বসন্ত জাগ্রত দ্বারে || আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-১৩ || শেয়ার করো তোমার বসন্তের ফুলের ফটোগ্রাফি
প্রিয় আমার বাংলা ব্লগ বাসি । আশাকরি সবাই ভালো আছেন। সবার সময় ভালো যাচ্ছে , এই কামনাই করছি । ঋতুরাজ বসন্ত ইতিমধ্যেই আমাদের মাঝে আগমন ঘটিয়েছে এবং যার কারণে প্রকৃতি সেজেছে নবরূপে এবং আশেপাশে ফুটেছে রং বে রঙের ফুল । যা দেখতে নিতান্তই মনমুগ্ধকর । এই সৌন্দর্য আসলে কোনভাবেই মুখে বলে প্রকাশ করা সম্ভব না ।
যাইহোক সবাইকে বসন্তের শুভেচ্ছা । আমি ও আপনারা বা যারা আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্য আছে, তারা সকলেই মনেপ্রাণে বিশ্বাস করে আমার বাংলা ব্লগ কমিউনিটি প্রতিনিয়ত বিভিন্ন সময়কে কেন্দ্র করে বিভিন্ন রকমের আয়োজন করতে পছন্দ করে। যেহেতু ঋতুরাজ বসন্ত চলছে, তাই বসন্তকে আরো ভালোভাবে আলিঙ্গন করে নেওয়ার জন্য ,বসন্তের সৌন্দর্যকে আরও ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য,ঋতুরাজ বসন্তের ছোঁয়ায় নিজেদের পোস্টগুলোকে রাঙিয়ে তোলার জন্য, আমার বাংলা ব্লগ এবার একটি ব্যতিক্রমধর্মী বসন্তের ফোঁটা ফুলের ফটোগ্রাফি মূলক প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে ।
ব্যানার ক্রেডিট: @hafizullah
নির্দেশিকাঃ
পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।
আপনার শেয়ার করার বসন্তের ফুলের ফটোগ্রাফি পোস্ট কমপক্ষে ১৫০ শব্দের অধিক হতে হবে এবং সর্বনিম্ন বসন্তের পাঁচটি ভিন্ন রকমের ফুলের ফটো দিতে হবে এবং অবশ্যই প্রতিটি ফুলের নাম ও বৈশিষ্ট্য লিখতে হবে ।
আপনার ফটোগ্রাফির লোকেশন ও ডিভাইস
উল্লেখ করতে হবে ।Plagiarism নিষিদ্ধ , তাই Plagiarism পাওয়া গেলে আপনার অংশগ্রহন বাতিল করা হবে।
আপনার বসন্তের ফুলের ফটোগ্রাফি করার কিছু অনুভূতি শেয়ার করতে হবে।
কারো লেখা বা ফটোগ্রাফি কপি করা যাবে না।
অংশগ্রহনের সময় সীমা ৩ মার্চ , ২০২২ দুপুর ১২টা পর্যন্ত (বাংলাদেশী সময়)।
আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-13 এবং #springflowers এই দুটি ট্যাগ ব্যবহার করবেন।
১০% এর বেশী বানান ভুলের কারণে অংশগ্রহন বাতিল হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকুন।
অবশ্যই @shy-fox কে ১০% বেনিফিশিয়ারি দিতে হবে ।
আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটি subscribe করতে হবে এবং পোস্টটি Re-steem করতে হবে।
আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি এই পোস্টের নিচে কমেন্ট করে অংশগ্রহন নিশ্চিত করুন।
পুরস্কারঃ
প্রথম স্থান অধিকারী - ৩০ স্টিম
দ্বিতীয় স্থান অধিকারী - ২৫ স্টিম
তৃতীয় স্থান অধিকারী - ২০ স্টিম
চতুর্থ স্থান অধিকারী - ১৫ স্টিম
পঞ্চম স্থান অধিকারী - ১২ স্টিম
ষষ্ঠ স্থান অধিকারী - ৮ স্টিম
সপ্তম স্থান অধিকারী - ৫ স্টিম
এই প্রতিযোগিতার বিচারক মন্ডলী দায়িত্বে থাকবেনঃ
@rme Founder Infrastructure development & all programming works
@blacks Executive Admin All administrative works
@rex-sumon Admin Quality Controller Control the quality of entire community
@hafizullah Admin Bangladesh Region All administrative works in Bangladesh region
@moh.arif Admin Bangladesh Region All administrative works in Financial field of steemit in Bangladesh region
