল্লেখ করা হয়নি। এই ম্যান্ডেলার টার মধ্যে শেয়ালের মুখমন্ডল আছে কয়েকটি জায়গায়। দেখি আপনারা ক'জন বুঝতে পারেন সেই অংশটি কোথায়।
ফিমেল ড্রাগন || ডিজিটাল আর্ট-(৬০) || ১০% প্রিয় লাজুক-খ্যাকের🦊 জন্য থাকলো
এটি একটু স্পেশাল ছিল আমি চেষ্টা করেছিলাম একটি ড্রাগন তৈরি করার জন্য, ড্রাগনের চোখে চশমা এবং শরীরে কিছু ম্যান্ডেলার ডিজাইন করে দিলাম, তারপর রঙের কম্বিনেশনে বানিয়ে ফেললাম একটি ফিমেল ড্রাগন।
আমার ডিজিটাল আর্টের সংগ্রহশালা || পর্ব-১ || ১০% প্রিয় লাজুক-খ্যাকের🦊 জন্য থাকলো
আমার ডিজিটাল আর্টের সংগ্রহশালা || পর্ব-২ || ১০% প্রিয় লাজুক-খ্যাকের🦊 জন্য থাকলো
আমার ডিজিটাল আর্টের সংগ্রহশালা || পর্ব-৩ || ১০% প্রিয় লাজুক-খ্যাকের🦊 জন্য থাকলো
আমার ডিজিটাল আর্টের সংগ্রহশালা || পর্ব-৪ || ১০% প্রিয় লাজুক-খ্যাকের🦊 জন্য থাকলো
আমার ডিজিটাল আর্টের সংগ্রহশালা || পর্ব-৫ || ১০% প্রিয় লাজুক-খ্যাকের🦊 জন্য থাকলো
আমার ডিজিটাল আর্টের সংগ্রহশালা || পর্ব৬ || ১০% প্রিয় লাজুক-খ্যাকের🦊 জন্য থাকলো
আমার ডিজিটাল আর্টের সংগ্রহশালা || পর্ব-৭ || ১০% প্রিয় লাজুক-খ্যাকের🦊 জন্য থাকলো
আমার ডিজিটাল আর্টের সংগ্রহশালা || পর্ব-৮ || ১০% প্রিয় লাজুক-খ্যাকের🦊 জন্য থাকলো
আমার ডিজিটাল আর্টের সংগ্রহশালা || পর্ব-৯ || ১০% প্রিয় লাজুক-খ্যাকের🦊 জন্য থাকলো
আমার ডিজিটাল আর্টের সংগ্রহশালা || পর্ব-১০ || ১০% প্রিয় লাজুক-খ্যাকের🦊 জন্য থাকলো
আমার ডিজিটাল আর্টের সংগ্রহশালা || পর্ব-১১ || ১০% প্রিয় লাজুক-খ্যাকের🦊 জন্য থাকলো
আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।

| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

.gif)

.gif)



.gif)

ডিজিটাল আর্টের সংগ্রহশালা দেখে ভালো লাগলো ভাইয়া। আপনার প্রত্যেকটি ডিজিটাল আর্ট দারুণ হয়েছে। চমৎকার সব ডিজিটাল আর্ট গুলো অনেক সুন্দর ভাবে আবারও তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা আমার পোস্টে মন্তব্য করার জন্য।
এই সংরহমানের মাধ্যমে আপনার মান্ডালা ডিজাইন বিভিন্ন কালারফুল আর্ট ও বিভিন্ন কার্টুনের আর্ট একসাথে দেখতে পেলাম। আবার দেখছি বিভিন্ন ডিজিটাল আর্ট গুলোর সংগ্রহমালা পোস্ট এর লিংক শেয়ার করেছেন ভালই লাগলো সবগুলো ডিজিটাল আর্ট র্ট একসাথে দেখে।
জি আমার সকল ডিজিটাল আর্ট এর পোস্টগুলো দেখার আমন্ত্রণ রইল আপনাকে অনেক অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।
ভাইয়া আপনার ডিজিটাল আর্টের সংগ্রহশালা দেখে অনেক ভালো লাগল। আসলে রিভিউ দিলে সবগুলো পোস্ট এক সাথে দেখা যাবে। আপনার সব গুলো আর্ট অসাধারণ ছিল। সব থেকে ড্রাগন আর্টটি অনেক ভালো লেগেছে চোখে চশমা এবং শরীরে কিছু ম্যান্ডেলার ডিজাইন করে দেওয়াতে বেশ ভালো লাগছে।আপনার জন্য শুভকামনা রইল।
খুবই ভালো লাগলো ড্রাগনের ছবিটি আপনার পছন্দ হয়েছে ধন্যবাদ আপনাকে।
ভাইয়া আপনি অনেক সুন্দর সুন্দর ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করেছিলেন সেগুলো আজকে আবারও রিভিউ এর মাধ্যমে শেয়ার করেছেন দেখে সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার কাছে সব থেকে ভালো লেগেছিল মেন্ডেলা আর্টের চিত্রগুলো।
আমি চেয়েছিলাম আমার সবগুলো ড্রইং যেন একত্রে থাকেন সেজন্যই এই পদক্ষেপ, এগুলো আপনাদের সার্পোট দেখে ধন্যবাদ।
সুন্দরভাবে আপনার অঙ্কন করা ডিজিটাল কিছু আর্ট এর সংগ্রহশালা আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। দেখতে দেখতে আপনি প্রতিনিয়ত আমাদের মাঝে এত সুন্দর সুন্দর ডিজিটাল আর শেয়ার করছেন যা সত্যি আমাদেরকে মুগ্ধ করে। আপনার শেয়ার করা এই সপ্তাহের ডিজিটাল আর্ট গুলোর মধ্যে থেকে আমার কাছে অগির প্রেমিকা এবং ডিজিটাল আর্ট এর মাধ্যমে তৈরি করা ম্যান্ডেলা আর্ট টি আমার কাছে খুবই ভালো লেগেছে।
খুবই ভালো লাগলো আপনার পছন্দের জায়গা গুলো বললেন আমি চেষ্টা করব আবার ডিজিটাল আর্টের নতুন কোনো পর্ব নিয়ে আসার জন্য।