My weekly report (Moderator & Discord In Charge)|| 13th February 2024||

in Incredible India4 months ago (edited)

Hello Everyone,
আজ সকালে বিলম্ব হয়েছে ঘুম থেকে উঠতে, রাতে ভালো ঘুম হয়নি। অন্যান্য দিনের তুলনায় গতরাতে একটু আগেই ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গিয়েছিলাম কিন্তু মোটেও ভালো ঘুম হয়নি। হয়তো এ কারণেই সকালে উঠতেই ইচ্ছে করছিল না।

এখন সময় ১১.১০, আমি সাপ্তাহিক প্রতিবেদন লিখতে বসেছি। এই প্রতিবেদনে আমি তুলে ধরবো আমার বিগত সাত দিনের সকল কার্যক্রম। আশাকরি, এটার মাধ্যমে আপনার আমার বিগত কয়েকদিনের সকল কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন।

➡️আমার কার্যক্রমঃ

  • Tutorial এবং hangout
  • Post verification
  • Discord reply
  • Discord Voice conversation
  • Post verification re-check
  • Contest post link share - Twitter and Discord
  • Conversation with new steemians

Tutorial Class & Hangout

IMG_20240213_155643.jpg

➡️ আমাদের কমিউনিটিতে প্রতি সপ্তাহে একটি টিউটোরিয়াল ক্লাস অনুষ্ঠিত হয়। অনুরূপভাবে বিগত সপ্তাহে ও একটি টিউটোরিয়াল ক্লাস অনুষ্ঠিত হয়েছিল। যে ক্লাসে আমাদের এডমিন ম্যাম অনেক গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেছিলেন। অবশ্যই যারা উপস্থিত ছিলেন তাঁরা সেই তথ্য গুলো জানতে পেরেছিল। তবে অনুপস্থিত ও ছিল কেউ কেউ, অনুগ্রহ পূর্বক, সকলে উপস্থিত থাকতে চেষ্টা করবেন পরবর্তী ক্লাস থেকে এটাই অনুরোধ করবো।

Post verification

IMG_20240213_161505.jpg

➡️ আমাদের কমিউনিটিতে সকল মডারেটর নিজ দায়িত্বে পোস্ট চেক করে যাচাই করেন। আমিও অন্যদের মতো প্রতিটি পোস্টের সকল কিছু চেক করি, তারপর ভেরিফিকেশন করি। আমরা সর্বদাই এই ক্ষেত্রে প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিয়মাবলি অনুসরণ করি। যার ফলে অনেক গুলো criteria চেক করে তবেই যাচাইকরণ করতে হয়।

Discord reply

IMG_20240213_162059.jpg

➡️এটা আমরা সকলেই বিশ্বাস করি যে এটা আমাদের একটি যৌথ পরিবার। তাই কাজের পাশাপাশি, আমরা সকলের সাথে কুশল বিনিময়ও করি কাজের ফাঁকে যখন অবসরে থাকি। গতকাল আমাদের এক পরিচিত স্টিমিয়ান ভাই, আমাকে মেনশান করেছিল।

➡️প্রায় সাত মাস এই ভাই স্টিমিটে সক্রিয় থাকতে পারেননি‌। ভাইয়ের সাথে অনেক সময় আমিসহ আমাদের এডমিন ম্যাম ও কথা বলেছিলাম।

Discord Voice conversation

IMG_20240213_162432.jpg

➡️ কিন্তু টেক্সটের মাধ্যমে সকল তথ্য দেয়া যথেষ্ট কষ্টসাধ্য, তাই আমরা ভাইকে ভয়েসে জয়েন করতে বলেছিলাম। আমরা সকলে প্রায় এক ঘণ্টার মতো ভাইয়ের সাথে পোস্ট বিষয়ক কথা বলেছিলাম।

Post verification re-check

IMG_20240213_162740.jpg

➡️আমরা মানুষ, তাই ভুলের উর্ধ্বে কেউই না। হয়তো কারো একটু কম আবার কারো একটু বেশি এরকমটাই দেখা যায়। যদি আমি পুনরায় চেক করে কোনো কিছু সম্পাদনা করার মতো দেখি তাহলে ঐ ভাই বা আপুকে সেটা অবগত করি। কারণ আমরা একটা পরিবার, এই কমিউনিটি আমাদের ঘর তাই এটাকে স্বচ্ছ রাখাটা আমাদের সকলের দায়িত্ব।