@shuvo35 Admin Bangladesh Region All administrative works in Social Networking
@winkles Admin India Region All administrative works in India region
প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ৩ মার্চ, ২০২২ ইং রোজ বৃস্পতিবার। ইন্ডিয়ান সময় রাত ৮.৩০ মিনিটে, বাংলাদেশ সময় রাত ৯ টায় । আমাদের কমিউনিটির voice Hangout এর মাধ্যমে।
প্রতিযোগিতার স্পন্সর আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটরবৃন্দ।
ধন্যবাদ সবাইকে ।
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

https://steemit.com/hive-129948/@ripon40/2syctq-or-or
আমার অংশগ্রহণ
https://steemit.com/hive-129948/@narocky71/3y3dre-or-or-or
খুবই চমৎকার একটি কনটেস্ট। অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পারবো। আমি নিজেও চেষ্টা করবো ভালো কিছু উপহার দেওয়ার। তবে সবাই লাস্ট তারিখের আগের দিন পোস্ট করে আগে আগে পোস্ট করলে ভালো লাগে। যাইহোক, আশা করি সবাই তাদের সেরা ফটোগ্রাফি করার চেষ্টা করবে। ভাই আপনাকে অনেক ধন্যবাদ সময় উপযোগী একটি কনটেস্টের আয়োজন করার জন্য। ❣️❣️❣️
আমার অংশগ্রহণ
https://steemit.com/hive-129948/@sshifa/4js4da-or-or-or-or
আমার অংশগ্রহণ।
https://steemit.com/hive-129948/@md-razu/or-or-or-or-10-beneficiaries-for-shy-fox
আমার অংশগ্রহন
https://steemit.com/hive-129948/@razuan12/or-or-or-or-or-or-shy-fox
আমার অংশগ্রহণ : https://steemit.com/hive-129948/@emon42/5f3l8b-or-or-or-or-shy-fox
আমার অংশগ্রহণ👇
https://steemit.com/hive-129948/@alif111/or-or-or-or-10-for-shy-fox
আমার আংশগ্রহন👇
* পোস্ট লিংক
আমার অংশগ্রহণঃ https://steemit.com/hive-129948/@razuahmed/qmupm-or-or
https://steemit.com/hive-129948/@selinasathi1/6eslzy-or-or-or-or-or-or
আমার অংশগ্রহণ
বসন্তের ফুলের ফটোগ্রাফি প্রতিযোগিতা দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আশা করছি বসন্তের অপরূপ সৌন্দর্য ও ফুলের সৌন্দর্য সকলে তাদের ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরবে। আমিও চেষ্টা করব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।
খুবই সুন্দর একটা কনটেস্ট দিয়েছেন ভাই।এই কনটেস্ট এর মাধ্যমে অনেকের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর ছবি দেখতে পাব।আমিও এই কনটেস্ট এ অংশ গ্রহণ করব।
বসন্তের ফুলের ফটোগ্রাফি প্রতিযোগিতা দারুন উদ্যোগ। বরাবরের মতো এবারের পদক্ষেপটি ও সফল হবে এমনটাই প্রত্যাশা। এই প্রতিযোগিতার মাঝে আমরা নতুন করে প্রাকৃতিক ফুলের নতুন কিছু দৃশ্য দেখতে পাবো। ঋতুরাজ বসন্তকে নিয়ে এমন একটি আয়োজন সত্যিই প্রশংসনীয়। শুভকামনা ও ভালোবাসা রইলো।
ব্যবহারের সময় টুকু, মিছ করা দুঃসাধ্য। আছি সাথে।
বসন্তের ফুলের ফটোগ্রাফি নিয়ে প্রতিযোতা,সত্যি বসন্তের ঋতুর জন্য একটি সুন্দর প্রতিযোগিতা।বসন্তের সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আমরা দেখতে পাবো বলে আমার অনেক ভালো লাগছে।আমার বাংলা ব্লগে সত্যি আমার বাংলার প্রাকৃতিকে আমরা খুব সুন্দর ভাবে একটি ব্লগের মাধ্যে প্রকাশ করছি এর জন্য ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদ্যসদের। শুভকামনা রইল আমার বাংলা ব্লগের জন্য।ধন্যবাদ জানাই শুভ ভাইকে যিনি আমাদের একটি সুন্দর প্রতিযোগিতার সুযোগ করেদিয়েছে।
