DIY-এসো নিজে করি || রঙিন কাগজ দিয়ে একটি ওয়ালমেট তৈরী || 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

B612_20220427_002659_150.jpg

ড্রয়িং রুমে অথবা বেডরুমে ওয়ালমেট টানিয়ে রাখতে সবার পছন্দ করে। আর সেটা যদি হয় নিজের বানানো তাহলে তো কথাই নেই। মেয়েরা ঘর সাজাতে পছন্দ করে। বেশিরভাগ মানুষ ই বাজার থেকে ওয়ালমেট কিনে দেয়ালে টানিয়ে রাখে। কিন্তু নিজের বানানো ওয়ালমেট দিয়েই ঘরটা সাজিয়ে রাখা যায়।
তাই আমি আজ রঙিন কাগজ দিয়ে একটি ওয়ালমেট বানানোর পদ্ধতি নিয়ে হাজির হয়েছি।

প্রয়োজনীয় উপকরণ

IMG_20220426_221402_433.jpg

১. রঙিন কাগজ
২. আঠা
৩. কাচি
৪. কাটুন
৫. পুথি

image.png

প্রস্তুত প্রণালী

IMG_20220426_222458_899.jpgIMG_20220426_223712_456.jpg

চিকন ও লম্বা ভাবে কিছু কাগজ কেটে নিয়েছি এবং কাগজ গুলোকে পেচিয়ে পেচিয়ে কাঠির মতো তৈরী করেছি।

IMG_20220426_230408_851.jpgIMG_20220426_230858_985.jpg

গোল করে একটি কাটুন কেটে নিয়েছি এবং সেই মাপে একটি সাদা কাগজ কেটে কাটুন এর ওপর আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। তারপর কাগজ দিয়ে বানানো কাঠি গুলো কাটুন এর ওপর চিত্রের মত করে আঠা দিয়ে সংযুক্ত করেছি।

IMG_20220426_224218_941.jpgIMG_20220426_225041_382.jpg

ত্রিভুজ এর মত করে ছয়টি রঙিন কাগজ কেটে নিয়েছি এবং কাগজ গুলোকে চিত্রের মত করে ভাজ করেছি।

IMG_20220426_225835_727.jpg

কাগজ গুলোকে মাঝখানে ভাজ করেছি তারপর দুই দিক এর অংশ আঠা দিয়ে সংযুক্ত করে পাতা বানিয়েছি।

IMG_20220426_231804_361.jpg

একটি A4 মাপ এত কাগজ মাঝখানে কেটে নিয়েছি। তারপর দুটি অংশই ভাজ করেছি চিত্রের মত করে।

IMG_20220426_232136_179.jpg

  • ভাজ করা কাগজ দুটি সুতা দিয়ে বেধে নিয়েছি।*

IMG_20220426_232358_996.jpg

তারপর চারদিক এই আঠা দিয়ে সংযুক্ত করে একটি ফুল বানিয়েছি।

IMG_20220426_232801_981.jpg

কাগজ এর ফুল টি কাটুন এর মাঝখানে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি তারপর কাগজ এর পাতা গুলো কাঠির ওপর আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।

IMG_20220426_233335_273.jpg

সবুজ রঙের কাগজ দিয়ে চিত্রের মত করে একটি ফুল বানিয়েছি।

IMG_20220426_233459_712.jpg

সবুজ ফুলটি নীল ফুল এর ওপর আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। তারপর একটি সাদা রঙের পুথি সবুজ রঙের ফুলটির ওপর আঠা দিয়ে লাগিয়েছি ।

এভাবেই রঙিন কাগজ দিয়ে সহযেই একটি ওয়ালমেট বানিয়েছি।

ওয়ালমেট টি আপনাদের কেমন লাগলো কমেন্ট এর মাধ্যমে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার হাজির হবো অন্য কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন। শুভ কামনা রইলো সকলের জন্য।

