বাঁচার মতো বাঁচতে চাই

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব।ঈশ্বর আমাদের এমন বুদ্ধিমত্তা প্রদান করেছেন যার কারণে আমরা সব জীবের উপর প্রভুত্ব করতে পারছি।কিন্তু এত প্রাচুর্য ঈশ্বর আমাদের দিয়েছেন তবুও আমরা নিজেরাই মূর্খ সেজে বসে আছি ।আমরা শুধু যন্ত্রের মতো টিকে আছি কিছু নির্ধারিত কাজের জন্য ।কিন্তু আসলে আমরা তো চাই ,বাঁচার মতো বাঁচতে ।তবে কেন এই মূর্খের স্বর্গে আমাদের বসবাস ?সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমি অনেক ঘুরেছি নেমেছি মানুষের গভীরে যেখানে অনুভূতি গুলো সবচেযে স্পর্শকাতর।আর তখনই লিখে ফেলেছি কিছু অনুভূতির বহিঃপ্রকাশ ।

আমি কেন দাঁড়িয়ে থাকবো রাস্তায়?
নিজের অধিকার কেন উপেক্ষিত?
সমাজের প্রত্যেকটা স্তরে অন্ধকার
পচে গলে এক বিভীষিকাময় অবস্থা।
চিকিৎসায় ভরে আছে ব্যবসা
আইন খোঁজে নোংরা রাজনীতি
একদল ছাত্র চাকরি পাবে বলে,
স্তুতি বাক্যে ভরিয়ে তুলছে ময়দান।

image.png
Source
আমরা শুধু বাঁচতে চাই
আমাদের অধিকার নিয়ে
হোক সে যান্ত্রিক কিংবা অভ্যেস,
আমাদের একটু বাঁচা দরকার।
সমাজের রন্ধ্রে রন্ধ্রে পাপ
কে আসবে এগিয়ে আজকে,
এই কালবাধ্যি শেষ করতে?

সে হবে নায়ক জনতার ভরসা?
তাকে নিয়ে চলবে উত্তেজনা
চায়ে কাপে ঝড়ের আবেগ,
কিন্তু আমরা কোথায়?
সেই রাস্তায় ঘুরছি দুয়ারে দুয়ারে
ধৈর্য্যের বাঁধ ভাঙতে বসলো আজ।

ধন্যবাদ

Sort:  
 3 years ago 

দারুন লেখনী

 3 years ago 

কবিতাটি পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমরা শুধু বাঁচতে চাই
আমাদের অধিকার নিয়ে
হোক সে যান্ত্রিক কিংবা অভ্যেস,
আমাদের একটু বাঁচা দরকার।

খুবই সুন্দর কথা বলেছেন আপনি। কাজী নজরুলের উপেক্ষিত শক্তির উদ্বোধন যেন এখনো ঘটেনি।বোধন বাঁশিতে সুর আজও পরেনি।

 3 years ago 

সমাজে পিছিয়ে পড়া মানুষেরা যুগ যুগ ধরে উপেক্ষিত।

আমরা শুধু বাঁচার মত বাঁচতে চাই আমরা আমাদের অধিকার নিয়ে পড়ে থাকি কিন্তু অধিকারের পিছনে না ছুটে যদি আমরা আমাদের দায়িত্বের পিছনে ছুটি তাহলে আমাদের অধিকার আদায় হয়ে যাবে।আমি এটাই মনে করি। ধন্যবাদ অনেক সুন্দর লিখেছেন দাদা।

 3 years ago 

আপনি সঠিক বলেছেন।কাজ ই একমাত্র মূল বিষয় যার উপর জীবনের বাকি বিষয় গুলো নির্ভর করে।

 3 years ago 

সমাজে অবহেলিত ও বঞ্চিত মানুষের হৃদয়ের ব্যাথ্যাগুলোকে দারুনভাবে উপস্থাপন করেছেন ভাই, সত্যি ধৈর্য্যের বাঁধ ভাঙতে বসলো আজ।

আহা কি লেখনী 👌❤️

 3 years ago 

একদিন ধৈর্যের বাঁধ ভাঙবে ,আন্দোলনের জোয়ার আসবে।তারপর আবার সেই চিরকালীন বঞ্চনা।

 3 years ago 

"সে হবে নায়ক জনতার ভরসা?
তাকে নিয়ে চলবে উত্তেজনা
চায়ে কাপে ঝড়ের আবেগ,
কিন্তু আমরা কোথায়?
সেই রাস্তায় ঘুরছি দুয়ারে দুয়ারে
ধৈর্য্যের বাঁধ ভাঙতে বসলো আজ।" আগুন ঝরছে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ।আমাদের সবার ভিতরেই আগুন আছে।আমরা সবাই একজোট হয়ে সেই আগুন কে একত্রিত করে সকল অন্যায়কে পোড়াতে হবে।

অনেক সুন্দর হয়েছে লেখাগুলো।

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য এর জন্য।

আপনাকেও ধন্যবাদ।

 3 years ago 

আর কতকাল ধৈর্য ধরবো
পিঠ ঠেকেছে দেয়ালে
দায়িত্ব, কতর্ব্য সব
হাড়ালো হেয়ালে

নতুন সমাজ গড়তে হলে
আমার থেকেই শুরু
বীরের মত এগুতে হবে
তবেই হবে গুরু।

বাঁচার মত বাঁচতে চাই
আমরা সবাই মিলে
অধিকার ও থাকবে অটুট
হাতটি বাড়ালে।
ধন্যবাদ দাদা চমৎকার লিখেছেন

আপু কি দিয়ে রিপ্লে দিব ভাষা খুজে পাচ্ছি না।আসলে আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে।ধন্যবাদ এতো সুন্দর একটা মতামত জানানোর জন্য।

 3 years ago 

আর কতকাল ধৈর্য ধরবো
পিঠ ঠেকেছে দেয়ালে
দায়িত্ব, কতর্ব্য সব
হাড়ালো হেয়ালে

নতুন সমাজ গড়তে হলে
আমার থেকেই শুরু
বীরের মত এগুতে হবে
তবেই হবে গুরু।

বাঁচার মত বাঁচতে চাই
আমরা সবাই মিলে
অধিকার ও থাকবে অটুট
হাতটি বাড়ালে।
ধন্যবাদ দাদা চমৎকার লিখেছেন

 3 years ago 

আর কতকাল ধৈর্য ধরবো
পিঠ ঠেকেছে দেয়ালে
দায়িত্ব, কতর্ব্য সব
হাড়ালো হেয়ালে

নতুন সমাজ গড়তে হলে
আমার থেকেই শুরু
বীরের মত এগুতে হবে
তবেই হবে গুরু।

বাঁচার মত বাঁচতে চাই
আমরা সবাই মিলে
অধিকার ও থাকবে অটুট
হাতটি বাড়ালে।
ধন্যবাদ দাদা চমৎকার লিখেছেন

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.11
JST 0.032
BTC 61645.58
ETH 3013.85
USDT 1.00
SBD 3.71