DIY- এসো নিজে করি ||| রঙ্গিন কাগজ ব্যবহার করে ওয়ালমেট তৈরি || 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আমরা সবাই চাই আমাদের নিজ নিজ বাসা আড়ম্বরপূর্ণ দেখা যাক, কিন্তু খরচের কারণে বেশিরভাগ সময়ই তা কঠিন হয়ে দাঁড়ায়। তবে ছোট ছোট পরিবর্তন বড় পার্থক্য আনতে পারে। অল্প খরচেই বাসায় একটি সুন্দর পরিবর্তন আনা সম্ভব। তার জন্যে প্রয়োজন সৃজনশীলতার। কাগজের তৈরী কিছু জিনিস বাসার সাজের যেমন পরিবর্তন আনবে তেমনি এটি অনেক সাশ্রয়ী উপায় ঘর সাজানোর।

B612_20220115_022626_713-01.jpeg

কিভাবে রঙ্গিন কাগজ এর সাহায্যে খুব সহযেই একটি ওয়ালমেট বানানো যায় আজ এ নিয়েই পোস্ট করবো। আশা করছি ভালো লাগবে আপনাদের।

প্রয়োজনীয় উপকরণ

image.png

IMG_20220114_212105_443.jpg

১.রঙিন কাগজ

২.কার্টুন

৩.আঠা

৪.গ্লু গান

৫.কাচি

প্রস্তুত প্রনালী

image.png

IMG_20220114_213000_457.jpg

প্রথমে কার্টুন গোল করে কেটে নিয়েছি। তারপর কেটে নেয়া কার্টুন এর একপাশে আঠার সাহায্যে সাদা কাগজ লাগিয়ে নিয়েছি।

IMG_20220114_213113_005.jpg

তারপর রঙিন কাগজ গুলো একটি কাচির সাহায্যে কেটে নিয়েছি।

B612_20220115_013539_908.jpg

এরপর লম্বা করে কেটে নেয়া কাগজ এর দুই দিক আঠার সাহায্যে একসাথে লাগিয়ে নিতে হবে।

IMG_20220114_223423_983.jpg

তারপর কেটে নেয়া কার্টুন এর ওপর কাগজ গুলো আঠা দিয়ে গোলাকৃতি করে লাগিয়ে নিতে হবে।

IMG_20220114_224241_431.jpg

IMG_20220115_002032_113.jpg

এক রঙের কাগজ এর ওপর আরএক রঙের কাগজ লাগাতে হবে।

IMG_20220114_225521_314.jpg

এখন মাঝখানে একটি ফুল লাগাবো। ফুল বানানোর জন্য একটি লম্বা করে কেটে নেয়া কাগজ মাঝে ভাজ করে নিবো

IMG_20220114_234825_700.jpg

ভাজ করা কাগজ টি লম্বায় দুভাজ কবরো।

IMG_20220114_235003_737.jpg
এবার কাগজটির একপাশে কাচির সাহায্যে এভাবে কেটে নিয়েছি।

IMG_20220114_235039_150.jpg

IMG_20220114_235053_939.jpg

কাটা হয়ে গেলে কাগজটি খুলে দুপাশে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। অন্যান্য রঙের কাগজ গুলো ও এভাবে কেটে নিয়েছি।

IMG_20220114_235129_537.jpg

তারপর কেটে নেয়া কাগজ গুলো ঘুরিয়ে ঘুরিয়ে চিত্রের মত ফুলাকৃতি দিয়েছি।

IMG_20220115_002621_901.jpg

একটি রঙের ওপর আরেকটি রঙ দিয়ে একটি বড় ফুল তৈরী করেছি।

IMG_20220115_002802_345.jpg

তারপর ফুলটি ওয়ালমেট এর মাঝখানে গ্লুগান এর সাহায্যে বসিয়ে দিয়েছি।

B612_20220115_014502_690.jpg

এভাবেই খুব সহযেই তৈরী হয়ে গেলো রঙিন কাগজ এর ওয়ালমেট।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।
ধন্যবাদ।

শ্রমশিল্পি ও আলোকচিত্রকর@sadiahaque
চিত্রধারনকৃত ডিভাইসTecnk spark 5 pro
Sort:  
 3 years ago 
 3 years ago 

বাহ দারুণ আপু👌👌। ওয়ালমেট টা খুবই সুন্দর তৈরি করেছেন। এবং এগুলো ঘরে সাজানো হলে ঘরের সৌন্দর্য পাবে। এবং আপনার ওয়ালমেটের কালার কম্বিনেশন টাও অনেক ভালো ছিল। সুন্দরভাবে ধাপে ধাপে শেয়ার করেছেন এটা।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

বাহ্!!খুবই সুন্দর করে রঙ্গিন কাগজ ব্যবহার করে ওয়ালমেট তৈরি করেছেন।যা দেখে আমার মনটা ভরে গেল। সত্যিই খুবই সুন্দর হয়েছে আপনার ওয়ালমেট টি। আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল♥♥

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

রঙিন পেপার দিয়ে আপনি খুব সুন্দর একটি ওয়ালমের প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে বিশেষ করে কালার কম্বিনেশন টা দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন সুন্দরভাবে উপস্থাপন করেছেন শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার তৈরি করা রঙ্গিন কাগজের ওয়ালমেট দেখতে খুব চমৎকার লাগছে। বিশেষ করে এই ওয়ালমেট তৈরি করতে আপনি রঙ্গিন কাগজ ব্যবহার করায় আরো বেশি চমৎকার লাগছে এবং এই পোষ্টের মাধ্যমে আপনার অসাধারণ ক্রিয়েটিভিটি প্রকাশ পাচ্ছে ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙ্গিন কাগজ ব্যবহার করে ওয়ালমেট খুব সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে ওয়ালমেট তৈরি করেছেন আমার বেশ ভাল লেগেছে। আপনি ধাপে ধাপে ওয়ালমেট তৈরি করার পুরোপুরি আমাদের মাঝে তুলে ধরেছেন এবং বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

সবুজ আর কালো রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটা ওয়ালমেট তৈরি করলেন। সত্যিই এই ওয়ালমেট টা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। ঘরের দেয়ালে এরকম ওয়ালমেট গুলো লাগালে দেখতে অনেক সুন্দর দেখা যায়। আসলেই আপনার ওয়ালমেটটা অসাধারণ হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপু।
শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে সত্যিই অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন। বিশেষ করে আপনার হাতে ওয়ালমেটটি ধরাতে দেখতে বেশি ভালো লাগছে। ওয়ালমেট তৈরি করার প্রসেস খুব সুন্দর ভাবে দেখিয়েছেন, যে কেউ চাইলেই তৈরি করে নিতে পারবে। দেওয়ালে লাগালে তো আরো বেশি সুন্দর দেখাবে। অনেক ভালো লাগলো।

 3 years ago 

ধন্যবাদ আপু
শুভ কামনা আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76576.73
ETH 3043.84
USDT 1.00
SBD 2.62