কিসের নেশায় এই রক্তের হোলি?
অনেক অভিশপ্ত রাত্রি পেরিয়ে
পৌষ মাসের সর্বনাশ অনুভব করি
একেকটা বছর আমি অতিক্রম করি ,
বৈচিত্র্যহীন একঘেয়েমি জীবন নিয়ে।
আমাদের প্রশ্নের কোনো উত্তর
কেউ কখনো দেয়না
আমরা অবাঞ্ছিতদের দলে
অন্যের দয়া ও আমরা পাই না।
Image
মানুষ অচ্যূত নাকি স্বার্থ
কিসের নেশায় এই রক্তের হোলি
একদিন সব মিশে যাবে মৃত্তিকায়,
হিসেবের খাতায় শুধু লাল কালির দাগ।
শেষের ফিনিশিংটা একদম সেই হয়েছে ।সুন্দর লেগেছে আমাকে।
ধন্যবাদ আপনাকে।।
ভাই যথার্থ বলছেন, সত্যি কেন যে আমরা এই হোলি খেলায় মত্ত আছি? জানি না এর শেষ করে হবে। তবে কবিতাটি বেশ ভালো লেগেছে।
সেটাই।মিথ্যে প্রতিযোগিতায় পড়ে আমরা বাঁচার আনন্দটাই নষ্ট করে ফেলছি।।
একদম সত্যি বলছেন।
দাদা কবিতার প্রতিটি লাইন অসাধারণ হয়েছে।
অসংখ্য ধন্যবাদ।।
সত্যি বলতে ছি ভাই
কবিতার প্রতিটিই লাইনে অসাধারণ হয়েছে।
বর্তমান বাস্তবতাই কবিতাটি আমাদের জীবনের সাথে একবারে মিলে যাই।
ধন্যবাদ দাদা এইরকম সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।