সময় উপযোগী একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বসন্তের আগমনে প্রকৃতি সেজেছে নতুন সাজে। প্রকৃতির এই নতুন সাজ সকলেরই ভালো লাগে। বসন্তের ফুলের অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায় সকলে। আমার বাংলা ব্লগ কমিউনিটির এই সুন্দর প্রতিযোগিতার মাধ্যমে সকলেই বসন্তের ফুলের সৌন্দর্য তুলে ধরবে। এই প্রতিযোগিতার মাধ্যমে দারুন সব ফটোগ্রাফি দেখার সুযোগ পাবো। আশা করছি সকলেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ।
বসন্তের বাতাস চারদিকে বইছে। এরইমধ্যে বসন্তের সুন্দর ফুলের দৃশ্য আমাদের মুগ্ধ করে তোলেছে।আর বসন্ত ফটোগ্রাফি নিয়ে সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। এই প্রতিযোগিতায় আমি অবশ্যই অংশগ্রহণ করব। বসন্তের এই সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য আমার বাংলা ব্লগ কমিউনিটি এডমিন ও মডারেটরদের অসংখ্য ধন্যবাদ।
প্রথমেই ধন্যবাদ জানাই এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। আশা করি এবারের প্রতিযোগিতায় আমাদের কমিউনিটির কোন সদস্যদেরই অংশগ্রহণ বাদ পরবে না। মাঝে মাঝে এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে কমিউনিটির পরিবেশ যেমন চাঙ্গা হয়ে ওঠে তেমনি নিজের সৃজনশীলতা এবং দক্ষতারও বিকাশ ঘটে। আশা করি এ ধরনের প্রতিযোগিতা প্রতিনিয়তই চলতে থাকবে। আয়োজক সকলের জন্য আমার পক্ষ থেকে রইল আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা।
আহা কি আনন্দ আকাশে বাতাসে 🌹🌹এরকম একটা কিছুই মনে মনে ভাবছিলাম ❤️❤️ যদি হতো তাহলে খুব ভালোই হতো🌹 যাক শেষমেষ পেয়েও গেলাম❤️❤️
বাহারি সব ফুল দেখতে পারব এই বসন্তে। হয়তো এমন কিছু ফুল দেখব যেটা কখনো দেখিনি, নামও শুনিনি। সকলের জন্য শুভকামনা রইল।
আমিও সেটাই আশা করছি ভাই ।
খুব সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করেছেন। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা বসন্তকালের বিভিন্ন ধরনের ফুলের ছবি দেখতে পাবো। ইনশাল্লাহ আমি নিজেও এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করব।
ওয়াও! ভাইয়া বসন্ত উপলক্ষে খুবই সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। এই প্রতিযোগিতার মাধ্যমে বসন্তের যতরকম ফুল আছে তা আমরা সবাই দেখতে পাবো, এজন্য খুবই ভালো লাগছে। যাইহোক অবশ্যই অংশগ্রহণ করার চেষ্টা করব। এত সুন্দর একটি প্রতিযোগিতা আমাদের মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ওয়াও একটি সুন্দর প্রতিযোগিতার আয়োজন করেছেন ৷প্রিয় ঋতু বসন্তের অনেক ফটোগ্রাফি দেখতে পারবো ৷ আমিও চেষ্টা করব প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতে ৷
অনেক সুন্দর একটি কনটেস্ট আয়োজন করেছেন। অনেক সুন্দর সুন্দর ফুল আমরা দেখতে পাব। ভালো লাগছে নিজের কাছে। আমরা অনেক সুন্দর ফুল তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কনটেস্ট দেওয়ার জন্য
বসন্তের ফুলের ফটোগ্রাফি প্রতিযোগিতা দেখে অনেক ভাল লাগল। ঋতুরাজ বসন্ত এই বসন্তকালে প্রকৃতি অপরুপ সাজে নতুন রুপে।আমি চেষ্টা করবো বসন্তের অপরুপ সৌন্দর্য ও ফুলের ফটোগ্রাফি পোস্টে অংশগ্রহণ করার।
