DIY- এসো নিজে করি ||| রঙ্গিন কাগজ ব্যবহার করে ওয়ালমেট তৈরি || 10% Beneficiary To @shy-fox 🦊
আসসালামু আলাইকুম বন্ধুরা
সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আমরা সবাই চাই আমাদের নিজ নিজ বাসা আড়ম্বরপূর্ণ দেখা যাক, কিন্তু খরচের কারণে বেশিরভাগ সময়ই তা কঠিন হয়ে দাঁড়ায়। তবে ছোট ছোট পরিবর্তন বড় পার্থক্য আনতে পারে। অল্প খরচেই বাসায় একটি সুন্দর পরিবর্তন আনা সম্ভব। তার জন্যে প্রয়োজন সৃজনশীলতার। কাগজের তৈরী কিছু জিনিস বাসার সাজের যেমন পরিবর্তন আনবে তেমনি এটি অনেক সাশ্রয়ী উপায় ঘর সাজানোর।
কিভাবে রঙ্গিন কাগজ এর সাহায্যে খুব সহযেই একটি ওয়ালমেট বানানো যায় আজ এ নিয়েই পোস্ট করবো। আশা করছি ভালো লাগবে আপনাদের।
প্রয়োজনীয় উপকরণ
১.রঙিন কাগজ
২.কার্টুন
৩.আঠা
৪.গ্লু গান
৫.কাচি
প্রস্তুত প্রনালী
প্রথমে কার্টুন গোল করে কেটে নিয়েছি। তারপর কেটে নেয়া কার্টুন এর একপাশে আঠার সাহায্যে সাদা কাগজ লাগিয়ে নিয়েছি।
তারপর রঙিন কাগজ গুলো একটি কাচির সাহায্যে কেটে নিয়েছি।
এরপর লম্বা করে কেটে নেয়া কাগজ এর দুই দিক আঠার সাহায্যে একসাথে লাগিয়ে নিতে হবে।
তারপর কেটে নেয়া কার্টুন এর ওপর কাগজ গুলো আঠা দিয়ে গোলাকৃতি করে লাগিয়ে নিতে হবে।
এক রঙের কাগজ এর ওপর আরএক রঙের কাগজ লাগাতে হবে।
এখন মাঝখানে একটি ফুল লাগাবো। ফুল বানানোর জন্য একটি লম্বা করে কেটে নেয়া কাগজ মাঝে ভাজ করে নিবো
ভাজ করা কাগজ টি লম্বায় দুভাজ কবরো।
এবার কাগজটির একপাশে কাচির সাহায্যে এভাবে কেটে নিয়েছি।
কাটা হয়ে গেলে কাগজটি খুলে দুপাশে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। অন্যান্য রঙের কাগজ গুলো ও এভাবে কেটে নিয়েছি।
তারপর কেটে নেয়া কাগজ গুলো ঘুরিয়ে ঘুরিয়ে চিত্রের মত ফুলাকৃতি দিয়েছি।
একটি রঙের ওপর আরেকটি রঙ দিয়ে একটি বড় ফুল তৈরী করেছি।
তারপর ফুলটি ওয়ালমেট এর মাঝখানে গ্লুগান এর সাহায্যে বসিয়ে দিয়েছি।
এভাবেই খুব সহযেই তৈরী হয়ে গেলো রঙিন কাগজ এর ওয়ালমেট।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।
ধন্যবাদ।
শ্রমশিল্পি ও আলোকচিত্রকর | @sadiahaque |
---|---|
চিত্রধারনকৃত ডিভাইস | Tecnk spark 5 pro |
Twitter
বাহ দারুণ আপু👌👌। ওয়ালমেট টা খুবই সুন্দর তৈরি করেছেন। এবং এগুলো ঘরে সাজানো হলে ঘরের সৌন্দর্য পাবে। এবং আপনার ওয়ালমেটের কালার কম্বিনেশন টাও অনেক ভালো ছিল। সুন্দরভাবে ধাপে ধাপে শেয়ার করেছেন এটা।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।
বাহ্!!খুবই সুন্দর করে রঙ্গিন কাগজ ব্যবহার করে ওয়ালমেট তৈরি করেছেন।যা দেখে আমার মনটা ভরে গেল। সত্যিই খুবই সুন্দর হয়েছে আপনার ওয়ালমেট টি। আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল♥♥
অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
রঙিন পেপার দিয়ে আপনি খুব সুন্দর একটি ওয়ালমের প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে বিশেষ করে কালার কম্বিনেশন টা দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন সুন্দরভাবে উপস্থাপন করেছেন শুভকামনা রইল আপনার জন্য
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপনার তৈরি করা রঙ্গিন কাগজের ওয়ালমেট দেখতে খুব চমৎকার লাগছে। বিশেষ করে এই ওয়ালমেট তৈরি করতে আপনি রঙ্গিন কাগজ ব্যবহার করায় আরো বেশি চমৎকার লাগছে এবং এই পোষ্টের মাধ্যমে আপনার অসাধারণ ক্রিয়েটিভিটি প্রকাশ পাচ্ছে ধন্যবাদ আপনাকে।
রঙ্গিন কাগজ ব্যবহার করে ওয়ালমেট খুব সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে ওয়ালমেট তৈরি করেছেন আমার বেশ ভাল লেগেছে। আপনি ধাপে ধাপে ওয়ালমেট তৈরি করার পুরোপুরি আমাদের মাঝে তুলে ধরেছেন এবং বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইল আপনার জন্য।
সবুজ আর কালো রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটা ওয়ালমেট তৈরি করলেন। সত্যিই এই ওয়ালমেট টা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। ঘরের দেয়ালে এরকম ওয়ালমেট গুলো লাগালে দেখতে অনেক সুন্দর দেখা যায়। আসলেই আপনার ওয়ালমেটটা অসাধারণ হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ আপু।
শুভ কামনা রইলো আপনার জন্য।
রঙিন কাগজ দিয়ে সত্যিই অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন। বিশেষ করে আপনার হাতে ওয়ালমেটটি ধরাতে দেখতে বেশি ভালো লাগছে। ওয়ালমেট তৈরি করার প্রসেস খুব সুন্দর ভাবে দেখিয়েছেন, যে কেউ চাইলেই তৈরি করে নিতে পারবে। দেওয়ালে লাগালে তো আরো বেশি সুন্দর দেখাবে। অনেক ভালো লাগলো।
ধন্যবাদ আপু
শুভ কামনা আপনার জন্য।