রঙিন কাগজ দিয়ে বানানো ওয়ালমেট এর সংগ্রহশালা || 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? বিদ্যুৎ বিভ্রাট এর কারণে যদিও খুব একটা ভালো থাকার কথা না। প্রচন্ড গরমে আমি খুব নাজেহাল হয়ে পড়েছি। বিদ্যুৎ বিভ্রাট যাতে খুব জলদি দূর হয়ে যায় সে কামনাই করি।

আমরা সবাই চাই আমাদের বাসার সৌন্দর্য বৃদ্ধি করতে। কিন্তু খরচের কারণে বেশিরভাগ সময়ই তা কঠিন হয়ে দাঁড়ায়। তবে অল্প খরচেই বাসায় একটি সুন্দর পরিবর্তন আনা সম্ভব। তার জন্যে প্রয়োজন সৃজনশীলতার। কাগজের তৈরী কিছু জিনিস বাসার সাজের পরিবর্তন আনতে পারে। এতে অনেক সাশ্রয়ী উপায়ে ঘর সাজানো সম্ভব হবে।

PhotoEditor_20227523928365.jpg

বিগত দিনে আমি বেশ কয়েকটি রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট বানিয়েছিলাম এবং ওয়ালমেট বানানোর পদ্ধতি গুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সবগুলো ওয়ালমেট বানানোর পদ্ধতি একটি পোষ্টের মাধ্যমে সংগ্রহ করে রাখছি। এতে করে আপনারাও একটি পোস্টেই অনেকগুলো ওয়ালমেট বানানোর পদ্ধতি পেয়ে যাবেন।

image.png

পোস্ট-১

পোস্ট লিংকরঙিন কাগজ ব্যবহার করে ওয়ালমেট তৈরি

21PRtjKRXPQybj4WUXScWv5QPLninWRxfbcWNsx7SenD7FvvxssZLdPAcpo1ZMQeu1c4GyfxgZcTjnhPJziUeMaDVMcrmF5dbPvZiD9adx4gDegGBNaVqN5YZiYQF16UnAqKbCtuMppyfwAW5ahW8dU (2).jpeg

টিয়া আর কালো রং এর কাগজ দিয়ে বানানো এই ওয়ালমেট টি দেয়ালে লাগানোর পর খুব সুন্দর দেখতে লাগছিল। এই ওয়ালমেট বানাতে সময় একটু বেশি লেগেছিল তবে যখন দেয়ালে টানানো হল তখন সব কষ্ট দূর হয়ে গিয়েছিল। ওয়ালমেট টি বানানোর সম্পূর্ণ পদ্ধতি আমার পোস্টে দেয়া আছে। উপরের দেয়া লিংকে ক্লিক করলে সম্পূর্ণ পোস্টটি দেখতে পারবেন।

image.png

পোস্ট-২

পোস্ট লিংকরঙিন কাগজ ব্যবহার করে ওয়ালমেট তৈরি

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328rekDt3TmqS2GdaLYB4pfrqasaA3bo2kYR66yr1yW8DSnLWnzwgymr8TmPJAsUaz7MqwBhp5CTGuS5ADith3NcrPGuVjFGZ5nHAN.jpeg

সাদা আর কমলা রঙের কাগজ দিয়ে বানানো এই ওয়ালমেট টি ছবির চেয়েও বাস্তবে অনেক বেশি সুন্দর। উপরে দেয়া লিংকে ক্লিক করে আমার পোস্টে গেলে আপনারা ওয়ালমেট বানানোর পদ্ধতি দেখতে পারবেন।

image.png

পোস্ট-৩

পোস্ট লিংকরঙিন কাগজ ব্যবহার করে ওয়ালমেট তৈরি

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP329a8VsmpLW7vK22vUWfcJPHdJjr1k4m43TsCZfBsNEqctC1dC9z5PNAPVYF5N1J5pkuYQ4jHUDV7tBXnJEby8kADR3s1RXrhqw7uQ.jpeg

হলুদ আর সাদা রঙ্গের কাগজ দিয়ে ঘরের মতো করে একটি ওয়ালমেট তৈরি করেছিলাম। এই ওয়ালমেট খুব দ্রুতই বানিয়ে নেয়া যায়। উপরে দেয়া লিংকে ক্লিক করে আমার পোস্টটি ঘুরে আসলেই ওয়ালমেট বানানোর পদ্ধতি দেখে নিতে পারবেন।

image.png

পোস্ট-৪

পোস্ট লিংকরঙিন কাগজ ব্যবহার করে ওয়ালমেট তৈরি

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYdatQw8RCDXdBr8bB7QjW9Z1aReThZbgDijfDHKRi5jyM6ypy5yrBjYqdh53tRgeS9ejEGXP3YrWFYDuupS2J.png