ফুল ফটোগ্রাফি করতে আমার খুবেই ভালো লাগে, আর আপনি তো আমার পছন্দের প্রতিযোগিতার আয়োজন করেছেন ভাইয়া, অবশ্যই অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ,।
এই প্রতিযোগিতাটি সত্যিই অসাধারণ ভাইয়া। আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি, তাই আমি এ প্রতিযোগিতায় অবশ্যই অংশগ্রহণ করবো। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।
ওয়াও ভাইয়া খুব সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন বসন্তের ফুলের ফটোগ্রাফি প্রতিযোগিতা দেখে খুবই ভালো লাগলো। এ প্রতিযোগিতার মাধ্যমে আমরা বসন্তের সব রকম ফুলের ফটোগ্রাফি দেখতে পারবো। আমি অবশ্যই চেষ্টা করব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার। এত সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য আমার বাংলা ব্লগের দাদা সহ সকল এডমিন মডারেটরদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
অসাধারণ, যত বার আমাদের মাঝে এই প্রতিযোগিতা গুলো হয়েছে আমরা সেরা জিনিস গুলো দেখতে পেয়েছি ,আশা করি এবারও আমরা দারুন দারুন কিছু ফটোগ্রাফি দেখব, আমি তো অবশ্যই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব।
অসাধারণ একটি প্রতিযোগিতা আয়োজন করেছেন ভাই । বসন্তকালে প্রকৃতি ফুলে ভরে যায় । গাছে নতুন পাতা গজায়,আর সেই মুকুল থেকে ফুল ফোটে । এমন এমন ফুল আছে হয়তো কোনোদিন দেখিনি বা নাম জানিনা । আশা করি এই কনটেস্ট এ জানতে পারব । ধন্যবাদ এত সুন্দর একটি কনটেস্ট আয়োজন করার জন্য ।
সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন ভাই। আমার কাছে ফটোগ্রাফি অনেক ভালো লাগে। যখন সময় পাই নিজের মতো করে ছবি তুলি। আর এই আর এই প্রতিযোগিতার মাধ্যমে সবাই ফুলের ফটোগ্রাফির প্রতি আগ্রহী হবে। এরকম সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আবার নতুন একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। উফ্ ভাবতেই অনেক মজা লাগছে। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ 💚
ওয়াও দারুন একটি প্রতিযোগিতার আয়োজন। এমন একটি প্রতিযোগিতার আয়োজনের অপেক্ষায় ছিলাম। অসংখ্য ধন্যবাদ বাংলাব্লগ পরিবার কে। এমন একটি প্রতিযোগিতার উদ্যোগ নেওয়ার জন্য।
ওয়াও খুব সুন্দর একটি প্রতিযোগিতা হবে। ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে আমার। এই প্রতিযোগিতার মাধ্যমে সুন্দর সুন্দর ফুল গুলো দেখতে পাওয়া যাবে। ইনশাআল্লাহ অংশগ্রহণের চেষ্টা করবো। আপনার অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।
এবার হয়তো আশা করতে পারি আমার বাংলা ব্লগে ফুলের মেলা বসবে। আর ফুলে ফুলে ভরে যাবে 'আমার বাংলা ব্লগ' নামের এই সুন্দর বাগানটি। যেখানে খুঁজে পাবো নাম জানা না জানা চেনা-অচেনা অনেক রকম ফুল। ফুলের টানে মিষ্টি ঘ্রাণে সবার মাঝে জেগে উঠবে রোমান্টিক যৌবন।
যদিও যুদ্ধের একটা ভয় সকলের মাঝে ছড়িয়ে গেছে, তবুও আমরা বিশ্বাস করি যুদ্ধ না ভালোবাসাই পারে পৃথিবীকে আরো সুন্দর করে তোলতে। যাইহোক ফুলের ফটোগ্রাফির মাধ্যমে সবাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি।
