অর্থহীন প্রতিদিন
বহুদিন ধরে যে কথা বলা হয়নি তোমায়
যে কথার কোনো মানে বোঝোনি তুমি
তোমার অনুভূতি অন্য রাজ্যের ফসল তোলায় ব্যস্ত
আমি তখন তোমার প্রতিক্ষায় বেলা অবেলায়।
আমাদের এ ক্ষণিক ভ্রমণ শেষ তুমি যাবে
অন্য দেশে রইবে অন্য বেশে আপন আবেশে
আমি উদ্ভ্রান্তের মতো ঘুরিফিরি উত্তর খুঁজে।
Image
এ এমনই এক মায়া জাল দুর্দমনীয় নেশা
সমুদ্রে গর্জন শুনি হাতড়ে খুঁজি আমার দুরাশা।
কোনো দিন আকস্মিক ভাবে যদি হয় দেখা
অচেনা আমি থাকবো জানি তবে
হাওয়ায় লিখে দিলাম আমার সব না বলা কথা।
From my blog
না বলা কথা গুলো বলে দাও এবং হালকা করে ফেল হৃদয়টাকে ।
seati.kora uchit.
Kotha gula jomiye rakhen. Noile kotha gula mukhtho akash er kase bole nijeke halaka korun dekhebn valo bodh korsen.
thik bolechen apni.