Contest post link share - Twitter and Discord

IMG_20240213_163218.jpg

➡️ কমিউনিটির সকল প্রকার প্রতিবেদন এবং কনটেস্ট আমি আমার ব্যক্তিগত Twitter এ শেয়ার করি। আমার মনে হয় এটা আজ না হয় কাল একটু একটু করে আরো মানুষের কাছে পৌঁছে যাবে। যখন কোনো কোম্পানি বেশি পরিচিতি পায় ও ইউজার সংখ্যা বৃদ্ধি পায় সেটাই সফলতার শীর্ষে অবস্থান করে। আমার উদ্দেশ্য এই প্ল্যাটফর্ম এবং আমাদের কমিউনিটি আরো বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যাক, এটাই হবে আমার সফলতা।

Conversation with new steemians

IMG_20240213_163801.jpg

➡️আমরা নতুনদের সর্বদাই প্রাধান্য দিয়ে থাকি। কারণ এই প্ল্যাটফর্মে কি করা যায় এটার থেকেও গুরুত্বপূর্ণ কি করা উচিৎ না‌। এই সঠিক তথ্যের অভাবেই অনেক স্টিমিয়ান হয়তো হতাশাগ্রস্থ হয় এবং একটা সময় এখান থেকে বেরিয়ে যায়। আমি নিজেও একটা সময় এই রকম পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম।

➡️আমরা এই নতুন স্টিমিয়ানের সাথে প্ল্যাটফর্ম সম্পর্কিত সকল প্রাথমিক এবং মৌলিক দিকনির্দেশনা ও নিয়মাবলি আলোচনা করেছিলাম। ইতিমধ্যে এই ভাই পোস্ট লেখা ও শুরু করেছেন।

বুমিং সাপ্তাহিক প্রতিবেদন:-

DateTitleThumbnail
12-02-2024Weekly Booming Curation report

মডারেটর ও খুবই সচেতন তাঁদের কাজের প্রতি। যেটা আমাদের কমিউনিটি থেকে প্রকাশিত প্রতিটি প্রতিবেদনেই প্রমাণিত।

বুমিং সম্পর্কিত সকল তথ্য এই প্রতিবেদনে লিপিবদ্ধ। যদি এক নজরে কেউ একবার এটি পরিদর্শন করে তাহলে আমার মনে হয় বুমিং সম্পর্কে আমাদের সচেতন কার্যক্রম বোঝা সম্ভব।

Here is my tutorial post for various steemians:-

👇👇

By piya3TitleThumbnail
1.How to take and use copyright free photos from Google//Tutorial
2.How to take & use copyright free photos from free sites. Part-2//Tutorial.

➡️এই পোস্ট দুটি বিগত সপ্তাহের না। কিন্তু এই পোস্টে উপস্থাপন করা বিষয়টি নতুন এবং পুরনো সকলদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি সকলের হিতার্থেই এটি আজ উপস্থাপন করছি।

Newbie Tag

IMG_20240213_165409.jpg

➡️আমি এক স্টিমিয়ান ভাইকে newbie tag দিয়েছিলাম। এই tag আমাদের সাথে যুক্ত হওয়া মাত্র আমরা কাউকে দিই না। আমাদের নিজস্ব কিছু বিষয় যাচাইকরণের পর যদি মনে হয় ঠিক আছে তবেই দেয়া হয়। আমাদের উদ্দেশ্য এটাই যে আমাদের কমিউনিটিতে স্টিমিয়ান সংখ্যা যেটাই থাকবে তারাই হবে real.

