DIY- এসো নিজে করি ||| রঙ্গিন কাগজ ব্যবহার করে ওয়ালমেট তৈরি ||| 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ একটি ডাই পোস্ট নিয়ে এলাম আপনাদের মাঝে। একটি ওয়ালমেট বানিয়ে দেখাবো আজ। আশা করছি ভালো লাগবে আপনাদের। তাহলে চলুন শুরু করে দেয়া যাক ওয়ালমেট টি বানানোর প্রক্রিয়া।

B612_20220305_224856_976.jpg

প্রয়োজনীয় উপকরণ

image.png

IMG_20220305_211405_402.jpg

১.রঙিন কাগজ
২.কাচি
৩.আঠা
৪.পুথি
৫.কাটুন

image.png

প্রস্তুত প্রণালী

image.png

IMG_20220305_212155_911.jpg

প্রথমে একটি কাটুন গোল করে কেটে নিয়েছি চিত্রের মত করে।

IMG_20220305_212834_619.jpg

এরপর কাটুন এর মাপ অনুযায়ী হলুদ রঙের কাগজ কেটে নিয়েছি।

IMG_20220305_213541_484.jpg

তারপর হলুদ রঙের কেটে নেয়া কাগজটি গোল করে কেটে নেয়া কাটুন এর ওপর আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।

IMG_20220305_214937_361.jpg

এরপর চারটি ফুল বানিয়েছি। দুটি বেগুনি ও দুটি টিয়া রঙের কাগজ এর ফুল বানিয়েছি।

IMG_20220305_220543_841.jpg

তারপর কাগজ দিয়ে বানানো ফুল গুলো গোল কাটুন টির ওপর আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। একদিকে তিনটি ফুল লাগিয়াছি, অপরদিকে একটি ফুল লাগিয়েছি।

IMG_20220305_220726_130.jpg

তারপর ফুল গুলোর ওপর আঠা দিয়ে সোনালী রঙের পুথি বসিয়ে দিয়েছি।

B612_20220305_224856_976~2.jpg

এভাবেই রঙের কাগজ, আঠা ও কাটুন দিয়ে খুব সহযেই একটি ওয়ালমেট বানিয়ে ফেল্লাম। ওয়ালমেট টি দেয়াল এ টাঙিয়ে দিয়েছি।
image.png

আমার বানানো রঙিন কাগজ এর ওয়ালমেট টি কেমন হয়েছে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। আজ বিদায় নিবো এখানেই। আবার আসবো আপনাদের মাঝে অন্য কিছু নিয়ে।

ধন্যবাদ সবাইকে আমার লেখাটি পড়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। শুভ কামনা রইলো আপনাদের জন্য।

শ্রমশিল্পী ও আলোকচিত্ৰকর@sadiahaque
চিত্রধারনকৃত ডিভাইসTecno
মডেলspark 5 pro
লোকেশনরংপুর

image.png

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে যে কত জিনিস তৈরি করা যায় ।তা আপনাদের দ্বারা প্রমাণিত । রঙিন কাগজ ব্যবহার করে অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করছেন । আপনার ওয়ালমেট এর কালার কম্বিনেশন টা দারুন ছিল ।আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া।
শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

রঙ্গিন কাগজ ব্যবহার করে ওয়ালমেট তৈরি দেখে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর করে আপনি ওয়ালমেট বানিয়েছেন। ধন্যবাদ আপনাকে এভাবেই এগিয়ে যান

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া।
শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার ওয়ালমেট টি দেখতে অসাধারণ লাগছে আপু। প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago (edited)

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ।
শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

বাহ রঙিন কাগজের দারুন একটি ওয়ালমেট প্রস্তুত করেছেন তো।
দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।।
বিশেষ করে কালার কম্বিনেশন টা সুন্দর ভাবে ফুটেছে।।
উপস্থাপনা করেছেন সাজিয়ে-গুছিয়ে।।
শুভেচ্ছা রইল আপনার জন্য 🌹

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া।
শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেট টি দেখে খুব ভালো লাগছে। আপনি অত্যান্ত দক্ষতা সহকারে চমৎকারভাবে ওয়ালমেট তৈরির কাজ সম্পন্ন করেছেন এবং আমাদের মাঝে প্রত্যেক ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া।
শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি ওয়ালমেট তৈরি করে আমাদের সকলের মাঝে খুবই চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। আপনার তৈরীকৃত এই রঙিন কাগজের ওয়ালমেট দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে, শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে ধাপে ধাপে আমাদের সকলের মাঝে রঙিন কাগজের ওয়ালমেট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া।
শুভ কামনা রইলো আপনার জন্য।

বাহ আপু অনেক সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন আপনি। অনেক ভালোই লাগতেছে দেখতে। প্রতিটি ধাপ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ও সুন্দর বর্ণনা করে শেয়ার করেছেন আমাদের সাথে। ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া।
শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

রঙিন কাগজের ওয়ালমেট টি আমার কাছে অনেক ভালো লেগেছে বিশেষ করে কাগজের ফুলের ওপর পুতি দেওয়াতে ওয়ালমেট এর সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। আপনার দক্ষতা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া।
শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আপনাকে স্বাগতম আপু মনি 🥰

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুব সাধারন এর ভিতরে অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন এবং অনেক সময় নিয়ে প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন এবং ফুলগুলি সাধারণ হলেও দেখতে বেশ ভালো লাগছে। ইনশাআল্লাহ সামনে আরও ভাল কিছু কাজ আমরা পেতে পারি এই আশায় রইলাম। আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া।
শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন ।আমার কাছে রঙিন কাগজের যেকোনো জিনিস তৈরি দেখতে খুবই ভালো লাগে। এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া।
শুভ কামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58613.96
ETH 3153.58
USDT 1.00
SBD 2.43