কিসের নেশায় এই রক্তের হোলি?

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

অনেক অভিশপ্ত রাত্রি পেরিয়ে
পৌষ মাসের সর্বনাশ অনুভব করি
একেকটা বছর আমি অতিক্রম করি ,
বৈচিত্র্যহীন একঘেয়েমি জীবন নিয়ে।
আমাদের প্রশ্নের কোনো উত্তর
কেউ কখনো দেয়না
আমরা অবাঞ্ছিতদের দলে
অন্যের দয়া ও আমরা পাই না।

image.png

Image
মানুষ অচ্যূত নাকি স্বার্থ
কিসের নেশায় এই রক্তের হোলি
একদিন সব মিশে যাবে মৃত্তিকায়,
হিসেবের খাতায় শুধু লাল কালির দাগ।

20210630_010817_0000.png

Sort:  
 3 years ago 

শেষের ফিনিশিংটা একদম সেই হয়েছে ।সুন্দর লেগেছে আমাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।।

 3 years ago 

মানুষ অচ্যূত নাকি স্বার্থ
কিসের নেশায় এই রক্তের হোলি
একদিন সব মিশে যাবে মৃত্তিকায়,
হিসেবের খাতায় শুধু লাল কালির দাগ।

ভাই যথার্থ বলছেন, সত্যি কেন যে আমরা এই হোলি খেলায় মত্ত আছি? জানি না এর শেষ করে হবে। তবে কবিতাটি বেশ ভালো লেগেছে।

 3 years ago 

সেটাই।মিথ্যে প্রতিযোগিতায় পড়ে আমরা বাঁচার আনন্দটাই নষ্ট করে ফেলছি।।

 3 years ago 

একদম সত্যি বলছেন।

 3 years ago 

দাদা কবিতার প্রতিটি লাইন অসাধারণ হয়েছে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ।।

সত্যি বলতে ছি ভাই
কবিতার প্রতিটিই লাইনে অসাধারণ হয়েছে।

 3 years ago 

বর্তমান বাস্তবতাই কবিতাটি আমাদের জীবনের সাথে একবারে মিলে যাই।
ধন্যবাদ দাদা এইরকম সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66521.28
ETH 3454.20
USDT 1.00
SBD 2.67