আমার পোস্ট যাচাইকরণের তালিকা:

DatePost Count
👉06-02-202408
👉07-02-202405
👉08-02-202406
👉09-02-202408
👉10-02-202408
👉11-02-202411
👉12-02-202405
DateTotal Post Count
➡️06 to 12-02- 202451

আমার পোস্ট :

No.DateTitleThumbnail
01.06-02-2024My Weekly Report
02.07-02-2024The Diary Game
03.08-02-2024The Diary Game
04.09-02-2024The Diary Game
05.10-02-2024Some moments from my childhood.
06.11-02-2024Contest of February#1 by @sduttaskitchen//contest
07.12-02-2024The Diary Game

সতর্কতা

IMG_20240213_172424.jpg

➡️হয়তো অনেকের কাছে এটা খারাপ মনে হবে কিন্তু এটাই সত্য যে #incredibleindia community কাজের সাথে কখনোই আপোস করে না। তাই এই ধরনের কোনো কাজ করার ক্ষেত্রে একটু চিন্তা করে তবেই করা উচিত। আমাদের কমিউনিটিতে নিয়মাবলীর ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হয় না এবং ভবিষ্যতেও হবে না।

আমার আজকের প্রতিবেদনটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।

Regards
@piya3 (Moderator)
Incredible India

Discord Twitter Telegram Instagram

Sort:  
Loading...
 4 months ago 

অনেক তথ্য ও খুটিনাটি সব বিষয় নিয়ে আপনার পোস্টটি আপনি সাজিয়েছেন। যেটা পড়লে পুরো সপ্তাহের সবকিছুই খুব ভালোভাবে জানা যাবে। পুরো সপ্তাহে কমিউনিটিতে কি কি হল এবং আপনি কি কি কাজ করেছেন তার বিস্তারিত বর্ণনা পোষ্টের মধ্যে আছে। অনেক ধন্যবাদ আপনাকে সাপ্তাহিক রিপোর্টটি প্রকাশ করার জন্য।

 4 months ago 

এই প্রতিবেদনটি আমি অনেক বেশি সময় নিয়ে লেখার চেষ্টা করি প্রতি সপ্তাহে। আর তখন বেশি ভালো লাগে যখন দেখি আপনাদের মনোযোগ দিয়ে পরিদর্শনের অনুভূতি। ধন্যবাদ আপু।

  • আপনার প্রতিবেদন থেকেই স্পষ্ট যে প্রতিদিন একজন মডারেটরকে কতটা সময় এনগেজ থাকতে হয় কমিউনিটির সাথে। এই পোষ্টের মাধ্যমে নতুন এবং পুরনো ইউজাররা খুব ভালোভাবেই বুঝতে পারবে যে একজন মডারেটরের দায়িত্ব কতখানি।

  • শুধুমাত্র পোস্ট লিখে এবং কমেন্ট করেই একজন মডারেটরের দায়িত্ব শেষ হয়ে যায় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সারা সপ্তাহের কার্যাবলী এই পোষ্টের মাধ্যমে তুলে ধরার জন্য। ভালো থাকবেন।

 4 months ago 

হ্যাঁ, দাদা প্রতিবেদন মানেই সকল কাজের প্রতিচ্ছবি। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য। ভালো থাকুন, সুস্থ্য থাকুন।

 4 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতি সপ্তাহের মতো সাপ্তাহিক রিপোর্ট টা সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।আপনার পোস্ট টা পড়ে অনেক বিষয় ধারণা পেলাম এবং এক স্টিমিয়ান ভাই সাত মাস কাজ করতে পারেনি।তার সাথে কথা বলেছেন এই বিষয় জানতে পারলাম। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ গত সপ্তাহের সকল বিষয় তুলে ধরার জন্য। ভালো থাকবেন

 4 months ago 

হ্যাঁ ভাই, আমি চেষ্টা করেছি। তাছাড়া দেখবেন একটি বার্তা ও দিয়েছি। আশাকরি, অনেকের জন্য এটা গুরুত্বপূর্ণ ও বটে। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

 4 months ago 

অসংখ্য ধন্যবাদ জানাই আপনি প্রতি সপ্তাহের সাপ্তাহিক রিপোর্ট খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে একজন মডারেটর কে অনেক সময় দিয়ে কাজ করে যেতে হয়। কেননা তাদের উপর অনেকটা দায়িত্ব থাকে যারা পুরাতন ইউজার তারা খুব ভালোভাবে বুঝে এই মডারেটর দায়িত্বটা কেমন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64024.15
ETH 3515.24
USDT 1.00
SBD 2.55