রুমের সৌন্দর্য বাড়িয়ে তুলতে কমলা রঙের এই ওয়ালমেটটির জুড়ি নেই। চমৎকার এই ওয়ালমেটটি বানানোর পদ্ধতি ও খুবই সহজ। এই ওয়ালমেট বানানো শিখতে হলে উপরে দেয়া লিংকে ক্লিক করে আমার পোস্টটি ঘুরে আসবেন।

image.png

পোস্ট-৫

পোস্ট লিংকরঙিন কাগজ ব্যবহার করে ওয়ালমেট তৈরি

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYvSU7qxXb2YFb1Qemo1CVZbPxjtryfT9kRKhZFZCfDPnSwcyY9ZPyRggnW1jr1dcRNYCeweTNB29tTLTxaqgz (2).png

অনেকে বলে নীল রং নাকি বেদনার প্রতীক। আমার কাছে নীল মানেই ভালোবাসা। নীল রঙের এই ওয়ালমেট টিও নীল রংয়ের মতোই সুন্দর। দেয়ালে টানালে নিঃসন্দেহে আপনার রুমের সৌন্দর্য অনেক বেড়ে যাবে। উপরে দেয়া লিঙ্কে ক্লিক করে আমার পোস্টটি ভিজিট করে আসলেই আপনারা ওয়ালমেট টি বানানোর সম্পূর্ণ পদ্ধতি দেখে নিতে পারবেন।

image.png

পোস্ট-৬

পোস্ট লিংকরঙিন কাগজ ব্যবহার করে ওয়ালমেট তৈরি

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328etRcu8JJu8vGKFTEYFpEjfHxWDwz9WuRFgmL1ymsTXLTuUcgp13DusSV22BMJ3WymGNmGY4qEk61dKerF1RRDq2YcVbgiGt5bCr.jpeg

এই ওয়ালমেটটি একটু ভিন্ন ধরনের। একটি কার্টুন বোর্ডের ওপর ছোট ছোট ফুল বানিয়ে আঠা দিয়ে সংযুক্ত করে দিয়েছিলাম। ছবিতে যেমন সুন্দর দেখাচ্ছে বাস্তবেও ঠিক সেরকমই সুন্দর হয়েছে। ওয়ালমেট বানানো শিখতে হলে আমার পোস্টটি ঘুরে আসবেন। উপরে এই পোষ্টের লিংক উল্লেখ করেছি।

image.png

পোস্ট-৭

পোস্ট লিংকরঙিন কাগজ ব্যবহার করে ওয়ালমেট তৈরি

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328j31y9havFoH3NYdnEfBRiEUvbKWBLu6xR9p4yFtMnbH8rrrQR43HGUtTHacdMMSLzzvraH3BG3z57Z1ek5UUMuMoxzb3GGD8BmG.jpeg

আমার শেয়ার করা সবগুলো ওয়ালমেট এর মধ্যে এই ওয়ালমেটটি সবচেয়ে কম সময়ে বানিয়ে ফেলা যায়। আর এই ওয়ালমেটটি দেখতেও অনেক সুন্দর। সহজে এই সুন্দর ওয়ালমেট টি বানানোর পদ্ধতি শিখতে হলে উপরে দেয়া লিঙ্ক এ ক্লিক করে আমার পোস্টটি ভিজিট করে আসবেন।

image.png

পোস্ট-৮

পোস্ট লিংকরঙিন কাগজ ব্যবহার করে ওয়ালমেট তৈরি

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP329dqAsj5eeiWhDmXBNJoztxxZ4Zs3xzXZRBMkRjGP7pjXkkQmwdhiigAHjAeDLEV2azkytXUfxkCcVYURGoaBZBnFqsvgUtBuJPbt.jpeg

আমার বানানো সবগুলো ওয়ালমেট এর মধ্যে এই ওয়ালমেটটি আমার সবচেয়ে বেশি পছন্দের। লাল আর হলুদ কালার কম্বিনেশন এর জন্য এই ওয়ালমেটটি খুবই চমৎকার দেখতে লাগে। এই ওয়ালমেট ঘরের সৌন্দর্য অনেক বাড়িয়ে তোলে। তবে এটি বানাতে সময় একটু বেশি লাগে। উপরে দেয়া লিংকে ক্লিক করে আমার পোস্টটি ভিজিট করলেই ওয়ালমেট টি বানানোর পদ্ধতি দেখে নিতে পারবেন।

image.png

পোস্ট-৯

পোস্ট লিংকরঙিন কাগজ ব্যবহার করে ওয়ালমেট তৈরি

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328jf7DwxXaQwtNcVGuJXYSWro6NzqoqBBWWwr2cfiJCg6muAFroQReXp6pbdXyJvHNSDVNbkzUC52CeZ9ZUUzY75DYydQnXiT5nF8.jpeg