খুব চমৎকার একটি কনটেস্টের আয়োজন করা হয়েছে। এজন্য আমি আমার বাংলা ব্লগ পরিবারের সম্মানিত ফাউন্ডার এডমিন মডারেটর সহ সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি সকল সদস্য অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আমরা সকলে আমাদের সর্বোচ্চ দক্ষতা দিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ চেষ্টা করব। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি শ্রদ্ধেয় শুভ ভাই আপনাকে।
অনেক ফটোগ্রাফার সহ অনেক সুন্দর সুন্দর কিছু ছবি দেখতে পাবো এই কনটেস্ট এর মাধ্যমে। আমি নিজেও অংশগ্রহন করবো। ভালো লাগে এই ধরনের কনটেস্ট। যারা অংশগ্রহণ করবেন তাদের সবার জন্য শুভকামনা রইলো।
ওয়াও চমৎকার একটি প্রতিযোগিতা ।বসন্তের আগমনে মনে হলো স্বাগত জানানো হলো বসন্তকে সবার মাজে ।অবশ্যই অংশ গ্রহন করবো ।ধন্যবাদ শুভ ভাই এবং আমার বাংলা ব্লগের সকল এডমিন ও মোড দের এত সুন্দর প্রতিযোগিতা উপহার দেওয়ার জন্য ।
আমরা অপেক্ষায় আছি সকলের সুন্দর পোস্ট দেখার অপেক্ষায় । শুভেচ্ছা রইল সকলের জন্য।
আমার অংশগ্রহণ
https://steemit.com/hive-129948/@tanjima/or-or-or-or-10-for-shy-fox
এবারে প্রতিযোগিতা অসাধারণ হয়েছে। আশাকরি এবারে আমরা বিভিন্ন রকমের বসন্তের ফুলের ফটোগ্রাফি দেখতে পারবো। অবশ্যই অংশগ্রহণ করবো। সবার জন্য শুভ কামনা রইলো।
ভাইয়া অসাধারন একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। বসন্ত ঋতুতে আমাদের পরিবেশে চারদিকে বিভিন্ন রকমের ফুলের সমারোহ দেখা যায় এর সৌন্দর্য কোন ভাবেই ভাষায় প্রকাশ করা সম্ভব না। এই প্রতিযোগিতার মাধ্যমে সেই সৌন্দর্য ফুটে উঠবে আশা করছি। আমি অবশ্যই ফুলের ফটোগ্রাফি শেয়ার করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।
সকলকে বসন্তের শুভেচ্ছা। ধন্যবাদ শুভ ভাই কে আমার বাংলা ব্লগে ঋতুরাজ বসন্তকে নিয়ে এমন একটি চমৎকার প্রতিযোগিতা আয়োজন করার জন্য। অংশগ্রহণ করব আশা করছি।
আমার অংশগ্রহণ
https://steemit.com/hive-129948/@mohamad786/10-beneficiary-shy-fox
আমার অংশ গ্রহন
https://steemit.com/hive-129948/@khan55/or-or-or-or-10-for-shy-fox
খুব অসাধারণ একটি প্রতিযোগিতা হবে এটি। নতুন নতুন নাম জানা অজানা অনেক ফুল দেখতে পারবো। এমন একটা প্রতিযোগিতা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আমি নিজে অবশ্যই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব।
আমার অংশগ্রহণ:
https://steemit.com/hive-129948/@bazlur/39adf-or-or-or-or-or-or-10-beneficiary-for-shy-fox
আমার অংশগ্রহণ
https://steemit.com/hive-129948/@kibreay001/4gzkeo
"আমার বাংলা ব্লগ"(প্রতিযোগিতা-১৩) ||🌺 ঋতুরাজ বসন্তের ফুলের ফটোগ্রাফি🌹[10% beneficiary for shy-fox]🌹
আমার অংশগ্রহণ
https://steemit.com/hive-129948/@isratmim/10-beneficiaries-shy-fox
Share on Twitter
https://twitter.com/IsratMim16/status/1498659212477747203?t=BzUh4fSFuqhvuWHZginEpQ&s=19
আমার অংশগ্রহণ
https://steemit.com/hive-129948/@steem-for-future/abbcontest-13-or-or-or-steem-for-future
🆔@steem-for-future
আমার অংশগ্রহণ
https://steemit.com/hive-129948/@mrahul40/4nrcab
আমার অংশগ্রহণ
https://steemit.com/hive-129948/@rabiul365/2fsg51
আমার স্বতঃস্ফূর্ত অংশগ্রহন।
বসন্ত জাগ্রত দ্বারে | আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-১৩ | আমার বসন্তের ফুলের ফটোগ্রাফি|10% Benefit for shy-fox.
