আমার লেখা ২০ টি কবিতার আর্কাইভ।।২৫ মার্চ ২০২২।।০১
হ্যালো বন্ধুরা,কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার পোস্ট লেখা শুরু করছি।আশা করি আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে।আজকে আমি আমার বিগত দিনে @ব্ল্যাক্স @blacks একাউন্ট এ শেয়ার করা ২০ টি কবিতার একটি আর্কাইভ তৈরী করতে চলেছি।এই কাজের উদ্দেশ্য তেমন কিছু নয়,আসলে বিচ্ছিন্ন ভাবে ছড়িয়ে থাকা কবিতা গুলোকে এক সাথে সাজিয়ে রাখাই আমার মূল লক্ষ্য।
|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
|| Community Page | Discord Group ||
Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord
দাদা আপনার প্রতিটা কবিতাই আমার অনেক ভালো লাগে।ইচ্ছা আছে নিজে আবৃত্রি করে আপনাদের সাথে শেয়ার করবো তবে কোথায় খুজতাম এই পোস্টের মাধ্যমে সব গুলো এক জায়গা পেয়ে গেলাম খুবই ভালো হলো।ধন্যবাদ দাদা😍😍😍😍
দাদা আপনি দারুন দারুন কবিতা লিখেন এটা আমরা সকলেই জানি। আপনার কবিতা গুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আজকে আপনার সব কবিতা গুলো একত্রে পেয়ে অনেক ভালো লাগলো। যখন মন খারাপ থাকবে তখন আপনার কবিতাগুলো পড়তে পারবো। কারণ আপনার লেখা কবিতা পড়লে মন ভালো হয়ে যায়। ধন্যবাদ আপনাকে দাদা দারুণভাবে কবিতাগুলো শেয়ার করার জন্য।
দাদা আপনার কবিতা পড়ে অনেক ভাল লাগে আমার। চমৎকার ভাবে কবিতা লিখেন আপনি। আপনার কবিতার জবাব নেই। সবগুলো কবিতা ওড়া হয়নি। তবে যে কয়টি পড়েছি অনেক ভাল লেগেছে। ধন্যবাদ দাদা। এই রকম আরো কবিতা চাই। 💞💞
আপনার কবিতাগুলো একসাথে পেয়ে খুব ভালো লাগলো সযত্নে রেখে দিলাম। আপনার প্রতিটি কবিতা মুগ্ধতা ছড়ায় প্রেমের ভালোবাসার কবিতা কিছু কবিতা আছে বিরহের। আপনি প্রথমে এত এত এত সুন্দর কবিতা আমাদের মাঝে উপস্থাপন করে গেছেন তার শক্তি অসাধারণ। আপনার কবিতাগুলো একদিন বই আকারে প্রকাশ হবে নিজের আমরা বই লেখা দেখব আপনার নাম সে প্রত্যাশা রইলাম।
আপনার প্রত্যেকটি কবিতা অনেক ভালো লাগে দাদা। আপনার কবিতার মাঝে অনেকটা গভীরতা লুকিয়ে থাকে এবং অনেক কিছু বোঝার কাছে। একটা লাইন পড়ার পরে এক থেকে দুই মিনিট চিন্তা করতে হয় এতোটা গভীরতা আপনার কবিতার মধ্যে থাকে। অনেকগুলো কবিতা নিয়ে একটি সংগ্রহশালা তৈরি করেছেন আপনি, সত্যি অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে দাদা।
ভাইয়া ভাবছি ব্যস্ততা শেষ করে একদিন একটা একটা করে সব কবিতা গুলো আবৃত্তি করা শুরু করবো। কারণ প্রায় প্রতিটিই আমি পড়েছি,তাই আমি জানি কতোটা দারুণ কবিতা গুলো।
দাদা আপনার কবিতাগুলো বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে আর যেহেতু আজকে আপনি কবিতা গুলোর একটি আর্কাইভ পোস্ট করেছেন এর মাধ্যমে আশা করছি আপনার সবগুলো কবিতা একসাথে পড়া যাবে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমি মনে করি যে, আমি সৌভাগ্যবান । কারণ আপনার সবগুলো কবিতা পড়ার সুযোগ আমার হয়েছে । ভালোবাসা অবিরাম ভাই ।
আপনার প্রতিটা কবিতা আমার খুব পছন্দের।আমি যখন আমার বাংলা ব্লগ কমিউনিটি আসছি তখন থেকে আপনার কবিতা গুলো পড়তাম খুব ভালো লাগত।আপনার লেখা কবিতা গুলো কেমন যেনো অজানা গভীরতা খুজে পেতাম আর মনকে ছোঁয়ে দিত ।তবে এর আগে আগের কবি গুলো পড়া হয়নি। ভালো হয়ে ২০ টি কবিতার আর্কাইভ আমাদের মাঝে শেয়ার করেছেন।ধন্যবাদ
Hi @blacks,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Please consider to approve our witness 👇
Come and visit Italy Community