DIY- এসো নিজে করি ||| রঙ্গিন কাগজ ব্যবহার করে ওয়ালমেট তৈরি ||| 10% Beneficiary To @shy-fox 🦊 |||

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

1644080087635.png

আজ আবার একটি ডাই পোস্ট নিয়ে এলাম। আজ বানাবো ঘরের সৌন্দর্যবর্ধনকারী ওয়ালমেট। রঙিন কাগজ ব্যবহার করে ওয়ালমেট বানিয়েছি। সেই ওয়ালমেট বানানোর প্রক্রিয়া শেয়ার করতে যাচ্ছি।

প্রয়োজনীয় উপকরণ

image.png

IMG_20220205_211509_822.jpg

১. রঙিন কাগজ
২. কাচি
৩. আঠা
৪. কাটুন

image.png

প্রস্তুত প্রনালী

image.png

IMG_20220205_212151_132.jpgIMG_20220205_211827_405.jpg

কাটুন অর্ধচন্দ্র আকৃতিতে কেটে নিয়েছি এবং সেই মাপেই একটি কালো কাগজ কেটে কাটুনটির ওপর আঠা দিয়ে লাগিয়েছি।

IMG_20220205_214210_140.jpg

সাদা কাগজ লম্বা চিকন করে কেটে নিয়েছি ।

IMG_20220205_221935_748.jpg

কিছু রঙিন কাগজ লাভ 💙 এর মত করে কেটে নিয়েছি।

IMG_20220205_222549_362.jpg

তারপর চিকন সাদা কাগজ গুলো চন্দ্রাকৃতির কাটুন টির পেছনে আঠা দিয়ে লাগিয়েছি। তারপর রঙিন লাভ গুলো সাদা কাগজ এর ওপর আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।

IMG_20220205_213527_688.jpg

নীল রঙের কাগজ চারকোনা করে কেটে নিয়েছি। চিত্রে কাগজ এর মাপ উল্লেখ করেছি।

IMG_20220205_213941_752.jpgIMG_20220205_213953_055.jpg

চারকোনা করে কেটে নেয়া রঙিন কাগজ গুলো চিত্রের মত করে কেটে নিয়েছি।

IMG_20220205_214708_657.jpg

কেটে নেয়া নীল কাগজ গুলোকে চিত্রের ন্যায় কোণ বানিয়েছি।

IMG_20220205_223232_806.jpg

তারপর কোণ গুলো কাটুন টির ওপর আঠা দিয়ে লাগিয়েছি।

IMG_20220205_224036_880.jpg

তারপর একটি ফুল বানিয়েছি। ফুলটি কোণ গুলোর নিচের দিক আঠা দিয়ে লাগিয়েছি। এভাবেই খুব সহযেই একটি ওয়ালমেট তৈরী হয়ে গেলো।

image.png

আমার বানানো রঙিন কাগজ এর ওয়ালমেটটি আপনাদের কেমন লাগলো কমেন্ট এর মাধ্যমে জানাবেন। আজ বিদায় নিচ্ছি এখানেই। পরবর্তী পোস্ট এ অন্য কিছু নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। ধন্যবাদ সবাইকে।

শ্রমশিল্পী ও চিত্রকর@sadiahaque
ডিভাইসTecno
মডেলspark 5 pro
লোকেশনরংপুর

image.png

Sort:  
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি অনেক সুন্দর হয়েছে আপু। আপনি অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার তৈরি করা এই ওয়ালমেটটি ঘরের ওয়ালে লাগালে দেখতে খুবই সুন্দর লাগবে। রঙিন কাগজের তৈরি ওয়ালমেট ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। ওয়ালমেটটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

রঙের কাগজ দিয়ে খুব সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপন দেখে শিখতে পারলাম। আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

ধন্যবাদ মন্তব্যের জন্য।

রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন আপনি। আমার কাছে অনেক ভালো লাগলো। প্রত্যেকটা ধাপ সুন্দর ভাবে তৈরি করে ও সুন্দরভাবে উপস্থাপন করে শেয়ার করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

রঙিন কাগজের খুব সুন্দর একটি ওয়ালমেট আপনি তৈরি করেছেন। নীল কালারের ওয়ালমেট তৈরি করার কারণে আমার কাছে বেশী ভালো লাগছে ।ফুল গুলো খুব সুন্দর করে কেটে কেটে বসিয়েছেন।
খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ বর্ণনা করেছেন ভালো লেগেছে ।আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

ওয়াও আপু আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার তৈরি করা ওয়ালমেট টি দেখতে খুবই সুন্দর লাগছে আপনি রঙ্গিন কাগজ দিয়ে খুব চমৎকারভাবে ওয়ালমেট টি আমাদের মাঝে উপস্থাপন করেছেন । বিশেষ করে রঙ্গিন কাগজ ব্যবহার করেছেন বলে দেখতে অনেক বেশী আকর্ষনীয় লাগছে। আপনি ধাপে ধাপে ওয়ালমেট তৈরি করার প্রসেস আমাদের মাঝে খুবই চমৎকার ভাবে উপস্থাপন করেছেন । আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো।

 3 years ago 
রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন। কালার কম্বিনেশন টা দারুন ছিল । ধরনের ওয়ালমেট আমি তৈরি করে থাকি।আমার অনেক ভালো লাগে কিন্তু অনেক সময় লাগে কিন্তু অলরেডি দেখার পর সকল কষ্ট দূর হয়ে যায়। অনেক ভালো ছিল আপু
 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরীকৃত এই রঙিন কাগজের ওয়ালমেট টি দেখতে অসম্ভব সুন্দর লাগছে। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন যার মাধ্যমে আমরা খুব সহজেই বুঝতে পেরেছি। এত সুন্দর একটি রঙিন কাগজের ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজের দারুন একটি ওয়ালমেট প্রস্তুত করেছেন ।দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে ।আমার কাছে বেশ ভালো লেগেছে ।দেয়ালে ঝুলিয়ে রাখলে ঘরের সৌন্দর্য আরো বাড়িয়ে দেবে ।।শুভেচ্ছা রইল আপনার জন্য

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62601.60
ETH 2452.46
USDT 1.00
SBD 2.64