টুইটারে রেখে দিলাম
https://twitter.com/IslamAzm/status/1498424621477285892?t=qfTVkpMYzKQoBamVPrfACQ&s=19
টুইটার স্ক্রিনশট
আমার অংশগ্রহণ:
https://steemit.com/hive-129948/@tangera/3cfjss-or-or-or-or-10-beneficiary-to-shy-fox
আমার অংশগ্রহণ পোস্ট লিঙ্ক :-
https://steemit.com/hive-129948/@alokroy647/5vpvxu
প্রতিযোগিতায় আমার অংশগ্রহন ।
https://steemit.com/hive-129948/@shuvo2021/36hg8d-or-or-or-or-or-or-or-or
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমার ছোট্ট প্রচেষ্টা 🪴
https://steemit.com/hive-129948/@emranhasan/or-or-5-for-abb-charity
কনটেস্টে আমার অংশগ্রহণ https://steemit.com/hive-129948/@moh.arif/eanxc
আমার অংশগ্রহণ
https://steemit.com/hive-129948/@sadiahaque/56ffbh-or-or-10-beneficiary-to-shy-fox
আমার অংশগ্রহন:
https://steemit.com/hive-129948/@tania69/5wdavr
https://steemit.com/hive-129948/@rahimakhatun/or-or-or-or-or-or-10-beneficiary-to-shy-fox
আমার অংশগ্রহণ
আমার এন্ট্রি:-https://steemit.com/hive-129948/@emonv/6amcjz-or-or
কনটেস্টে অংশগ্রহণ লিংক
আমার অংশগ্রহণ
https://steemit.com/hive-129948/@bristy1/4eauzv-or-or-or-or
আমার অংশগ্রহণ
https://steemit.com/hive-129948/@ashik333/3qugcg-or-or-or-or
প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ।
আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-১৩/শেয়ার করো তোমার বসন্তের ফুলের ফটোগ্রাফি।
আমার অংশগ্রহন
https://steemit.com/hive-129948/@mosaidur/or-or-10-beneficiary-to-shy-fox
https://steemit.com/hive-129948/@mayedul/or-or-or-or
https://steemit.com/hive-129948/@ah-agim/4mr23w-shy-fox
https://steemit.com/hive-129948/@tasonya/5gwc9a-or-or-or-or-shy-fox
নেট সমস্যার কারণে লিংক দিতে বিলম্ব হয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমার অংশগ্রহণ
https://steemit.com/hive-129948/@mayedul/or-or-or-or
আমার অংশগ্রহণ-
https://steemit.com/hive-129948/@green015/3t6tvp-or-or-10
আমার অংশগ্রহণ :
https://steemit.com/hive-129948/@gorllara/or-or-or-or-10-beneficiaries-for-shy-fox
টুইটার শেয়ার :
https://twitter.com/gorllara/status/1498359765881475073
এই প্রতিযোগিতায় আমার অংশগ্রহন
https://steemit.com/hive-129948/@rsalim/4qszzu-10-beneficiary-shy-fox
আমার অংশগ্রহণ: পোস্টে লিঙ্ক
⬇️আমার অংশগ্রহণ⬇️
https://steemit.com/hive-129948/@farhanshadik/2evxfx-or-or-or-or
আমার অংশগ্রহণ ঃ
https://steemit.com/hive-129948/@jaforshanto/or-or-or-or-10-for-shy-fox
"বসন্ত জাগ্রত দ্বারে" কেনো জানিনা এই লাইনটা বেশ ভালো লেগেছে আমার।