কাগজ ভাজ করে করে এই ওয়ালমেট বানানো অনেক সহজ। খুব কম সময়ে এই ওয়ালমেটটি বানানোর পদ্ধতি শিখতে হলে উপরে দেয়া লিংকে ক্লিক করে আমার পোস্টটি ভিজিট করে আসবেন।

image.png

image.png

ঘরের সৌন্দর্য বাড়াতে ওয়ালমেট এর জুড়ি নেই। আর যদি কম খরচে সুন্দর সুন্দর ওয়ালমেট পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা। রঙিন কাগজ দিয়ে বানানো আমার শেয়ার করা সবগুলো ওয়ালমেট এই পোস্টের মাধ্যমে পুনরায় আপনাদের সামনে তুলে ধরলাম। লিঙ্ক এ ক্লিক করে মূল পোস্টে গেলেই আপনারা সম্পূর্ণ পদ্ধতি দেখতে পারবেন।
ওয়ালমেট গুলো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন।
আজ বিদায় নিচ্ছি। পরবর্তী পোষ্টে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভাল থাকবেন সাবধানে থাকবেন।
ধন্যবাদ।

Sort:  

রঙিন কাগজ দিয়ে বানানো ওয়ালমেট এর সংগ্রহশালা পর্ব টি অনেক সুন্দর ভাবে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। রঙিন কাগজ দিয়ে বানানো প্রতিটি উপকরণ ই আপনি খুব সুন্দর ভাবে বানাতে পারেন। আবার আমাদেরও কৌশল গুলো খুব সহজেই শিখিয়ে দেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.
default.jpg

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে বানানো ওয়ালমেট এর সংগ্রহশালা দেখে ভীষণ ভালো লাগলো। কি চমৎকারভাবে রঙিন কাগজ দিয়ে ফুটিয়ে তুলেছেন প্রতিটি ওয়ালমেট। বেশ ঝলমলে কাজ বলা যায়। দোয়া রইল এগিয়ে যান।

 2 years ago 

তোমার রঙিন কাগজের তৈরি ওয়ালমেটের সংগ্রহশালা দেখে আমার খুব ভালো লাগলো। এরমধ্যে বেশ কয়েকটি ওয়ালমেট আমার আগে দেখা হয়নি। তোমার আজকের ওয়ালমেট এর সংগ্রহশালার পোস্টটি দেখে অদেখা পোস্ট গুলো দেখে নেয়া হলো। প্রত্যেকটা ওয়ালমেট আমার কাছে খুব ভালো লেগেছে তার মধ্যে বিশেষ করে ৯ নম্বর ওয়ালমেট অসাধারণ ছিল। সংগ্রহশালা পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ওয়াও রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। সবগুলো একসাথে দেখতে পেয়ে খুব ভালোই লাগছে। সবগুলো পোস্টই খুব সুন্দর ছিল। এত সুন্দর সুন্দর ওয়ালমেট গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

বাহ আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর কিছু ওয়ালমেট তৈরি করেছেন। খুবই ভালো লেগেছে আমার কাছে। ঘর ডেকোরেশনের জন্য এগুলো একদম পারফেক্ট। আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাগজের তৈরি ওয়ালমেটের রিভিউ পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে রঙিন কাগজের ওয়ালমেট বানিয়ে দেয়ালে সাজিয়ে রাখলে বেশ ভালো লাগে। আপনার ওয়ালমেট গুলো অনেক সুন্দর হয়েছিল আপু। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর ওয়ালমেট গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। একসাথে ওয়ালমেট গুলো দেখতে ভালো লাগছে।

 2 years ago 

প্রত্যকটি ওয়ালমেট এই বেশ সুন্দর। আপনি অনেক ধৈর্য নিয়ে এগুলা তৈরি করেছেন।কালার গুলো ও অসাধারণ। আমার কাছে আর্ট নম্বরটা বেশ ভালো লেগেছে। ধন্যবাদ

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর সুন্দর কয়েকটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছিলেন। সে সকল আজকে একত্রে দেখতে পেয়ে খুবই ভালো লাগছে । ওয়ালমেট গুলো আমাদেরকে আবার দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60935.93
ETH 2645.60
USDT 1.00
SBD 2.56