DIY- এসো নিজে করি ||| রঙ্গিন কাগজ ব্যবহার করে ওয়ালমেট তৈরি || 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো/আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

B612_20220122_230438_534.jpg

আজ আবার একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি।রঙিন কাগজ ব্যবহার করে খুব সহযেই একটি ওয়ালমেট তৈরী করে দেখাবো আজ।

প্রয়োজনীয় উপকরণ

IMG_20220122_212912_031.jpg

১. রঙিন কাগজ
২. আঠা
৩. কাচি
৪. পুথি

প্রস্তুত প্রনালী

IMG_20220122_213731_783.jpg

প্রথমে সাদা কাগজ গুলো একটি কাঠিতে পেচিয়ে পেচিয়ে লম্বা কাঠির মত বানাবো, তারপর যে কাঠিটিতে পেচিয়েছিলাম সেটি বের করে নেবো। এখানে দশটি লম্বা কাঠি লাগবে।

IMG_20220122_214826_621.jpg

তারপর লাভ আকৃতির কয়েকটি কাগজ কেটে নিয়েছি। সাদা লাভ গুলো হলুদ লাভ এর চেয়ে বড় করে কেটেছি

IMG_20220122_220139_071.jpg

এরপর সাদা কাগজ এর ওপর হলুদ কাগজ গুলো আঠার সাহায্যে লাগিয়ে নিয়েছি। সবচেয়ে বড় লাভ আকৃতিটি আর একটি বড় হলুদ কাগজ এর ওপর বসিয়েছি

IMG_20220122_224338_362.jpg

তারপর কয়েকটি ফুল কেটে নিয়েছি। চারটি হলুদ ও দুই টি সাদা ফুল কেটেছি। ফুল গুলোর পাপড়ি পেছনের দিক মুড়িয়ে নিয়েছি কাঠির সাহায্যে।

IMG_20220122_221436_979.jpg

IMG_20220122_222119_425.jpg

এবার লম্বা করে কাগজ দিয়ে বানানো কাঠি গুলো দিয়ে একটি ঘর বানিয়েছি। কাঠি গুলো আঠা দিয়ে সংযুক্ত করেছি।

IMG_20220122_224836_426.jpg

তারপর ফুলগুলো আঠা দিয়ে ঘরটির উপর লাগিয়ে নিয়েছি। ফুল এর ওপর আঠা দিয়ে পুথি বসিয়ে দিয়েছি।

IMG_20220122_225505_004.jpg

তারপর সাদা কাগজ চিকন করে কেটে নিয়ে লাভ গুলো আঠা দিয়ে কাগজ এর নিচে লাগিয়ে নিয়েছি আঠা দিয়ে । তারপর কাগজ এর ওপর এর অংশ আঠা দিয়ে ঘরটির পেছন দিক আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।

B612_20220122_233316_385.jpg

এভাবেই খুব সহযেই তৈরী হয়ে গেলো রঙিন কাগজ এর ওয়ালমেট। ওয়ালমেটটি ওয়াল এ লাগিয়েছি।

আশা করছি আমার বানানো ওয়ালমেট টি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

শ্রমশিল্পী ও চিত্রকর@sadiahaque
ডিভাইসTecno
মডেলspark 5 pro
Sort:  
 3 years ago 

এই ধরনের কাজগুলোতে আমি খুব বেশি আগ্রহী।আমিও বেশ অনেক ডিআইওয়াই পোস্ট শেয়ার করেছি।
আপনার প্রজেক্টটি ভালো ছিল এবং ধাপগুলো বর্ণনাও ভালো হয়েছে।যাই হোক শুভ কামনা জানাই😊

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ভাবে ওয়ালমেট তৈরি করেছেন আপু। প্রত্যেকটি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে।
শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। বিশেষ করে ওয়ালমেটটি দেয়ালে লাগানোর পরে আরও বেশি আকর্ষণীয় লাগছে। তাছাড়া ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যা দেখে খুব সহজেই এটি বানানো যাবে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

 3 years ago 

ওয়াও আপু আপনি অনেক সুন্দর করে রঙ্গিন কাগজের সাহায্যে ওয়ালমেট তৈরি করেছেন। যা দেখে চোখ জুড়িয়ে গেল আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর ভাবে আপনি ওয়ালমেট তৈরি করেছেন।বিশেষ করে হলুদ ও সাদা রং এর ফুলটি দারুণভাবে ফুটে ফুটে উঠেছে। এবং সব মিলিয়ে খুব সুন্দরভাবে উপস্থাপন করে দেখিয়েছেন।অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ দিদি।
শুভ কামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

 3 years ago 

সুন্দর একটি ফুলের ওয়াল মেট তৈরি করেছেন আপু। দেখে অনেক ভালো লাগলো। প্রতিটি ধাপের সুন্দর বর্ননা দিয়েছেন। এতে সব বুঝতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ এমন একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য। শুভকামনা রইলো অনেক।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনি সুন্দর করে রঙিন কাগজ দিয়ে একটি ওয়ালমেট তৈরি করেছেন।প্রতিটি ধাপ সুন্দর করে বর্ণনা করেছেন। শুভ কামনা রইল আপানার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

রঙ্গিন কাগজ ব্যবহার করে ওয়ালমেট তৈরিটা দেখতে অনেক সুন্দর লাগছে আপু। আপনার হাতের কাজ অনেক সুন্দর দেখছি তো। কালার টা ভালো ছিল রঙিন কাগজের। এই ধরনের ওয়ালমেট দেওয়ালে ঝুলিয়ে রাখলে খারাপ দেখায় নাহ। রঙ্গিন কাগজ ব্যবহার করে ওয়ালমেট তৈরি সম্পর্কে ভালো বর্নণা দিয়েছেন। শুভেচ্ছা রইল আপু।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। দোয়া করবেন। শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপু অনেক সুন্দর করে রঙ্গিন কাগজ দিয়ে একটি ওয়ালমেট তৈরি করেছেন। সত্যি অনেক সুন্দর হয়েছে। কালার টি অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। ওয়ালমেট ঘরের সৌন্দর্য কে বৃদ্ধি করে। সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া
শুভ কামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61152.47
ETH 2665.18
USDT 1.00
SBD 2.55