আশা করছি দারুণ কিছু পাবো এবার ও।
এই প্রতিযোগিতার মাধ্যমে বসন্তের কিছু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখতে পাবো। দাদা আপনি খুব সুন্দর একটি কনটেস্ট নিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করব ইনশাল্লাহ।
আমার বাংলা ব্লগ (প্রতিযোগিতা-১৩)|| বসন্তের ফুলের ফটোগ্রাফি[10% beneficiary for shy-fox]
আমার অংশগ্রহণ
https://steemit.com/hive-129948/@mostafezur001/or-or-or
অও, অসাধারণ প্রতিযোগিতার বিষয়টি।যদি আগে জানতাম তাহলে কিছু নতুন ফুলের ফটোগ্রাফি তুলে রেখে দিতাম জমিয়ে।কিন্তু আমি পোস্ট করে ফেলেছি সেই ফুলের ছবিগুলো।যাইহোক আমি অবশ্যই অংশগ্রহণ করবো নিয়ম মেনে ।ধন্যবাদ ভাইয়া।
https://steemit.com/hive-129948/@kabir21/2h7aeu-or-or-or-or
এই কনটেস্টে আমি অবশ্য অংশগ্রহণ করব। বসন্ত মানেই হচ্ছে ফুলের সময়, ভালোবাসার সময় এবং ফুল আমরা সবাই ভালবাসি কেননা ফুলকে আমরা ভালোবাসার প্রতীক হিসেবে চিনি । তাছাড়া আমাদের পবিত্র কাজে আমরা ফুলকে ব্যবহার করে থাকি। আমি আমার সবচেয়ে ভালো টুকু দিয়ে বসন্তের ফুলগুলোর ফটোগ্রাফি করার চেষ্টা করব । ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কনটেস্ট আয়োজন করার জন্য।
বসন্তের ফুলের ছবি প্রতিযোগিতা দারুন একটি প্রতিযোগিতা।এত চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ইনশাআল্লাহ আমিও অংশগ্রহণ করার চেষ্টা করব♥♥
আমার অংশগ্রহণঃ
https://steemit.com/hive-129948/@kitki/2kwle6-or-or-or-or-10-beneficiary-shy-fox
আহ খুব সুন্দর রং বেরংয়ের বাহারি ফুল দেখতে পারবো শুনতেই ভালো লাগছে।এবং আমি নিজেও চেষ্টা করবো আমার তোলা সেরা কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার জন্য।আর সবার জন্য শুভকামনা রইলো ।
https://steemit.com/hive-129948/@robiull/2s7hiq
ফুলের ফটোগ্রাফি প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ।
https://steemit.com/hive-129948/@alauddinpabel/6li17d
এই প্রতীযোতার মাধ্যমে বসন্তের বিভিন্ন ধরনের ফুলের সাথে পরিচিত হতে পারলাম।যারা যারা অংশগ্রহণ করেছেন সবার জন্য শুভকামনা রইল।
ওয়াও আবারো প্রতিযোগিতা। দারুন ব্যপার। চেষ্টা করবো অংশগ্রহন করার। ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।
আপনি কিন্তু ভাই সব সময় আমাদেরকে চমৎকার কনটেন্ট উপহার দিয়ে থাকেন। এবং প্রাকৃতিক সৌন্দর্য প্রতিযোগিতায় আপনি কিন্তু বিজয়ী হয়েছিলেন আমার বেশ মনে আছে।
সর্বোচ্চ ভালোটা আশা করছি।
আমার অংশগ্রহণ:
https://steemit.com/hive-129948/@shopon700/2gj8kc-or-or-or-or-10-shy-fox
https://steemit.com/hive-129948/@kazi-raihan/3otn73-or-or-or-or
আমার অংশগ্রহণ:
https://steemit.com/hive-129948/@monira999/2wd66q-or-or-or-or-10-shy-fox