আমি খুঁজি অন্য মানুষ

in আমার বাংলা ব্লগ3 years ago

বুকে রেখেছি জ্বলন্ত আগুন
চোখে উড়ছে ভয়ঙ্কর বাষ্প
আত্মসমর্পণ নাকি কৌশল
আমি সাজিয়ে বসে থাকি দাবার ময়দান।
কেউ সেজে আসে খেলোয়াড় হয়ে
কেউ বা আসে নিছক দর্শক হয়ে
আমি খুঁজি অন্য মানুষ ,
খেলা যার কাছে এক যুদ্ধ ধুন্ধুমার।

image.png

Image
জলের অভাবে শুকিয়ে যাবে যে চারা
পথিকের পথ চেয়ে ধোঁয়াশা হয়েছে যে চোখ
সব কিছুর আজ নিষ্পত্তি হবে এই গভীর রাতে,
নিঃসন্দেহে নতুন আলোর প্রশ্রয়ে।
20210630_010817_0000.png

Sort:  
 3 years ago (edited)

১. শব্দের অলংকারের ছড়াছড়ি কিন্তু উপমাগুলো অতিরঞ্জিত লেগেছে।
২. ভাবের গাড়তা খুজছিলাম।

কবিতা আমার বেশ ভালো লাগে। জীবনানন্দ দাস ও সুকান্ত ভট্টাচার্য্য প্রিয় কবি। আপনার?

 3 years ago 

ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য এর জন্য।রবীন্দ্রনাথ ঠাকুর সুকান্ত ভট্টাচার্য আর হেলাল হাফিজ।

 3 years ago (edited)

হেলাল হাফিজ অস্থির। সুকান্তের দেয়াশলাই কাঠি অনন্য সৃষ্টি ভাই।

 3 years ago 

একদম ঠিক বলেছেন।

ভাই ছবিটা আমার কাছে খুব ভালো লেগেছে

 3 years ago 

আপনার কবিতা আমার বন্ধু খুব ভাল, আমি এটা পড়তে সত্যিই পছন্দ

 3 years ago 

ধন্যবাদ।।

 3 years ago 

"আমি সাজিয়ে বসে থাকি দাবার ময়দান।
কেউ সেজে আসে খেলোয়াড় হয়ে
কেউ বা আসে নিছক দর্শক হয়ে
আমি খুঁজি অন্য মানুষ " লেখাতো নয় যেন পুরোই আগুন । যথার্থ বলেছেন 😊❤

 3 years ago 

😊 অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।।

 3 years ago 

"অনেক সুন্দর কবিতা"


"অগ্নি ঝড়া কবিতা, প্রতিটি লাইন যেন অগ্নিস্পুলিংগ।"


birds-1237265_640.png

 3 years ago 

অসংখ্য শুভেচ্ছা আপনাকে।।

 3 years ago 

অসামান্য
অসাধারন ♥

 3 years ago 

অসাধারন লিখেছেন ভাই।

 3 years ago 

ধন্যবাদ ভাই।।

 3 years ago 

ভাইয়া ছবিটা খুবই সুন্দর হয়েছে।

 3 years ago 

সব কিছুর আজ নিষ্পত্তি হবে এই গভীর রাতে,
নিঃসন্দেহে নতুন আলোর প্রশ্রয়ে।

বেশ লিখেছেন বরাবরের মতো, চমৎকার ফিনিশিং ভাই। ধন্যবাদ

 3 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ভাই।।

 3 years ago 

দাদা আপনার কবিতাগুলির মাঝে অনেক কঠিনতম গভীরতা লুকিয়ে থাকে। আমার খুব ভালো লাগে আপনার কবিতাগুলি।

 3 years ago 

অনবদ্য সুন্দর একটা কবিতা

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.20
JST 0.034
BTC 90261.92
ETH 3055.42
USDT 1.00
SBD 2.96