প্রস্তুতকারক@sadiahaque
চিত্র উঠানোর জন্য ব্যবহৃত ডিভাইসTecnk spark 5 pro
লোকেশনরংপুর
Sort:  
 2 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন এবং সেগুলোর প্রতিটি ধাপ চমৎকার ভাবে আমাদের সাথে উপস্থাপন করেছেন। অনেক ভালো হয়েছে আপনার ওয়ালমেট টি।

 2 years ago 
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। দেখতে অসাধারণ লাগছে। দেখে বোঝা যাচ্ছে আপনি অনেক সময় নিয়ে নিখুঁতভাবে কাজটি সম্পন্ন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

রঙিন কাগজের কাজ গুলো একটু সময় নিয়ে করতে হয়। তবেই নিখুঁত একটা ভালো ফল পাওয়া যায়। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার তৈরি করা ওয়ালমেটটি দেখতে অসাধারণ লাগছে আপু। আমি তেমন এই সব কাজ ভালো করতে পারি না। তবে সবার ওয়ালমেট তৈরির পোস্ট গুলো ফলো করি। আপনি প্রতিটি স্টেপ খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উল্লেখ করেছেন। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি প্রজেক্ট উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

আপনিও একটু চেষ্টা করলে রঙিন কাগজের প্রজেক্ট গুলো তৈরি করতে পারবেন। শুভ কামনা রইলো।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে একটি ওয়ালমেট তৈরী করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। এধরনের কাজ গুলো আমার ভিশন ভালো লাগে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আপু

 2 years ago 

আপনিও রঙিন কাগজ দিয়ে সুন্দর সুন্দর প্রজেক্ট তৈরি করেন তার প্রতিনিয়ত দেখেই যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

রঙিন কাগজ তৈরি DIY গুলো আমার খুব ভালো লাগে। তুমি খুব চমৎকার করে রঙিন কাগজ দিয়ে তৈরি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করেছ। রঙিন কাগজের তৈরি ওয়ালমেটটি দেখতে অসাধারণ লাগছে। প্রত্যেকটা ধাপের উপস্থাপনা বেশ চমৎকার হয়েছে। ওয়ালমেট তৈরির DIY পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।।

 2 years ago 

আমার পোস্টটি পড়ে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার উপস্থাপনা আপনার ভালো লেগেছে জেনে খুশী হলাম। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

জ্বি আপু মনি, আমার নিজের তৈরি করা ওয়ালমেট দিয়েই আমার রুম ভর্তি হয়ে গিয়েছে বাজার থেকে কিনার কোনো প্রয়োজনেই নেই, আপনার আজকের ওয়ালমেট্টি কিন্তু অনেক সুন্দর হয়েছে আপু, বেশ চমৎকার ভাবে উপস্থাপনা করেছেন, শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আমার ও একই অবস্থা। বাজার থেকে ওয়ালমেট কিনতে হচ্ছে না।

 2 years ago 

খুব সহজ পদ্ধতিতে রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন। আর যথাযথ বর্ণন মাধ্যমে সে ওয়ালমেট এর কাজটি সম্পন্ন করেছেন বা আমাদের সাথে তুলে ধরেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।

 2 years ago 

আপনারা যাতে প্রতিটি ধাপ সুন্দরভাবে বুঝতে পারেন আমি সেভাবে বর্ননা করার চেষ্টা করেছি। আপনার ভাল লেগেছে শুনে খুশি হলাম।

 2 years ago 

আপু আপনার রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরিটি বেশ সুন্দর হয়েছে। ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর একটি ওয়ালমেট তৈরি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের মাধ্যমে আমার উৎসাহ বৃদ্ধি করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ওয়ালমেট তৈরি করছেন।আপনার ওয়ালমেট আমার খুবই ভালো লেগেছে। সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন দেখে ভালো লাগলো।

 2 years ago 

উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61129.70
ETH 2660.38
USDT 1.00
SBD 2.55